মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায় 1 নম্বরের প্রশ্ন উত্তর। প্রতিরোধ ও বিদ্রোহ 1 নম্বরের প্রশ্ন উত্তর

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

দশম শ্রেণি ইতিহাস তৃতীয় অধ্যায় 1 নম্বরের প্রশ্ন উত্তর pdf | Madhyamik history third chapter 1 marks question answer | Class 10 history third chapter 1 marks question answer

 

আসসালামু আলাইকুম,

তোমাকে আমাদের এই SKGUIDEBANGLA শিক্ষামূলক ওয়েবসাইটে স্বাগতম।

আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দশম শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায় 1 নম্বরের প্রশ্ন উত্তর। মাধ্যমিক ইতিহাস 1 নম্বরের প্রশ্ন ও উত্তর প্রতিরোধ ও বিদ্রোহ । দশম শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায় ৩ নম্বরের প্রশ্ন উত্তর । প্রতিরোধ ও বিদ্রোহ (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর / মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায় 1 নম্বরের প্রশ্ন উত্তর। Madhyamik history chapter 1 number question answer, যা দশম শ্রেণির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যা আগত দশম শ্রেণির টেস্ট ও ফাইনাল পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে‌ ।

তাই দেড়ি না করে এই পোস্টের দশম শ্রেণির ইতিহাস ৩ নম্বর অধ্যায় 1 নম্বরের প্রশ্ন উত্তর,  গুলো ভালো করে পড়ে নাও বা নীচে  দেওয়া Download লিংকে ক্লিক করে ক্লাস 10 ইতিহাস প্রশ্ন উত্তর তৃতীয় অধ্যায় pdf download, class 10 history third chapter 1 number questions answers pdf download করে নিতে পারো। এবং প্রতিদিন বাড়িতে বসে YouTube Live Class এর  মাধ্যমে  ক্লাস করতে চাইলে আমাদের YouTube Channel এ ভিজিট করো ও Subscribe করে নাও।

YouTube Link - .  OUR ONLINE SCHOOL   SUBSCRIBE      

যয7

     : আরও পোস্ট দেখো :     B  

এছাড়াও তোমার মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাজেশন ডাউনলোড করে নিতে পারো নীচে দেওয়া লিংকে ক্লিক করে।

Madhyamik History Suggestion 2024 | West Bengal WBBSE Class Ten X history Question and Answer Suggestion 2024, মাধ্যমিক ইতিহাস সাজেশন 2024


দশম শ্রেণির ইতিহাস প্রতিরোধ ও বিদ্রোহ ছোটো প্রশ্ন ও উত্তর pdf | মাধ্যমিক ইতিহাস প্রতিরোধ ও বিদ্রোহ ছোটো প্রশ্ন ও উত্তর pdf | মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায় ছোটো প্রশ্ন ও উত্তর

1. ভারতে ঔপনিবেশিক শাসনকালে প্রথম কবে বনাঞ্চল আইন পাস হয়েছিল?

উত্তর: ভারতে ঔপনিবেশিক শাসনকালে প্রথম ১৮৬৫ খ্রিস্টাব্দে বনাঞ্চল আইন পাস হয়েছিল।


2. কার প্রচেষ্টায় ভারতে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস চালু হয়?

উত্তর: দিয়েত্রিখ ব্র্যান্ডিসের প্রচেষ্টায় ভারতে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস চালু হয়।


3. কোন্ আইনের মাধ্যমে সংরক্ষিত অরণ্য তৈরি হয়েছিল?

উত্তর: ১৮৭৮ খ্রিস্টাব্দের বনাঞ্চল আইনের মাধ্যমে সংরক্ষিত অরণ্য তৈরি হয়েছিল।


4. কোল বিদ্রোহ করে সংঘটিত হয়েছিল?

উত্তর: ১৮৩১-৩২ খ্রিস্টাব্দে কোল বিদ্রোহ সংঘটিত হয়েছিল।


5. উত্তরবঙ্গের রংপুর বিদ্রোহ কবে সংঘটিত হয়েছিল?

উত্তর: ১৭৮৩ খ্রিস্টাব্দে উত্তরবঙ্গের রংপুর বিদ্রোহ সংঘটিত হয়েছিল।


6. কোন্ শব্দ থেকে চুয়াড় শব্দটির উৎপত্তি ?

উত্তর: ইংরেজি চার (Char) শব্দ থেকে চুয়াড় শব্দটির উৎপত্তি।


7. পাইকান কী?

উত্তর: পাইকদের ভোগ করা নিষ্কর জমিকে বলা হত পাইকান।


8. দামিন-ই-কোহ কথার অর্থ কী?

উত্তর: দামিন-ই-কোহ কথার অর্থ হল পাহাড়ের প্রান্তদেশ।


9. ভাগনাডিহির মাঠের নাম কোন্ বিদ্রোহের সঙ্গে জড়িত ?

উত্তর: সাঁওতাল বিদ্রোহের সঙ্গে ভাগনাডিহির মাঠের নাম জড়িত।


10. রংপুর বিদ্রোহ কবে হয়েছিল?

উত্তর: রংপুর বিদ্রোহ সংঘটিত হয়েছিল ১৭৮৩ খ্রিস্টাব্দে।


11. ভিল বিদ্রোহ করে হয়েছিল?

উত্তর: ভিল বিদ্রোহ সংঘটিত হয় ১৮১৯ খ্রিস্টাব্দে।


12. ভিল বিদ্রোহের একজন নেতার নাম লেখো।

উত্তর: ভিল বিদ্রোহের একজন নেতার নাম হিরিয়া শিউরাম ।


13. কোন্ উপন্যাসে সন্ন্যাসী-ফকির বিদ্রোহের বর্ণনা পাওয়া যায় ?

উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আনন্দমঠ উপন্যাসে সন্ন্যাসী-ফকির বিদ্রোহের বর্ণনা পাওয়া যায়।


প্রতিরোধ ও বিদ্রোহ 1 নং প্রশ্ন উত্তর

14. কে ওয়াহাবি আন্দোলনের সূত্রপাত করেন?

উত্তর: আরবে আবদুল ওয়াহাব নামে জনৈক ব্যক্তি ওয়াহাবি আন্দোলনের সূত্রপাত করেন।


15. ভারতে ওয়াহাবি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উত্তর: ভারতে ওয়াহাবি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন সৈয়দ আহমেদ।


16. তিতুমির কোথায় বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন?

উত্তর: তিতুমির চব্বিশ পরগনার বাদুড়িয়া থানার নারকেলবেড়িয়া গ্রামে বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন।


17. কোন্‌ শব্দ থেকে ফরাজি শব্দটির উৎপত্তি হয়েছে?

উত্তর: আরবি শব্দ ফরাইজ থেকে ফরাজি শব্দের উৎপত্তি হয়েছে।


18 ফরাজি শব্দের অর্থ কী?

উত্তর: ফরাজি শব্দের অর্থ হল ইসলাম দ্বারা নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য।


19, ফরাজি আন্দোলনের প্রবর্তক কে?

উত্তর: ফরাজি আন্দোলনের প্রবর্তক ছিলেন হাজি শরিয়ৎ উল্লাহ |


20. ফরাজি আন্দোলনের প্রধান কেন্দ্র কোথায় ছিল?

উত্তর: ফরাজি আন্দোলনের প্রধান কেন্দ্র ছিলপূর্ববঙ্গের ফরিদপুর জেলার বাহাদুরপুর গ্রামে।


21.দার-উল-ইসলাম কথাটির অর্থ কী?

উত্তর: দার-উল-ইসলাম কথাটির অর্থ হল ইসলামের দেশ।


22. দুদু মিঞার মৃত্যু কবে হয়?

উত্তর: দুদু মিঞার মৃত্যু হয় ১৮৬২ খ্রিস্টাব্দে।


23. পাগলপন্থী বিদ্রোহের একজন নেতা কে ছিলেন?

উত্তর: পাগলপন্থী বিদ্রোহের একজন নেতা ছিলেন টিপু শাহ।


24. দাদন কী?

উত্তর: নীলচাষের জন্য কৃষকদের যে অগ্রিম অর্থ প্রদান করা হত তাকেই বলা হত দাদন।


দশম শ্রেণির ইতিহাসের তৃতীয় অধ্যায়ের শর্ট কোশ্চেন|মাধ্যমিক ইতিহাস ধারণা 1 নং প্রশ্ন উত্তর

25. কার প্রচেষ্টায় ভারতে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস চালু হয়?

উত্তর: দিয়েত্রিখ ব্র্যান্ডিসের প্রচেষ্টায় ভারতে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস চালু হয়।

26. বিশৃঙ্খলা সৃষ্টিকারী আদিবাসীদের শায়েস্তা করতে সরকা কী আইন পাস করে?

উত্তর: বিশৃঙ্খলা সৃষ্টিকারী আদিবাসীদের শায়েস্তা করতে‘ক্রিমিনাল ট্রাইব্স অ্যাক্ট’ পাস করে।


27. রম্পা বিদ্রোহ কবে হয়েছিল?

উত্তর: রম্পা বিদ্রোহ হয়েছিল ১৮৭৯ খ্রিস্টাব্দে।


28. কোন্ বিদ্রোহে ‘ডিং খরচা’ নামে চাঁদা সংগ্রহ করা হত?

উত্তর:  রংপুর বিদ্রোহে ‘ডিং খরচা’ নামে চাঁদা সংগ্রহ করা হত।


29. রংপুরের স্থানীয় স্বাধীন সরকারের নবাব নুরুলউদ্দিনের সহকারী কে ছিলেন?

উত্তর:  রংপুরের স্থানীয় স্বাধীন সরকারের নবাব নুরুলউদ্দিনের সহকারী ছিলেন দয়ারাম শীল।


30.. রংপুর বিদ্রোহ দমনে কে ব্রিটিশবাহিনীর নেতৃত্ব দেন?

উত্তর:  রংপুর বিদ্রোহ দমনে ম্যাকডোনাল্ড ব্রিটিশবাহিনীর নেতৃত্ব

দেন।

31. কে ‘মেদিনীপুরের লক্ষ্মীবাঈ' নামে পরিচিত?

উত্তর: মেদিনীপুরের রানি শিরোমণি ‘মেদিনীপুরের লক্ষ্মীবাঈ' নামে পরিচিত।


32. হো-বিদ্রোহ কবে হয়েছিল?

উত্তর: হো-বিদ্রোহ হয়েছিল ১৮২১ খ্রিস্টাব্দে।


33. হো বিদ্রোহ কোথায় হয়েছিল?

উত্তর: হো বিদ্রোহ হয়েছিল ছোটোনাগপুরের সিংভূম অঞ্চলে।


34. ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে ছোটোনাগপুর অঞ্চলের শাসনভার হাতে নেয়?

উত্তর: ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৮২০ খ্রিস্টাব্দে ছোটোনাগপুর   অঞ্চলের শাসনভার হাতে নেয়।


35. কোল বিদ্রোহ কবে হয়েছিল?

উত্তর: ১৮৩১-৩২ খ্রিস্টাব্দে কোল বিদ্রোহ সংঘটিত হয়েছিল।


36. কোল বিদ্রোহীদের ওপর ব্রিটিশবাহিনীর আক্রমণে কে নেতৃত্ব দেন?

উত্তর:  কোল বিদ্রোহীদের ওপর ব্রিটিশবাহিনীর আক্রমণে নেতৃত্ব

দেন ক্যাপটেন উইলকিনসন


মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায় SAQ প্রশ্ন ও উত্তর

37.  গুন্ডা ধুর কে ছিলেন?

উত্তর:  গুন্ডা ধুর ছিলেন বাস্তার বিদ্রোহের নেতা।


38. সাঁওতালদের বসতি অঞ্চলের নাম কী ছিল?

উত্তর: সাঁওতালদের বসতি অঞ্চলের নাম ছিল ‘দামিন-ই-কোহ’।


39. 'দামিন-ই-কোহ’ কথার অর্থ কী?

উত্তর: 'দামিন-ই-কোহ' কথার অর্থ পাহাড়ের প্রান্তদেশ।


40. ‘কেনারাম’ নামে বাটখারা কী কাজে ব্যবহার করা হত?

উত্তর:  ‘কেনারাম’ নামে বাটখারা সাঁওতালদের কাছ থেকে পণ্য কেনার জন্য ব্যবহার করা হত।


41. ‘বেচারাম’ নামে বাটখারা কী কাজে ব্যবহার করা হত?

উত্তর: ‘বেচারাম’ নামে বাটখারা সাঁওতালদের কাছে পণ্য বিক্রয়ের

জন্য ব্যবহার করা হত।


42. বিদ্রোহের আগে সাঁওতাল কৃষকদের কোন্ ধর্মে দীক্ষিত

করার চেষ্টা হত?

উত্তর: বিদ্রোহের আগে সাঁওতাল কৃষকদের খ্রিস্টধর্মে দীক্ষিত করার চেষ্টা হত।


43. সাঁওতাল বিদ্রোহ কবে শুরু হয়?

উত্তর: ১৮৫৫ খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ শুরু হয়।


44. কালো প্রামাণিক ও ডোমন মাঝি কোন্ বিদ্রোহের নেতা

ছিলেন?

উত্তর: কালো প্রামাণিক ও ডোমন মাঝি সাঁওতাল বিদ্রোহের নেতা

ছিলেন।


45. মহেন্দ্রলাল দত্ত কোন্ বিদ্রোহীদের হাতে নিহত হন?

উত্তর:  মহেন্দ্রলাল দত্ত সাঁওতাল বিদ্রোহীদের হাতে নিহত হন।


46. 'উলঘুলান' শব্দের অর্থ কী?

উত্তর: ‘উলঘুলান’ শব্দের অর্থ ‘ভয়ংকর বিশৃঙ্খলা’ বা ‘প্রবল

বিক্ষোভ।


47.. মুন্ডা বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন?

উত্তর: মন্ডা বিদ্রোহের প্রধান নেতা ছিলেন বিরসা মুন্ডা।


48. টিপু শাহ কোন আন্দোলনের নেতা ছিলেন?

উত্তর: টিপু শাহ পাগলপন্থী আন্দোলনের নেতা ছিলেন।


49. 'তরিকা-ই-মহম্মদীয়া' কথার অর্থ কী?

উত্তর: ‘তরিকা-ই-মহম্মদীয়া’ কথার অর্থ 'মহম্মদ প্রদর্শিত পথ'।


50.. তিতুমিরের অনুগামীরা নিজেদের কী নামে অভিহিত করতেন?

উত্তর: তিতুমিরের অনুগামীরা নিজেদের ‘হেদায়তী’ বলে অভিহিত


51.. কে “বিশে ডাকাত’ নামে পরিচিত?

উত্তর: নীল বিদ্রোহের নেতা বিশ্বনাথ সর্দার ‘বিশে ডাকাত’ নামে পরিচিত।


52.. করে কৃত্রিম নীল আবিষ্কৃত হয়?

উত্তর:  ১৮৯৮ খ্রিস্টাব্দে কৃত্রিম নীল আবিষ্কৃত হয়।


53.'বিদ্রোহী রাজা” কাকে বলা হত?

উত্তর: ঈশানচন্দ্র রায়কে ‘বিদ্রোহী রাজা’ বলা হত।


54.. আদিবাসীরা কাদের ‘দিকু’ বলত?

উত্তর: আদিবাসীরা বহিরাগত জমিদার, মহাজন, ব্যবসায়ী প্রমুখকে ‘দিকু’ বলত।


55.. ‘ফরাজি আন্দোলন’ কী?

উত্তর: ইসলাম ধর্ম সংস্কারের উদ্দেশ্যে হাজি শরিয়ৎ উল্লাহের

নেতৃত্বে উনিশ শতকে বাংলায় যে আন্দোলন গড়ে ওঠে তা ‘ফরাজি আন্দোলন' নামে পরিচিত।


56.. ফরাজি কথার অর্থ কী?

উত্তর: ফরাজি কথার অর্থ ইসলাম-নির্ধারিত বাধ্যতামূলক কর্তব্য।


57. কারা 'বাংলার ওয়াট টাইলার' নামে পরিচিত?

উত্তর:নীল বিদ্রোহের নেতা দিগম্বর বিশ্বাস ও বিয়ুচরণ বিশ্বাস ‘বাংলার ওয়াট টাইলার' নামে পরিচিত।


মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর :দশম শ্রেণি ইতিহাস তৃতীয় অধ্যায় অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর pdf download / দশম শ্রেণি ইতিহাস তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর 1 marks pdf / ক্লাস 10 প্রতিরোধ ও বিদ্রোহ 1 নম্বরের প্রশ্ন উত্তর / ক্লাস 10 ইতিহাস 1 নম্বরের প্রশ্ন উত্তর / Class X history 3rd chapter 1 marks question answer pdf / Class ten history 3rd chapter 1 marks question answer pdf / প্রতিরোধ ও বিদ্রোহ LAQ অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | প্রতিরোধ ও বিদ্রোহ থেকে অতিসংক্ষিপ্ত, অতিঅতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর গুলি আগতি West Bengal Madhyamik History Examination – পশ্চিমবঙ্গ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।



তোমরা যারা মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য -  প্রতিরোধ ও বিদ্রোহ অধ্যায় থেকে প্রশ্ন উত্তর খুঁজে চলেছো তাদের জন্য আজ আমরা– মাধ্যমিক ইতিহাস এর  তৃতীয় অধ্যায় থেকে প্রশ্ন ও উত্তর | Madhyamik History 1 no chapter Question and Answer Question and Answer নিয়ে এসেছি, তোমরা নিচে দেওয়া ইতিহাস প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়বে ও যদি Pdf প্রয়োজন হয় তাহলে নীচে দেওয়া মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ প্রশ্ন ও উত্তর PDf download- link এ ক্লিক করে ডাউনলোড করে নিতে পারো। 

‘‘মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ’’ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতির জন্য।  প্রতিরোধ ও বিদ্রোহ অধ্যায় থেকে প্রশ্ন অনেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন মাধ্যমিক পরীক্ষায় আসে । 

মাধ্যমিক ইতিহাস প্রতিরোধ ও বিদ্রোহ তৃতীয় অধ্যায় অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | দশম শ্রেণির ইতিহাস প্রতিরোধ ও বিদ্রোহ তৃতীয় অধ্যায় অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | Madhyamik History short Question and Answer 

বিনামূল্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন:-

File Details:-

File Name:- Madhyamik history 3rd chapter short questions answers in bengali pdf download 

File Format:- PDF

File Size:-  Mb

File Location:- Google Drive

  Download  Click Here to Download 

      আরও পোস্ট দেখো     B           

A. মাধ্যমিক ইতিহাস সমস্ত অধ্যায়ের প্রশ্ন উত্তর Click Here

B.  Madhyamik Suggestion / মাধ্যমিক সাজেশন

C. Madhyamik History Suggestion Click here

D. মাধ্যমিক ইতিহাস সাজেশন PDF Download 


অসংখ্য ধন্যবাদ , তোমার যদি  আমাদের এই ” মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ 1 প্রশ্ন ও উত্তর । Madhyamik History third chapter LAQ Question and Answer  ” পােস্টটি ভালো লাগে এবং গুরুত্বপূর্ণ বলে মনে হয়, তাহলে তুমি আমাদের এই পোস্টটা তোমার বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে।

এছাড়াও তুমি আমাদের ওয়েবসাইট থেকে যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বই পিডিএফ, নোট, Practice Set, mock test ইত্যাদি পাবে।

 

_________❤️🤗 ধন্যবাদ ❤️🤗 ________


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url