অভিব্যক্তি ও অভিযোজন 2 নম্বরের প্রশ্ন উত্তর | মাধ্যমিক জীবন বিজ্ঞান চতুর্থ অধ্যায় 2 নম্বরের প্রশ্ন উত্তর
দশম শ্রেণি জীবন বিজ্ঞান চতুর্থ অধ্যায় 2 নম্বরের প্রশ্ন উত্তর pdf | Class 10 Life Science fourth chapter 2 marks question answer
আসসালামু আলাইকুম,
তোমাকে আমাদের এই SKGUIDEBANGLA শিক্ষামূলক ওয়েবসাইটে স্বাগতম।
আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দশম শ্রেণির জীবন বিজ্ঞান চতুর্থ অধ্যায় 2 নম্বরের প্রশ্ন উত্তর। মাধ্যমিক জীবন বিজ্ঞান 2 নম্বরের প্রশ্ন ও উত্তর অভিব্যক্তি ও অভিযোজন । দশম শ্রেণির জীবন বিজ্ঞান চতুর্থ অধ্যায় ২ নম্বরের প্রশ্ন উত্তর । অভিব্যক্তি ও অভিযোজন (চতুর্থ অধ্যায়) প্রশ্ন ও উত্তর / মাধ্যমিক জীবন বিজ্ঞান চতুর্থ অধ্যায় 2 নম্বরের প্রশ্ন উত্তর। Madhyamik Life Science chapter 2 number question answer, মাধ্যমিক জীবন বিজ্ঞান চতুর্থ অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন 2 নম্বরের প্রশ্ন উত্তর / যা দশম শ্রেণির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যা আগত দশম শ্রেণির টেস্ট ও ফাইনাল পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে।
তাই দেড়ি না করে এই পোস্টের দশম শ্রেণির জীবন বিজ্ঞান ২ নম্বর অধ্যায় 2 নম্বরের প্রশ্ন উত্তর, গুলো ভালো করে পড়ে নাও বা নীচে দেওয়া Download লিংকে ক্লিক করে ক্লাস 10 জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর চতুর্থ অধ্যায় pdf download, class 10 Life Science fourth chapter 2 number questions answers pdf download করে নিতে পারো। এবং প্রতিদিন বাড়িতে বসে YouTube Live Class এর মাধ্যমে ক্লাস করতে চাইলে আমাদের YouTube Channel এ ভিজিট করো ও Subscribe করে নাও।
YouTube Link - . OUR ONLINE SCHOOL SUBSCRIBE
আরও পোস্ট দেখো B
এছাড়াও তোমার মাধ্যমিক জীবন বিজ্ঞান পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাজেশন ডাউনলোড করে নিতে পারো নীচে দেওয়া লিংকে ক্লিক করে।
Madhyamik Life Science Suggestion 2024 | West Bengal WBBSE Class Ten X Life Science Question and Answer Suggestion 2024, মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2024
দশম শ্রেণির জীবন বিজ্ঞান অভিব্যক্তি ও অভিযোজন 2 নম্বরের প্রশ্ন ও উত্তর pdf | মাধ্যমিক জীবন বিজ্ঞান অভিব্যক্তি ও অভিযোজন 2 নম্বরের প্রশ্ন ও উত্তর pdf | মাধ্যমিক জীবন বিজ্ঞান চতুর্থ অধ্যায় 2 নম্বরের প্রশ্ন ও উত্তর
1. নিষ্ক্রিয় বা লুপ্তপ্রায় অঙ্গ কাকে বলে?
উত্তর: জীবদেহের যে সকল অঙ্গ পূর্বপুরুষের দেহে বা নিকট সম্পর্কিত অন্য জীবদেহে সক্রিয় থাকলেও দীর্ঘকাল অব্যবহারের কারণে ক্রমবিবর্তনের ফলে সংশ্লিষ্ট জীবটির দেহে কর্মক্ষমতা লোপ পেয়ে ছোটো আকারের কার্যহীন অঙ্গে পরিণত হয়েছে, তাদের নিষ্ক্রিয় বা লুপ্তপ্রায় অঙ্গ বলে। উদাহরণ মানুষের অ্যাপেনডিক্স (সিকামের নিষ্ক্রিয় রূপ), মানুষের কক্সিস (ল্যাজের
নিষ্ক্রিয় রূপ)।
2. অভিব্যক্তিতে লুপ্তপ্রায় অঙ্গের ভূমিকা কী?
উত্তর: নিকট সম্পর্কযুক্ত জীবের ক্ষেত্রে লুপ্তপ্রায় অঙ্গের উপস্থিতি প্রমাণ করে এরা একই পূর্বপুরুষ থেকে উদ্ভুত কিন্তু বিবর্তনের পথে ক্রমশ উন্নত ও পরিবর্তিত হয়েছে, যা অভিব্যক্তির মূল ধারণাকে সমর্থন করে।
3. বায়োজেনেটিক সূত্র (রিক্যাপিচুলেশন তত্ত্ব)- টি লেখো।
উত্তর: বিজ্ঞানী হেকেল-এর মতে, “ব্যক্তিজনি জীবজনির সংক্ষিপ্ত পুনারাবৃত্তি ঘটায়” (Ontogeny repeats phylogeny) অর্থাৎ প্রতিটি জীবের ভ্রূণের ক্রমবিকাশের পর্যায়গুলি জীবটির বিবর্তনের ইতিহাসের পর্যায়গুলির মতো হয়। এই সূত্রটি বায়োজেনেটিক সূত্র নামে পরিচিত। যদিও বর্তমানে এই সূত্রটি গ্রহণযোগ্য নয়।
4. কোয়াসারভেট কী ? **
উত্তর: আদিম পৃথিবীতে উত্তপ্ত জলে শর্করা, অ্যামিনো অ্যাসিড ও প্রোটিন প্রভৃতি জটিল জৈব যৌগ যুক্ত হয়ে যে জটিল কোলয়েড দানা তৈরি করেছিল, বিজ্ঞানী ওপারিন তাকে কোয়াসারভেট বলেন। তাঁর মতে পৃথিবীতে প্রথম প্রাণের সৃষ্টি হয়েছিল কোয়াসারভেট থেকে।
5. মাইক্রোস্ফিয়ার কাকে বলে?
উত্তর: আদিম পৃথিবীর উত্তপ্ত জলে অ্যামিনো অ্যাসিড থেকে সৃষ্ট প্রোটিনয়েড দানাগুলি একত্রিত হয়ে মাইক্রোস্ফিয়ার নামক প্রোটোবায়োন্ট সৃষ্টি হয়েছিল। বিজ্ঞানী সিডনি ফক্সের মতে এই গঠনেই প্রথম প্রাণ সৃষ্টি হয়েছিল।
6. জীবন্ত জীবাশ্ম কী?
উত্তর: যে সকল জীব প্রাচীনকালে উদ্ভূত হয়ে আজও তাদের অপরিবর্তিত প্রাচীন বৈশিষ্ট্য নিয়ে
বেঁচে আছে, যদিও তাদের সমসাময়িক ও সমগোত্রীয় জীবেরা বহুকাল আগেই বিলুপ্ত হয়ে গেছে, তাদের জীবন্ত জীবাশ্ম বলে। যেমন— লিমিউলাস (প্রাণী), গিংকগো বাইলোবা (উদ্ভিদ) প্রভৃতি)
7. অভিযোজন কাকে বলে?
উত্তর: পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে নিজের অস্তিত্ব রক্ষা ও জননের জন্য কোনো জীবের গঠনগত, শারীরবৃত্তীয় এবং আচরণগত স্থায়ী পরিবর্তনকে অভিযোজন বলে ৷
8. অঙ্গসংস্থানগত অভিযোজন কাকে বলে?
উত্তর: কোনো নির্দিষ্ট পরিবেশে সুষ্ঠুভাবে বেঁচে থাকার জন্য জীবদেহের যে সকল সুবিধাজনক, উন্নত ও স্থায়ী গঠনগত পরিবর্তন হয়, তাকে অঙ্গসংস্থানগত অভিযোজন বলে।
9. শারীরবৃত্তীয় অভিযোজন কাকে বলে?
উত্তর: পরিবেশের পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য জীবের বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়ায়
10.. ওয়াগ্ল নৃত্য কী?
উত্তর: খাদ্যের উৎস (ফুলের মধু ও মকরন্দ) মৌচাক থেকে 50-75m-এর বেশি হলে খাদ্যসন্ধানী শ্রমিক মৌমাছিরা একবার ডান দিকে ও তারপরে বাঁদিকে লুপ তৈরি করে ইংরাজি ‘৪’
সংখ্যার আকৃতিতে এক বিশেষ ধরনের নৃত্য করে। লুপের মাঝের সরলরৈখিক অংশে তারা উদর আন্দোলিত করে বা ওয়াগ্ল করে, একে ওয়াগ্ল নৃত্য বলে।
11. অধিক জলপানে উটের RBC বিদীর্ণ হয় না কেন?
উত্তর: উটের RBC ডিম্বাকার ও জলশোষণের ফলে প্রাথমিক আকারের প্রায় 240% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে, তাই অধিক জলপানের জন্য রক্ত লঘু হয়ে যাওয়ার ফলে RBC-র রসস্ফীতি ঘটলেও তা ফেটে যায় না।
12. আচরণগত অভিযোজন কাকে বলে?
উত্তর: পরিবেশে সুষ্ঠুভাবে বেঁচে থাকার জন্য প্রাণীরা পরিবেশের পরিবর্তন শনাক্ত করে, জিনগত কারণে বা অন্যের আচরণ লক্ষ করে নিজেদের যে আচরণগত পরিবর্তন ঘটায়, তাকে আচরণগত অভিযোজন বলে।
13. ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরের দুটি কারণ লেখো।
উত্তর: ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরের দুটি কারণ হল—[1] বাষ্পমোচনের স্থান হ্রাস করে
জলক্ষয় কম করা। [2] গবাদি পশুর হাত থেকে আত্মরক্ষা।
14. সুন্দরী গাছে লবণ সহনের জন্য কী কী
অভিযোজন দেখা যায় ? উত্তর: সুন্দরী গাছে লবণ সহনের জন্য
অভিযোজনগুলি হল—[1] কাণ্ডে জলসঞ্চয়ী কলায় মিউসিলেজ থাকে, যা জল সঞ্চয় করে লবণের গাঢ়ত্ব কমায় এবং বৃদ্ধিতে সাহায্য করে।
[2] দেহকোশ বেশি লবণ ঘনত্ব সহনশীল ও অভিস্রবণ চাপ বেশি। [ সুন্দরী গাছে লবণ-রেচন দেখা যায়।
15. ওয়াগ্ল নৃত্য থেকে অন্যান্য মৌমাছিরা কী কী তথ্য পায় ?
উত্তর: ওয়াগ্ল নৃত্য অন্যান্য মৌমাছিদের নিম্নলিখিত তথ্য দেয়—[1] মৌচাক থেকে খাদ্যের উৎসের দূরত্ব+[2] মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ। [3] খাদ্যের মান ও ঘ্রাণ ঘ্রাগ |
16. জৈব অভিব্যক্তি বলতে কী বোঝ ?
অথবা, বিবর্তন কাকে বলে?
যে অতি মন্থর, অবিরাম ও গতিশীল পরিবর্তন প্রক্রিয়ার দ্বারা সরল জীব থেকে নতুন প্রকারের জটিলতর ও উন্নত জীবের উদ্ভব ঘটে তাকে বিবর্তন বা জৈব অভিব্যক্তি বলে।
17. নগ্ন জিন কী?
জীবের রাসায়নিক উৎপত্তির পর্যায়ে সরল যৌগ থেকে জটিল যৌগে উৎপত্তির সময়ে মুক্ত নিউক্লিওটাইডগুলি পরস্পর যুক্ত হয়ে পলিনিউক্লিওটাইড বা নিউক্লিক অ্যাসিড সৃষ্টি করে। কোনো আবরণে আবৃত না থাকায় বিজ্ঞানীরা একে নগ্ন জিন বলে অভিহিত করেন।
18.প্রোটোবায়োন্ট কাকে বলে?
» জীবন সৃষ্টির প্রাক্কালে জৈব উপাদানপূর্ণ লিপিড দ্বিম্ভর আবৃত যে গঠন থেকে প্রোক্যারিওটিক কোশের উদ্ভব হয়েছিল তাকে প্রোটোবায়োন্ট বলে।
যেমন—মাইক্রোস্ফিয়ার |
দশম শ্রেণির জীবন বিজ্ঞানের চতুর্থ অধ্যায়ের শর্ট কোশ্চেন|মাধ্যমিক জীবন বিজ্ঞান 2 নং প্রশ্ন উত্তর
মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর :দশম শ্রেণি জীবন বিজ্ঞান চতুর্থ অধ্যায় প্রশ্ন উত্তর ২ নম্বর pdf download / দশম শ্রেণি জীবন বিজ্ঞান চতুর্থ অধ্যায় প্রশ্ন উত্তর 2 marks pdf / ক্লাস 10 অভিব্যক্তি ও অভিযোজন 2 নম্বরের প্রশ্ন উত্তর / ক্লাস 10 জীবন বিজ্ঞান 2 নম্বরের প্রশ্ন উত্তর / Class X Life Science 4thchapter 2 marks question answer pdf / Class ten Life Science 4th chapter 2 marks question answer / অভিব্যক্তি ও অভিযোজন SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | অভিব্যক্তি ও অভিযোজন থেকে সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন উত্তর গুলি আগতি West Bengal Madhyamik Life Science Examination – পশ্চিমবঙ্গ মাধ্যমিক জীবন বিজ্ঞান পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।
তোমরা যারা মাধ্যমিক জীবন বিজ্ঞান পরীক্ষার জন্য - অভিব্যক্তি ও অভিযোজন অধ্যায় থেকে প্রশ্ন উত্তর খুঁজে চলেছো তাদের জন্য আজ আমরা– মাধ্যমিক জীবন বিজ্ঞান এর চতুর্থ অধ্যায় থেকে প্রশ্ন ও উত্তর | Madhyamik Life Science 2 no chapter Question and Answer Question and Answer নিয়ে এসেছি, তোমরা নিচে দেওয়া জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়বে ও যদি Pdf প্রয়োজন হয় তাহলে নীচে দেওয়া মাধ্যমিক জীবন বিজ্ঞান চতুর্থ অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন প্রশ্ন ও উত্তর PDf download- link এ ক্লিক করে ডাউনলোড করে নিতে পারো।
‘‘মাধ্যমিক জীবন বিজ্ঞান চতুর্থ অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন’’ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতির জন্য। অভিব্যক্তি ও অভিযোজন অধ্যায় থেকে প্রশ্ন অনেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন মাধ্যমিক পরীক্ষায় আসে ।
মাধ্যমিক জীবন বিজ্ঞান অভিব্যক্তি ও অভিযোজন চতুর্থ অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | দশম শ্রেণির জীবন বিজ্ঞান অভিব্যক্তি ও অভিযোজন চতুর্থ অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | Madhyamik Life Science short Question and Answer
বিনামূল্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন:-
File Details:-
File Name:- Madhyamik Life Science 4th chapter short questions answers df download
File Format:- PDF
File Size:- Mb
File Location:- Google Drive
Adddddd
Download: Click Here to Download
Adddddddd
আরও পোস্ট দেখো B
A. মাধ্যমিক জীবন বিজ্ঞান সমস্ত অধ্যায়ের প্রশ্ন উত্তর Click Here
B. Madhyamik Suggestion / মাধ্যমিক সাজেশন
C. Madhyamik Life Science Suggestion Click here
D. মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন PDF Download
অসংখ্য ধন্যবাদ , তোমার যদি আমাদের এই ” মাধ্যমিক জীবন বিজ্ঞান চতুর্থ অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন 2 প্রশ্ন ও উত্তর । Madhyamik Life Science fourth chapter LAQ Question and Answer ” পােস্টটি ভালো লাগে এবং গুরুত্বপূর্ণ বলে মনে হয়, তাহলে তুমি আমাদের এই পোস্টটা তোমার বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে।
এছাড়াও তুমি আমাদের ওয়েবসাইট থেকে যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বই পিডিএফ, নোট, Practice Set, mock test ইত্যাদি পাবে।
_________❤️🤗 ধন্যবাদ ❤️🤗 ________