মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায় 1 নম্বরের প্রশ্ন উত্তর। সংঘবদ্ধতার গোড়ার কথা 1 নম্বরের প্রশ্ন উত্তর

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

দশম শ্রেণি ইতিহাস চতুর্থ অধ্যায় 1 নম্বরের প্রশ্ন উত্তর pdf | Madhyamik history fourth chapter 1 marks question answer | Class 10 history fourth chapter 1 marks question answer


আসসালামু আলাইকুম,

তোমাকে আমাদের এই SKGUIDEBANGLA শিক্ষামূলক ওয়েবসাইটে স্বাগতম।

আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দশম শ্রেণির ইতিহাস চতুর্থ অধ্যায় 1 নম্বরের প্রশ্ন উত্তর। মাধ্যমিক ইতিহাস 1 নম্বরের প্রশ্ন ও উত্তর সংঘবদ্ধতার গোড়ার কথা । দশম শ্রেণির ইতিহাস চতুর্থ অধ্যায় ১ নম্বরের প্রশ্ন উত্তর । সংঘবদ্ধতার গোড়ার কথা (চতুর্থ অধ্যায়) প্রশ্ন ও উত্তর / মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায় 1 নম্বরের প্রশ্ন উত্তর। Madhyamik history chapter 1 number question answer, মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা 1 নম্বরের প্রশ্ন উত্তর / যা দশম শ্রেণির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যা আগত দশম শ্রেণির টেস্ট ও ফাইনাল পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে‌ ।


তাই দেড়ি না করে এই পোস্টের দশম শ্রেণির ইতিহাস ১ নম্বর অধ্যায় 1 নম্বরের প্রশ্ন উত্তর,  গুলো ভালো করে পড়ে নাও বা নীচে  দেওয়া Download লিংকে ক্লিক করে ক্লাস 10 ইতিহাস প্রশ্ন উত্তর চতুর্থ অধ্যায় pdf download, class 10 history fourth chapter 1 number questions answers pdf download করে নিতে পারো। এবং প্রতিদিন বাড়িতে বসে YouTube Live Class এর  মাধ্যমে  ক্লাস করতে চাইলে আমাদের YouTube Channel এ ভিজিট করো ও Subscribe করে নাও।


YouTube Link - .  OUR ONLINE SCHOOL   SUBSCRIBE      


      আরও পোস্ট দেখো     B  

এছাড়াও তোমার মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাজেশন ডাউনলোড করে নিতে পারো নীচে দেওয়া লিংকে ক্লিক করে।

Madhyamik History Suggestion 2024| West Bengal WBBSE Class Ten X history Question and Answer Suggestion 2024, মাধ্যমিক ইতিহাস সাজেশন 2024


দশম শ্রেণির ইতিহাস সংঘবদ্ধতার গোড়ার কথা ছোটো প্রশ্ন ও উত্তর pdf | মাধ্যমিক ইতিহাস সংঘবদ্ধতার গোড়ার কথা ছোটো প্রশ্ন ও উত্তর pdf | মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায় ছোটো প্রশ্ন ও উত্তর

1. সিপাহি বিদ্রোহের সময় মুঘল সম্রাট কে ছিলেন?

উত্তর: সিপাহি বিদ্রোহের সময় মুঘল সম্রাট ছিলেনদ্বিতীয় বাহাদুর শাহ ।


2. সিপাহি বিদ্রোহের পর ভারতের শাসনভার কেগ্রহণ করেছিলেন

উত্তর: ইংল্যান্ডের রানি ভিক্টোরিয়া সিপাহি বিদ্রোহের পর ভারতের শাসনভার গ্রহণকরেছিলেন


3.মহারানির ঘোষণাপত্র কোথায় পেশ করা হয়েছিল ?

উত্তর: মহারানির ঘোষণাপত্র এলাহাবাদের রাজদরবারে পেশ করা হয়েছিল।


6 মহারানির ঘোষণাপত্র এই দেশে কে পেশ করেন?

উত্তর: মহারানির ঘোষণাপত্র এই দেশে ভারতের তৎকালীন ভাইসরয় লর্ড ক্যানিং পেশ করেন।


7.ভারতের শেষ গভর্নর-জেনারেল কে ছিলেন? 

উত্তর: ভারতের শেষ গভর্নর-জেনারেল ছিলেন লর্ড ক্যানিং।


৪. বঙ্গভাষা প্রকাশিকা সভা করে প্রতিষ্ঠিত হয়

উত্তর: বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠিত হয় ১৮৩৬ খ্রিস্টাব্দে।


9. বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন?

উত্তর: বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন গৌরীশঙ্কর তর্কবাগীশ।


10. জমিদার সভার আর-এক নাম কী ছিল?

উত্তর: জমিদার সভার আর-এক নাম ছিল ল্যান্ডহোল্ডার্স সোসাইটি।


11. বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির সভাপতি কে ছিলেন?

উত্তর: বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির সভাপতি ছিলেন জর্জ টমসন।


12. বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির সম্পাদক কে ছিলেন?

উত্তর: বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির সম্পাদক ছিলেন প্যারিচাঁদ মিত্র।


13. ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন করে প্রতিষ্ঠিত হয়?

উত্তর: ১৮৫১ খ্রিস্টাব্দে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়।


14. পুনা সার্বজনিক সভা কবে প্রতিষ্ঠিত হয় ?

উত্তর: ১৮৬৭ খ্রিস্টাব্দে পুনা সার্বজনিক সভা প্রতিষ্ঠিত হয়।


15. ইন্ডিয়ান লিগ করে প্রতিষ্ঠিত হয়?

উত্তর: ১৮৭৫ খ্রিস্টাব্দে ইন্ডিয়ান লিগ প্রতিষ্ঠিত হয়।


16. ভারতসভার প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উত্তর: ভারতসভার প্রতিষ্ঠিতা ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।


17. মহাজন সভা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?

উত্তর: ১৮৮৪ খ্রিস্টাব্দে মহাজন সভা প্রতিষ্ঠিত হয়।


18. হিন্দুমেলা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?

উত্তর: ১৮৬৭ খ্রিস্টাব্দে হিন্দুমেলা প্রতিষ্ঠিত হয়।


19. পুনা সার্বজনিক সভা কে প্রতিষ্ঠা করেন?

উত্তর: পুনা সার্বজনিক সভা প্রতিষ্ঠা করেন বিচারপতি মহাদেব গোবিন্দ রানাডে।


দশম শ্রেণির ইতিহাসের চতুর্থ অধ্যায়ের শর্ট কোশ্চেন|মাধ্যমিক ইতিহাস ধারণা 1 নং প্রশ্ন উত্তর

20. সিপাহি বিদ্রোহের প্রথম শহিদ কে ছিলেন?

উত্তর: সিপাহি বিদ্রোহের প্রথম শহিদ ছিলেন মঙ্গল পান্ডে।


21.মঙ্গল পান্ডে কবে বিদ্রোহ ঘোষণা করেন?

উত্তর: মঙ্গল পান্ডে ১৮৫৭ খ্রিস্টাব্দের ২৯ মার্চ বিদ্রোহ ঘোষণা করেন।


22. মিরাটে কবে সিপাহি বিদ্রোহ শুরু হয়?

উত্তর: ১৮৫৭ খ্রিস্টাব্দের ১০মে মিরাটে সিপাহি বিদ্রোহ শুরু হয়।


23. দিল্লিতে কবে সিপাহি বিদ্রোহ শুরু হয়?

উত্তর: ১৮৫৭ খ্রিস্টাব্দের ১১ মে দিল্লিতে সিপাহি বিদ্রোহ শুরু হয়।


24. ১৮৫৭ খ্রিস্টাব্দে বিদ্রোহীরা কাকে ‘ভারতের সম্রাট’ বলে

ঘোষণা করে?

উত্তর: সিংহাসনচ্যুত মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে ১৮৫৭

খ্রিস্টাব্দে বিদ্রোহীরা ‘ভারতের সম্রাট’ বলে ঘোষণা করে।


25. নানা সাহেবের আসল নাম কী ছিল?

উত্তর:  নানা সাহেবের আসল নাম গোবিন্দ ধন্দ পথ।


26. তাঁতিয়া টোপির আসল নাম কী ছিল?

উত্তর: তাঁতিয়া টোপির আসল নাম রামচন্দ্র পাণ্ডুরঙ্গ টোপি। 


27.. কোন্ আইনের দ্বারা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে?

উত্তর: ‘ভারত শাসন আইন' (১৮৫৮ খ্রি.)-এর দ্বারা ভারতে ইস্ট 'ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে।


28.. কে ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে দেশের জনগণের সমর্থনহীন, সহানুভূতিবিহীন একটি নিছক সামরিক বিদ্রোহ বলে বর্ণনা করেছিলেন?

উত্তর:  সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে দেশের জনগণের সমর্থনহীন, সহানুভূতিবিহীন একটি নিছক সামরিক বিদ্রোহ বলে বর্ণনা করেছিলেন।


29. ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?

উত্তর: ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং।


30. মহারানির ঘোষণাপত্র কবে প্রকাশিত হয়?

উত্তর: ১৮৫৮ খ্রিস্টাব্দের ১ নভেম্বর মহারানির ঘোষণাপত্র প্রকাশিত হয়।


31. কোন্ সময়ে ভারতে বিভিন্ন রাজনৈতিক সংগঠন গড়ে উঠতে থাকে?

উত্তর:  উনিশ শতকে ভারতে বিভিন্ন রাজনৈতিক সংগঠন গড়ে উঠতে থাকে।


32. বঙ্গভাষা প্রকাশিকা সভার সভাপতি কে ছিলেন?

উত্তর: বঙ্গভাষা প্রকাশিকা সভার সভাপতি ছিলেন গৌরীশংকর ভট্টাচার্য।


মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায় ১ নম্বরের প্রশ্ন ও উত্তর

33. কোন্ সংগঠনের আবেদনে সরকার ১০ বিঘা পর্যন্ত ব্রয়োত্তর জমির খাজনা মকুব করে?

উত্তর: জমিদার সভার আবেদনে সরকার ১০ বিঘা পর্যন্ত ব্রশ্নোত্তর

জমির খাজনা মকুব করে।


34. হিন্দুমেলার অপর নাম কী?

উত্তর:  হিন্দুমেলার অপর নাম চৈত্রমেলা।


35.. ইলবার্ট বিল কে রচনা করেন?

উত্তর:  ইলবার্ট বিল রচনা করেন লর্ড রিপনের আইন সচিব ইলবার্ট।


36. ‘ভারতমাতা’ চিত্রটি কে অঙ্কন করেন?

উত্তর:  ‘ভারতমাতা’ চিত্রটি অঙ্কন করেন অবনীন্দ্রনাথ ঠাকুর।


37. ‘আনন্দমঠ’ উপন্যাসের ইংরেজি অনুবাদ কী নামে প্রকাশিত হয়?

 উত্তর: ‘আনন্দমঠ' উপন্যাসের ইংরেজি অনুবাদ 'The Abbey of

Bliss' নামে প্রকাশিত হয়।


38.. কোন্ গ্রন্থটি ‘স্বদেশপ্রেমের গীতা’ নামে পরিচিত?

উত্তর: আনন্দমঠ গ্রন্থটি ‘স্বদেশপ্রেমের গীতা’ নামে পরিচিত।


39. ‘বন্দেমাতরম’ সংগীতটি কে রচনা করেন?

উত্তর:  'বন্দেমাতরম' সংগীতটি রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।


39. ‘আনন্দমঠ' উপন্যাসে বিদ্রোহের নেতা কে ছিলেন?

উত্তর: ‘আনন্দমঠ' উপন্যাসে বিদ্রোহের নেতা ছিলেন সত্যানন্দ।


40. স্বাধীন ভারতের সরকার কোন গানটিকে ভারতের জাতীয়

স্তোত্রের মর্যাদা দেয়?

উত্তর: স্বাধীন ভারতের সরকার ‘বন্দেমাতরম' গানটিকে ভারতের

জাতীয় স্তোত্রের মর্যাদা দেয়।


41.. রামকৃষ্ণ মঠ ও মিশনের মুখপত্রের নাম কী?

উত্তর: রামকৃষ্ণ মঠ ও মিশনের মুখপত্রের নাম ‘উদ্বোধন’।


42. ‘ভারতমাতা’ চিত্রটি কে অঙ্কন করেছেন?

উত্তর:  ‘ভারতমাতা’ চিত্রটি অঙ্কন করেছেন অবনীন্দ্রনাথ ঠাকুর।

-

43. ‘গোরা’ উপন্যাসে ব্রিটিশ শাসনের অনুরাগী দুটি চরিত্রের নাম লেখো।

উত্তর: গোরা উপন্যাসে ব্রিটিশের শাসনের অনুরাগী দুটি চরিত্রের নাম মহিম ও কুয়দয়াল।


44. কার আমলে কবে সিপাহি বিদ্রোহ সংঘটিত হয়?

উত্তর:  বড়োলাট লর্ড ক্যানিং-এর আমলে (১৮৫৬-৬২ খ্রি.) ১৮৫৭ খ্রিস্টাব্দে সিপাহি বিদ্রোহ সংঘটিত হয়।


45. প্রথম কবে সিপাহিরা বিক্ষোভ শুরু করে?

উত্তর:  প্রথম ১৮৫৭ খ্রিস্টাব্দের ২৬ ফেব্রুয়ারি বহরমপুরের সেনা

ছাউনির ১৯ নং নেটিভ ইনফ্যান্ট্রির সিপাহিরা বিক্ষোভ শুরু করে।


46. কোন্ সিপাহি প্রথম বিদ্রোহ ঘোষণা করেন?

উত্তর: ব্যারাকপুর সেনানিবাসের সিপাহি মঙ্গল পান্ডে প্রথম বিদ্রোহ ঘোষণা (২৯ মার্চ, ১৮৫৭ খ্রি.) করেন।


47. কোন্ সময়কে ‘সভাসমিতির যুগ' বলে অভিহিত করা হয়েছে?

উত্তর: ঊনবিংশ শতককে ‘সভাসমিতির যুগ’ বলে অভিহিত করা

হয়েছে।


48. উনিশ শতকে ভারতে গড়ে ওঠা সভাসমিতিগুলির উদ্দেশ্য

কী ছিল?

উত্তর: উনিশ শতকে ভারতে গড়ে ওঠা সভাসমিতিগুলির উদ্দেশ্য

ছিল ভারতীয়দের স্বার্থরক্ষার প্রয়োজনে ব্রিটিশ সরকারের কাছে

বিভিন্ন দাবিদাওয়া পেশ করা।


49. 'বঙ্গভাষা প্রকাশিকা সভা’ কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তর: ‘বঙ্গভাষা প্রকাশিকা সভা' ১৮৩৬ খ্রিস্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠিত হয়।


50. ‘বঙ্গভাষা প্রকাশিকা সভা’ প্রতিষ্ঠায় কাদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল?

উত্তর: ‘বঙ্গভাষা প্রকাশিকা সভা' প্রতিষ্ঠায় টাকির জমিদার কালীনাথ রায়চৌধুরী, দ্বারকানাথ ঠাকুর, প্রসন্নকুমার ঠাকুর, রাজা রামমোহন রায় এবং তাঁদের বেশ কয়েকজন অনুগামীর উল্লেখযোগ্য ভূমিকা ছিল।


51. ‘বঙ্গভাষা প্রকাশিকা সভা’-য় কী বিষয়ে আলোচনা হত?

উত্তর: ‘বঙ্গভাষা প্রকাশিকা সভা’-য় ভারতীয়দের স্বার্থ জড়িত এমন

বিষয়ে ব্রিটিশ সরকারের কার্যাবলি সম্পর্কে আলোচনা হত।


52.. কবে জমিদার সভা প্রতিষ্ঠিত হয়?

উত্তর: ১৮৩৮ খ্রিস্টাব্দে দ্বারকানাথ ঠাকুরের উদ্যোগে এবং রাজা

রাধাকান্ত দেবের সভাপতিত্বে জমিদার সভা প্রতিষ্ঠিত হয়।


52. কবে হিন্দুমেলা প্রতিষ্ঠিত হয়?

উত্তর:  ১৮৬৭ খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দুমেলা প্রতিষ্ঠিত হয়।


53.হিন্দুমেলার প্রথম সম্পাদক কে ছিলেন?

উত্তর: হিন্দুমেলার প্রথম সম্পাদক ছিলেন জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর।


54. হিন্দুমেলার প্রথম সহ-সম্পাদক কে ছিলেন?

উত্তর: হিন্দুমেলার প্রথম সহ-সম্পাদক ছিলেন নবগোপাল মিত্র।


55. হিন্দুমেলার প্রথম বার্ষিক সভায় কোন্ গানটি গাওয়া হয়?

উত্তর: হিন্দুমেলার প্রথম বার্ষিক সভায় দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের লেখা মলিন মুখচন্দ্র মা ভারত তোমারি’ গানটি গাওয়া হয়।


56. কবে ‘ইন্ডিয়ান লিগ’ প্রতিষ্ঠিত হয়?

উত্তর: শিশিরকুমার ঘোষ ও হেমন্তকুমার ঘোষ ১৮৭৫ খ্রিস্টাব্দে

‘ইন্ডিয়ান লিগ’ নামে একটি রাজনৈতিক সমিতি প্রতিষ্ঠা করেন।


মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর :দশম শ্রেণি ইতিহাস চতুর্থ অধ্যায় প্রশ্ন উত্তর ১ নম্বর pdf download / দশম শ্রেণি ইতিহাস চতুর্থ অধ্যায় প্রশ্ন উত্তর 1 marks pdf / ক্লাস 10 সংঘবদ্ধতার গোড়ার কথা 1 নম্বরের প্রশ্ন উত্তর / ক্লাস 10 ইতিহাস 1 নম্বরের প্রশ্ন উত্তর / Class X history 4th chapter 1 marks question answer pdf / Class ten history 4th chapter 1 marks question answer / সংঘবদ্ধতার গোড়ার কথা LAQ অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | সংঘবদ্ধতার গোড়ার কথা থেকে অতিসংক্ষিপ্ত, অতিঅতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর গুলি আগতি West Bengal Madhyamik History Examination – পশ্চিমবঙ্গ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।



তোমরা যারা মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য -  সংঘবদ্ধতার গোড়ার কথা অধ্যায় থেকে প্রশ্ন উত্তর খুঁজে চলেছো তাদের জন্য আজ আমরা– মাধ্যমিক ইতিহাস এর  চতুর্থ অধ্যায় থেকে প্রশ্ন ও উত্তর | Madhyamik History 1 no chapter Question and Answer Question and Answer নিয়ে এসেছি, তোমরা নিচে দেওয়া ইতিহাস প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়বে ও যদি Pdf প্রয়োজন হয় তাহলে নীচে দেওয়া মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা প্রশ্ন ও উত্তর PDf download- link এ ক্লিক করে ডাউনলোড করে নিতে পারো। 


‘‘মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা’’ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতির জন্য।  সংঘবদ্ধতার গোড়ার কথা অধ্যায় থেকে প্রশ্ন অনেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন মাধ্যমিক পরীক্ষায় আসে । 


মাধ্যমিক ইতিহাস সংঘবদ্ধতার গোড়ার কথা চতুর্থ অধ্যায় অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | দশম শ্রেণির ইতিহাস সংঘবদ্ধতার গোড়ার কথা চতুর্থ অধ্যায় অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | Madhyamik History short Question and Answer 


বিনামূল্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন:-

File Details:-

File Name:- Madhyamik history 4th chapter short questions answers in bengali pdf download 

File Format:- PDF

File Size:-  Mb

File Location:- Google Drive

  Download  Click Here to Download 

;

    :  আরও পোস্ট দেখো :    B          

A. মাধ্যমিক ইতিহাস সমস্ত অধ্যায়ের প্রশ্ন উত্তর Click Here

B.  Madhyamik Suggestion / মাধ্যমিক সাজেশন

C. Madhyamik History Suggestion Click here

D. মাধ্যমিক ইতিহাস সাজেশন PDF Download 


অসংখ্য ধন্যবাদ , তোমার যদি  আমাদের এই ” মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা 1 প্রশ্ন ও উত্তর । Madhyamik History fourth chapter SAQ Question and Answer  ” পােস্টটি ভালো লাগে এবং গুরুত্বপূর্ণ বলে মনে হয়, তাহলে তুমি আমাদের এই পোস্টটা তোমার বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে।


এছাড়াও তুমি আমাদের ওয়েবসাইট থেকে যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বই পিডিএফ, নোট, Practice Set, mock test ইত্যাদি পাবে।

 

_________❤️🤗 ধন্যবাদ ❤️🤗 ________




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url