জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় 1 নম্বরের প্রশ্ন উত্তর | মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় 1 নম্বরের প্রশ্ন উত্তর

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

দশম শ্রেণি জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় 1 নম্বরের প্রশ্ন উত্তর pdf | Class 10 Life Science first chapter 1 marks question answer

 

দশম শ্রেণি জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় 1 নম্বরের প্রশ্ন উত্তর pdf | Class 10 Life Science first chapter 1 marks question answer

আসসালামু আলাইকুম,

তোমাকে আমাদের এই SKGUIDEBANGLA শিক্ষামূলক ওয়েবসাইটে স্বাগতম।

আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দশম শ্রেণির জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় 1 নম্বরের প্রশ্ন উত্তর। মাধ্যমিক জীবন বিজ্ঞান 1 নম্বরের প্রশ্ন ও উত্তর জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় । দশম শ্রেণির জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় ১ নম্বরের প্রশ্ন উত্তর । জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর / মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় 1 নম্বরের প্রশ্ন উত্তর। Madhyamik Life Science chapter 1 number question answer, মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় শর্ট কোশ্চেন প্রশ্ন উত্তর / যা দশম শ্রেণির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যা আগত দশম শ্রেণির টেস্ট ও ফাইনাল পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে‌ ।




তাই দেড়ি না করে এই পোস্টের দশম শ্রেণির জীবন বিজ্ঞান ১ নম্বর অধ্যায় 1 নম্বরের প্রশ্ন উত্তর,  গুলো ভালো করে পড়ে নাও বা নীচে  দেওয়া Download লিংকে ক্লিক করে ক্লাস 10 জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর প্রথম অধ্যায় pdf download, class 10 Life Science first chapter 1 number questions answers pdf download করে নিতে পারো। এবং প্রতিদিন বাড়িতে বসে YouTube Live Class এর  মাধ্যমে  ক্লাস করতে চাইলে আমাদের YouTube Channel এ ভিজিট করো ও Subscribe করে নাও।


YouTube Link - .  OUR ONLINE SCHOOL   SUBSCRIBE     


      আরও পোস্ট দেখো    : B  

এছাড়াও তোমার মাধ্যমিক জীবন বিজ্ঞান পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাজেশন ডাউনলোড করে নিতে পারো নীচে দেওয়া লিংকে ক্লিক করে।

Madhyamik Life Science Suggestion 2024 | West Bengal WBBSE Class Ten X Life Science Question and Answer Suggestion 2024, মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2024



দশম শ্রেণির জীবন বিজ্ঞান জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় ছোটো প্রশ্ন ও উত্তর pdf | মাধ্যমিক জীবন বিজ্ঞান জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় 1 নম্বরের প্রশ্ন ও উত্তর pdf | মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় 1 নম্বরের প্রশ্ন ও উত্তর



1.পরিবেশের যে সকল পরিবর্তন জীব শনাক্ত করতে পারে ও সেই অনুযায়ী সাড়াপ্রদান করতে পারে তাদের কী বলে?

উত্তর: উদ্দীপক।


2. উদ্দীপকের প্রভাবে জীবদেহে প্রতিক্রিয়া সৃষ্টিকে কী বলে?

উত্তর: সংবেদনশীলতা।


3. যে সকল উদ্দীপক জীবদেহের বাইরে উৎপন্ন হয় তাদের কী বলে?

উত্তর: বহিস্থ উদ্দীপক (যেমন—আলো, উন্নতা, অভিকর্ষ বল, জল, স্পর্শ।


4. বিসদৃশ শব্দটি বেছে লেখো।

ফোটোন্যাস্টিক, সিসমোন্যাস্টিক, ফোটোট্রপিক, কেমোন্যাস্টিক

উত্তর: ফোটোট্রপিক।


5. নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সেই বিষয়টি খুঁজে বার করে নাম লেখো।

ট্রপিক চলন, জিওট্রপিক, ফোটোট্রপিক, হাইড্রোট্রপিক

উত্তর: ট্রপিক চলন।


6. নীচে সম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে

উপযুক্ত শব্দ বসাও। সিসমোন্যাস্টি: লজ্জাবতী :: প্রকরণ :

উত্তর: বনচাড়াল।


7. উদ্ভিদের ফোটোট্রপিক চলন মূলত কোন্ অভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে হয়?

উত্তর: অক্সিন নামক হরমোন।


৪. ন্যাস্টিক চলন কাকে বলে? 

উত্তর: উদ্ভিদ-অঙ্গের যে বক্রচলন উদ্দীপকের তীব্রতা অনুযায়ী হয়ে থাকে, তাকে ন্যাস্টিক

চলন বলে।


9. ফোটোট্যাকটিক চলন বা আলোক অভিমুখে চলন দেখা যায় এমন একটি উদ্ভিদের উদাহরণ

দাও৷

উত্তর: ক্ল্যামাইডোমোনাস বা ভলভক্স নামক শৈবাল ৷


10. নীচে সম্পর্কযুক্ত শব্দ জোড় দেওয়া আছে।

প্রথম জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও।

ফোটোন্যাস্টি : আলো :: কেমোন্যাস্টি :

উত্তর: রাসায়নিক পদার্থ।


11. ট্রপিক চলন কাকে বলে?

উত্তর: উদ্ভিদ-অঙ্গের যে বক্ৰচলন বাহ্যিক উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাকে ট্রপিক

চলন বলে।


12. লবণাম্বু উদ্ভিদের (সুন্দরী, গরান) শ্বাসমূল আলোর দিকে বৃদ্ধি পায় একে কোন প্রকার চলন বলে?

উত্তর: অনুকূল আলোকবর্তী চলন 


13. সূর্যমুখী, পদ্ম বেশি আলোকে ফোটে ও কম আলোতে মুদে যায় আবার জুঁইফুল কম আলোতে ফোর্টে ও বেশি আলোতে মুদে যায়। এটি কোন্ কার চলন?

উত্তর: ফোটোন্যাস্টিক বা আলোকব্যাপ্তি চলন।


14. তেঁতুলপাতা কম আলোতে মুদে যায় আবার দিনের বেলা খোলা থাকে, এটি কোন্

প্রকারের চলন?

উত্তর: ফোটোন্যাস্টিক চলন।


15. উদ্ভিদ-তাঙ্গের চলন যখন জলের উৎসের দিকে হয়, তখন তাকে কোন প্রকারের চলন বলে?

উত্তর: হাইড্রোট্রপিক চলন বা জলবৃত্তীয় চলন।


16. উদ্ভিদের মূল যখন অভিকর্ষের টানে পৃথিবীর কেন্দ্রের দিকে অগ্রসর হয়, তখন তাকে কোন্ প্রকারের চলন বলে?

উত্তর: জিওট্রপিক বা অভিকর্ষবৃত্তীয় (অনুকূল) চলন।


17 পার্শ্বমুকুলের বৃদ্ধিতে সাহায্য করে কোন্ হরমোন?

উত্তর: সাইটোকাইনিন।


18. বংশগত খর্বতা দূর করতে এবং বীজ ও মুকুলের সুপ্তদশী ভঙ্গ করতে সাহায্য করে কোন্

উত্তর: জিব্বেরেলিন।


19. নীচে সম্পর্কযুক্ত শব্দ জোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয় জোড়টিরশূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও।

অগ্রন্থ প্রকটতা : অক্সিন :: বংশগত খর্বতা : ?

উত্তর: জিব্বেরেলিন।


20.একটি প্রাকৃতিক সাইটোকাইনিনের উদাহরণ দাও।

উত্তর: জিয়াটিন (ভুট্টার সস্যে পাওয়া যায়)।


21. কোন্ হরমোন কোশ বিভাজনে সাহায্য করে?

উত্তর: সাইটোকাইনিন বা অক্সিন।


22. কোন্ হরমোন পত্রমোচন বিলম্বিত করে এবং পাতার ক্লোরোফিল বিনষ্ট হতে দেয় না?

উত্তর: সাইটোকাইনিন।


23. উদ্ভিদের জরা বিলম্বকারী হরমোন কোনটি?

উত্তর: সাইটোকাইনিন।


24. নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সেই বিষয়টি খুঁজে বার করে নাম লেখো।

অক্সিন, জিব্বেরেলিন, সাইটোকাইনিন, প্রাকৃতিক হরমোন

উত্তর: প্রাকৃতিক হরমোন।


25. প্রথম আবিষ্কৃত প্রাণী হরমোন কোনটি?

উত্তর: সিক্রেটিন।


26/ACTH-এর পুরো নাম কী?

উত্তর: অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন।


27. ICSH-এর পুরো নাম কী?

উত্তর: ইনটারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন।


28. বিসদৃশ শব্দটি বেছে লেখো।

অগ্ন্যাশয়, শুক্রাশয়, থাইরয়েড, ডিম্বাশয়

উত্তর: থাইরয়েড।


29. ইস্ট্রোজেন কোথা থেকে ক্ষরিত হয়?

উত্তর: স্ত্রীদেহে ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিল।


30. বৃক্কীয় নালীর ওপর প্রভাব বিস্তার করে কোন্ হরমোন?

উত্তর: ADH (অ্যান্টি ডাই-ইউরেটিক হরমোন)।


31. বিসদৃশ শব্দটি বেছে লেখো।

ADH, গ্লুকোজ বিপাক, রক্তবাহের সংকোচন, বৃক্কীয় নালিকায় পুনঃশোষণ

উত্তর: গ্লুকোজ বিপাক।


32. আয়োডিন কোন্ গ্রন্থির কার্যকারিতা নিয়ন্ত্রণ করে?

উত্তর: থাইরয়েড।


33. বিসদৃশ শব্দটি বেছে লেখো। 

ACTH, TSH, STH, TRF

উত্তর: TRFI


34. নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সেই বিষয়টি খুঁজে বার করে নাম লেখো।

অ্যাড্রিনোকটিকোট্রপিক হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, ট্রপিক হরমোন

উত্তর: ট্রপিক হরমোন।


35. অ্যান্টিডায়াবেটোজেনিক হরমোন কোনটি?

উত্তর: ইনসুলিন।


36. পিটুইটারি গ্রন্থির অবস্থান কোথায়?

উত্তর: করোটির স্ফেনয়েড অস্থির সেলা টারসিকা প্রকোষ্ঠ।


37. কোন্ হরমোন রক্তশর্করার পরিমাণ (স্বাভাবিক 70-100 mg/100ml) বৃদ্ধি করে?

উত্তর: গ্লুকাগন।


38. একটি স্টেরয়েড-ধর্মী হরমোনের নাম লেখো।

উত্তর: টেস্টোস্টেরন বা ইস্ট্রোজেন বা

প্রোজেস্টেরন।


39. ইনসুলিনের বিপরীতধর্মী হরমোন কোন্‌টি?

উত্তর: গ্লুকাগন।


40. নীচে সম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া আছে।

প্রথম জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয় জোড়টির

শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও।

ডায়াবেটিস মেলিটাস : ইনসুলিন :: ডায়াবেটিস ইনসিপিডাস :

উত্তর: ADHI


41. পর পর অবস্থিত দুটি নিউরোনের সংযোগস্থলকে কী বলে?

উত্তর: স্নায়ুসন্নিধি।


42. অ্যাক্সনের শেষ প্রান্তকে কী বলে?

উত্তর: প্রান্তীয় না্।

43. মস্তিষ্কের খাঁজ ও ভাঁজগুলিকে কী বলে?

উত্তর: মস্তিষ্কের খাঁজগুলিকে সালকাস ভাঁজগুলিকে জাইরাস বলে।


44. ডোরবেল বাজালে কোন ধর্মের জন্য আমর সচেতন হই?

উত্তর: সংবেদনশীলতা।


45. কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কোন্ কোন্ অংশ দ্বারা গঠিত?

উত্তর: মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড।


48. প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অংশগুলি কী কী?

উত্তর: করোটি স্নায়ু ও সুষুম্না স্নায়ু।


47. বিসদৃশ শব্দটি বেছে লেখো। গুরুমস্তিষ্ক, স্মৃতি, বুদ্ধি, ভারসাম্য রক্ষা

উত্তর: ভারসাম্য রক্ষা।


48. নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সেই বিষয়টি খুঁজে বার করে নাম লেখো।

অলফ্যাক্টরি স্নায়ু, করোটি স্নায়ু, অপটিক স্নায়ু, অডিটরি স্নায়ু

উত্তর: করোটি স্নায়ু।


49. নীচে সম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া আছে।

প্রথম জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও।

কোন কোশ : আয়োডসিন ::রড কোশ :

উত্তর: রোডসিন।


50. নিল দানা কী?

উত্তর: নিল দানা হল নিউরোনের কোশদেহে অবস্থিত ক্ষারীয় RNA ও প্রোটিনের দানা।



দশম শ্রেণির জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায়ের শর্ট কোশ্চেন|মাধ্যমিক জীবন বিজ্ঞান ধারণা 1 নং প্রশ্ন উত্তর


51. সাইন্যাপসে স্নায়ুস্পন্দন পরিবহণে সাহায্য করে কোন প্রকার রাসায়নিক পদার্থ?

উত্তর: নিউরোট্রান্সমিটার।


52 CSF-এর পুরো নাম লেখো।

উত্তর: সেরিব্রোস্পাইনাল ফ্লুইড।


53. হাইপোথ্যালামাসের অবস্থান উল্লেখ করো।

উত্তর: হাইপোথ্যালামাস অগ্রমস্তিষ্কের থ্যালামাসের নীচে অবস্থিত।


54. কোন্ বিজ্ঞানী অর্জিত প্রতিবর্ত ক্রিয়া সম্পর্কে প্রথম ধারণা দেন?

উত্তর: আইভান প্যাভলভ।


55. বিসদৃশ শব্দটি বেছে লেখো।

হাঁটুর ঝাঁকুনি, সাইকেল চালানো, সাতার কাটা, শিশুর কথা বলা

উত্তর: হাঁটুর ঝাঁকুনি।


56. সুষুম্নাকাণ্ডের শেষ প্রান্তকে কী বলে?

উত্তর: ফাইলাম টারমিন্যালি।


57. শিশুদের হাঁটতে শেখা কোন ধরনের প্রতিবর্ত ক্রিয়া?

উত্তর: অভ্যাসগত বা অর্জিত প্রতিবর্ত ক্রিয়া।


756. নিউরোসিল কী?

উত্তর: সুষুম্নাকাণ্ডের গহ্বরকে নিউরোসিল বলে।


59. CNS-এর পুরো নাম কী?

উত্তর: সেন্ট্রাল নার্ভাস সিস্টেম।


60. নিউরোনের কৌশদেহ একত্রিত হয়ে যে স্ফীত অংশ গঠন করে, তাকে কী বলে?

উত্তর: স্নায়ুগ্রন্থি বা গ্যাংলিয়া।


61. চোখে আলো প্রবেশ করে কীসের মাধ্যমে?

উত্তর: তারারন্স বা পিউপিল ।


62. রেটিনার কোথায় রড কোশ থাকে না তবে কোন কোশ থাকে?

উত্তর: পীতবিন্দুতে।


63. রেটিনার কোথায় স্পষ্ট প্রতিবিম্ব গঠিত হয়?

উত্তর: পীতবিন্দুতে।


64. মায়োপিয়া ত্রুটি দূর করতে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়?

উত্তর: অবতল লেন্স।


65. নীচে সম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া আছে । প্রথম জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও।

নিকটবদ্ধ দৃষ্টি : মায়োপিয়া :: দূরবদ্ধদৃষ্টি :

উত্তর: হাইপারমেট্রোপিয়া।


66. বিসদৃশ শব্দটি বেছে লেখো। সিলিয়ারি পেশি, মায়োপিয়া, উপযোজন, ছানি

উত্তর: ছানি।


67. চোখের রেটিনাতে কোন্ ধরনের প্রতিচ্ছবি

গঠিত হয়?

উত্তর: উলটো বা সদ প্রতিবিম্ব।


68. শিশুর মাতৃদুগ্ধ পান কোন ধরনের প্রতিবর্ত ক্রিয়া?

উত্তর: সহজাত প্রতিবর্ত ক্রিয়া।


68. প্রেসবায়োপিয়া দূর করতে কোন্ ধরনের লেন্স ব্যবহৃত হয়?

উত্তর: বাইফোকাল লেন্স।


70. নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সেই বিষয়টি খুঁজে বার করে নাম লেখো।

খাদ্য খোঁজা, প্ৰজনন, আত্মরক্ষা, গমনের চালিকাশক্তি

উত্তর: গমনের চালিকা শক্তি।


71. মানুষের গমন পদ্ধতিকে কী বলে?

উত্তর: দ্বিপদ গমন।


72. নীচে সম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয় জোড়টির

শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। অ্যামিবা : সিউডোপোডিয়া :: ইউক্নিনা :

উত্তর: ফ্ল্যাজেলা।


73. বিসদৃশ শব্দটি বেছে লেখো। মায়োটম পেশি, পাখনা, পটকা, বায়ুথলি

উত্তর: বায়ুথলি।


74. অ্যামিবার গমন পদ্ধতিকে কী বলে?

উত্তর: অ্যামিবয়েড গমন।


75. সিলিয়ারি গমন কোন্ প্রাণীতে দেখা যায়?

উত্তর: প্যারামেসিয়াম।


76. ফ্ল্যাজেলারি গমন কোথায় দেখা যায়?

উত্তর: ইউক্লিনা।


77. মাছের গমনে সাহায্য করে কোন্ পেশি?

উত্তর: মায়োটম পেশি।


78. পাখির উড্ডয়ন পেশির উদাহরণ দাও।

উত্তর: পেক্টোরালিস মেজর বা পেক্টোরালিস মাইনর বা কোরাকো ব্রাকিয়ালিস।


79. মানুষের হাত, পা বা কোনো অংশকে ভাঁজ হতে সাহায্য করে কোন্ পেশি?

উত্তর: ফ্লেক্সর পেশি।


80. পাখির প্রধান গমনাঙ্গের নাম কী?

উত্তর: ডানা।


81. অ্যামিবা-এর গমনাঙ্গের নাম লেখো।
উত্তর: ক্ষণপদ।

82. অ্যামিবা কখন ক্ষণপদ সৃষ্টি করে?
উত্তর: খাদ্যগ্রহণ ও গমনের সময়ে অ্যামিবা ক্ষণপদ সৃষ্টি করে।

83. কোন্ রক্তকোশে অ্যামিবয়েড গমন দেখা যায় ?
উত্তর:  নিউট্রোফিল।

84.গমনে অক্ষম প্রাণীর উদাহরণ দাও।
উত্তর: স্পঞ্জ, প্রবাল।

85. কোন্ জীবের সিলিয়ারি গমন দেখা যায়? 
উত্তর: প্যারামেসিয়াম।

86. ইউগ্লিনার গমনাঙ্গ কী?
উত্তর: ফ্ল্যাজেলা।

87. মাছের গমনাঙ্গের নাম কী?
উত্তর: পাখনা।

88.মাছের গমনে সাহায্যকারী পেশির নাম কী?
উত্তর: মায়োটম পেশি।

89. মাছের বিজোড় পাখনাগুলি কী কী?
উত্তর:  পৃষ্ঠপাখনা, পায়ুপাখনা ও পুচ্ছপাখনা |

90. মাছের পৃষ্ঠপাখনার নাম কী?
উত্তর: এটি দেহের স্থিতি বা ভারসাম্য বজায় রাখে।

91. মাছকে জলের গভীরে যেতে বা ভেসে উঠতে কোন্ পাখনা সাহায্য করে?
উত্তর:  বক্ষপাখানা ও শ্রোণিপাখনা।

92.. কোন্ পাখনা মাছকে দিক পরিবর্তন করতে সাহায্য করে?
উত্তর:  পুচ্ছপাখনা।

93. মাছের পায়ুপাখনার কাজ কী?
উত্তর:  মাছের পায়ুপাখনা দেহের স্থিতি বজায় রাখে।

94.মাছের কোন্ কোন্ পাখনা জলে ভাসতে সাহায্য করে?
উত্তর: বক্ষপাখনা ও শ্রোণিপাখনা ।

95. কোন্ মাছ কঠিন তলের ওপর গমন করতে পারে?
উত্তর:  কইমাছ কঠিন তলের ওপর গমন করতে পারে।

96. যদি মাছের সমস্ত পাখনা সুতো দিয়ে বেঁধে দেওয়া হয় তবে কী
হতে পারে?
উত্তর:  মাছের সব পাখনা সুতো দিয়ে বেঁধে দিলে মাছ সাঁতার কাটতে পারবে না।

97. পাখির গমনাঙ্গের নাম কী?
উত্তর:  পা ও ডানা |

98. পাখির ডানার পালককে কী বলা হয়?
উত্তর:  রেমিজেস।

99. পাখির ল্যাজের পালকের নাম কী?
উত্তর:  রেক্টিসেস।

100. পায়রার একটি উড্ডয়ন পেশির নাম লেখো।
উত্তর:  পেক্টোরালিস মেজর।

101.মানুষের গমনাঙ্গের নাম কী?
উত্তর: পা।

102. মানুষের গমনকে কী বলে?
উত্তর: দ্বিপদ গমন ।

103. দুটি অস্থির সংযোগস্থলকে কী বলে?
উত্তর:  অস্থিসন্ধি।

104. অচল সন্ধির উদাহরণ দাও।
উত্তর:  মানব খুলির অস্থিসমূহের সন্ধি।

105. হিঞ্চু বা কবজা সন্ধি কোথায় থাকে?
উত্তর: হিঞ্জ সন্ধি বা কবজা অস্থিসন্ধি মানুষের হাঁটু এবং কনুই-তে থাকে।

30. বল ও সকেট সন্ধি কোথায় দেখা যায়?
উত্তর: বল ও সকেট সন্ধি কাঁধ ও কোমরের সন্ধিতে দেখা যায়।

31. হাঁটুর সন্ধি কী প্রকারের সন্ধি?
উত্তর:  কপাট সন্ধি বা কবজা সন্ধি।

32. মানুষের দেহে দীর্ঘতম অস্থি কোন্‌টি?
উত্তর: ফিমার।

3. একটি ফ্লেক্সর পেশির নাম লেখো।
উত্তর:  বাইসেপস |

3/ একটি এক্সটেনসর পেশির নাম লেখো।
উত্তর:  ট্রাইসেপস |

35/রোটেশনের সঙ্গে জড়িত একটি পেশির নাম বলো।
উত্তর:  ল্যাটিসিমাস ডরসি (হাতের ঘূর্ণন)।

36. একটি অ্যাডাক্টর পেশির উদাহরণ দাও।
উত্তর: ল্যাটিসিমাস ডরসি |

37. স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একককে কী বলে?
উত্তর: নিউরোন বা স্নায়ুকোশ।

38.নিউরোনের প্রধান অংশগুলি নাম লেখো।
উত্তর: কোণদেহ, অ্যাকান ও ডেনড্রন।

39.স্নায়ুকোশের স্বল্প দীর্ঘ প্রবর্ধকের নাম কী?
আয়ুকোশের দীর্ঘ চেষ্টীয় প্রবর্ধকের নাম কী?
নিউরোনের কোশদেহের অপর নাম কী?

উত্তর:  পেরিক্যারিয়ন বা নিউরোসাইটন।

10. নিউরোনের কোশদেহের মধ্যে অবস্থিত ঘন সাইটোপ্লাজমকে
কী বলে ?
উত্তর: নিউরোপ্লাজম ।

12.সমগ্র নিউরোপ্লাজম জুড়ে অসংখ্য সূক্ষ্ম তন্তুর মতো যে অংশ ছড়িয়ে থাকে, তাদের কী বলে?
উত্তর: নিউরোফাইব্রিল।

12. স্নায়ুকোশের কোন্ অংশ পূর্ববর্তী স্নায়ুকোশ থেকে স্নায়ুস্পন্দন গ্রহণ করে কোশদেহে পাঠায়?
উত্তর:  ডেনড্রন।

13. স্নায়ুকোশের কোন্ অংশ কোশদেহ থেকে স্নায়ুস্পন্দন পরবর্তী
স্নায়ুকোশে পৌঁছোতে সাহায্য করে?
উত্তর:  অ্যাক্সন।

14. অ্যাক্সনের আবরণীগুলি কী কী?
উত্তর:  অ্যাক্সোলেমা, মায়েলিন আবরণী ও নিউরিলেমা।

নিউরিলেমা কাকে বলে?
উত্তর: সোয়ান কোশের বাইরের পর্দা বা সোয়ান পর্দা যা অ্যাক্সনের সর্ববহিস্থ আবরণরূপে বিন্যস্ত থাকে, তাকে নিউরিলেমা বলে।



মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর :দশম শ্রেণি জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর ১ নম্বর pdf download / দশম শ্রেণি জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর 1 marks pdf / ক্লাস 10 জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় 1 নম্বরের প্রশ্ন উত্তর / ক্লাস 10 জীবন বিজ্ঞান 1 নম্বরের প্রশ্ন উত্তর / Class X Life Science 1st chapter 1 marks question answer pdf / Class ten Life Science 1st chapter 1 marks question answer / জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় SAQ অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় থেকে অতিসংক্ষিপ্ত, অতিঅতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর গুলি আগতি West Bengal Madhyamik Life Science Examination – পশ্চিমবঙ্গ মাধ্যমিক জীবন বিজ্ঞান পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।



তোমরা যারা মাধ্যমিক জীবন বিজ্ঞান পরীক্ষার জন্য -  জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায় থেকে প্রশ্ন উত্তর খুঁজে চলেছো তাদের জন্য আজ আমরা– মাধ্যমিক জীবন বিজ্ঞান এর  প্রথম অধ্যায় থেকে প্রশ্ন ও উত্তর | Madhyamik Life Science 1 no chapter Question and Answer Question and Answer নিয়ে এসেছি, তোমরা নিচে দেওয়া জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়বে ও যদি Pdf প্রয়োজন হয় তাহলে নীচে দেওয়া মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় প্রশ্ন ও উত্তর PDf download- link এ ক্লিক করে ডাউনলোড করে নিতে পারো। 


‘‘মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়’’ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতির জন্য।  জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায় থেকে প্রশ্ন অনেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন মাধ্যমিক পরীক্ষায় আসে । 


মাধ্যমিক জীবন বিজ্ঞান জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় প্রথম অধ্যায় অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | দশম শ্রেণির জীবন বিজ্ঞান জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় প্রথম অধ্যায় অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | Madhyamik Life Science short Question and Answer 



বিনামূল্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন:-

File Details:-

File Name:- Madhyamik Life Science 1st chapter short questions answers in bengali pdf download 

File Format:- PDF

File Size:-  Mb

File Location:- Google Drive

Adddddd

  Download  Click Here to Download 

Adddddddd

      আরও পোস্ট দেখো     B           

A. মাধ্যমিক জীবন বিজ্ঞান সমস্ত অধ্যায়ের প্রশ্ন উত্তর Click Here

B.  Madhyamik Suggestion / মাধ্যমিক সাজেশন

C. Madhyamik Life Science Suggestion Click here

D. মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন PDF Download 


অসংখ্য ধন্যবাদ , তোমার যদি  আমাদের এই ” মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় 1 প্রশ্ন ও উত্তর । Madhyamik Life Science first chapter LAQ Question and Answer  ” পােস্টটি ভালো লাগে এবং গুরুত্বপূর্ণ বলে মনে হয়, তাহলে তুমি আমাদের এই পোস্টটা তোমার বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে।


এছাড়াও তুমি আমাদের ওয়েবসাইট থেকে যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বই পিডিএফ, নোট, Practice Set, mock test ইত্যাদি পাবে।

 

_________❤️🤗 ধন্যবাদ ❤️🤗 ________


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url