মাধ্যমিক ইতিহাস ষষ্ঠ অধ্যায় 2 নম্বরের প্রশ্ন উত্তর। বিশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী 2 নম্বরের প্রশ্ন উত্তর
দশম শ্রেণি ইতিহাস ষষ্ঠ অধ্যায় 2 নম্বরের প্রশ্ন উত্তর pdf | Madhyamik history six chapter 2 marks question answer | Class 10 history six chapter 2 marks question answer
আসসালামু আলাইকুম,
তোমাকে আমাদের এই SKGUIDEBANGLA শিক্ষামূলক ওয়েবসাইটে স্বাগতম।
আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দশম শ্রেণির ইতিহাস ষষ্ঠ অধ্যায় 2 নম্বরের প্রশ্ন উত্তর। মাধ্যমিক ইতিহাস 2 নম্বরের প্রশ্ন ও উত্তর বিশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন । দশম শ্রেণির ইতিহাস ষষ্ঠ অধ্যায় ২ নম্বরের প্রশ্ন উত্তর । বিশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন ও উত্তর / মাধ্যমিক ইতিহাস ষষ্ঠ অধ্যায় 2 নম্বরের প্রশ্ন উত্তর। Madhyamik history chapter 6 2 number question answer, মাধ্যমিক ইতিহাস ষষ্ঠ অধ্যায় বিশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন 2 নম্বরের প্রশ্ন উত্তর / যা দশম শ্রেণির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যা আগত দশম শ্রেণির টেস্ট ও ফাইনাল পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে ।
তাই দেড়ি না করে এই পোস্টের দশম শ্রেণির ইতিহাস ২ নম্বর অধ্যায় 2 নম্বরের প্রশ্ন উত্তর, গুলো ভালো করে পড়ে নাও বা নীচে দেওয়া Download লিংকে ক্লিক করে ক্লাস 10 ইতিহাস প্রশ্ন উত্তর ষষ্ঠ অধ্যায় pdf download, class 10 history six chapter 2 number questions answers pdf download করে নিতে পারো। এবং প্রতিদিন বাড়িতে বসে YouTube Live Class এর মাধ্যমে ক্লাস করতে চাইলে আমাদের YouTube Channel এ ভিজিট করো ও Subscribe করে নাও।
YouTube Link - . OUR ONLINE SCHOOL SUBSCRIBE
: আরও পোস্ট দেখো : B
এছাড়াও তোমার মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাজেশন ডাউনলোড করে নিতে পারো নীচে দেওয়া লিংকে ক্লিক করে।
Madhyamik History Suggestion 2024 | West Bengal WBBSE Class Ten X history Question and Answer Suggestion 2024, মাধ্যমিক ইতিহাস সাজেশন 2024
দশম শ্রেণির ইতিহাস বিশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন ছোটো প্রশ্ন ও উত্তর pdf | মাধ্যমিক ইতিহাস বিশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন ছোটো প্রশ্ন ও উত্তর pdf | মাধ্যমিক ইতিহাস ষষ্ঠ অধ্যায় অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
1. মোপলা বিদ্রোহ কবে, কোথায় ও কাদের বিরুদ্ধে সংঘটিত হয়েছিল?
উত্তর: ১৯২১ খ্রিস্টাব্দে কেরালার মালাবার অঞ্চলে জেনমি জমিদারের শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে মোপলা নামক দরিদ্র মুসলিম কৃষকরা বিদ্রোহ করে।
2. ফ্লাউড কমিশন কে, কী উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেন?
উত্তর: বঙ্গীয় কৃষক প্রজাদলের নেতা এ কে ফজলুল হক ফ্লাউড কমিশন প্রতিষ্ঠা করেন। এর উদ্দেশ্য ছিল বাংলার ভাগচাষিদের দুর্দশা অনুসন্ধান করে তার সমাধান বের করা।
3. শ্রমজীবী সংঘের কর্মসূচি কী ছিল ?
উত্তর: শ্রমজীবী সংঘের প্রধান কাজ ছিল শ্রমিকদের জন্য নৈশ বিদ্যালয় চালানো এবং মজলিশ ও মদ্যপান বিরোধী সভার আয়োজন করা। এ ছাড়া শ্রমিকদের উপযুক্ত শিক্ষা প্রদান করাও তাদের কর্মসূচির অন্তর্ভুক্ত ছিল।
4. ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট্স পার্টির দুটি উদ্দেশ্য লেখো।
উত্তর: ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট্স পার্টির দুটি উদ্দেশ্য হল—
[1] শ্রমিকদের কাজের সময়সীমা কমানো।
[2] জমিদার প্রথার অবসান ঘটানো ও শ্রমিকদের সর্বনিম্ন মজুরির হার নির্ধারণ করা
5. কত খ্রিস্টাব্দে ও কাদের নেতৃত্বে মাদ্রাজ লেবার ইউনিয়ন গঠিত হয়েছিল?
উত্তর: ১৯১৮ খ্রিস্টাব্দের ১৩ এপ্রিল বি পি ওয়াদিয়া এবং কে মুদালিয়র যৌথভাবে গড়ে তোলেন মাদ্রাজ লেবার ইউনিয়ন।
6. ভারতীয় জাতীয় কংগ্রেস কেন শ্রমিক আন্দোলনকে সমর্থন করেনি?
উত্তর: ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিকাংশ নেতাদের বিশ্বাস ছিল শ্রমিক-মালিক সংঘর্ষ তীব্রতর হওয়ার অর্থ জাতীয়তাবাদী ঐক্যে ফাটল | এ জন্যই তারা ভারতীয় কলকারখানার মালিকদের বিরুদ্ধে শ্রমিকদের আন্দোলনকে সমর্থন করেনি।
7. তিনকাঠিয়া প্ৰথা কী?
উত্তর: বিহারের চম্পারনে নীলকর সাহেবরা চাষিদের বিঘা প্রতি তিন কাঠা জমিতে নীলচাষ ও নির্দিষ্ট দামে উৎপাদিত নীল নীলকর সাহেবদের কাছে বিক্রি করতে বাধ্য থাকত। এই ব্যবস্থা তিনকাঠিয়া প্রথা নামে পরিচিত ছিল।
8. মোপলা বিদ্রোহ কী ?
উত্তর: অসহযোগ আন্দোলন চলাকালীন কেরালারমালাবার অঞ্চলের মুসলমান কৃষকসম্প্রদায়, তথা মোপলারা ‘জেনমি’ নামক হিন্দু জমিদারদের অত্যাচারের প্রতিবাদে বিদ্রোহী হয়ে ওঠে। এই ঘটনাটি মোপলা বিদ্রোহ নামে খ্যাত।
9. একা বা একতা আন্দোলন কী?
উত্তর: ১৯২১-২২ খ্রিস্টাব্দে সামন্ততান্ত্রিক অনাচারের বিরুদ্ধে উত্তরপ্রদেশে কংগ্রেস ও খিলাফতি নেতাদের উদ্যোগে এবং মাদারি পাশির নেতৃত্বে হরদই, সীতাপুর, বারাইচ, বাররাঁকি জেলায় যে কৃষক আন্দোলন শুরু হয় তা একা বা একতা আন্দোলন নামে পরিচিত।
10. বারদৌলি সত্যাগ্রহ কী?
উত্তর: গুজরাটের সুরাট জেলার বারদৌলি অঞ্চলে বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে ১৯২৮ খ্রিস্টাব্দে খাজনা হ্রাসের দাবিতে যে সত্যাগ্রহ আন্দোলন শুরু হয় তা বারদৌলি সত্যাগ্রহ নামে পরিচিত।
11. বখস্ত আন্দোলন কী?
উত্তর: বখস্ত জমি বলতে বোঝায় খাজনা অনাদায়ের ফলে যে জমি জমিদাররা বাজেয়াপ্ত করে এবং সেই জমি থেকে কৃষকদের উচ্ছেদ করা হয় | বিহারের এই বখস্ত জমি থেকে কৃষকদের উচ্ছেদের বিরুদ্ধে যে আন্দোলন সংগঠিত হয় তা বখস্ত আন্দোলন নামে পরিচিত।
12. তেভাগা আন্দোলন কী?
উত্তর: ১৯৪৬-৪৭ খ্রিস্টাব্দে বঙ্গীয় কৃষকসভার উদ্যোগে এবং কমিউনিস্ট পার্টির নেতৃত্বে বাংলার বিস্তীর্ণ অঞ্চলে উৎপাদিত ফসলের ২/৩ অংশ কৃষকদের দেওয়ার দাবিতে যে কৃষক আন্দোলন শুরু হয় তা তেভাগা আন্দোলন নামে পরিচিত।
14. হালি প্রথা কী ?
উত্তর: গুজরাটে জমিদারের জমিতে বিনা পারিশ্রমিকে চাষিকে নিজের গোরু-লাঙল ব্যবহার করে কৃষিকাজ করতে হত। এই প্রথাকে হালি প্রথা বলে।
15. যজমানি প্রথা কী?
উত্তর: নিম্নবর্গের চাষিদের বড়ো জমিদার বা উচ্চবর্ণের তালুকদাররা বাজার অপেক্ষা কমদামে ঘি, চামড়া, কাঠ, কাপড় সরবরাহ করত। সেই প্রথাকে যজমানি প্রথা বলে। ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে এ প্রথাটি প্রচলিত ছিল।
16. ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয় কন?
উত্তর: ১৯২০ খ্রিস্টাব্দে রাশিয়ার তাসখন্দে মানবেন্দ্রনাথ রায়ের নেতৃত্বে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়। আবার ১৯২৫ খ্রিস্টাব্দে সিঙ্গারাভেলু চেট্টিয়ারের সভাপতিত্বে কানপুরে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়। তাই ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয়।
17. মিরাট ষড়যন্ত্র মামলা কী?
উত্তর: বামপন্থী আদর্শ এবং তা দ্বারা পরিচালিত শ্রমিক আন্দোলনকে দমন করার জন্য ব্রিটিশ সরকার জননিরাপত্তা আইন অনুসারে ১৯২৯ খ্রিস্টাব্দের ২০ মার্চ ৩২ জন কমিউনিস্টদের গ্রেফতার করে এবং তাদের বিরুদ্ধে যে মামলা রুজু করা হয় তা মিরাট ষড়যন্ত্র মামলা নামে পরিচিত।
18. কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি কবে, কাদের উদ্যোগে গড়ে ওঠে?
উত্তর: ১৯৩৪ খ্রিস্টাব্দের ২৩ অক্টোবর বম্বেতে নরেন্দ্র দেব, রামমনোহর লোহিয়া, এফ আনসারি, মিনু মাসানি, জয়প্রকাশ নারায়ণ প্রমুখের উদ্যোগে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি গড়ে ওঠে। FIRSAR চিহ্নি
19. কবে, কাদের নেতৃত্বে বাংলায় পেজে অ্যান্ড ওয়ার্কার্স পার্টি গঠিত হয়।
উত্তর: ১৯২৫-২৬ খ্রিস্টাব্দে বাংলায় মুজাফ্ফর আহমেদ, কবি নজরুল ইসলাম, কুতুবউদ্দিন আহমেদ, হেমন্তকুমার সরকার প্রমুখের নেতৃত্বে বাংলায় পেজেন্টস অ্যান্ড ওয়ার্কার্স পার্টি গঠিত হয়।
20. ত্রিপুরি কংগ্রেসের গুরুত্ব কী ছিল?
উত্তর: ১৯৩৯ খ্রিস্টাব্দে কংগ্রেসের ত্রিপুরি অধিবেশনে সুভাষচন্দ্র বামপন্থী দলগুলির সমর্থনে ২০৩ ভোটের ব্যবধানে গান্ধিজি কর্তৃক মনোনীত প্রার্থী পট্টভি সীতারামাইয়াকে হারিয়ে দ্বিতীয় বারের জন্য কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। ফলে| কংগ্রেসের বামপন্থী ও দক্ষিণপন্থীদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়।
21 অস্ত্রলিপ্ত জাতীয় সরকার কী?
উত্তর: ভারত ছাড়ো আন্দোলন চলাকালীন ১৭ ডিসেম্বর ১৯৪২ খ্রিস্টাব্দে মেদিনীপুর জেলার তমলুক অঞ্চলে স্বতঃস্ফূর্ত কৃষক আন্দোলনের নিদর্শন হিসেবে তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয় | এর সর্বাধিনায়ক ছিলেন গান্ধিবাদী নেতা সতীশচন্দ্র সামন্ত |
22. কবে, কোন্ ঘটনার ফলে গান্ধিজি অহিংস অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন?
উত্তর: ১৯২২ খ্রিস্টাব্দে (৫ ফেব্রুয়ারি) উত্তরপ্রদেশের গোরখপুর জেলার চৌরিচৌরা গ্রামের উত্তেজিত জনতা সেখানকার থানায় অগ্নিসংযোগ করে ২২ জন পুলিশকে পুড়িয়ে মারে। অহিংস আন্দোলনে হিংসার প্রবেশ ঘটায় গান্ধিজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন।
23. কবে, কোথায় একা আন্দোলন সংগঠিত হয়েছিল?
উত্তর: ১৯২১ খ্রিস্টাব্দের শেষ ও ১৯২২ খ্রিস্টাব্দের প্রথম ভাগে যুক্তপ্রদেশের (বর্তমান উত্তরপ্রদেশ) উত্তর-পশ্চিমে অবস্থিত অযোধ্যা, অর্থাৎ হরদই, বরাবাঁকি, সীতাপুর, বারইচ প্রভৃতি জেলায় একা আন্দোলন সংগঠিত হয়েছিল।
24. ভারত ছাড়ো আন্দোলনের সময় কমিউনিস্ট পার্টির কী ভূমিকা ছিল?
উত্তর: কমিউনিস্ট পার্টি কংগ্রেসের নেতৃত্বাধীন ভারত ছাড়ো আন্দোলনের বিরোধিতা করে কৃষক ও শ্রমিক শ্রেণিকে এই আন্দোলন থেকে দূরে থাকার পরামর্শ দেয়।
25. কোন্ কোন্ শ্রমিক নেতা অহিংস অসহযোগ আন্দোলনের সময় শ্রমিক আন্দোলনে নেতৃত্ব দেন?
[উত্তর: বি পি ওয়াদিয়া, এন এম জোশি, জোশেফ ব্যাপ্তিস্তা, প্রভাতকুসুম রায়চৌধুরী, ব্যোমকেশ চক্রবর্তী, সুরেন্দ্রনাথ হালদার প্রমুখ শ্রমিক নেতা অহিংস অসহযোগ আন্দোলনের সময় শ্রমিক আন্দোলনে নেতৃত্ব দেন।
26. কবে, কোথায় ওয়ার্কার্স অ্যান্ড পেজে পার্টি অব বেঙ্গল প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯২৫ খ্রিস্টাব্দে বাংলা কংগ্রেসের অভ্যন্তরে লেবার স্বরাজ পার্টি অব বেঙ্গল দল গঠিত হয়। ১৯২৬ খ্রিস্টাব্দে কৃম্ননগরে আয়োজিত নিখিল বঙ্গ প্রজা সম্মেলনে নেতৃবৃন্দ এই দলের নতুন নামকরণ করে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট্সট্স পার্টি অব বেঙ্গল |
27. কবে, কীভাবে সারা ভারত ওয়ার্কার্স অ্যান্ড পৈজেন্ট্স পার্টি প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ওয়ার্কাস অ্যান্ড পেজেন্ট্স পার্টির বিভিন্ন প্রাদেশিক শাখাগুলি ঐক্যবদ্ধ হয়ে ১৯২৮ খ্রিস্টাব্দে সারা ভারত ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট্স পার্টি প্রতিষ্ঠিত হয়।
28. সারা ভারত ওয়ার্কার্স অ্যান্ড পেজে পার্টির কয়েকটি মুখপত্রের নাম লেখো।
উত্তর: সারা ভারত ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট্স পার্টির কয়েকটি উল্লেখযোগ্য মুখপত্রের নাম হল লাঙল, গণবাণী, শ্রমিক, সোশ্যালিস্ট, কীর্তি, লেবার- কিষান গেজেট প্রভৃতি।
29. ব্রিটিশ সরকার কবে রয়্যাল কমিশন নিয়োগ করে? এই কমিশন নিয়োগের উদ্দেশ্য কী ছিল?
উত্তর: ব্রিটিশ সরকার ১৯২৮ খ্রিস্টাব্দে রয়্যাল কমিশন নিয়োগ করে। রয়্যাল কমিশন নিয়োগের উদ্দেশ্য ছিল শ্রমিক- কল্যাণমূলক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা।
30. কবে, কাদের উদ্যোগে রেড ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয়?
উত্তর: ১৯৩১ খ্রিস্টাব্দে কমিউনিস্ট নেতা বি টি রণদিভে, সোমনাথ লাহিড়ি প্রমুখের নেতৃত্বে রেড ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয়।
31. কাদের নেতৃত্বে, কবে, কোথায় কংগ্রেস সমাজতান্ত্রিক দল প্রতিষ্ঠিত হয়?
উত্তর: জয়প্রকাশ নারায়ণ, অচ্যুত পট্টবর্ধন, ইউসুফ মেহের আলি, অশোক মেহতা, মিনু মাসানি প্রমুখের নেতৃত্বে ১৯৩৪ খ্রিস্টাব্দে কংগ্রেসের অভ্যন্তরে কংগ্রেস সমাজতান্ত্রিক দল প্রতিষ্ঠিত হয়।
দশম শ্রেণির ইতিহাসের ষষ্ঠ অধ্যায়ের শর্ট কোশ্চেন|মাধ্যমিক ইতিহাস ধারণা 2 নং প্রশ্ন উত্তর
32. প্রথম কার নেতৃত্বে, কোথায়, কবে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়? এই দল করে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে?
উত্তর: মানবেন্দ্রনাথ রায়ের নেতৃত্বে এবং অবনী মুখার্জি, মহম্মদ আলি, মহম্মদ সাফিক প্রমুখের সহযোগিতায় ১৯২০ খ্রিস্টাব্দে রাশিয়ার তাসখন্দে প্রথম ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়। মানবেন্দ্রনাথ রায় প্রতিষ্ঠিত ভারতের কমিউনিস্ট পার্টি ১৯২১ খ্রিস্টাব্দে কমিউনিস্ট ইন্টারন্যাশনাল বা কমিনটার্ন-এর স্বীকৃতি লাভ করে।
33. কানপুর ষড়যন্ত্র মামলায় কোন্ কমিউনিস্ট নেতাদের জড়ানো হয়?
উত্তর: কানপুর ষড়যন্ত্র মামলায় (১৯২৪ খ্রি.) মুজফ্ফর আহমেদ, এস এ ডাঙ্গে, শওকৎ ওসমানি, নলিনী গুপ্ত প্রমুখ কমিউনিস্ট নেতাদের জড়ানো হয়।
34 ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট্স পার্টি অব বেঙ্গল-এর সভাপতি ও সম্পাদক কারা ছিলেন ?
উত্তর: ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট্স পার্টি অব বেঙ্গল- এর সভাপতি ছিলেন নরেশচন্দ্র সেনগুপ্ত এবং যুগ্ম
সম্পাদক ছিলেন ছিলেন হেমন্তকুমার সরকার ও কুতুবউদ্দিন আহমেদ |
35. কবে, কাদের উদ্যোগে লেবার স্বরাজ পার্টি অব দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস দলটি প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯২৫ খ্রিস্টাব্দে বাংলায় কংগ্রেস দলের প্রচেষ্টায় লেবার স্বরাজ পার্টি অব দ্য ইন্ডিয়ান ন্যাশনাল * কংগ্রেস নামে দলটি প্রতিষ্ঠিত হয় | লেবার স্বরাজ পার্টি অব দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস দলের প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেন কাজি নজরুল ইসলাম, হেমন্তকুমার সরকার, কুতুবউদ্দিন আহমেদ, সামসুদ্দিন হুসেন প্রমুখ।
36. ভারত ছাড়ো আন্দোলনের সময় বাংলার কৃষকবিদ্রোহ কীরূপ ছিল ?
উত্তর: ভারত ছাড়ো আন্দোলনের সময় বাংলার মেদিনীপুরের তমলুক মহকুমা, পটাশপুর থানা, খেজুরী থানা, দিনাজপুরের বালুরঘাট প্রভৃতি এলাকায় কৃষকরা জমিদারদের খাজনা দেওয়া বন্ধ করে। এইভাবে তারা ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানায় এবং ভারত ছাড়ো আন্দোলনে শামিল হয়।
37. বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনের সময় বাংলার কয়েকজন উল্লেখযোগ্য শ্রমিক নেতার নাম লেখো।
উত্তর: বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনের সময় বাংলার কয়েকজন উল্লেখযোগ্য শ্রমিক নেতা ছিলেন প্রভাতকুসুম রায়চৌধুরী, প্রেমতোশ বসু, অপূর্বকুমার ঘোষ, অশ্বিনীকুমার বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
38. উত্তরপ্রদেশে কবে, কাদের উদ্যোগে কিষান সভা প্রতিষ্ঠিত হয়?
উত্তর: উত্তরপ্রদেশে ১৯১৮ খ্রিস্টাব্দে মদনমোহন মালব্যের সমর্থনে গৌরীশংকর মিশ্র ও ইন্দ্রনারায়ণ ত্রিবেদীর উদ্যোগে কিষান সভা প্রতিষ্ঠিত হয়।
মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর :দশম শ্রেণি ইতিহাস ষষ্ঠ অধ্যায় প্রশ্ন উত্তর ২ নম্বর pdf download / দশম শ্রেণি ইতিহাস ষষ্ঠ অধ্যায় প্রশ্ন উত্তর 2 marks pdf / ক্লাস 10 বিশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন 2 নম্বরের প্রশ্ন উত্তর / ক্লাস 10 ইতিহাস 2 নম্বরের প্রশ্ন উত্তর / Class X history 6th chapter 2 marks question answer pdf / Class ten history 6th chapter 2 marks question answer / বিশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন LAQ অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | বিশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন থেকে অতিসংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর গুলি আগতি West Bengal Madhyamik History Examination – পশ্চিমবঙ্গ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।
তোমরা যারা মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য - বিশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন অধ্যায় থেকে প্রশ্ন উত্তর খুঁজে চলেছো তাদের জন্য আজ আমরা– মাধ্যমিক ইতিহাস এর ষষ্ঠ অধ্যায় থেকে প্রশ্ন ও উত্তর | Madhyamik History 6 no chapter Question and Answer Question and Answer নিয়ে এসেছি, তোমরা নিচে দেওয়া ইতিহাস প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়বে ও যদি Pdf প্রয়োজন হয় তাহলে নীচে দেওয়া মাধ্যমিক ইতিহাস ষষ্ঠ অধ্যায় বিশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন প্রশ্ন ও উত্তর PDf download- link এ ক্লিক করে ডাউনলোড করে নিতে পারো।
‘‘ মাধ্যমিক ইতিহাস ষষ্ঠ অধ্যায় বিশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন বৈশিষ্ট্য ও পর্যালোচনা ’’ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতির জন্য। বিশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন অধ্যায় থেকে প্রশ্ন অনেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন মাধ্যমিক পরীক্ষায় আসে ।
মাধ্যমিক ইতিহাস বিশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন ষষ্ঠ অধ্যায় অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | দশম শ্রেণির ইতিহাস বিশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন ষষ্ঠ অধ্যায় অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | Madhyamik History short Question and Answer
বিনামূল্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন:-
File Details:-
File Name:- Madhyamik history 6th chapter 2 number questions answers in bengali pdf download
File Format:- PDF
File Size:- Mb
File Location:- Google Drive
Download: Click Here to Download
আরও পোস্ট দেখো B
A. মাধ্যমিক ইতিহাস সমস্ত অধ্যায়ের প্রশ্ন উত্তর Click Here
B. Madhyamik Suggestion / মাধ্যমিক সাজেশন
C. Madhyamik History Suggestion Click here
D. মাধ্যমিক ইতিহাস সাজেশন PDF Download
অসংখ্য ধন্যবাদ , তোমার যদি আমাদের এই ” মাধ্যমিক ইতিহাস ষষ্ঠ অধ্যায় বিশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন 2 প্রশ্ন ও উত্তর । Madhyamik History six chapter LAQ Question and Answer ” পােস্টটি ভালো লাগে এবং গুরুত্বপূর্ণ বলে মনে হয়, তাহলে তুমি আমাদের এই পোস্টটা তোমার বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে।
এছাড়াও তুমি আমাদের ওয়েবসাইট থেকে যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বই পিডিএফ, নোট, Practice Set, mock test ইত্যাদি পাবে।
_________❤️🤗 ধন্যবাদ ❤️🤗 ________