মাধ্যমিক ইতিহাস অষ্টম অধ্যায় 1 নম্বরের প্রশ্ন উত্তর | উত্তর ঔপনিবেশিক ভারত 1 নম্বরের প্রশ্ন উত্তর

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

দশম শ্রেণি ইতিহাস অষ্টম অধ্যায় 1 নম্বরের প্রশ্ন উত্তর pdf | Madhyamik history eight chapter 1 marks question answer | Class 10 history eight chapter 1 marks question answer

 

আসসালামু আলাইকুম,

তোমাকে আমাদের এই SKGUIDEBANGLA শিক্ষামূলক ওয়েবসাইটে স্বাগতম।

আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দশম শ্রেণির ইতিহাস অষ্টম অধ্যায় 1 নম্বরের প্রশ্ন উত্তর। মাধ্যমিক ইতিহাস 1 নম্বরের প্রশ্ন ও উত্তর উত্তর ঔপনিবেশিক ভারত । দশম শ্রেণির ইতিহাস অষ্টম অধ্যায় ১ নম্বরের প্রশ্ন উত্তর । উত্তর ঔপনিবেশিক ভারত (অষ্টম অধ্যায়) প্রশ্ন ও উত্তর / মাধ্যমিক ইতিহাস অষ্টম অধ্যায় 1 নম্বরের প্রশ্ন উত্তর। Madhyamik history chapter 1 number question answer, মাধ্যমিক ইতিহাস অষ্টম অধ্যায় উত্তর ঔপনিবেশিক ভারত 1 নম্বরের প্রশ্ন উত্তর / যা দশম শ্রেণির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যা আগত দশম শ্রেণির টেস্ট ও ফাইনাল পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে‌ ।



তাই দেড়ি না করে এই পোস্টের দশম শ্রেণির ইতিহাস ১ নম্বর অধ্যায় 1 নম্বরের প্রশ্ন উত্তর,  গুলো ভালো করে পড়ে নাও বা নীচে  দেওয়া Download লিংকে ক্লিক করে ক্লাস 10 ইতিহাস প্রশ্ন উত্তর অষ্টম অধ্যায় pdf download, class 10 history eight chapter 1 number questions answers pdf download করে নিতে পারো। এবং প্রতিদিন বাড়িতে বসে YouTube Live Class এর  মাধ্যমে  ক্লাস করতে চাইলে আমাদের YouTube Channel এ ভিজিট করো ও Subscribe করে নাও।


YouTube Link - .  OUR ONLINE SCHOOL   SUBSCRIBE      


     : আরও পোস্ট দেখো :    B  

এছাড়াও তোমার মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাজেশন ডাউনলোড করে নিতে পারো নীচে দেওয়া লিংকে ক্লিক করে।

Madhyamik History Suggestion 2024 | West Bengal WBBSE Class Ten X history Question and Answer Suggestion 2024, মাধ্যমিক ইতিহাস সাজেশন 2024


দশম শ্রেণির ইতিহাস উত্তর ঔপনিবেশিক ভারত ছোটো প্রশ্ন ও উত্তর pdf | মাধ্যমিক ইতিহাস উত্তর ঔপনিবেশিক ভারত ছোটো প্রশ্ন ও উত্তর pdf | মাধ্যমিক ইতিহাস অষ্টম অধ্যায় ছোটো প্রশ্ন ও উত্তর


1.ভারতের স্বাধীনতাকালে ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর :  ভারতের স্বাধীনতাকালে ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন ক্লিমেন্ট এটলি 

2. ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রীর নাম কী?
উত্তর : ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল।

3.স্বাধীনতাকালে ভারতের স্বরাষ্ট্রসচিব কেছিলেন?
উত্তর: স্বাধীনতাকালে ভারতের স্বরাষ্ট্রসচিব ছিলেন ভিপি মেনন।

4.দেশীয় রাজ্য দপ্তর কত খ্রিস্টাব্দে গঠিত হয়?
উত্তর: দেশীয় রাজ্য দপ্তর ১৯৪৭ খ্রিস্টাব্দের জুলাই মাসে গঠিত হয়।

5. হরি সিং কোন্ রাজ্যের রাজা ছিলেন?
উত্তর: হরি সিং কাশ্মীর রাজ্যের রাজা ছিলেন।

6. ভারতের স্বাধীনতা আইন করে প্রণীত হয়?
উত্তর: ভারতের স্বাধীনতা আইন প্রণীত হয় ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৮ জুলাই।

77 ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কী?
উত্তর: ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম ছিল জওহরলাল নেহরু

৪. পশ্চিমবঙ্গ রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন?
উত্তর: পশ্চিমবঙ্গ রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্লচন্দ্র ঘোষ।

9. ভারতের পুনর্বাসন কমিশনের চেয়ারম্যান কে ছিলেন?
উত্তর : ভারতের পুনর্বাসন কমিশনের চেয়ারম্যান ছিলেন সুকুমার সেন ও শৈবাল গুপ্ত।

10. ভারতের সংবিধান কবে কার্যকরী হয় ?
উত্তর: ১৯৫০ খ্রিস্টাব্দের ২৬ জানুয়ারি ভারতের সংবিধান কার্যকরী হয়।

11. পাঞ্জাব রাজ্য কত খ্রিস্টাব্দে গঠিত হয়?
উত্তর: পাঞ্জাব রাজ্য ১৯৫৬ খ্রিস্টাব্দে গঠিত হয়।

12. লর্ড মাউন্টব্যাটেনের রাজনৈতিক সচিব কে ছিলেন?
উত্তর: লর্ড মাউন্টব্যাটনের রাজনৈতিক সচিব ছিলেন ভি পি মেনন। 


13. দেশীয় রাজ্য দপ্তর করে স্থাপিত হয়?
উত্তর: ১৯৪৭ খ্রিস্টাব্দের জুন মাসে দেশীয় রাজ্য দপ্তর স্থাপিত হয়।

14. হায়দ্রাবাদের শাসক কী নামে পরিচিত ছিলেন?
উত্তর: হায়দ্রাবাদের শাসক নিজাম নামে পরিচিত ছিলেন।

15. ভারত কবে সমগ্র হায়দ্রাবাদ দখল করে?
উত্তর: ভারত ১৯৪৮ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে হায়দ্রাবাদ দখল করে।

16. পন্ডিচেরি কবে ভারতের অন্তর্ভুক্ত হয় ?
উত্তর: ১৯৫৬ খ্রিস্টাব্দে পন্ডিচেরি ভারতের অন্তর্ভুক্ত হয়।

17. চন্দননগর করে ফরাসি নিয়ন্ত্রণমুক্ত হয়?
উত্তর: ১৯৫৪ খ্রিস্টাব্দে চন্দননগর ফরাসি নিয়ন্ত্রণমুক্ত হয়।

18, পাঞ্জাবকে বিভক্ত করে কোন্ অংশটিকে ভারতভুক্ত করা হয়?
উত্তর: পাঞ্জাবকে বিভক্ত করে পূব পাঞ্জাব অংশটিকে ভারতভুক্ত করা হয়।

19. বাংলাকে কোন্ কোন্ ভাগে ভাগ করা হয়?
উত্তর: বাংলাকে পূর্ব বাংলা ও পশ্চিম বাংলা—এই  দুই ভাগে ভাগ করা হয়।

20. বিভাজনের পর পূর্ব বাংলা কী নামে পরিচিত হয়?
উত্তর: বিভাজনের পর পূর্ব বাংলা পূর্ব পাকিস্তান নামে পরিচিত হয়।

21. স্বাধীনতার ঠিক পরে ভারতের ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের মন্ত্রীর নাম কী ছিল?
উত্তর: স্বাধীনতার ঠিক পরে ভারতের ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের মন্ত্রী ছিলেন কে সি নিয়োগী।

22. নেহরু-লিয়াকত চুক্তি অপর কী নামে পরিচিত?
উত্তর: নেহরু-লিয়াকত চুক্তির অপর নাম ছিল দিল্লি চুক্তি।

23. দ্য মার্জিনাল মেন গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: দ্য মার্জিনাল মেন গ্রন্থটির রচয়িতা হলে ঐতিহাসিক প্রফুল্ল চক্রবর্তী।

24. জে ভি পি রিপোর্ট করে প্রকাশিত হয়?
উত্তর: জে ভি পি রিপোর্ট প্রকাশিত হয় ১৯৪৮ খ্রিস্টাব্দে।

25. স্বাধীন অন্ধ্ৰপ্ৰদেশ কবে গঠিত হয়?
উত্তর: স্বাধীন অন্ধ্ৰপ্ৰদেশ গঠিত হয় ১৯৫৩ খ্রিস্টাব্দের ১ অক্টোবর।

26. স্বাধীনতার পরেও গোয়া, দমন, দিউ কাদের অধিকারে ছিল?
উত্তর: স্বাধীনতার পরেও গোয়া, দমন, দিউ পোর্তুগিজদের অধিকারে ছিল।

27. কোন্ কোন্ দেশীয় রাজ্যের ভারতের সঙ্গে সংযুক্তিকরণে অমত ছিল?
উত্তর: জুনাগড়, হায়দ্রাবাদ ও কাশ্মীর ছিল সেই সব দেশীয় রাজ্য যেগুলির ভারতের সঙ্গে সংযুক্তিকরণের অমত ছিল।

28. কাশ্মীরের ভারতভুক্তির দলিলটির নাম কী ছিল?
উত্তর: কাশ্মীরের ভারতভুক্তির দলিলটির নাম ছিল ইনস্ট্রুমেন্ট অব অ্যাকসেশন (Instrument of Accession) |

দশম শ্রেণির ইতিহাসের অষ্টম অধ্যায়ের শর্ট কোশ্চেন|মাধ্যমিক ইতিহাস ধারণা 1 নং প্রশ্ন উত্তর

29. গোয়া কাদের উপনিবেশ ছিল?
উত্তর: গোয়া পোর্তুগালের উপনিবেশ ছিল।

30. চন্দননগর কাদের উপনিবেশ ছিল?
উত্তর: চন্দননগর ফ্রান্সের উপনিবেশ ছিল।
` `

31.কাশ্মীরের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন?
উত্তর:  কাশ্মীরের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন শেখ আবদুল্লাহ।


32. কাশ্মীরে ভারত ও পাকিস্তানের মধ্যে নির্ধারিত সীমারেখারনাম  কী?
উত্তর: কাশ্মীরে ভারত ও পাকিস্তানের মধ্যে নির্ধারিত সীমারেখার নাম লাইন অব কন্ট্রোল (LOC) বা নিয়ন্ত্রণ রেখা।

33. কবে স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠা হয়?
উত্তর:  ১৭২৪ খ্রিস্টাব্দে স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠা হয়।

34.দিল্লির মোগল সম্রাটের কাছ থেকে চিন কিলিচ খাঁ কীউপাধি লাভ করেন?
উত্তর:  চিন কিলিচ খাঁ দিল্লির মোগল সম্রাটের কাছ থেকে ‘আসফ
ঝা’ উপাধি লাভ করেন।

35. দেশীয় রাজ্য হায়দ্রাবাদের রাজাকার দলের নাম কী ছিল?
উত্তর:  দেশীয় রাজ্য হায়দ্রাবাদের রাজাকার দলের নাম ছিল ‘ইত্তেহাদ-উল-মুসলিমিন'।

36. কে হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠা করেন?
উত্তর: মির করমউদ্দিন চিন কিলিচ খাঁ হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠা করেন।

37. পশ্চিম পাকিস্তান থেকে সাধারণত কোন্ সম্প্রদায়ের উদ্বাস্তুরা ভারতে আসে?
উত্তর:  পশ্চিম পাকিস্তান থেকে সাধারণত হিন্দু ও শিখ সম্প্রদায়ের উদ্বাস্তুরা ভারতে আসে।

38. পূর্ব পাকিস্তান থেকে সাধারণত কোন সম্প্রদায়ের উদ্বাস্তুরা ভারতে আসে?
উত্তর:  পূর্ব পাকিস্তান থেকে সাধারণত হিন্দু সম্প্রদায়ের উদ্বাস্তুরা ভারতে আসে।

39. ভারত ও পাকিস্তানের মধ্যে যাতায়াতের জন্য কবে পাসপোর্ট প্রথা চালু হয়?
উত্তর:  ভারত ও পাকিস্তানের মধ্যে যাতায়াতের জন্য ১৯৫২ খ্রিস্টাব্দের ১৫ অক্টোবর পাসপোর্ট প্রথা চালু হয়।

40. কে, কবে মহাত্মা গান্ধিকে হত্যা করেন?
উত্তর: নাথুরাম গডসে ১৯৪৮ খ্রিস্টাব্দের ৩০ জানুয়ারি মহাত্মা
গান্ধিকে হত্যা করে।

42. ‘স্বাধীনতার স্বাদ’ গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর:  ‘স্বাধীনতার স্বাদ’ গ্রন্থটি বন্দ্যোপাধ্যায়। রচনা করেন মানিক

43. ‘সূর্য-দীঘল বাড়ী’ গ্রন্থটি কার লেখা?
উত্তর: ‘সূর্য-দীঘল বাড়ী’ গ্রন্থটি আবু ইসহাক-এর লেখা ।

44. দেশভাগের প্রেক্ষাপটে প্রভাসচন্দ্র লাহিড়ীর লেখা আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম কী?
উত্তর:  দেশভাগের প্রেক্ষাপটে প্রভাসচন্দ্র লাহিড়ীর লেখা আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম ‘পাক-ভারতের রূপরেখা’।

45. ‘দ্য শ্যাডো লাইন্‌স' গ্রন্থটির লেখক কে?
উত্তর:  ‘দ্য শ্যাডো লাইন্‌স’ গ্রন্থটির লেখক অমিতাভ ঘোষ।


46. ‘নতুন ইহুদী’ গ্রন্থটি কার লেখা?
উত্তর:  ‘নতুন ইহুদী’ গ্রন্থটি সলিল সেনের লেখা।

47. ‘পেশোয়ার এক্সপ্রেস' গ্রন্থটি কার লেখা?
উত্তর:  ‘পেশোয়ার এক্সপ্রেস’ গ্রন্থটি কৃষণ চন্দর-এর লেখা।

48. ‘মিডনাইট্স চিলড্রেন' গ্রন্থটি কার লেখা?
উত্তর:  'মিডনাইটস চিলড্রেন' গ্রন্থটি সলমন রুশদি-র লেখা।

49. ‘পাকিস্তান অর পার্টিশন অব ইন্ডিয়া' গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর:  ‘পাকিস্তান অর পার্টিশন অব ইন্ডিয়া’ গ্রন্থটি রচনা করেন ড. ভীমরাও আম্বেদকর।

50.‘রাজ্য পুনর্গঠন আইন’ কবে পাস হয়?
উত্তর:  ১৯৫৬ খ্রিস্টাব্দে ‘রাজ্য পুনর্গঠন আইন' পাস হয়।

51.‘রাজ্য পুনর্গঠন কমিশন’-এর সভাপতি কে ছিলেন?
উত্তর:  'রাজ্য পুনর্গঠন কমিশন'-এর সভাপতি ছিলেন বিচারপতি
ফজল আলি।

52.. ‘সংযুক্ত মহারাষ্ট্র সমিতি’ কোন্ ভাষা নিয়ে পৃথক রাজ্য
গঠনের দাবিতে আন্দোলন শুরু করে?
উত্তর:  ‘সংযুক্ত মহারাষ্ট্র সমিতি’ মারাঠি ভাষা নিয়ে পৃথক রাজ্য গঠনের দাবিতে আন্দোলন শুরু করে।

53. কবে, কার দায়িত্বে ‘দেশীয় রাজ্য দপ্তর’ গঠিত হয়?
উত্তর: ১৯৪৭ খ্রিস্টাব্দের জুলাই মাসে সর্দার বল্লভভাই প্যাটেলের দায়িত্বে ‘দেশীয় রাজ্য দপ্তর’ গঠিত হয়।

54.. হরিসিং কে ছিলেন?
উত্তর: হরিসিং ছিলেন ভারতের দেশীয় রাজ্য কাশ্মীরের মহারাজা।

55. কোন্ স্থান ‘পাক-অধিকৃত কাশ্মীর’ নামে পরিচিত?
উত্তর:  ১৯৪৭ খ্রিস্টাব্দ থেকে পাকিস্তানের দখলে থাকা কাশ্মীরের ভূখণ্ড ‘পাক-অধিকৃত কাশ্মীর’ নামে পরিচিত।

56. ভারত কবে হায়দ্রাবাদে সেনা অভিযান শুরু করে?
উত্তর:  ভারত জেনারেল জে এন চৌধুরীর নেতৃত্বে ১৩ সেপ্টেম্বর (১৯৪৮ খ্রিস্টাব্দে) হায়দ্রাবাদে সেনা অভিযান শুরু করে।

57.. ‘অপারেশন পোলো’ কী?
উত্তর:  ভারত ১৩ সেপ্টেম্বর (১৯৪৮ খ্রি.) হায়দ্রাবাদে সেনা অভিযান শুরু করে। এই অভিযান ‘অপারেশন পোলো' নামে পরিচিত।

58. কাকে ‘দেশীয় রাজ্য দপ্তর’-এর দায়িত্ব দেওয়া হয়?
উত্তর:  সর্দার বল্লভভাই প্যাটেলকে ‘দেশীয় রাজ্য দপ্তর’-এর দায়িত্ব দেওয়া হয়।


মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর :দশম শ্রেণি ইতিহাস অষ্টম অধ্যায় প্রশ্ন উত্তর ১ নম্বর pdf download / দশম শ্রেণি ইতিহাস অষ্টম অধ্যায় প্রশ্ন উত্তর 1 marks pdf / ক্লাস 10 উত্তর ঔপনিবেশিক ভারত 1 নম্বরের প্রশ্ন উত্তর / ক্লাস 10 ইতিহাস 1 নম্বরের প্রশ্ন উত্তর / Class X history 1th chapter 1 marks question answer pdf / Class ten history 1th chapter 1 marks question answer / উত্তর ঔপনিবেশিক ভারত LAQ অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | উত্তর ঔপনিবেশিক ভারত থেকে অতিসংক্ষিপ্ত, অতিঅতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর গুলি আগতি West Bengal Madhyamik History Examination – পশ্চিমবঙ্গ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।



তোমরা যারা মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য -  উত্তর ঔপনিবেশিক ভারত অধ্যায় থেকে প্রশ্ন উত্তর খুঁজে চলেছো তাদের জন্য আজ আমরা– মাধ্যমিক ইতিহাস এর  অষ্টম অধ্যায় থেকে প্রশ্ন ও উত্তর | Madhyamik History 1 no chapter Question and Answer Question and Answer নিয়ে এসেছি, তোমরা নিচে দেওয়া ইতিহাস প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়বে ও যদি Pdf প্রয়োজন হয় তাহলে নীচে দেওয়া মাধ্যমিক ইতিহাস অষ্টম অধ্যায় উত্তর ঔপনিবেশিক ভারত প্রশ্ন ও উত্তর PDf download- link এ ক্লিক করে ডাউনলোড করে নিতে পারো। 


‘‘ মাধ্যমিক ইতিহাস অষ্টম অধ্যায় উত্তর ঔপনিবেশিক ভারত বৈশিষ্ট্য ও পর্যালোচনা ’’ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতির জন্য।  উত্তর ঔপনিবেশিক ভারত অধ্যায় থেকে প্রশ্ন অনেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন মাধ্যমিক পরীক্ষায় আসে । 


মাধ্যমিক ইতিহাস উত্তর ঔপনিবেশিক ভারত অষ্টম অধ্যায় অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | দশম শ্রেণির ইতিহাস উত্তর ঔপনিবেশিক ভারত অষ্টম অধ্যায় অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | Madhyamik History short Question and Answer 


বিনামূল্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন:-

File Details:-

File Name:- Madhyamik history 1th chapter short questions answers in bengali pdf download 

File Format:- PDF

File Size:-  Mb

File Location:- Google Drive

  Download  Click Here to Download 

      আরও পোস্ট দেখো     B           

A. মাধ্যমিক ইতিহাস সমস্ত অধ্যায়ের প্রশ্ন উত্তর Click Here

B.  Madhyamik Suggestion / মাধ্যমিক সাজেশন

C. Madhyamik History Suggestion Click here

D. মাধ্যমিক ইতিহাস সাজেশন PDF Download 


অসংখ্য ধন্যবাদ , তোমার যদি  আমাদের এই ” মাধ্যমিক ইতিহাস অষ্টম অধ্যায় উত্তর ঔপনিবেশিক ভারত 1 প্রশ্ন ও উত্তর । Madhyamik History eight chapter LAQ Question and Answer  ” পােস্টটি ভালো লাগে এবং গুরুত্বপূর্ণ বলে মনে হয়, তাহলে তুমি আমাদের এই পোস্টটা তোমার বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে।


এছাড়াও তুমি আমাদের ওয়েবসাইট থেকে যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বই পিডিএফ, নোট, Practice Set, mock test ইত্যাদি পাবে।

 

_________❤️🤗 ধন্যবাদ ❤️🤗 ________










Next Post Previous Post
No Comment
Add Comment
comment url