মাধ্যমিক ভূগোল ষষ্ঠ অধ্যায় 1 নম্বরের প্রশ্ন উত্তর | উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র 1 নম্বরের প্রশ্ন উত্তর
দশম শ্রেণি ভূগোল ষষ্ঠ অধ্যায় 1 নম্বরের প্রশ্ন উত্তর pdf | Madhyamik Geography sixth chapter 1 marks question answer | Class 10 Geography sixth chapter 1 marks question answer
আসসালামু আলাইকুম,
তোমাকে আমাদের এই SKGUIDEBANGLA শিক্ষামূলক ওয়েবসাইটে স্বাগতম।
আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দশম শ্রেণির ভূগোল ষষ্ঠ অধ্যায় 1 নম্বরের প্রশ্ন উত্তর। মাধ্যমিক ভূগোল 1 নম্বরের প্রশ্ন ও উত্তর উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র । দশম শ্রেণির ভূগোল ষষ্ঠ অধ্যায় ১ নম্বরের প্রশ্ন উত্তর । উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন ও উত্তর / মাধ্যমিক ভূগোল ষষ্ঠ অধ্যায় 1 নম্বরের প্রশ্ন উত্তর। Madhyamik Geography chapter 6 1 number question answer, মাধ্যমিক ভূগোল ষষ্ঠ অধ্যায় উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র 1 নম্বরের প্রশ্ন উত্তর / যা দশম শ্রেণির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যা আগত দশম শ্রেণির টেস্ট ও ফাইনাল পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে ।
তাই দেড়ি না করে এই পোস্টের দশম শ্রেণির ভূগোল ১ নম্বর অধ্যায় 1 নম্বরের প্রশ্ন উত্তর, গুলো ভালো করে পড়ে নাও বা নীচে দেওয়া Download লিংকে ক্লিক করে ক্লাস 10 ভূগোল প্রশ্ন উত্তর ষষ্ঠ অধ্যায় pdf download, class 10 Geography sixth chapter 1 number questions answers pdf download করে নিতে পারো। এবং প্রতিদিন বাড়িতে বসে YouTube Live Class এর মাধ্যমে ক্লাস করতে চাইলে আমাদের YouTube Channel এ ভিজিট করো ও Subscribe করে নাও।
YouTube Link - . OUR ONLINE SCHOOL SUBSCRIBE
আরও পোস্ট দেখো B
এছাড়াও তোমার মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাজেশন ডাউনলোড করে নিতে পারো নীচে দেওয়া লিংকে ক্লিক করে।
Madhyamik Geography Suggestion 1011 | West Bengal WBBSE Class Ten X Geography Question and Answer Suggestion 1011, মাধ্যমিক ভূগোল সাজেশন 1011
দশম শ্রেণির ভূগোল উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র 1 নম্বরের প্রশ্ন উত্তর pdf | মাধ্যমিক ভূগোল উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র SAQ প্রশ্ন ও উত্তর pdf | মাধ্যমিক ভূগোল ষষ্ঠ অধ্যায় ছোটো প্রশ্ন ও উত্তর
1.রিমোট সেন্সিং শব্দের অর্থ কী?
উত্তর: দূর সংবেদন।
2.দূর সংবেদন ব্যবস্থার দুটি মৌলিক প্রক্রিয়া কী?
উত্তর: আহরণ ও বিশ্লেষণ।
3. দূর সংবেদন ব্যবস্থাকে কী কী ভাগে ভাগ করা যায়?
উত্তর: বিমান চিত্র ও উপগ্রহ চিত্র।
4.কত সালে রিমোট সেন্সিং শব্দটি গ্রহণীয় হয়ে ওঠে?
উত্তর: 1960 সালে।
5.উপগ্রহ চিত্র তোলার মূল শক্তির উৎস কোন্টি?
উত্তর: সূর্য।
6. আন্তর্জাতিক সিরিজের ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের স্কেল কত?
উত্তর: 1:1000000 |
7. ভারতের ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের মোট ক-টি গ্রিড রয়েছে?
উত্তর: 135টি।
৪. ভারতের ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে মিলিয়ন শিটের স্কেল কত?
উত্তর: 1:1000000 |
9. ভারতের ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে ডিগ্রি শিটের স্কেল কত?
উত্তর: 1:250000|
10. যে ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের স্কেল 1 : 100000, সেই মানচিত্রকে কীবলে?
উত্তর: কোয়াড্ৰান্ট শিট।
11. সার্ভে অব ইন্ডিয়ার সদর দফতর কোথায় অবস্থিত?
উত্তর: দেরাদুন।
12.সার্ভে অব ইন্ডিয়ার শাখা দফতর কোথায় রয়েছে?
উত্তর: কলকাতার উড স্ট্রিটে।
13. ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের সমোন্নতি রেখার ব্যবধান কত?
উত্তর: সাধারণত 20 মিটার, তবে 10 মিটারও হয়।
14. ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের ইঞ্চি শিটের R.E. কত?
উত্তর: 1:50000 |
15. মিলিয়ন শিট বা 4° শিটের বিস্তার কত?
উত্তর: 4° × 4° (অক্ষাংশ × দ্রাঘিমা)
16. ডিগ্রি শিটের টোপো মানচিত্রের বিস্তার কত?
উত্তর: 1° x 1° |
17. ডিগ্রি শিটের মেট্রিক স্কেল কত?
উত্তর: 1 সেমিতে 2.5 কিমি বা 1 : 250000 |
19. ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম করো।
উত্তর: আর্যভট্ট।
20. পৃথিবী থেকে কোনো উপগ্রহকে মহাকাশে প্রেরণ করতে কী পরিমাণবেগ প্রয়োজন?
উত্তর: মুক্তিবেগ প্রয়োজন, এর মান 11.2 কিমি/সে।
21.চাঁদের ক্ষেত্রে মুক্তিবেগ কত?
উত্তর: 2.38 কিমি/সে।
22.সূর্যের ক্ষেত্রে মুক্তিবেগ কত?
উত্তর: 617.5 কিমি/সে।
23. নিরক্ষীয় তল বরাবর যেসব উপগ্রহ পশ্চিম থেকে পূর্বে ঘোরে, তাদের কী বলে? •
উত্তর: ভূসমলয় উপগ্রহ। 28
24.ভূসমলয় উপগ্রহের কক্ষপথকে কী বলে?
উত্তর: পার্কিং অরবিট।
25. শত্রুপক্ষের সেনাবাহিনীর গতিপ্রকৃতির খোঁজখবর করে কোন্ ধরনের উপগ্রহ?
উত্তর: স্পাই স্যাটেলাইট।
26.পৃথিবীর বিভিন্ন স্থানের সঠিক অবস্থান নির্ণয়ের জন্য ভারতে কোন উপগ্রহ ব্যবহার করা হয়?
উত্তর: INSAT |
দশম শ্রেণির ভূগোলের ষষ্ঠ অধ্যায়ের 1 নং কোশ্চেন|
মাধ্যমিক ভূগোল প্রশ্ন ও উত্তর :দশম শ্রেণি ভূগোল ষষ্ঠ অধ্যায় প্রশ্ন উত্তর ১ নম্বর pdf download / দশম শ্রেণি ভূগোল ষষ্ঠ অধ্যায় প্রশ্ন উত্তর 1 marks pdf / ক্লাস 10 উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র 1 নম্বরের প্রশ্ন উত্তর / ক্লাস 10 ভূগোল 1 নম্বরের প্রশ্ন উত্তর / Class X Geography 6th chapter 1 marks question answer pdf / Class ten Geography 6th chapter 1 marks question answer / উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র LAQ অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র থেকে অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর গুলি আগতি West Bengal Madhyamik Geography Examination – পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।
তোমরা যারা মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য - উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র অধ্যায় থেকে প্রশ্ন উত্তর খুঁজে চলেছো তাদের জন্য আজ আমরা– মাধ্যমিক ভূগোল এর ষষ্ঠ অধ্যায় থেকে প্রশ্ন ও উত্তর | Madhyamik Geography 1 no chapter Question and Answer Question and Answer নিয়ে এসেছি, তোমরা নিচে দেওয়া ভূগোল প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়বে ও যদি Pdf প্রয়োজন হয় তাহলে নীচে দেওয়া মাধ্যমিক ভূগোল ষষ্ঠ অধ্যায় উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র প্রশ্ন ও উত্তর PDf download- link এ ক্লিক করে ডাউনলোড করে নিতে পারো।
‘‘ মাধ্যমিক ভূগোল ষষ্ঠ অধ্যায় উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ’’ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতির জন্য। উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র অধ্যায় থেকে প্রশ্ন অনেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন মাধ্যমিক পরীক্ষায় আসে ।
মাধ্যমিক ভূগোল উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ষষ্ঠ অধ্যায় অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | দশম শ্রেণির ভূগোল উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ষষ্ঠ অধ্যায় অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | Madhyamik Geography short Question and Answer
বিনামূল্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন:-
File Details:-
File Name:- Madhyamik Geography 6th chapter short questions answers in bengali pdf download
File Format:- PDF
File Size:- Mb
File Location:- Google Drive
Download: Click Here to Download
আরও পোস্ট দেখো B
A. মাধ্যমিক ভূগোল সমস্ত অধ্যায়ের প্রশ্ন উত্তর Click Here
B. Madhyamik Suggestion / মাধ্যমিক সাজেশন
C. Madhyamik Geography Suggestion Click here
D. মাধ্যমিক ভূগোল সাজেশন PDF Download
অসংখ্য ধন্যবাদ , তোমার যদি আমাদের এই ” মাধ্যমিক ভূগোল ষষ্ঠ অধ্যায় উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র 1 প্রশ্ন ও উত্তর । Madhyamik Geography sixth chapter LAQ Question and Answer ” পােস্টটি ভালো লাগে এবং গুরুত্বপূর্ণ বলে মনে হয়, তাহলে তুমি আমাদের এই পোস্টটা তোমার বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে।
এছাড়াও তুমি আমাদের ওয়েবসাইট থেকে যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বই পিডিএফ, নোট, Practice Set, mock test ইত্যাদি পাবে।
_________❤️🤗 ধন্যবাদ ❤️🤗 ________