মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায় 1 নম্বরের প্রশ্ন উত্তর। সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা 1 নম্বরের প্রশ্ন উত্তর
দশম শ্রেণি ইতিহাস দ্বিতীয় অধ্যায় 1 নম্বরের প্রশ্ন উত্তর pdf | Madhyamik history second chapter 1 marks question answer | Class 10 history second chapter 1 marks question answer
আসসালামু আলাইকুম,
তোমাকে আমাদের এই SKGUIDEBANGLA শিক্ষামূলক ওয়েবসাইটে স্বাগতম।
আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দশম শ্রেণির ইতিহাস দ্বিতীয় অধ্যায় 1 নম্বরের প্রশ্ন উত্তর। মাধ্যমিক ইতিহাস 1 নম্বরের প্রশ্ন ও উত্তর সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা । দশম শ্রেণির ইতিহাস দ্বিতীয় অধ্যায় ১ নম্বরের প্রশ্ন উত্তর । সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | Madhyamik history chapter 1 number question answer যা দশম শ্রেণির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যা আগত দশম শ্রেণির টেস্ট ও ফাইনাল পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে ।
তাই দেড়ি না করে এই পোস্টের দশম শ্রেণির ইতিহাস ১ নম্বর অধ্যায় 1 নম্বরের প্রশ্ন উত্তর, গুলো ভালো করে পড়ে নাও বা নীচে দেওয়া Download লিংকে ক্লিক করে ক্লাস 10 ইতিহাস প্রশ্ন উত্তর দ্বিতীয় অধ্যায় pdf download, class 10 history second chapter 1 number questions answers pdf download করে নিতে পারো। এবং প্রতিদিন বাড়িতে বসে YouTube Live Class এর মাধ্যমে ক্লাস করতে চাইলে আমাদের YouTube Channel এ ভিজিট করো ও Subscribe করে নাও।
YouTube Link - . OUR ONLINE SCHOOL SUBSCRIBE
যযhttps://youtube.com/@Ouronlineschool117
: আরও পোস্ট দেখো :
এছাড়াও তোমার মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাজেশন ডাউনলোড করে নিতে পারো নীচে দেওয়া লিংকে ক্লিক করে।
Madhyamik History Suggestion 2024 | West Bengal WBBSE Class Ten X history Question and Answer Suggestion 2024, মাধ্যমিক ইতিহাস সাজেশন 2024
দশম শ্রেণির ইতিহাস সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা ছোটো প্রশ্ন ও উত্তর pdf | মাধ্যমিক ইতিহাস সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা ছোটো প্রশ্ন ও উত্তর pdf | মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায় ছোটো প্রশ্ন ও উত্তর
1. কোন্ শতককে নবজাগরণের যুগ বলা হয়?
উত্তর: উনিশ শতককে নবজাগরণের যুগ বলা হয়
2. বেঙ্গল গেজেট করে প্রকাশিত হয়?
উত্তর: বেঙ্গল গেজেট প্রকাশিত হয় ১৭৮০ খ্রিস্টাব্দের ২৯ জানুয়ারি।
3. ভারতবর্ষে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকাটি কী?
উত্তর: ভারতবর্ষে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকাটি হল শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের মার্শম্যান সম্পাদিত দিগ্দৰ্শন
4. দিগ্দর্শন করে প্রকাশিত হয়?
উত্তর: দিগ্দর্শন প্রকাশিত হয় ১৮১৮ খ্রিস্টাব্দের এপ্রিল মাসে।
5. বাংলা তথা ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকাটির নাম কী?
উত্তর: বাংলা তথা ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকাটির নাম হল সমাচার দর্পণ
6.সমাচার দর্পণ কে সম্পাদনা করেন ?
উত্তর: সমাচার দর্পণ সম্পাদনা করেন শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের জোশুয়া মার্শম্যান।
7. সমাচার দর্পণ করে প্রকাশিত হয় ?
উত্তর: সমাচার দর্পণ প্রকাশিত হয় ১৮১৮ খ্রিস্টাব্দের মে মাসে।
8.সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
উত্তর: সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ
9. সোমপ্রকাশ করে প্রকাশিত হয় ?
উত্তর: সোমপ্রকাশ পত্রিকাটি প্রকাশিত হয় ১৮৫৮ খ্রিস্টাব্দে।
10. বঙ্গদর্শন পত্রিকাটির রচয়িতা কে?
উত্তর: বঙ্গদর্শন পত্রিকাটির রচয়িতা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
11. বঙ্গদর্শন পত্রিকাটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।
উত্তর: বঙ্গদর্শন পত্রিকাটি প্রকাশিত হয় ১৮৭৩ 5 খ্রিস্টাব্দে।
সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা 1 নং প্রশ্ন উত্তর
12. অমৃতবাজার পত্রিকার প্রথম সম্পাদক কে ?
উত্তর: অমৃতবাজার পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন শিশিরকুমার ঘোষ।
13. অমৃতবাজার পত্রিকা প্রথম কত খ্রিস্টাব্দে এবং কোথা থেকে প্রকাশিত হত?
উত্তর: অমৃতবাজার পত্রিকা প্রথম ১৮৬৮ খ্রিস্টাব্দে যশোহর থেকে প্রকাশিত হত।
14. হান্টার কমিশন কখন নিয়োগ করা হয়?
উত্তর: লর্ড রিপনের আমলে ১৮৮২ খ্রিস্টাব্দে হান্টার কমিশন নিয়োগ করা হয়।
15. ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন কবে গঠিত হয়?
উত্তর: ১৯০২ খ্রিস্টাব্দে ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন গঠিত হয়।
16. ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ আইন করে প্রণীত
উত্তর: ১৯০৪ খ্রিস্টাব্দে ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ আইন প্রণীত হয়।
17. স্যাডলার কমিশন করে নিয়োগ করা হয়?
উত্তর: ১৯১৭ খ্রিস্টাব্দে স্যাডলার কমিশন নিয়োগ করা হয়।
18. ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: লর্ড কার্জন ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ প্রতিষ্ঠা
19 . ভারতে প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কোথায় প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ধান্দো কেশব কার্ডে ১৯১৬ খ্রিস্টাব্দে পুনাতে প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
20. A Nation in Making গ্রন্থটি কার লেখা?
উত্তর: A Nation in Making গ্রন্থটির লেখক হলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
21. ডিরোজিও-র অনুগামীদের কাছে কোন্ গ্রন্থটি বাইবেল বলে গণ্য হত ?
উত্তর: টম পেইনের Age of Reason গ্রন্থটি ডিরোজিও-র অনুগামীদের কাছে বাইবেল বলে গণ্য হত।
22. কে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন?
উত্তর: শ্রীরামকৃষ্ণের অন্যতম শিষ্য স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন।
23. নবজাগরণ শব্দটির অর্থ কী?
উত্তর: নবজাগরণ শব্দটির অর্থ হল নতুন করে জেগে ওঠা অর্থাৎ পুনর্জন্ম।
24. সমাচার চন্দ্রিকা পত্রিকাটি কে সম্পাদনা করেন?
উত্তর: সমাচার চন্দ্রিকা পত্রিকাটি সম্পাদনা করেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়।
25. একজন প্রাচ্যবাদী শিক্ষাবিদের নাম লেখো।
উত্তর: একজন প্রাচ্যবাদী শিক্ষাবিদের নাম হল জেমস প্রিন্সেপ |
26. একজন পাশ্চাত্যবাদী শিক্ষাবিদের নাম লেখো।
উত্তর: একজন পাশ্চাত্যবাদী শিক্ষাবিদের নাম হল ট্ৰেভেলিয়ান।
27. ভারতে সরকারিভাবে পাশ্চাত্য শিক্ষা করে প্রবর্তিত হয়?
উত্তর: ১৮৩৫ খ্রিস্টাব্দের ৭ মার্চ ভারতে সরকারিভাবে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তিত হয়।
28 কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন?
উত্তর: কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়।
29. বর্তমান ভারত কে রচনা করেন?
উত্তর: বর্তমান ভারত রচনা করেন স্বামী বিবেকানন্দ।
30. শিকাগো বিশ্বধর্ম সম্মেলন করে অনুষ্ঠিত হয়?
উত্তর: ১৮৯৩ খ্রিস্টাব্দে শিকাগো বিশ্বধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয়।
দশম শ্রেণির ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের শর্ট কোশ্চেন|মাধ্যমিক ইতিহাস ধারণা 1 নং প্রশ্ন উত্তর
31. বিধবাবিবাহ আইন পাস হওয়ার পর প্রথম কোন বিধবার বিবাহ হয়?
উত্তর: বিধবাবিবাহ আইন পাস হওয়ার পর প্রথম বিধবা হিসেবে বিবাহ হয় কালীমতীর।
32. আদি ব্রাহ্মসমাজে কে নেতৃত্ব দেন?
উত্তর: দেবেন্দ্রনাথ ঠাকুর আদি ব্রাহ্মসমাজে নেতৃত্ব প্রদান করেন।
33. ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজে কে নেতৃত্ব দেন?
উত্তর: কেশবচন্দ্র সেন ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজে নেতৃত্ব দেন।
34.'যত মত তত পথ'—এটি কার উক্তি?
উত্তর: 'যত মত, তত পথ'—এটি উক্তিটি শ্রীরামকৃষ্ণের।