মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায় 2 নম্বরের প্রশ্ন উত্তর। প্রতিরোধ ও বিদ্রোহ 2 নম্বরের প্রশ্ন উত্তর

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

দশম শ্রেণি ইতিহাস তৃতীয় অধ্যায় 2 নম্বরের প্রশ্ন উত্তর pdf | Madhyamik history third chapter 2 marks question answer | Class 10 history third chapter 2 marks question answer

 

আসসালামু আলাইকুম,

তোমাকে আমাদের এই SKGUIDEBANGLA শিক্ষামূলক ওয়েবসাইটে স্বাগতম।

আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দশম শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায় 2 নম্বরের প্রশ্ন উত্তর। মাধ্যমিক ইতিহাস 2 নম্বরের প্রশ্ন ও উত্তর প্রতিরোধ ও বিদ্রোহ । দশম শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায় ২ নম্বরের প্রশ্ন উত্তর । প্রতিরোধ ও বিদ্রোহ (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর / মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায় 2 নম্বরের প্রশ্ন উত্তর। Madhyamik history chapter 2 number question answer, মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ 2 নম্বরের প্রশ্ন উত্তর / যা দশম শ্রেণির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যা আগত দশম শ্রেণির টেস্ট ও ফাইনাল পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে‌ ।


তাই দেড়ি না করে এই পোস্টের দশম শ্রেণির ইতিহাস ২ নম্বর অধ্যায় 2 নম্বরের প্রশ্ন উত্তর,  গুলো ভালো করে পড়ে নাও বা নীচে  দেওয়া Download লিংকে ক্লিক করে ক্লাস 10 ইতিহাস প্রশ্ন উত্তর তৃতীয় অধ্যায় pdf download, class 10 history third chapter 2 number questions answers pdf download করে নিতে পারো। এবং প্রতিদিন বাড়িতে বসে YouTube Live Class এর  মাধ্যমে  ক্লাস করতে চাইলে আমাদের YouTube Channel এ ভিজিট করো ও Subscribe করে নাও।


YouTube Link - .  OUR ONLINE SCHOOL   SUBSCRIBE       

      : আরও পোস্ট দেখো  :   B  

এছাড়াও তোমার মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাজেশন ডাউনলোড করে নিতে পারো নীচে দেওয়া লিংকে ক্লিক করে।

Madhyamik History Suggestion 2022 | West Bengal WBBSE Class Ten X history Question and Answer Suggestion 2022, মাধ্যমিক ইতিহাস সাজেশন 2022



দশম শ্রেণির ইতিহাস প্রতিরোধ ও বিদ্রোহ ছোটো প্রশ্ন ও উত্তর pdf | মাধ্যমিক ইতিহাস প্রতিরোধ ও বিদ্রোহ ছোটো প্রশ্ন ও উত্তর pdf | মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায় ছোটো প্রশ্ন ও উত্তর


1. কোন্ কোন্ অঞ্চল নিয়ে জঙ্গলমহল অঞ্চল গঠিত ?

অথবা, জঙ্গলমহল' বলতে কী বোঝ?

উত্তর: মেদিনীপুর, বাঁকুড়া ও ধলভূম (বর্তমানে ঘাটশিলা) অঞ্চল নিয়ে দক্ষিণ-পশ্চিম বাংলার ঘন জঙ্গলে আচ্ছন্ন বৃহৎ অঞ্চল নিয়ে জঙ্গলমহল গঠিত।


2. চুয়াড় বিদ্রোহ কখন, কোথায় ও কাদের দ্বারাসংঘটিত হয়েছিল?

উত্তর: ১৭৬৭-৬৮ খ্রিস্টাব্দ থেকে ১৭৯৯ খ্রিস্টাব্দ পর্যন্ত তিন দশক ধরে মেদিনীপুর, বাঁকুড়া ও ধলভূম (বর্তমানে ঘাটশিলা) জুড়ে চুয়াড় বিদ্রোহ হয় | ঘড়োই, খয়রা, মাঝি ও চুয়াড় প্রভৃতি অঞ্চলের আদিবাসীরা এই বিদ্রোহ করেছিল।


3. কোম্পানির শাসনকালে বাংলার প্রথম আদিবাসী বিদ্রোহের নাম কী? এই বিদ্রোহের দুজন নেতার নামলেখো।

উত্তর: কোম্পানির শাসনকালে বাংলার প্রথম আদিবাসী বিদ্রোহ ছিল চুয়াড় বিদ্রোহ। চুয়াড় বিদ্রোহের দুজন নেতার নাম হল জগন্নাথ সিং ধল এবং দুর্জন সিং |


4. কত খ্রিস্টাব্দে কোল বিদ্রোহ সংঘটিত হয়?এই বিদ্রোহের দুজন নেতার নাম লেখো।

উত্তর: ১৮২০ খ্রিস্টাব্দে কোম্পানির শোষণধর্মী শাসনের বিরুদ্ধে কোল বিদ্রোহ প্রথম শুরু হয়। এই বিদ্রোহ ১৮৩১-৩২ খ্রিস্টাব্দে ব্যাপক আকার ধারণ করে। 

কোল বিদ্রোহের দুজন নেতা ছিলেন বুন্ধু ভগত ও জোয়া ভগত।


5. সাঁওতাল বিদ্রোহ কবে ও কোথায় শুরু হয়?

উত্তর: সাঁওতাল বিদ্রোহ শুরু হয়েছিল ১৮৫৫ খ্রিস্টাব্দের ৩০ জুন। সিধু ও কানহুর নেতৃত্বে প্রায় ১০ হাজার সাঁওতাল ভাগনাডিহির মাঠে সম্মিলিত হয়েস্বাধীন সাঁওতাল রাজ্য গঠনের সংকল্প নেয় এবং পাঁচকাঠিয়া বাজারের পাঁচজন মহাজনকে ও দিঘি থানার অত্যাচারী দারোগাকে হত্যা করে তারা বিদ্রোহের সূচনা করে।


6. সাঁওতাল পরগনা কী?

উত্তর: সাঁওতাল পরগনা হল সাঁওতালদের জন্য একটি পৃথক রাজ্য | সাঁওতাল বিদ্রোহের ফলে ব্রিটিশ সরকার এই পরগনা গঠন করতে বাধ্য হয়েছিল। এই পরগনায় সাঁওতালরা শান্তিপূর্ণভাবে বসবাসের অধিকার পেয়েছিল।


7.খুৎকাটি বা খুন্তকাটি প্রথা কী?

উত্তর: মুন্ডারা নিজেদের জমিতে যৌথ মালিকানার ভিত্তিতে খুৎকাটি প্রথায় চাষ করত। খুৎকাটি শব্দটির অর্থ হল জনগোষ্ঠীর যৌথ মালিকানা। নিবেশিক শাসনকালে যৌথ মালিকানায় চাষ ব্যবস্থা বাতিল করা হয় এবং ব্যক্তিগত মালিকানা প্রতিষ্ঠিত হয়।


8. বিরসা মুন্ডার নেতৃত্বে উলগুলান বা সশস্ত্র বিদ্রোহ করে শুরু হয়? কবে এই বিদ্রোহের  অবসান ঘটে ?

উত্তর: বিরসা মুন্ডার নেতৃত্বে উলগুলান বা সশস্ত্র বিদ্রোহ শুরু হয় ১৮৯০ খ্রিস্টাব্দের ২৪ ডিসেম্বর।

১৯০০ খ্রিস্টাব্দের ২ জুন বিরসা মুন্ডার মৃত্যুর পরে এই বিদ্রোহের অবসান ঘটে।


9. বিরসা মুন্ডা করে ব্রিটিশবাহিনীর হাতে বন্দি হন? করে তাঁর মৃত্যু ঘটে ?

উত্তর: ১৯০০ খ্রিস্টাব্দের ৩ ফেব্রুয়ারি বিরসা মুন্ডা ব্রিটিশবাহিনীর হাতে বন্দি হন এবং রাঁচির জেলে বন্দি থাকেন।রাঁচির জেলে বন্দি অবস্থায় বিরসা মুন্ডা ১৯০০ খ্রিস্টাব্দের ২ জুন কলেরা রোগে আক্রান্ত হয়ে মারা যান।


দশম শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর পিডিএফ|দশম শ্রেণির ইতিহাস প্রশ্ন উত্তর তৃতীয় অধ্যায়|

10. কেনারাম ও বেচারাম বলতে কী বোঝ?

উত্তর: দোকানদাররা যখন সাঁওতালদের থেকে ফসল কিনত তখন তারা সাঁওতালদের ঠকানোর জন্য প্রয়োজনের তুলনায় বেশি ওজনের ভুয়ো বাটখারা ব্যবহার করত। সেই বাটখারা কেনারামনামে পরিচিতছিল | আবার দোকানদাররা যখন সাঁওতালদের কিছু বিক্রি করত, তখন তারা আর-এক ধরনেরপ্রয়োজনের তুলনায় কম ওজনের ভুয়ো বাটখারা ব্যবহার করত। সেই বাটখারার নাম ছিল বেচারাম।


11. কোন্ উপন্যাসে সন্ন্যাসী বিদ্রোহের উল্লেখ আছে? এই বিদ্রোহের দুজন নেতার নাম লেখো।

উত্তর: আনন্দমঠ নামক উপন্যাসে সন্ন্যাসী বিদ্রোহের উল্লেখ আছে।

এই বিদ্রোহের দুজন নেতার নাম হল ভবানী পাঠক এবং মজনু শাহ।


12. সন্ন্যাসী-ফকির বিদ্রোহ প্রথম কোথায় শুরু হয়। পরবর্তীকালে তা কোথায় কোথায় ছড়িয়ে পড়ে?

উত্তর: সন্ন্যাসী-ফকির বিদ্রোহ সর্বপ্রথম ঢাকাতে শুরু হয়।

পরবর্তীকালে তা দাবানলের মতো রংপুর, দিনাজপুর, বগুড়া, মালদহ, কোচবিহার, ফরিদপুর, ময়মনসিংহ প্রভৃতি জেলায় ছড়িয়ে পড়ে।


13. সন্ন্যাসী-ফকির বিদ্রোহ কেন সংঘটিত হয়?এই বিদ্রোহের একজন নেত্রীর নাম লেখো।

উত্তর: ছিয়াত্তরের মন্বন্তরের ফলে উত্তর বাংলার গরিব চাষিদের দারিদ্র্য চরমে পৌঁছোয় এবং তা প্রতিকারের জন্য তারা মরিয়া হয়ে ওঠে। ফলে ভবানীপাঠক, মজনু শাহ, মুসা শাহ, চিরাগ আলি প্রমুখের নেতৃত্বে বিদ্রোহ শুরু হয় (১৭৬৩ খ্রিস্টাব্দ)। সন্ন্যাসী-ফকির বিদ্রোহের একজন নেত্রী ছিলেন দেবী চৌধুরানি।


14. ওয়াহাবি কথাটির অর্থ কী? ভারতে এই আন্দোলন সর্বপ্রথম কে শুরু করেছিলেন এবং কোথায়?

উত্তর: ওয়াহাবি কথাটির অর্থ হল ইসলাম ধর্মের নবজাগরণ! এই আন্দোলন সর্বপ্রথম মহম্মদ ইবন আবদুল ওয়াহাব (১৭০৩-৮৭ খ্রি.) আরবে শুরু করেছিলেন। দিল্লির প্রখ্যাত সন্ত শাহ ওয়ালিউল্লাহ্ ভারতে ওয়াহাবি আন্দোলনের সূত্রপাত করলেও রায়বেরিলির সৈয়দ আহমেদ ব্রেলভি ভারতে এই আন্দোলনের প্রকৃত প্রবর্তক ছিলেন।


15. কে ভারতবর্ষে ওয়াহাবি আন্দোলনকে জনপ্রিয় করে তোলেন? তাঁর স্লোগান কী ছিল?

উত্তর: ভারতবর্ষে ওয়াহাবি আন্দোলনের জনক ছিলেন উত্তরপ্রদেশের রায়বেরিলির সৈয়দ আহমেদ ব্রেলভি (১৭৮৬-১৮৩১ খ্রি.)। তিনি এই আন্দোলনকে ভারতবর্ষে সবথেকে বেশি জনপ্রিয় করে তুলেছিলেন।তাঁর স্লোগান ছিল—পবিত্র কোরানে ফিরে যাও।


16.ওয়াহাবি আন্দোলনের মূল লক্ষ্য কী ছিল?

উত্তর: ওয়াহাবি আন্দোলনের মূল লক্ষ্য বা উদ্দেশ্য ছিল– [1] ভারতীয় ইসলাম ধর্মের সংস্কার সাধন ওপুনরুজ্জীবন, [2) ইসলাম ধর্মের থেকে কুসংস্কারগুলি দূর করা, [3] ভারতবর্ষকে দার-উল-ইসলামে (ইসলামের দেশে) পরিণত করা এবং [4] শোষণকারী ইংরজেদেরকে ভারত থেকে বিতাড়িত করা।


17. বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতা কে ছিলেন? বাংলায় এই আন্দোলনের প্রধান ঘাঁটি কোথায় ছিল?

উত্তর: বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতা ছিলেন তিতুমির (মির নিসার আলি)। বাংলায় এই আন্দোলনের প্রধান ঘাঁটি ছিল উত্তর চবিবশ পরগনা জেলার বাদুড়িয়া থানার নারকেলবেড়িয়া গ্রামে ।


18. তিতুমিরের বারাসাত বিদ্রোহের লক্ষ্য বা উদ্দেশ্য কী ছিল?

অথবা, তিতুমিরের নেতৃত্বে বাংলায় ওয়াহাবি আন্দোলনের উদ্দেশ্য কী ছিল?

উত্তর: তিতুমিরের বারাসাত বিদ্রোহের লক্ষ্য বা উদ্দেশ্য ছিল – [1] ইসলাম ধর্মের কুসংস্কার দূর করে এই ধর্মকে পরিশুদ্ধ করা। [2] জমিদার ও নীলকর শ্রেণির শোষণ থেকে কৃষকসমাজকে মুক্ত

করা। [3] ঔপনিবেশিক শাসন ও শোষণযন্ত্রের বিরুদ্ধে হিন্দু-মুসলমান ঐক্যবদ্ধ আন্দোলন গড়েতোলা।


দশম শ্রেণির ইতিহাসের তৃতীয় অধ্যায়ের শর্ট কোশ্চেন|মাধ্যমিক ইতিহাস ধারণা 2 নং প্রশ্ন উত্তর


19. ঔপনিবেশিক শাসনকালে নীলকররা কৃষকদের ওপর
কীভাবে শোষণ ও অত্যাচার চালাত?
উত্তর:  নীলকররা [1] কৃষকদের খাদ্য উৎপাদনের পরিবর্তে জোর
করে নীলচাষে বাধ্য করত। [2] নীলচাষে রাজি না হলে নীলকররা
কৃষককে তাদের নীলকুঠিতে আটকে রাখত, শারীরিক নির্যাতন
চালাত। [3] কৃষকদের গোরুবাছুর ধরে নিয়ে যেত, কৃষক
পরিবারের মহিলাদের সম্মানহানি করত। [4] নীলকররা কৃষকের
ঘরবাড়িতে আগুনও লাগিয়ে দিত।

19. ঔপনিবেশিক অরণ্য আইন' কাকে বলে?
উত্তর:  ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার পর ব্রিটিশ সরকার ভারতের
অরণ্য সম্পদের ওপর ভারতীয়দের অধিকার খর্ব করে সরকারি
আধিপত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে বেশ কয়েকটি আইন প্রণয়ন করে।
এগুলি ‘ঔপনিবেশিক অরণ্য আইন' নামে পরিচিত।

20.ব্রিটিশ সরকার 'অরণ্য সনদ' (১৮৫৫ খ্রি.)-এর দ্বারা কী
পদক্ষেপ নেয়?
উত্তর: ব্রিটিশ সরকার ‘অরণ্য সনদ' (১৮৫৫ খ্রি.)-এর দ্বারা
[1] ভারতীয় অরণ্যের ওপর নিজেদের নিয়ন্ত্রণ বৃদ্ধি করে।
[2] জনগণ কর্তৃক অরণ্যের কাঠ সংগ্রহ ও কাঠের ব্যাবসার ওপর
কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে। [3] অরণ্যের শাল, সেগুন প্রভৃতি
মূল্যবান কাঠ সরকারের সম্পত্তিতে পরিণত করে।

21. কবে প্রথম 'ভারতীয় অরণ্য আইন' পাস হয়? এই আইনের দ্বারা কী পদক্ষেপ নেওয়া হয়?
উত্তর: ১৮৬৫ খ্রিস্টাব্দে প্রথম ‘ভারতীয় অরণ্য আইন' পাস হয়।
> প্রথম ‘ভারতীয় অরণ্য আইন’-এর দ্বারা – [1] ভারতের
অরণ্য সম্পদের ওপর ভারতীয়দের অধিকার খর্ব করা হয়।
[2] সরকার অরণ্যকে সংরক্ষণের আওতায় এনে নিজের নিয়ন্ত্রণ
বৃদ্ধি করে। [3] সরকার ঘোষণা করে যে, অরণ্যে ঘেরা যে-কোনো
ভূমিই হল সরকারের সম্পত্তি।

22. কবে দ্বিতীয় ‘ভারতীয় অরণ্য আইন' পাস হয়? এই
আইনের দ্বারা কী পদক্ষেপ নেওয়া হয়?
১৮৭৮ খ্রিস্টাব্দে দ্বিতীয় ‘ভারতীয় অরণ্য আইন' পাস হয়।
> দ্বিতীয় ভারতীয় অরণ্য আইন’-এর দ্বারা – [1] সরকার
অরণ্যের ওপর নিজের অধিকার আরও সুপ্রতিষ্ঠিত করে।
[2] আদিবাসীদের কাছ থেকে অরণ্যের অধিকার কেড়ে নেওয়া
হয়।


23.চুয়াড় কারা ছিল? অথবা, কোন্ বিদ্রোহ ‘চুয়াড় বিদ্রোহ নামে পরিচিত?
উত্তর: চুয়াড় বা চোয়াড় ছিল বাংলার একটি আদিবাসী সম্প্রদায়।
তারা বর্তমান মেদিনীপুর জেলার উত্তর-পশ্চিমাংশ ও বাঁকুড়া
জেলার দক্ষিণ-পশ্চিমাংশে বসবাস করত। অষ্টাদশ শতকের
দ্বিতীয়ার্ধে চুয়াড়রা ইংরেজদের শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে যে
বিদ্রোহ শুরু করে তা ‘চুয়াড় বিদ্রোহ্’ নামে পরিচিত।

24. দুর্জন সিং কে ছিলেন?
উত্তর: দুর্জন সিং ছিলেন বাঁকুড়ার রায়পুরের জমিদার ও চুয়াড়
বিদ্রোহের অন্যতম নেতা। তিনি প্রায় ১৫০০ জন অনুগামী নিয়ে
প্রবল আন্দোলন গড়ে তোলেন এবং প্রায় ৩০টি গ্রামে নিজের
অধিকার প্রতিষ্ঠা করেন।

25. রানি শিরোমণি কে ছিলেন?
উত্তর: রানি শিরোমণি ছিলেন মেদিনীপুরের রানি এবং চুয়াড়
বিদ্রোহের অন্যতম নেত্রী। বিদ্রোহে অসামান্য অবদানের জন্য
রানি শিরোমণি ‘মেদিনীপুরের লক্ষ্মীবাঈ’ নামে পরিচিত হন।

26. চুয়াড় বিদ্রোহের গুরুত্ব কী ছিল?
উত্তর: চুয়াড় বিদ্রোহ ব্যর্থ হলেও এই বিদ্রোহের বিভিন্ন গুরুত্ব
ছিল—[1] নিরক্ষর চুয়াড়দের বিদ্রোহ ভারতের শিক্ষিত সমাজের
চোখ খুলে দেয়। [2] এই বিদ্রোহে ব্রিটিশ শক্তির বিরুদ্ধে জমিদার
ও কৃষকরা ঐক্যবদ্ধ হয়। [3] বিদ্রোহের পর সরকার দুর্গম
বনাঞ্চল নিয়ে জঙ্গলমহল নামে একটি জেলা গঠন করে।

27. বিদ্রোহ শুরু করার জন্য বিরসা কী ধরনের সামরিক
প্রস্তুতি নেন?
উত্তর: বিদ্রোহ শুরু করার জন্য বিরসা—[1] মুন্ডাদের নিয়ে একটি
সেনাদল গঠন করেন। [2] তিনি খুঁটি, রাঁচি, চক্রধরপুর, বুন্দু,
তামার, তোরপা, কারা, বাসিয়া প্রভৃতি স্থানে গোপন ঘাঁটি প্রতিষ্ঠা
করেন।
28. মুন্ডা বিদ্রোহের ফলাফলগুলি উল্লেখ করো।
উত্তর: মুন্ডা বিদ্রোহের প্রধান ফলাফলগুলি হল – [1] বিদ্রোহে
অংশ নিয়ে মুন্ডাদের ঐক্য বৃদ্ধি পায়। [2] বিদ্রোহের চাপে সরকার
ছোটোনাগপুরে টেন্যান্সি অ্যাক্ট (১৯০৮ খ্রি.)-এর দ্বারা মুন্ডাদের
খুঁৎকাঠি প্রথা মেনে নেয়। [3] মুন্ডাদের নিয়ে বিনা বেতনে বেগার
খাটানো নিষিদ্ধ হয়।

29. ভিল কারা?
উত্তর:  ভিল হল ভারতের একটি উল্লেখযোগ্য আদিবাসী বা
উপজাতি সম্প্রদায়। পশ্চিম ভারতের বর্তমান গুজরাট ও
মহারাষ্ট্রের খান্দেশ ও তার সংলগ্ন সুবিস্তৃত অঞ্চলে ভিল জাতির
একটি অংশ বসবাস করত।

30. ভিল বিদ্রোহের কারণ কী?
উত্তর: ভিল বিদ্রোহের প্রধান কারণ ছিল—[1] ইংরেজরা ভিল
অধ্যুষিত অঞ্চল দখল (১৮১৮ খ্রি.) করে সেখানে শোষণমূলক
ভূমিরাজস্ব ব্যবস্থা চালু করে। [2] ভিলদের ওপর ভূমিরাজস্বের
পরিমাণ অনেক গুণ বাড়িয়ে দেওয়া হয়। [3] ভূমিরাজস্ব ছাড়াও
বিভিন্ন নতুন কর ভিলদের ওপর চাপানো হয়। [4] রাজস্ব আদায়
করতে গিয়ে ভিলদের ওপর তীব্র শোষণ ও অত্যাচার চালানো হয়।

31. কোন্ আন্দোলন ‘ওয়াহাবি আন্দোলন' নামে পরিচিত?
উত্তর: আবদুল ওয়াহাব (১৭০৩-৯২ খ্রি.) নামে জনৈক ব্যক্তি
অষ্টাদশ শতকে আরব দেশে ইসলাম ধর্মে যে সংস্কার
আন্দোলন শুরু করেন তা সাধারণভাবে ‘ওয়াহাবি আন্দোলন’
নামে পরিচিত।

32. তিতুমির কে ছিলেন?
উত্তর:  তিতুমির ছিলেন বাংলার ওয়াহাবি আন্দোলনের প্রধান
নেতা। তিনি দরিদ্র ও নির্যাতিত মুসলিমদের নিয়ে অত্যাচারী
জমিদার, মহাজন ও নীলকর সাহেবদের বিরুদ্ধে আন্দোলন করেন
এবং বারাসত-বসিরহাটের বিস্তীর্ণ অঞ্চলে ব্রিটিশ শাসনের অবসান
ঘোষণা করেন। শেষপর্যন্ত ব্রিটিশবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে তিনি
নিহত হন।

33. কারা ‘পাগলপন্থী' নামে পরিচিত?
উত্তর: উনিশ শতকের প্রথমার্ধে ফকির করিম শাহ (বা চাঁদ গাজী)
ময়মনসিংহ জেলার সুসঙ্গপুর-শেরপুর অঞ্চলে গারোদের মধ্যে
এক নতুন ধর্মমত প্রচার করেন। এই ধর্মের অনুরাগীরাপাগলপন্থী' নামে পরিচিত।

34. তিতুমির কে ছিলেন?
উত্তর:  তিতুমির ছিলেন বাংলার ওয়াহাবি আন্দোলনের প্রধান
নেতা। তিনি দরিদ্র ও নির্যাতিত মুসলিমদের নিয়ে অত্যাচারী
জমিদার, মহাজন ও নীলকর সাহেবদের বিরুদ্ধে আন্দোলন করেন
এবং বারাসত-বসিরহাটের বিস্তীর্ণ অঞ্চলে ব্রিটিশ শাসনের অবসান
ঘোষণা করেন। শেষপর্যন্ত ব্রিটিশবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে তিনি
নিহত হন।

35.নীলকর কারা?
উত্তর: উনিশ শতকে ইউরোপের বিভিন্ন দেশ থেকে ভারতে
আগত কিছু নীল ব্যবসায়ী বাংলা-সহ ভারতের বিভিন্ন রাজ্যের
চাষিদের ওপর তীব্র অত্যাচার চালায় এবং তাদের নীলচাষে বাধ্য
করে। অত্যাচারী এই নীল ব্যবসায়ীরা নীলকর নামে পরিচিত।


36. এলাকা চাষ’ বা ‘নিজ-আবাদী’ চাষ বলতে কী বোঝ?
উত্তর:  নীলকররা জমিদারদের কাছ থেকে জমি কিনে বা ভাড়াদিয়ে তাতে  ভাড়াটিয়া চাষিদের দিয়ে নীলচাষ করাত। এই পদ্ধতি এলাকা চাষ’ বা ‘নিজ আবাদী’ নামে পরিচিত।

37. বে-এলাকা’ বা ‘রায়তি’ বা ‘দাদনী’ বলতে কী বোঝ?
উত্তর:  নীলকররা চাষিকে অগ্রিম টাকা দাদন দিয়ে চাষের জমিতে
নীলচাষ করাত। এই পদ্ধতি ‘বে-এলাকা’ বা ‘রায়তি’ বা ‘দাদনী’
নামে পরিচিত।


38. কোন্ কোন্ পত্রিকায় নীলচাষিদের ওপর নীলকরদের
অত্যাচারের কাহিনি প্রকাশিত হত?
উত্তর: ‘হিন্দু প্যাট্রিয়ট’, ‘সমাচার চন্দ্রিকা', 'সমাচার দর্পণ',
‘তত্ত্ববোধিনী’ প্রভৃতি পত্রিকায় নীলকর সাহেবদের অত্যাচারের
ঘটনা ধারাবাহিকভাবে প্রকাশিত হত।

39. *নীল বিদ্রোহের কয়েকজন বিখ্যাত নেতার নাম লেখো।
উত্তর:  নীল বিদ্রোহের কয়েকজন বিখ্যাত নেতা ছিলেন কৃয়নগরের
দিগম্বর বিশ্বাস ও বিচরণ বিশ্বাস, আসাননগরের মেঘাই সর্দার,
পাবনার মহেশ বন্দ্যোপাধ্যায়, খুলনার কাদের মোল্লা, মালদহের
রফিক মণ্ডল, বাঁশবেড়িয়ার বৈদ্যনাথ সর্দার ও বিশ্বনাথ সর্দার
(‘বিশে ডাকাত’ নামে পরিচিত) প্রমুখ।

40. * দিগম্বর বিশ্বাস ও বিচরণ বিশ্বাস কে ছিলেন?
উত্তর: কৃষ্ণনগরের নিকটবর্তী চৌগাছা গ্রামের বাসিন্দা দিগম্বর
বিশ্বাস ও বিচরণ বিশ্বাস ছিলেন বাংলার নীল বিদ্রোহের অন্যতম
নেতা। তাঁরাই নীলচাষ বয়কট করে বিদ্রোহের সূচনা করেন।
বিদ্রোহে নেতৃত্ব দিয়ে দিগম্বর বিশ্বাস ও বিন্নুচরণ বিশ্বাস ‘বাংলার
ওয়াট টাইলার’ নামে পরিচিত হন।

41.. *বাংলায় নীল বিদ্রোহের প্রেক্ষাপটে কোন নাটকটি রচিত
হয়? এই নাটকটি কে রচনা করেন?
উত্তর: বাংলায় নীল বিদ্রোহের প্রেক্ষাপটে 'নীলদর্পণ'
(১৮৬০ খ্রি.) নাটকটি রচিত হয়।



মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর :দশম শ্রেণি ইতিহাস তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর ২ নম্বর pdf download / দশম শ্রেণি ইতিহাস তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর 2 marks pdf / ক্লাস 10 প্রতিরোধ ও বিদ্রোহ 2 নম্বরের প্রশ্ন উত্তর / ক্লাস 10 ইতিহাস 2 নম্বরের প্রশ্ন উত্তর / Class X history 3rd chapter 2 marks question answer pdf / Class ten history 3rd chapter 2 marks question answer / প্রতিরোধ ও বিদ্রোহ LAQ অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | প্রতিরোধ ও বিদ্রোহ থেকে অতিসংক্ষিপ্ত, অতিঅতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর গুলি আগতি West Bengal Madhyamik History Examination – পশ্চিমবঙ্গ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।



তোমরা যারা মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য -  প্রতিরোধ ও বিদ্রোহ অধ্যায় থেকে প্রশ্ন উত্তর খুঁজে চলেছো তাদের জন্য আজ আমরা– মাধ্যমিক ইতিহাস এর  তৃতীয় অধ্যায় থেকে প্রশ্ন ও উত্তর | Madhyamik History 2 no chapter Question and Answer Question and Answer নিয়ে এসেছি, তোমরা নিচে দেওয়া ইতিহাস প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়বে ও যদি Pdf প্রয়োজন হয় তাহলে নীচে দেওয়া মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ প্রশ্ন ও উত্তর PDf download- link এ ক্লিক করে ডাউনলোড করে নিতে পারো। 


‘‘মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ’’ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতির জন্য।  প্রতিরোধ ও বিদ্রোহ অধ্যায় থেকে প্রশ্ন অনেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন মাধ্যমিক পরীক্ষায় আসে । 


মাধ্যমিক ইতিহাস প্রতিরোধ ও বিদ্রোহ তৃতীয় অধ্যায় অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | দশম শ্রেণির ইতিহাস প্রতিরোধ ও বিদ্রোহ তৃতীয় অধ্যায় অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | Madhyamik History short Question and Answer 

বিনামূল্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন:-

File Details:-

File Name:- Madhyamik history 3rd chapter short questions answers in bengali pdf download 

File Format:- PDF

File Size:-  Mb

File Location:- Google Drive

  Download  Click Here to Download 

      আরও পোস্ট দেখো     B           

A. মাধ্যমিক ইতিহাস সমস্ত অধ্যায়ের প্রশ্ন উত্তর Click Here

B.  Madhyamik Suggestion / মাধ্যমিক সাজেশন

C. Madhyamik History Suggestion Click here

D. মাধ্যমিক ইতিহাস সাজেশন PDF Download 


অসংখ্য ধন্যবাদ , তোমার যদি  আমাদের এই ” মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ 2 প্রশ্ন ও উত্তর । Madhyamik History third chapter LAQ Question and Answer  ” পােস্টটি ভালো লাগে এবং গুরুত্বপূর্ণ বলে মনে হয়, তাহলে তুমি আমাদের এই পোস্টটা তোমার বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে।


এছাড়াও তুমি আমাদের ওয়েবসাইট থেকে যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বই পিডিএফ, নোট, Practice Set, mock test ইত্যাদি পাবে।

 

_________❤️🤗 ধন্যবাদ ❤️🤗 ________






Next Post Previous Post
No Comment
Add Comment
comment url