মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায় 1 নম্বরের প্রশ্ন উত্তর। সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা 1 নম্বরের প্রশ্ন উত্তর

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

দশম শ্রেণি ইতিহাস দ্বিতীয় অধ্যায় 1 নম্বরের প্রশ্ন উত্তর pdf | Madhyamik history second chapter 1 marks question answer | Class 10 history second chapter 1 marks question answer

 

আসসালামু আলাইকুম,

তোমাকে আমাদের এই SKGUIDEBANGLA শিক্ষামূলক ওয়েবসাইটে স্বাগতম।

আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দশম শ্রেণির ইতিহাস দ্বিতীয় অধ্যায় 1 নম্বরের প্রশ্ন উত্তর। মাধ্যমিক ইতিহাস 1 নম্বরের প্রশ্ন ও উত্তর সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা । দশম শ্রেণির ইতিহাস দ্বিতীয় অধ্যায় ১ নম্বরের প্রশ্ন উত্তর । সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | Madhyamik history chapter 1 number question answer যা দশম শ্রেণির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যা আগত দশম শ্রেণির টেস্ট ও ফাইনাল পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে‌ ।


তাই দেড়ি না করে এই পোস্টের দশম শ্রেণির ইতিহাস ১ নম্বর অধ্যায় 1 নম্বরের প্রশ্ন উত্তর,  গুলো ভালো করে পড়ে নাও বা নীচে  দেওয়া Download লিংকে ক্লিক করে ক্লাস 10 ইতিহাস প্রশ্ন উত্তর দ্বিতীয় অধ্যায় pdf download, class 10 history second chapter 1 number questions answers pdf download করে নিতে পারো। এবং প্রতিদিন বাড়িতে বসে YouTube Live Class এর  মাধ্যমে  ক্লাস করতে চাইলে আমাদের YouTube Channel এ ভিজিট করো ও Subscribe করে নাও।


YouTube Link - .  OUR ONLINE SCHOOL   SUBSCRIBE     

যযhttps://youtube.com/@Ouronlineschool117

    :  আরও পোস্ট দেখো :       

এছাড়াও তোমার মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাজেশন ডাউনলোড করে নিতে পারো নীচে দেওয়া লিংকে ক্লিক করে।

Madhyamik History Suggestion 2024 | West Bengal WBBSE Class Ten X history Question and Answer Suggestion 2024, মাধ্যমিক ইতিহাস সাজেশন 2024


দশম শ্রেণির ইতিহাস সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা ছোটো প্রশ্ন ও উত্তর pdf | মাধ্যমিক ইতিহাস সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা ছোটো প্রশ্ন ও উত্তর pdf | মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায় ছোটো প্রশ্ন ও উত্তর


1. কোন্ শতককে নবজাগরণের যুগ বলা হয়?

উত্তর: উনিশ শতককে নবজাগরণের যুগ বলা হয়


2. বেঙ্গল গেজেট করে প্রকাশিত হয়?

উত্তর: বেঙ্গল গেজেট প্রকাশিত হয় ১৭৮০ খ্রিস্টাব্দের ২৯ জানুয়ারি।


3. ভারতবর্ষে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকাটি কী?

উত্তর: ভারতবর্ষে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকাটি হল শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের মার্শম্যান সম্পাদিত দিগ্‌দৰ্শন


4. দিগ্‌দর্শন করে প্রকাশিত হয়?

উত্তর: দিগ্‌দর্শন প্রকাশিত হয় ১৮১৮ খ্রিস্টাব্দের এপ্রিল মাসে।


5. বাংলা তথা ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকাটির নাম কী?

উত্তর: বাংলা তথা ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকাটির নাম হল সমাচার দর্পণ


6.সমাচার দর্পণ কে সম্পাদনা করেন ?

উত্তর: সমাচার দর্পণ সম্পাদনা করেন শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের জোশুয়া মার্শম্যান।


7. সমাচার দর্পণ করে প্রকাশিত হয় ?

উত্তর: সমাচার দর্পণ প্রকাশিত হয় ১৮১৮ খ্রিস্টাব্দের মে মাসে।


8.সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন ?

উত্তর: সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ


9. সোমপ্রকাশ করে প্রকাশিত হয় ?

উত্তর: সোমপ্রকাশ পত্রিকাটি প্রকাশিত হয় ১৮৫৮ খ্রিস্টাব্দে।


10. বঙ্গদর্শন পত্রিকাটির রচয়িতা কে?

উত্তর: বঙ্গদর্শন পত্রিকাটির রচয়িতা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।


11. বঙ্গদর্শন পত্রিকাটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।

উত্তর: বঙ্গদর্শন পত্রিকাটি প্রকাশিত হয় ১৮৭৩ 5 খ্রিস্টাব্দে।


সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা 1 নং প্রশ্ন উত্তর


12. অমৃতবাজার পত্রিকার প্রথম সম্পাদক কে ?

উত্তর: অমৃতবাজার পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন শিশিরকুমার ঘোষ।


13. অমৃতবাজার পত্রিকা প্রথম কত খ্রিস্টাব্দে এবং কোথা থেকে প্রকাশিত হত?

উত্তর: অমৃতবাজার পত্রিকা প্রথম ১৮৬৮ খ্রিস্টাব্দে যশোহর থেকে প্রকাশিত হত।


14. হান্টার কমিশন কখন নিয়োগ করা হয়?

উত্তর: লর্ড রিপনের আমলে ১৮৮২ খ্রিস্টাব্দে হান্টার কমিশন নিয়োগ করা হয়।


15. ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন কবে গঠিত হয়?

উত্তর: ১৯০২ খ্রিস্টাব্দে ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন গঠিত হয়।


16. ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ আইন করে প্রণীত

উত্তর: ১৯০৪ খ্রিস্টাব্দে ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ আইন প্রণীত হয়।


17. স্যাডলার কমিশন করে নিয়োগ করা হয়?

উত্তর: ১৯১৭ খ্রিস্টাব্দে স্যাডলার কমিশন নিয়োগ করা হয়।


18. ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ কে প্রতিষ্ঠা করেন?

উত্তর: লর্ড কার্জন ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ প্রতিষ্ঠা


19 . ভারতে প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কোথায় প্রতিষ্ঠিত হয়?

উত্তর: ধান্দো কেশব কার্ডে ১৯১৬ খ্রিস্টাব্দে পুনাতে প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন।


20. A Nation in Making গ্রন্থটি কার লেখা?

উত্তর: A Nation in Making গ্রন্থটির লেখক হলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।


21. ডিরোজিও-র অনুগামীদের কাছে কোন্ গ্রন্থটি বাইবেল বলে গণ্য হত ?

উত্তর: টম পেইনের Age of Reason গ্রন্থটি ডিরোজিও-র অনুগামীদের কাছে বাইবেল বলে গণ্য হত।


22. কে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন?

উত্তর: শ্রীরামকৃষ্ণের অন্যতম শিষ্য স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন।


23. নবজাগরণ শব্দটির অর্থ কী?

উত্তর: নবজাগরণ শব্দটির অর্থ হল নতুন করে জেগে ওঠা অর্থাৎ পুনর্জন্ম।


24. সমাচার চন্দ্রিকা পত্রিকাটি কে সম্পাদনা করেন?

উত্তর: সমাচার চন্দ্রিকা পত্রিকাটি সম্পাদনা করেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়।


25. একজন প্রাচ্যবাদী শিক্ষাবিদের নাম লেখো।

উত্তর: একজন প্রাচ্যবাদী শিক্ষাবিদের নাম হল জেমস প্রিন্সেপ |


26. একজন পাশ্চাত্যবাদী শিক্ষাবিদের নাম লেখো।

উত্তর: একজন পাশ্চাত্যবাদী শিক্ষাবিদের নাম হল ট্ৰেভেলিয়ান।


27. ভারতে সরকারিভাবে পাশ্চাত্য শিক্ষা করে প্রবর্তিত হয়?

উত্তর: ১৮৩৫ খ্রিস্টাব্দের ৭ মার্চ ভারতে সরকারিভাবে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তিত হয়।


28 কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন?

উত্তর: কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়।


29. বর্তমান ভারত কে রচনা করেন?

উত্তর: বর্তমান ভারত রচনা করেন স্বামী বিবেকানন্দ।


30. শিকাগো বিশ্বধর্ম সম্মেলন করে অনুষ্ঠিত হয়?

উত্তর: ১৮৯৩ খ্রিস্টাব্দে শিকাগো বিশ্বধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয়।

দশম শ্রেণির ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের শর্ট কোশ্চেন|মাধ্যমিক ইতিহাস ধারণা 1 নং প্রশ্ন উত্তর

31. বিধবাবিবাহ আইন পাস হওয়ার পর প্রথম কোন বিধবার বিবাহ হয়?

উত্তর: বিধবাবিবাহ আইন পাস হওয়ার পর প্রথম বিধবা হিসেবে বিবাহ হয় কালীমতীর।

32. আদি ব্রাহ্মসমাজে কে নেতৃত্ব দেন?

উত্তর: দেবেন্দ্রনাথ ঠাকুর আদি ব্রাহ্মসমাজে নেতৃত্ব প্রদান করেন।

33. ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজে কে নেতৃত্ব দেন?

উত্তর: কেশবচন্দ্র সেন ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজে নেতৃত্ব দেন।

34.'যত মত তত পথ'—এটি কার উক্তি?
উত্তর: 'যত মত, তত পথ'—এটি উক্তিটি শ্রীরামকৃষ্ণের।

35. বিজয়কৃল্প গোস্বামী ব্রাহ্মসমাজের কোন্ শাখা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন?
উত্তর: বিজয়কৃয় গোস্বামী ব্রায়সমাজের একটি শাখা, সাধারণ ব্রায়সমাজ (১৮৭৮ খ্রি.) প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

47. কে বাংলায় নব্যবৈষুব আন্দোলনের সূচনা করেন?
উত্তর: বিজয়কৃয় গোস্বামী বাংলায় নব্যবৈষুব আন্দোলনের সূচনা করেন।


48. শ্রীরামকৃষ্ণের প্রিয় শিষ্য কে ছিলেন?
উত্তর: শ্রীরামকৃষ্মের প্রিয় শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ।

49. লালন ফকির কে ছিলেন?
উত্তর: লালন ফকির ছিলেন বাংলার একজন বাউল কবি।

50. লালন ফকির কত বছর বেঁচে ছিলেন?
উত্তর:  লালন ফকির ১১৬ বছর বেঁচে ছিলেন।

51. পঞ্চদশ শতকে ইউরোপের নবজাগরণ প্রথম কোথায় শুরু
হয়েছিল?
উত্তর:  পঞ্চদশ শতকে ইটালির ফ্লোরেন্স শহরে প্রথম নবজাগরণ

52. উনিশ শতকে বাংলার নবজাগরণ প্রথম কোথা হয়েছিল?
উত্তর: উনিশ শতকে বাংলার প্রথম নবজাগরণ শুরু হয় কলকাতা

53. শ্রীরামপুর য়ী নামে কারা পরিচিত?
উত্তর:  শ্রীরামপুর মিশনের উইলিয়াম কেরি, ওয়ার্ড ও  মার্শম্যান শ্রীরামপুর এয়ী নামে পরিচিত।

54. কে উনিশ শতকে বাংলার নবজাগরণকে তথাকথিত নবজাগরণ বলে অভিহিত করেছেন?
উত্তর:  অশোক মিত্র উনিশ শতকে বাংলার নবজাগরণকে তথাকথিত নবজাগরণ বলে অভিহিত করেছেন।

57. কবে, কারা বামাবোধিনী সভা প্রতিষ্ঠা করেন?
উত্তর: ব্রাহ্ম আন্দোলনের নেতা কেশবচন্দ্র সেনের অনুগামী উমেশচন্দ্র দত্ত কয়েকজন তরুণ ব্রাত্নকে নিয়ে ১৮৬৩ খ্রিস্টাব্দে বামাবোধিনী সভা প্রতিষ্ঠা করেন।

58. ‘বামাবোধিনী' পত্রিকা কতদিন চলে?
উত্তর:  বামাবোধিনী পত্রিকা ১৮৬৩ খ্রিস্টাব্দ থেকে ১৯২২ খ্রিস্টাব্দ পর্যন্ত চলে।

59. উমেশচন্দ্র দত্ত-র লেখা দুটি গ্রন্থের নাম লেখো।
উত্তর: উমেশচন্দ্র দত্ত-র লেখা দুটি গ্রন্থ হল ‘বামারচনাবলী’ ও
‘স্ত্রীলোকদিগের বিদ্যার আবশ্যকতা'।

60. উমেশচন্দ্র দত্ত কে ছিলেন?
উত্তর: উমেশচন্দ্র দত্ত ছিলেন বামাবোধিনী সভা-র প্রতিষ্ঠাতা এবং
‘বামাবোধিনী পত্রিকা'-র সম্পাদক।

61. হরিশচন্দ্র মুখোপাধ্যায় কে ছিলেন?
উত্তর: হরিশচন্দ্র মুখোপাধ্যায় ছিলেন একজন নির্ভীক সাংবাদিক এবং ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকার সম্পাদক।

62. 'গ্রামবার্ত্তাপ্রকাশিকা' পত্রিকা কোথা থেকে প্রকাশিত হত?
উত্তর:  'গ্রামবার্ত্তাপ্রকাশিকা' পত্রিকা অবিভক্ত বাংলার কুষ্টিয়া
জেলার কুমারখালি থেকে প্রকাশিত হত।

63. কাঙাল হরিনাথ কে ছিলেন?
উত্তর: কাঙাল হরিনাথ ছিলেন একজন নির্ভীক সাংবাদিক এবং
‘গ্রামবার্ত্তাপ্রকাশিকা’ পত্রিকার সম্পাদক।

64. কে, কবে বিদ্যোৎসাহিনী সভা প্রতিষ্ঠা করেন?
উত্তর: কালীপ্রসন্ন সিংহ ১৮৫৫ খ্রিস্টাব্দে বিদ্যোৎসাহিনী সভা
প্রতিষ্ঠা করেন।

65. দীনবন্ধু মিত্র কে ছিলেন?
উত্তর: দীনবন্ধু মিত্র ছিলেন একজন বাংলা সাহিত্যিক। 'নীলদর্পণ'
নাটক তাঁর শ্রেষ্ঠ সাহিত্যকীর্তি।

66. দীনবন্ধু মিত্র কবে, কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: দীনবন্ধু মিত্র ১৮২৯ খ্রিস্টাব্দে বর্তমান উত্তর ২৪ পরগন
জেলার চৌবেড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন।


67. কে, কবে তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন?
উত্তর:  ব্রাহ্মনেতা দেবেন্দ্রনাথ ঠাকুর ১৮৩৯ খ্রিস্টাব্দে তত্ত্ববোধিনী
সভা প্রতিষ্ঠা করেন।

মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায় SAQ প্রশ্ন ও উত্তর

68. ডিরোজিও কে ছিলেন?
উত্তর:  হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও (১৮০৯-৩১ খ্রি.) ছিলেন
হিন্দু কলেজের অধ্যাপক এবং নব্যবঙ্গ আন্দোলনের নেতা।

69. কে, কবে অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন?
উত্তর:  ডিরোজিও ১৮২৭ খ্রিস্টাব্দে অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন।

70. নব্যবঙ্গ গোষ্ঠীর উদ্যোগে প্রকাশিত কয়েকটি পত্রিকার নাম লেখো।
উত্তর:  'নব্যবঙ্গ গোষ্ঠী'র উদ্যোগে প্রকাশিত কয়েকটি উল্লেখযোগ্য পত্রিকার নাম ছিল—'এথেনিয়াম’, ‘পার্থেনন’,‘ক্যালাইডোস্কোপ’প্রভৃতি।

71. বিধবাবিবাহের সমর্থনে বিদ্যাসাগরের লেখা একটি
পুস্তিকার নাম লেখো।
উত্তর: বিধবাবিবাহের সমর্থনে বিদ্যাসাগরের লেখা একটি পুস্তিকা হল—'বিধবাবিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ্বিষয়ক প্রস্তাব।

72. কার উদ্যোগে মহসীন শিক্ষা তহবিল গঠিত হয়?
উত্তর: চার্লস মেটকাফের উদ্যোগে মহসীন শিক্ষা তহবিল গঠিত হয়।


মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর :দশম শ্রেণি ইতিহাস দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর ১ নম্বর pdf download / দশম শ্রেণি ইতিহাস দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর 1 marks pdf / ক্লাস 10 সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা 1 নম্বরের প্রশ্ন উত্তর / ক্লাস 10 ইতিহাস 1 নম্বরের প্রশ্ন উত্তর / Class X history 2nd chapter 1 marks question answer pdf / Class ten history 2nd chapter 1 marks question answer / সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা LAQ অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা থেকে অতিসংক্ষিপ্ত, অতিঅতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর গুলি আগতি West Bengal Madhyamik History Examination – পশ্চিমবঙ্গ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।



তোমরা যারা মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য -  সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা অধ্যায় থেকে প্রশ্ন উত্তর খুঁজে চলেছো তাদের জন্য আজ আমরা– মাধ্যমিক ইতিহাস এর  দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন ও উত্তর | Madhyamik History 1 no chapter Question and Answer Question and Answer নিয়ে এসেছি, তোমরা নিচে দেওয়া ইতিহাস প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়বে ও যদি Pdf প্রয়োজন হয় তাহলে নীচে দেওয়া মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা প্রশ্ন ও উত্তর PDf download- link এ ক্লিক করে ডাউনলোড করে নিতে পারো। 


‘‘মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা’’ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতির জন্য।  সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা অধ্যায় থেকে প্রশ্ন অনেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন মাধ্যমিক পরীক্ষায় আসে । 


মাধ্যমিক ইতিহাস সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা দ্বিতীয় অধ্যায় অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | দশম শ্রেণির ইতিহাস সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা দ্বিতীয় অধ্যায় অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | Madhyamik History short Question and Answer 

বিনামূল্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন:-

File Details:-

File Name:- Madhyamik history 2nd chapter short questions answers in bengali pdf download 

File Format:- PDF

File Size:-  Mb

File Location:- Google Drive

  Download  Click Here to Download 

      আরও পোস্ট দেখো     B           

A. মাধ্যমিক ইতিহাস সমস্ত অধ্যায়ের প্রশ্ন উত্তর Click Here

B.  Madhyamik Suggestion / মাধ্যমিক সাজেশন

C. Madhyamik History Suggestion Click here

D. মাধ্যমিক ইতিহাস সাজেশন PDF Download 


অসংখ্য ধন্যবাদ , তোমার যদি  আমাদের এই ” মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা 1 প্রশ্ন ও উত্তর । Madhyamik History second chapter LAQ Question and Answer  ” পােস্টটি ভালো লাগে এবং গুরুত্বপূর্ণ বলে মনে হয়, তাহলে তুমি আমাদের এই পোস্টটা তোমার বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে।


এছাড়াও তুমি আমাদের ওয়েবসাইট থেকে যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বই পিডিএফ, নোট, Practice Set, mock test ইত্যাদি পাবে।


_________❤️🤗 ধন্যবাদ ❤️🤗 ________


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url