সিরাজদ্দৌলা নাটক প্রশ্ন উত্তর pdf | মাধ্যমিক বাংলা নাটক সিরাজদ্দৌলা প্রশ্ন উত্তর

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

দশম শ্রেণি বাংলা নাটক সিরাজদ্দৌলা প্রশ্ন উত্তর |সিরাজদ্দৌলা শচীন্দ্রনাথ সেনগুপ্ত প্রশ্ন ও উত্তর | Class 10 Bengali natak Sirajddaula question answer


আসসালামু আলাইকুম,

তোমাকে আমাদের এই SKGUIDEBANGLA শিক্ষামূলক ওয়েবসাইটে স্বাগতম।

আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দশম শ্রেণির বাংলা সিরাজদ্দৌলা নাটক প্রশ্ন উত্তর pdf। মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর সিরাজদ্দৌলা । দশম শ্রেণির বাংলা নাটক প্রশ্ন উত্তর সিরাজদ্দৌলা। সিরাজদ্দৌলা প্রশ্ন ও উত্তর |Madhyamik Bengali Sirajddaula question answer যা দশম শ্রেণির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ যা আগত দশম শ্রেণির টেস্ট ও ফাইনাল পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে‌ ।


দশম শ্রেণির বাংলা সিরাজদ্দৌলা বড়ো প্রশ্ন ও উত্তর pdf / মাধ্যমিক বাংলা নাটক সিরাজদ্দৌলা বড়ো প্রশ্ন ও উত্তর / সিরাজদ্দৌলা নাটক ৪ নম্বরের প্রশ্ন উত্তর / মাধ্যমিক বাংলা  সিরাজদ্দৌলা 4 নম্বরের প্রশ্ন উত্তর / দশম শ্রেণির বাংলা সিরাজদ্দৌলা 4 নম্বরের প্রশ্ন উত্তর

1. “আমার এই অক্ষমতার জন্যে তোমরা আমাকে ক্ষমা করো।”—কে, কেন এই মন্তব্য করেছেন? যাঁকে উদ্দেশ্য করে এ কথা বলা তাঁর মধ্যে এই মন্তব্যের কী প্রতিক্রিয়া হয়েছিল?

উত্তর: সিরাজ ফরাসি প্রতিনিধি মঁসিয়ে লা-কে উদ্দেশ্য করে কথাটি বলেছেন।


ইংরেজরা ফরাসি উপনিবেশ চন্দননগর অধিকার করে নিলে নবাবের সাহায্য পাওয়ার আশায় মঁসিয়ে লা সিরাজের রাজসভায় আসেন। নবাব সিরাজ ফরাসিদের প্রতি সহানুভূতিশীল হলেও জানান যে, কলকাতা জয় করতে গিয়ে এবং পূর্ণিয়ায় শওকত জঙ্গের সঙ্গে লড়াইয়ের কারণে তাঁর বহু লোকক্ষয় ও অর্থব্যয় হয়েছে | তাঁর মন্ত্রীমণ্ডলও তাই নতুন যুদ্ধের পক্ষপাতী নন। এই অবস্থায় সহানুভূতি থাকলেও ফরাসিদের সাহায্য করা সম্ভব নয় জানিয়ে সিরাজ মন্তব্যটি করেন।


→ এর উত্তরে মঁসিয়ে লা বলেছিলেন যে, সিরাজের সমস্যার কথা বুঝতে পেরে নবাবের জন্য তিনি আন্তরিকভাবেই দুঃখিত। একইসঙ্গে নিজেদের অবস্থাও তাঁকে কষ্ট দিচ্ছে। ভালোবাসার দেশ ছেড়ে চলে যাওয়া ছাড়া তাঁদের আর কোনো উপায় নেই। একই সাথে তিনি নবাবকে তাঁর ভাবী বিপদ সম্পর্কেও সচেতন করে দেন এবং জানান যে, তাঁরা বাংলা ছেড়ে চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই যে চাপা আগুন জ্বলে উঠবে, তাতে নবাবের সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে।



2. “তোমার কথা আমার চিরদিনই মনে থাকবে।”—কার কথা বলা হয়েছে? কেন তাঁর কথা মনে থাকবে?

উত্তর: ‘সিরাজদ্দৌলা’ নাট্যাংশের প্রশ্নোদ্ধৃত অংশে নবাব সিরাজের দরবারে উপস্থিত ফরাসি প্রতিনিধি মঁসিয়ে লা-র কথা বলা হয়েছে।


• ফরাসিদের প্রতি নবাব সিরাজের বিশেষ দুর্বলতা ছিল। মঁসিয়ে লা-র কাছে শ্রদ্ধার সঙ্গে সিরাজ তা স্বীকারও করেছেন | ফরাসিদের সঙ্গে বাংলা দেশের বাণিজ্যিক সম্পর্কের কথা তিনি মনে করেছেন। কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করেছেন যে, ফরাসিরা কখনোই নবাবের সঙ্গে অসদ্ব্যবহার করেননি। ইংরেজরা চন্দননগর দখল করে নেওয়ার পরে ফরাসিরা নবাবের কাছে নিরাপত্তা চাইলেও অসহায় নবাব তাদের ফিরিয়ে দিতে বাধ্য হন। কিন্ত এরজন্যে নবাবের মনে গ্লানি তৈরি হয়। মঁসিয়ে লা-র কাছে তিনি ক্ষমাপ্রার্থনাও করেন। মঁসিয়ে লা-ও এই বন্ধুত্বের খাতিরেই এ-দেশ ছেড়ে তাঁদের চলে যাওয়া অনিবার্য জানিয়ে নবাবকে তাঁর বিপদ সম্পর্কে সচেতন করে দেন। সিরাজ এর মধ্যে মঁসিয়ে লা-র ‘অন্তরের প্রীতি’-র পরিচয় দেখতে পান। তাই চিরবিচ্ছেদের মুহূর্তে দাঁড়িয়েও, ফরাসিদের প্রতিনিধি মঁসিয়ে লা-কে সিরাজ জানিয়েছেন যে, তাঁর কথা নবাবের চিরকাল মনে থাকবে।



3. "I know we shall never meet”-কে, কাকে এ কথা বলেছেন? এই বক্তব্যের পূর্বপ্রসঙ্গ কী ছিল?

উত্তর: উদ্ধৃত উক্তিটি শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত সিরাজদ্দৌলা নাটকের দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য থেকে সংকলিত ‘সিরাজদ্দৌলা’ পাঠ্যাংশ থেকে নেওয়া হয়েছে।

নবাব সিরাজদ্দৌলার দরবারে বাংলার ফরাসি বণিকদের প্রতিনিধি মঁসিয়ে লা উদ্ধৃত উক্তিটি বাংলার নবাব সিরাজদ্দৌলার উদ্দেশ্যে করেছিলেন।


→ ইংরেজরা বাংলায় ফরাসিদের বিরুদ্ধে যুদ্ধযাত্রার আয়োজন শুরু করলে ফরাসিদের পক্ষে তা ঠেকানো মুশকিল হয়ে পড়ে। কারণ, এর আগে ফরাসিরা ইংরেজ আক্রমণ প্রতিহত করার জন্য দুর্গনির্মাণের চেষ্টা করলে নবাবই তাতে আপত্তি জানান | নবাবের আদেশ ফরাসিরা শিরোধার্য করলেও ইংরেজরা তা মানেনি। ফলে বাংলায় সামরিক শক্তিতে পিছিয়ে থাকা ফরাসিদের পক্ষ থেকে মঁসিয়ে লা সামরিক সাহায্যের আশায় নবাবের কাছে আসেন। কিন্তু সিরাজের পক্ষে সেই মুহূর্তে এই প্রত্যাশা পূরণ করা অসম্ভব হয়ে পড়ে। কারণ, কলকাতা জয়ে এবং পূর্ণিয়ার যুদ্ধে তাঁর লোকবল ও অর্থবল যথেষ্ট কমে যায়। ফলে নবাবের কাছ থেকে সাহায্য না পেয়ে ব্যথিত মঁসিয়ে লা এ কথা বলেন।



4.“মুন্সিজি, এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন।”—কোন্ পত্রের কথা এখানে বলা হয়েছে? মুনশিজি  সেই পত্রের যে তরজমা শুনিয়েছিলেন ত নিজের ভাষায় লেখো।

উত্তর: উদ্ধৃত উক্তিটি শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত সিরাজদ্দৌলা নাটকের  দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য থেকে সংকলিত ‘সিরাজদ্দৌলা’ পাঠ্যাংশ থেকে গৃহীত | এখানে অ্যাডমিরাল ওয়াটসনের পত্রের কথা বলা হয়েছে।


● ইংরেজদের অপরাধ যে সভ্যতা এবং শিষ্টাচারের সীমা অতিক্রম করেছে, তা উল্লেখ করতে গিয়ে নবাব  সিরাজদ্দৌলা ওয়াটসনের পত্রটির কথা উত্থাপন করেন। মুনশিকে দিয়ে প্রথমে পত্রটির শেষ অংশ পড়ান, তারপরেসভাসদদের বোঝানোর জন্য তার তরজমা করতে বলেন। সেই অনুবাদের বক্তব্য হল—কর্নেল ক্লাইভের প্রত্যাশামতো সৈন্যদল শীঘ্রই কলকাতায় এসে পৌঁছোবে। তিনি অতি দ্রুত আর একটি জাহাজ মাদ্রাজে পাঠিয়ে সংবাদ দেবেন যে, আরও সৈন্য এবং জাহাজ বাংলায় আবশ্যক | সবশেষে প্রায় হুমকির সুরে ওয়াটসন বলেন যে বাংলায় তিনি এমন আগুন জ্বালাবেন যা গঙ্গার সমস্ত জল দিয়েও নেভানো যাবে না।




5. “বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আমাদের শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, সবরকমে আমাকে সাহায্য করুন”- সিরাজ কাদের কাছে কী সাহায্যের আবেদন জানিয়েছিলেন?

উত্তর: নবাব সিরাজদ্দৌলা উক্ত সাহায্যের আবেদন জানিয়েছিলেন রাজবল্লভ, জগৎশেঠ, মীরজাফর প্রমুখের কাছে।


• মীরজাফর, জগৎশেঠরা ছিলেন নবাব সিরাজদ্দৌলার বিরোধী। তাঁরা মনে করতেন যে, নবাব তাঁদের অপমান করেছেন। অন্যদিকে নবাব এইসব ক্ষমতাবানরা যে স্বার্থপর এবং তাঁর বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত, তা বুঝতে পেরেছিলেন। নবাবের বিরুদ্ধে মীরজাফরকে লেখা ওয়াটসের চিঠিটাই ছিল তার প্রমাণ | নবাব সিরাজ এসত্ত্বেও দেশের জন্য সমস্ত পুরোনো বিবাদ ভুলে যেতে চেয়েছিলেন । তাঁর মনে হয়েছিল যে, দেশের দুর্দিনে ঐক্যবদ্ধ থাকাটাই বেশি জরুরি। তাই বাংলার দুর্দিনে কেউ যেন তাঁকে ত্যাগ না কর তারজন্য সিরাজ কাতর অনুনয় করেন এবং বাংলার মর্যাদা ও স্বাধীনতারক্ষার জন্য শক্তি ও বুদ্ধি দিয়েও সকলকে তাঁর পাশে থাকতে বলেন। এমনকি যুদ্ধশেষে বিচারের মুখোমুখি তিনি নিজে দাঁড়াতে রাজি বলেও জানান। কিন্তু তাঁর আগে সকলের ঐক্যবদ্ধভাবে লড়াই-ই তিনি প্রত্যাশা করেছেন।



6. সুতরাং আমি মুসলমান বলে আমার প্রতি আপনারা বিরূপ হবেন না।” উদ্ধৃতিটির বক্তা কে? তাঁর এরূপ বিলাপের কারণ কী?

উত্তর: শচীন্দ্রনাথ সেনগুপ্ত লিখিত ‘সিরাজদ্দৌলা' নাট্যাংশে উদ্ধৃতাংশটির বক্তা হলেন নবাব সিরাজদ্দৌলা স্বয়ং।


→ স্বাধীন নবাবি আমলের অস্তমিত পর্যায়ের খানিক আভাস নাট্যকার তুলে ধরেছেন আলোচ্য নাট্যাংশে। নবাব সিরাজের বিরোধী ইস্ট ইন্ডিয়া কোম্পানির শক্তিবৃদ্ধি হয়েছিল নবাব নিজেই গৃহবিবাদে লিপ্ত থাকায়। একদিকে জগৎশেঠ, মীরজাফরের মতো সভাসদদের অসহযোগিতা অন্যদিকে ঘসেটি বেগম ও অন্যদের ব্যক্তিগত স্তরে প্রতিহিংসা চরিতার্থ করার বাসনা সিরাজদ্দৌলাকে বিধ্বস্ত করেছিল। তবুও তিনি ঘরোয়া কোন্দল, রাজসভার বিবাদ উপেক্ষা করে একমাত্র শত্রু হিসেবে ব্রিটিশ কোম্পানিকেই চিহ্নিত করতে চেয়েছিলেন। এ জন্য তিনি পারস্পরিক দোষারোপের বদলে নিজেদের ত্রুটি সংশোধনে মন দিতে বলেন; এর থেকে নবাব বাদ দেনন নিজেকেও। তিনি নিজে আগে যা যা ভুল করেছেন, যে যে ভুলের কারণে আঘাত দিয়েছেন হিন্দু ও মুসলিম ধর্মের মানুষদের, তাদের প্রত্যেকের কাছে তিনি ক্ষমাপ্রার্থনাও করেছেন। হিন্দু ও মুসলিম উভয়কেই ধর্মীয় বিভেদের ঊর্ধ্বে ওঠার পরামর্শ দিয়েছেন এবং তারই প্রেক্ষিতে বিনীত স্বরে তিনি প্রশ্নে উদ্ধৃত মন্তব্যটি করেছেন।



7. “জাতির সৌভাগ্য-সূর্য আজ অস্তাচলগামী।”—সম্প্রসঙ্গ ব্যাখ্যা লেখো।

উত্তর: নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্তের ‘সিরাজদ্দৌলা' নামক নাট্যাংশে নবাব সিরাজদ্দৌলা তাঁর রাজদরবারের বিশিষ্ট কর্মচারীদের উদ্দেশ্যে আলোচ্য উক্তিটি করেছেন। আলিবর্দির মৃত্যুর পর বাংলার মসনদে বসেন তাঁর দৌহিত্র সিরাজদ্দৌলা।

সিংহাসনে বসার পরই নানা কারণে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সিরাজের বিরোধ অনিবার্য হয়ে ওঠে। ইংরেজরা বিনাশুল্কে ব্যাবসাবাণিজ্য শুরু করে। নবাবের আদেশ উপেক্ষা করে তারা কলকাতায় দুর্গ নির্মাণ করতে থাকে। সিরাজের সিংহাসন আরও কণ্টকিত হয়ে ওঠে নিজের মাসি ঘসেটি বেগম, প্রধান সেনাপতি মীরজাফর ও কিছু রাজকর্মচারীর ষড়যন্ত্রে | বাংলার এই ঘোর দুর্দিনে সিরাজ সকলের উদ্দেশ্যে উপদেশমূলক বক্তব্য রাখেন | সেই বক্তব্যে বাংলাকে ইংরেজদের হাত থেকে রক্ষা করার জন্য নবাবের করুণ আবেদন ধ্বনিত হয় | যেভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতা বিস্তার করছে, তাতে খুব । শীঘ্রই বাংলা তার স্বাধীনতা হারাবে। 



8.“জাতির সৌভাগ্য-সূর্য আজ অস্তাচলগামী।''— সিরাজের এই উক্তির মধ্যে গভীর বেদনা ধরা পড়েছে। “ওখানে কী দেখণ্ড মূর্খ, বিবেকের দিকে চেয়ে দ্যাখো!" -- উদ্ধৃতাংশের বস্তা কাকে ‘মূর্খ’ বলে সম্বোধন করেছেন? তাঁর এরূপ বিরূপ মন্তব্যের কারণ কী?

উত্তর: শচীন্দ্রনাথ সেনগুপ্ত লিখিত ‘সিরাজদ্দৌলা' শীর্ষক নাট্যাংশে ঘসেটি বেগম নবাব সিরাজকে উদ্দেশ্য করে কথাটি বলেছেন।

ঘসেটি বেগমের প্রকৃত নাম মেহেরুন্নিসা। তিনি নবাব আলিবর্দি খাঁ-র বড়ো মেয়ে, সম্পর্কে সিরাজের মাসি | ঘসেটির বিয়ে হয় ঢাকার শাসনকর্তা শাহমৎ জঙ্গের সঙ্গে | দত্তক পুত্র ইকরমের মৃত্যু হলে তার শোকে শাহমৎ জঙ্গও মারা যান। বিধবা ঘসেটি বিপুল সম্পত্তির উত্তরাধিকারী হন। এদিকে আলিবর্দি খাঁ-র মনোনীত সিরাজদ্দৌলার হাতে যায় বাংলার শাসনভার। এই ঘটনা ঘসেটি বেগমের ঈর্ষার কারণ হয়। তিনি আলিবর্দির মেজো মেয়ের ছেলে শওকত জঙ্গকে সিরাজের বিরুদ্ধে ব্যবহার করেন। বাংলার নবাব আলিবর্দির মৃত্যুর পরে ঘসেটি রাজবল্লভ ও অন্যদেরও নিজের দলে টানেন।এসব জানতে পেরে ক্ষিপ্ত সিরাজ ঘসেটির মতিঝিলে প্রবেশ নিষিদ্ধ করেন। এর পাশাপাশি তাঁকে নিজের রাজপ্রাসাদে নজরবন্দি করে রাখেন এবং তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করেন। সিরাজের বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়। শওকত জঙ্গ | ঘটনাক্রমে ঘসেটি বেগম হয়ে ওঠেন প্রতিহিংসাপরায়ণ। কিন্তু তাঁর ক্ষমতা পুনরুদ্ধারের সমস্ত রাস্তা একে একে বন্ধ হয়ে যাওয়ায় ক্ষিপ্ত ঘসেটি বুদ্ধিভ্রষ্ট হয়ে প্রশ্নে উদ্ধৃত মন্তব্যটি করেন।



9. “তাই আজও তার বুকে রক্তের তৃষা।"—-কার বুকে, কেন রক্তের তৃষা বলে বক্তা মনে করেছেন? এই উক্তির আলোকে বক্তার মানসিকতার পরিচয় দাও।

উত্তর: শচীন্দ্রনাথ সেনগুপ্তের ‘সিরাজদ্দৌলা’ নাট্যদৃশ্যে বাংলার নবাব সিরাজ পলাশির প্রান্তরের রক্তপিপাসাকে দেখেছেন। তাঁর ভাবনায় পলাশি নামের একটি তাৎপর্য ধরা পড়েছে। একসময় হয়তো লাখে লাখে পলাশ ফুল ফুটে প্রান্তর রাঙা হয়ে থাকত, সেই কারণেই স্থানটির নাম হয় পলাশি | আর আজ সেই প্রান্তর যেন ব্রিটিশের সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধে বাংলার মানুষের বুকের রক্তপানের জন্য মুখিয়ে রয়েছে।


● ঘরে-বাইরে ষড়যন্ত্রের শিকার হন সিরাজদ্দৌলা। একদিকে সেনাপতি মীরজাফর অন্যদিকে সিরাজের নিজের মাসি ঘসেটি বেগম সিরাজের পতনের জন্য হীনকর্মে লিপ্ত | বিচক্ষণ সিরাজ বুঝতে পেরেছেন এর ফলস্বরূপ ইংরেজ কোম্পানি আরও মরিয়া হয়ে উঠবে সিরাজকে ক্ষমতাচ্যুত করতে। তাই পলাশির যুদ্ধ অবশ্যম্ভাবী জেনে তিনি গভীরভাবে হতাশ হয়েছেন। কারণ এই যুদ্ধে জয়লাভের কোনো আশা তিনি দেখতে পাচ্ছেন না। তাঁর মনে হয়েছে, একসময় পলাশ ফুলে লাল হয়ে থাকা পলাশি যেন রক্তের তৃস্নায় আকুল হয়ে আছে।



10. “জানি না, আজ কার রক্ত সে চায়। পলাশি, রাক্ষসী পলাশি”— সম্প্রসঙ্গ ব্যাখ্যা করো।

উত্তর, উদ্ধৃত উত্তিটি নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা 'সিরাজদ্দৌলা' নাট্যাংশে নবাব সিরাজের শেষতম মন্তব্য।


কখনোই কোনো যুদ্ধের আগাম পরিণাম জানানো যায় না। পলাশির যুদ্ধের মতো যুদ্ধের ক্ষেত্রে তো নয়-ই। কারণ এই যুদ্ধে লিপ্ত ছিল একাধিক পক্ষ এবং প্রত্যেকেরই উদ্দেশ্য আলাদা আলাদা রকমের। ব্যক্তিগত স্বার্থসিদ্ধি,  পারিবারিক প্রতিহিংসা, রাষ্ট্রীয় ক্ষমতা দখলের বাসনা ইত্যাদি নানাবিধ জটিলতা এরসঙ্গে মিশে ছিল। তাই লড়াইটা যে নিছক সিরাজ বনাম কোম্পানি ছিল না—সেটা নবাব নিজেও বুঝেছিলেন | তাঁর সপক্ষে আজ যারা দাঁড়াচ্ছেন সেই মীরজাফর, রাজবল্লভ যে কাল তাঁর পাশে নাও থাকতে পারেন—এই সত্যটি বুঝতে সিরাজের কোনো অসুবিধেই হয়নি। তবে যুদ্ধ ছিল অবশ্যম্ভাবী | যুদ্ধের পরিণাম পক্ষে বা বিপক্ষে যে-কোনো দিকেই যেতে পারে। এই যুদ্ধ রক্তক্ষয়ী যুদ্ধ, যার ঘটনাস্থল পলাশি | চূড়ান্ত ক্ষয় ও বিনষ্টের ছবিটি আগাম দেখতে পেয়ে তাই সংবেদনশীল নবাবের হৃদয় হাহাকার করে উঠেছে, যার প্রকাশ ঘটেছে প্রশ্নে উদ্ধৃত মন্তব্যের মাধ্যমে। 




তাই দেড়ি না করে এই পোস্টের দশম শ্রেণির বাংলা সিরাজদ্দৌলা নাটক থেকে প্রশ্ন উত্তর  গুলো ভালো করে পড়ে নাও বা নীচে দেওয়া Download লিংকে ক্লিক করে ক্লাস 10 বাংলা সিরাজদ্দৌলা নাটক প্রশ্ন উত্তর pdf download, class 10 Bengali Sirajddaula questions answers pdf download করে নিতে পারো। এবং প্রতিদিন বাড়িতে বসে YouTube Live Class এর মাধ্যমে  ক্লাস করতে চাইলে আমাদের YouTube Channel এ ভিজিট করো ও Subscribe করে নাও।


YouTube Link - .  OUR ONLINE SCHOOL   SUBSCRIBE       

যযhttps://youtube.com/@Ouronlineschool247

      আরও পোস্ট দেখো     B  

এছাড়াও তোমার মাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাজেশন ডাউনলোড করে নিতে পারো নীচে দেওয়া লিংকে ক্লিক করে।  Madhyamik Bengali Suggestion 2024  | মাধ্যমিক বাংলা সাজেশন 2024



বিনামূল্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন

File Details:-

File Name:- Madhyamik Bengali natak Sirajddaula questions answers pdf download 

File Format:- PDF

File Size:-  Mb

File Location:- Google Drive

  Download  Click Here to Download 

      আরও পোস্ট দেখো     B           

A. মাধ্যমিক বাংলা সমস্ত অধ্যায়ের প্রশ্ন উত্তর Click Here

B.  Madhyamik Suggestion / মাধ্যমিক সাজেশন

C. Madhyamik bengali Suggestion Click here

D. মাধ্যমিক বাংলা সাজেশন PDF Download 


বাংলা নাটক – সিরাজদ্দৌলা প্রশ্ন ও উত্তর | class 10  Bengali unhappy one Question and Answer 


MP বাংলা – সিরাজদ্দৌলা (নাটক) প্রশ্ন ও উত্তর | Class 10 Bengali Sirajddaula 3  Question and Answer নিচে দেওয়া হলো। এই দশম শ্রেণির বাংলা প্রশ্ন ও উত্তর – WBBSE Class 10 Bengali Question and Answer, Suggestion, Notes – সিরাজদ্দৌলা থেকে সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর গুলি আগতি West Bengal Madhyamik Bengali Examination – পশ্চিমবঙ্গ মাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।



তোমরা যারা মাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য -  সিরাজদ্দৌলা থেকে প্রশ্ন উত্তর খুঁজে চলেছো তাদের জন্য আজ আমরা– মাধ্যমিক বাংলা এর নাটক থেকে প্রশ্ন ও উত্তর | Madhyamik bangla 3 Sirajddaula Question and Answer নিয়ে এসেছি, তোমরা নিচে দেওয়া বাংলা প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়বে ও যদি Pdf প্রয়োজন হয় তাহলে নীচে দেওয়া Class 10 বাংলা নাটক সিরাজদ্দৌলা প্রশ্ন ও উত্তর PDf download- link এ ক্লিক করে ডাউনলোড করে নিতে পারো। 



‘‘মাধ্যমিক বাংলা নাটক সিরাজদ্দৌলা’’ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতির জন্য।  সিরাজদ্দৌলা নাটক থেকে প্রশ্ন অনেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন মাধ্যমিক পরীক্ষায় আসে । 


দশম শ্রেণি বাংলা সিরাজদ্দৌলা প্রশ্ন উত্তর pdf download / দশম শ্রেণি অসুখী এক জন নাটকর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর pdf / Madhyamik Bengali Sirajddaula natak question answer pdf /ক্লাস 10 সিরাজদ্দৌলা প্রশ্ন উত্তর pdf / ক্লাস 10 বাংলা প্রশ্ন উত্তর সিরাজদ্দৌলা pdf download / সিরাজদ্দৌলা প্রশ্ন উত্তর / Madhyamik Bengali natak Sirajddaula question answer pdf / Class ten Bengali natak Sirajddaula question answer


সিরাজদ্দৌলা মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর – মাধ্যমিক বাংলা নাটক প্রশ্ন ও উত্তর pdf download – সিরাজদ্দৌলা নাটক  pdf download| পশ্চিমবঙ্গ মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর pdf–| Madhyamik Bengali Question and Answer pdf download, Class 10 Bengali Question and Answer pdf  | Madhyamik Bengali note pdf download  | West Bengal Madhyamik Bengali Question and Answer pdf download. মাধ্যমিক বাংলা questions answers   – সিরাজদ্দৌলা questions answers ,মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর পিডিএফ  – Class 10 সিরাজদ্দৌলা প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর  | Madhyamik সিরাজদ্দৌলা pdf download.



MP Bengali Question answer 2024 pdf  | মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর  2024 pdf  – সিরাজদ্দৌলা নাটক long Question answer pdf, 

WBBSE Madhyamik Bengali Question pdf, মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর সিরাজদ্দৌলা (নাটক) । সিরাজদ্দৌলা (নাটক) | Madhyamik Bengali Suggestion/ মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর pdf – 

 

      তোমাকে অসংখ্য ধন্যবাদ ,  তোমার যদি  আমাদের এই ” মাধ্যমিক বাংলা নাটক  সিরাজদ্দৌলা প্রশ্ন ও উত্তর । Madhyamik Bengali Sirajddaula Question and Answer  ” পােস্টটি ভালো লাগে এবং গুরুত্বপূর্ণ বলে মনে হয়, তাহলে তুমি আমাদের এই পোস্টটা তোমার বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে।


এছাড়াও তুমি আমাদের ওয়েবসাইট থেকে যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বই পিডিএফ, নোট, Practice Set, mock test ইত্যাদি পাবে।

 

_________ধন্যবাদ ❤️🤗 ________




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url