বাংলা ভাষায় বিজ্ঞান প্রশ্ন উত্তর pdf | মাধ্যমিক বাংলা প্রবন্ধ বাংলা ভাষায় বিজ্ঞান প্রশ্ন উত্তর

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

দশম শ্রেণি বাংলা প্রবন্ধ বাংলা ভাষায় বিজ্ঞান প্রশ্ন উত্তর | বাংলা ভাষায় বিজ্ঞান রাজশেখর বসু প্রশ্ন ও উত্তর | Class 10 Bengali Prabandha Bangla bhasaya bijjan question answer



আসসালামু আলাইকুম,

তোমাকে আমাদের এই SKGUIDEBANGLA শিক্ষামূলক ওয়েবসাইটে স্বাগতম।

আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দশম শ্রেণির বাংলা বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধ প্রশ্ন উত্তর pdf। মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর বাংলা ভাষায় বিজ্ঞান । দশম শ্রেণির বাংলা প্রবন্ধ প্রশ্ন উত্তর বাংলা ভাষায় বিজ্ঞান। বাংলা ভাষায় বিজ্ঞান প্রশ্ন ও উত্তর |Madhyamik Bengali Bangla bhasaya bijjan question answer যা দশম শ্রেণির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ যা আগত দশম শ্রেণির টেস্ট ও ফাইনাল পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে‌ ।


বাংলা ভাষায় বিজ্ঞান SAQ অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধ MCQ প্রশ্ন উত্তর / 

ANS; Click Here PDF


দশম শ্রেণির  বাংলা বাংলা ভাষায় বিজ্ঞান ছোটো প্রশ্ন ও উত্তর pdf / মাধ্যমিক বাংলা প্রবন্ধ বাংলা ভাষায় বিজ্ঞান ছোটো প্রশ্ন ও উত্তর / বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধ ১ নম্বরের প্রশ্ন উত্তর / মাধ্যমিক বাংলা বাংলা ভাষায় বিজ্ঞান 1 নম্বরের প্রশ্ন উত্তর / দশম শ্রেণির বাংলা বাংলা ভাষায় বিজ্ঞান 1 নম্বরের প্রশ্ন উত্তর
 

1. “তাদের মোটামুটি দুই শ্রেণিতে ভাগ করা যেতে পারে”—এই দুই শ্রেণি

উত্তর: প্রথম শ্রেণি হল যারা ইংরেজি জানে না বা অতি অল্প জানে এবং দ্বিতীয় শ্রেণি হল যারা ইংরেজি জানে।


2. প্রথম শ্রেণির পাঠকদের সম্পর্কে প্রাবন্ধিক কী বলেছেন?

উত্তর: প্রথম শ্রেণির পাঠকদের গুটিকয়েক ইংরেজি পারিভাষিক শব্দ ছাড়া তাদের বিজ্ঞানের সঙ্গে পূর্বপরিচয় নেই।


3. “অনেক রকম স্থূল তথ্যও তাদের জানা থাকতে পারে”—কীরকম স্থূল তথ্যের কথা প্রাবন্ধিক বলেছেন?

উত্তর: জল এবং কর্পূর উবে যায়, লাউ-কুমড়ো জাতীয় গাছে দু-রকম ফুল -এরকম স্থূল তথ্যের কথা প্রাবন্ধিক বলেছেন।


4.“এই শ্রেণির পাঠক ইংরেজি ভাষার প্রভাব থেকে মুক্ত।” – এই শ্রেপির’ বলতে কাদের বোঝানো হয়েছে?

উত্তর: আধুনিক বৈজ্ঞানিক তথ্য সম্পর্কে যারা অজ্ঞ, যাদের বিজ্ঞানের সঙ্গে পূর্বপরিচয় নেই তাদের কথা বুঝিয়েছেন প্রাবন্ধিক।

 

5. ছেলেবেলায় লেখক কার বাংলা জ্যামিতি পড়েছিলেন বলে ‘বাংলা ভাষায় বিজ্ঞান' প্রবন্ধে জানিয়েছেন?

উত্তর: ছেলেবেলায় প্রাবন্ধিক রাজশেখর বসু ব্রহ্মমোহন মল্লিকের বাংলা জ্যামিতি পড়েছিলেন।


6.‘এর মানে বুঝতে বাধা হয়নি।”— ‘এর মানে' বলতে কী?

উত্তর: এক নির্দিষ্ট সীমাবিশিষ্ট সরলরেখার উপর এক সমবাহু ত্রিভুজ চিত্রাঙ্কনের কথা বলা হয়েছে।


7. “তাদের কাছে উক্ত প্রতিজ্ঞাবাক্যটি সুশ্রাব্য ঠেকবে না।”—‘তাদের’ বলতে কাদের কথা বলা হয়েছে?

উত্তর: যারা ইংরেজি ভাষায় জ্যামিতি বা জিয়োমেট্রি পড়েছে তাদের কথা বলা হয়েছে।


8. “যে লোক আজন্ম ইজার পড়েছে”— ‘আজন্ম’, ‘ইজার’ এই শব্দ দুটির অর্থ লেখো।

উত্তর: ‘আজন্ম’ কথার অর্থ হল জন্মাবধি বা জন্ম থেকে আজ পর্যন্ত এবং ‘ইজার’ কথার অর্থ হল পাজামা বা প্যান্টালুন।


9. বৈজ্ঞানিক সন্দর্ভ বলতে কী বোঝানো হয়েছে?

উত্তর: বিজ্ঞান সংক্রান্ত প্রবন্ধ বা রচনাকে বৈজ্ঞানিক সন্দর্ভ বলা হয়েছে |


10. দ্বিতীয় শ্রেণির পাঠক যখন মাতৃভাষায় বৈজ্ঞানিক সন্দর্ভ পড়ে তখন তার কোন চেষ্টা আবশ্যক?

উত্তর: দ্বিতীয় শ্রেণির পাঠক যখন মাতৃভাষায় বৈজ্ঞানিক সন্দর্ভ পড়ে তখন তাকে ইংরেজির প্রতি অতিরিক্ত পক্ষপাত ত্যাগ করে ভালোবেসে মাতৃভাষার পদ্ধতি আয়ত্ত করতে হয়।


11.বাংলা ভাষায় বিজ্ঞানচর্চার একটি বাধা কী যা প্রাবন্ধিক উল্লেখ করেছেন?

উত্তর: প্রাবন্ধিক রাজশেখর বসুর মতে বাংলা ভাষায় বিজ্ঞানচর্চার একটি বাধা হল বাংলায় পারিভাষিক শব্দের সংখ্যার ঘাটতি।


12.. “তার ফলে সংকলিত পরিভাষার সাম্য হয়নি”— ‘তার ফলে’ বলতে প্রাবন্ধিক কী বোঝাতে চেয়েছেন?

উত্তর: বঙ্গীয় সাহিত্য পরিষদের কিছু বিদ্যোৎসাহী লেখকেরা একত্রিত হয়ে কাজ না করার ফলে একই ইংরেজি শব্দের বিভিন্ন প্রতিশব্দ রচিত হয়েছে, যার ফলে সংকলিত পরিভাষার সাম্য রক্ষা করা যায়নি।


13. পরিভাষা রচনার ক্ষেত্রে কাদের উদ্‌যোগে ত্রুটি ছিল বলে প্রাবন্ধিক বন্তব্য করেছেন?

উত্তর: ‘বাংলা ভাষায় বিজ্ঞান' প্রবন্ধে পরিভাষা রচনার ক্ষেত্রে বঙ্গীয় সাহিত্য পরিষদের বিদ্যোৎসাহী লেখকদের উদ্‌যোগে ত্রুটি ছিল বলে মন্তব্য করেছেন।


14.. “তার ফলে তাঁদের চেষ্টা অধিকতর সফল হয়েছে।''— ‘তার ফলে’ কথাটি প্রাবন্ধিক কেন ব্যবহার করেছেন?

উত্তর : ১৯৩৬ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় নিযুক্ত পরিভাষা সমিতির হয়ে বিভিন্ন বিষয়ের অধ্যাপক এবং লেখকরা মিলিতভাবে একযোগে কাজ করেছিলেন বলে, তাঁদের চেষ্টা অনেক বেশি সফল হয়েছিল। সেকারণেই প্রাবন্ধিক ‘তার ফলে’ কথাটি ব্যবহার করেছেন।


15. কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন?

উত্তর: ১৯৩৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় গঠিত পরিভাষা সমিতির চেষ্টা অনেক বেশি সফল হয়েছে বলেছেন প্রাবন্ধিক। 


16.কলকাতা বিশ্ববিদ্যালয় নিযুক্ত পরিভাষা সমিতির বিশেষত্ব কী?

উত্তর: কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিযুক্ত পরিভাষা সমিতিতে বিজ্ঞানের বিভিন্ন শাখার অধ্যাপক, ভাষাতত্ত্বজ্ঞ, সংস্কৃতজ্ঞ পণ্ডিত এবং লেখকেরা একযোগে কাজ করেছিলেন।


17. বিশ্ববিদ্যালয় নিযুক্ত পরিভাষা সমিতি কী বিধান দিয়েছে?

উত্তর: বিশ্ববিদ্যালয় নিযুক্ত পরিভাষা সমিতি বিধান দিয়েছিল যে নতুন কোনো রাসায়নিক বস্তুর ইংরেজি নামই বাংলায় ব্যবহার করা যাবে।


18. উপযুক্ত পরিভাষা না পাওয়া পর্যন্ত প্রাবন্ধিক কী পরামর্শ দিয়েছেন?

উত্তর: উপযুক্ত পরিভাষা না পাওয়া পর্যন্ত প্রাবন্ধিক বাংলা বানানে ইংরেজি শব্দই ব্যবহারের পরামর্শ দিয়েছেন।


19. “আমাদের সরকার ক্রমে ক্রমে রাজকার্যে দেশি পরিভাষা চালাচ্ছেন।”—তাতে অনেকে মুশকিলে পড়েছেন কেন?

উত্তর: রাজশেখর বসুর মতে, সরকার থেকে উদ্যোগ নিয়ে দেশি পরিভাষা প্রচলন করায় অনেকে মুশকিলে পড়েছেন। কারণ তাঁরা ইংরেজিতে অভ্যস্ত বলে পরিভাষাগুলি তাঁদের নতুন করে শিখতে হচ্ছিল।

20. “তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে।”—কখন সুসাধ্য হবে?

উত্তর: এদেশে বিজ্ঞান শিক্ষার প্রসার হলে জনসাধারণ বিজ্ঞান বিষয়ে অবহিত হবে, তাহলেই বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে।


21. “এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে। না।” —‘এই দোষ’ বলতে প্রাবন্ধিক কী বুঝিয়েছেন?

উত্তর: ভাষার আড়ষ্টতা এবং ইংরেজির আক্ষরিক অনুবাদ করার ত্রুটি দূর করতে না পারলে বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না।


22. ‘এজন্য অনেক সময় তাঁরা অদ্ভুত অদ্ভুত শব্দ প্রয়োগ করেন।”—কেন তাঁরা এরূপ করেন?

উত্তর: ইংরেজি শব্দের মতো বাংলা শব্দেও অর্থব্যাপ্তি আনার চেষ্টায় লেখকরা অদ্ভুত শব্দ প্রয়োগ করে ফেলেন।


23. কীসের অনুবাদকে লেখক উৎকট বলেছেন এবং কী লিখলে ঠিক হয় বলেছেন?

উত্তর: লেখকের মতে, Sensitized Paper-এর অনুবাদ স্পর্শকাতর কাগজ লিখলে উৎকট হয়; বরং সুগ্রাহী কাগজ লিখলে ঠিক হয়।


24 “এতে রচনা উৎকট হয়।”—কী কারণে রচনা উৎকট হয় বলেছেন?

উত্তর: ইংরেজিতে ভেবে হুবহু বাংলায় অনুবাদ করার চেষ্টার কারণে রচনা উৎকট হয়।


25. “এ রকম বর্ণনা বাংলা ভাষায় প্রকৃতিবিরুদ্ধ।”—কীরকম বর্ণনা প্রসঙ্গে প্রাবন্ধিক এই উক্তি করেছেন?

উত্তর: “The atomic engine has not even reached the blue print stage”-এর বাংলা “পরমাণু এঞ্জিন নীল চিত্রের অবস্থাতেও পৌঁছায়নি"- এটা লেখা প্রকৃতিবিরুদ্ধ।



26. “এই ধারণা পুরোপুরি ঠিক নয়।”—কোন্ ধারণা পুরোপুরি ঠিক নয় বলেছেন প্রাবন্ধিক?

উত্তর: প্রাবন্ধিক রাজশেখর বসুর মতে পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয়, এই ধারণা পুরোপুরি ঠিক নয়। স্থানবিশেষে পারিভাষিক শব্দ যে বাদ দেওয়া চলে তোমার পাঠ্য ‘বাংলা 


27. ভাষায় বিজ্ঞান’ প্রবন্ধ থেকে তার একটা উদাহরণ দাও।

উত্তর: ‘অমেরুদণ্ডী’ শব্দটির বদলে যেসব জন্তুর শিরদাঁড়া নেই—এরকম লেখা যেতে পারে।


28.এর পরিভাষার উদ্দেশ্য কী বলেছেন লেখকরা

অথবা, পরিভাষার উদ্দেশ্য কী?

উত্তর: লেখকের মতে, পরিভাষার উদ্দেশ্য ভাষাকে সংক্ষিপ্ত করা এবং তার অর্থ সুনির্দিষ্ট করা।


29.সাধারণদের জন্য লিখিত বৈজ্ঞানিক সন্দর্ভে পারিভাষিক শব্দের কীরূপ ব্যবহারের পরামর্শ প্রাবন্ধিক দিয়েছেন?

উত্তর: প্রাবন্ধিকের মতে, অল্প পরিচিত পারিভাষিক শব্দ প্রথমবার ব্যবহার হলে তার ব্যাখ্যা দেওয়া উচিত, পরে শুধু বাংলা পারিভাষিক শব্দটি ব্যবহারই যথেষ্ট।


30.অভিধা কী? একটি উদাহরণ দাও।

উত্তর: শব্দের মুখ্য অর্থ প্রকাশিত হয় যে বৃত্তির বলে, তার নাম অভিধা যেমন—পাঁকে জন্মে যা, তা ‘পঙ্কজ’ হলেও শব্দটির অভিধা ‘পদ্ম’ অর্থেই সীমাবদ্ধ।


31. ব্যঞ্জনা কী? একটি উদাহরণ দাও।

উত্তয়: যে প্রবণতার কারণে শব্দ নতুন অর্থের ইঙ্গিত তৈরি করে, তাকে বলা হয় ব্যঞ্জনা। যেমন, ‘অরণ্যে রোদন’—যার আক্ষরিক অর্থ অন্য কিছু হলেও ব্যঞ্জনা অনুযায়ী অর্থ হল নিষ্ফল খেদ।


32. অলংকারের প্রয়োগের ক্ষেত্রে বৈজ্ঞানিক সাহিত্য ও সাধারণ সাহিত্যে কী পার্থক্য রয়েছে?

উত্তর: বৈজ্ঞানিক সাহিত্য অলংকারহীন, সহজ, স্পষ্ট হওয়া উচিত সাধারণ সাহিত্য উপমা, উৎপ্রেক্ষা প্রভৃতি অলংকারে পূর্ণ কাব্যিক হতে পারে।


33. কোন্ উক্তিকে লেখক কাব্যের উপযুক্ত, ভূগোলের উপযুক্ত নয় বলেছেন?

উত্তর: “হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড”—কালিদাসের এই উক্তি কাব্যের উপযুক্ত, ভূগোলের উপযুক্ত নয়।


34.“এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত।”—কোন্ কথা মনে রাখা উচিত?

উত্তর: বৈজ্ঞানিক প্রবন্ধের ভাষা অত্যন্ত সরল ও স্পষ্ট হওয়া আবশ্যক- এই কথাটি মনে রাখা উচিত।


35. “এই রকম ভুল লেখা সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর।”—কোন্ ভুলের কথা বলেছেন প্রাবন্ধিক?

উত্তর: অক্সিজেন বা হাইড্রোজেন স্বাস্থ্যকর এ বিষয়ে বৈজ্ঞানিক যুক্তি নেই, কিন্তু ওজোন গ্যাস স্বাস্থ্যকর—এই ভুলের কথা বলেছেন প্রাবন্ধিক।


দশম শ্রেণির বাংলা বাংলা ভাষায় বিজ্ঞান বড়ো প্রশ্ন ও উত্তর pdf / মাধ্যমিক বাংলা প্রবন্ধ বাংলা ভাষায় বিজ্ঞান বড়ো প্রশ্ন ও উত্তর / বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধ ৫ নম্বরের প্রশ্ন উত্তর / মাধ্যমিক বাংলা  বাংলা ভাষায় বিজ্ঞান 5 নম্বরের প্রশ্ন উত্তর / দশম শ্রেণির বাংলা বাংলা ভাষায় বিজ্ঞান 5 নম্বরের প্রশ্ন উত্তর

১. “তাদের মোটামুটি দুই শ্রেণিতে ভাগ করা যেতে পারে।”—কাদের কথা বলা হয়েছে? দুই শ্রেণির পরিচয় দাও।

উত্তর: ‘বাংলা ভাষায় বিজ্ঞান' প্রবন্ধের আলোচ্য অংশে প্রাবন্ধিক রাজশেখর বসু যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের দুটি শ্রেণিতে ভাগ করেছেন।

যে দুটি শ্রেণির কথা প্রাবন্ধিক বলেছেন তাদের প্রথমটি হল যারা ইংরেজি জানে না বা অতি অল্প জানে। দ্বিতীয়টি হল যারা ইংরেজি জানে এবং ইংরেজি ভাষায় কিছু বিজ্ঞান বিষয়ক লেখা পড়েছে | প্রথম শ্রেণির পাঠকদের বিজ্ঞানের সঙ্গে কোনো পূর্বপরিচয় নেই। কিছু সাধারণ ইংরেজি


২. “যে লোক আজন্ম ইজার পরেছে তার পক্ষে হঠাৎ ধুতি পরা অভাকরা একটু শক্ত।''—‘বাংলা ভাষায় বিজ্ঞান' প্রবন্ধ অবলম্বনে মন্তব্যটির তাৎপর্য আলোচনা করো।

উত্তর: প্রাবন্ধিক রাজশেখর বসু তাঁর ‘বাংলা ভাষায় বিজ্ঞান' শীর্ষক রচনায় ইংরেজি জানা এবং ইংরেজি ভাষায় বিজ্ঞান পড়তে অভ্যস্ত মানুষদের বাংলা ভাষায় বিজ্ঞানচর্চার ক্ষেত্রে সমস্যার কথা উল্লেখ করতে গিয়ে আলোচ মন্তব্যটি করেছেন। বাংলা ভাষায় বিজ্ঞান বিষয়ক গ্রন্থ বা প্রবন্ধের পাঠকদের প্রাবন্ধিক দুটি শ্রেণিতে ভাগ করেছেন | প্রথম শ্রেণির পাঠকেরা ইংরেজি ভাষায় দক্ষনন এবং বিজ্ঞানের সঙ্গেও তাদের অতি সামান্য যোগাযোগ। কয়েকটি পারিভাষিক শব্দ বা বৈজ্ঞানিক ঘটনা সম্পর্কে সাধারণ জ্ঞান ছাড়া তাদের আর কিছুই জানা নেই | এদের ক্ষেত্রে বাংলা পরিভাষা আয়ত্ত করে বাংলায় বিজ্ঞান শেখা কোনো সমস্যার নয়। নিজের অভিজ্ঞতা থেকে প্রাবন্ধিক বলেছেন যে তিনিও এভাবেই ব্ৰষ্মমোহন মল্লিকের বই থেকে বাংলা জ্যামিতি শিখেছেন। কিন্তু সমস্যাটা হল তাঁদের নিয়ে যাঁরা ইংরেজি ভাষায় দক্ষ এবং তাতেই শিক্ষাগ্রহণ করেছেন। এঁদের মনে ‘ভাষাগত বিরোধী সংস্কার’ তৈরি হয়। অর্থাৎ বাংলায় কিছু শেখার সময় এঁদের ইংরেজিতে শেখা জ্ঞান বাধা হয়ে দাঁড়ায় | এই “পূর্ব সংস্কার দমন করে তাঁদের বৈজ্ঞানিক প্রবন্ধের পাঠ গ্রহণ করতে হয়, যা তাঁদের পক্ষে শ্রম ও সমস্যার । বিষয়টা আজন্ম ইজার পরা লোকের হঠাৎ ধুতি পরতে বাধ্য হওয়ার মতো। অত্যন্ত মনোযোগ আর আগ্রহের সঙ্গে মাতৃভাষা শিক্ষার মধ্যে দিয়ে এই সমস্যার সমাধান হতে পারে।


৩. “পরিভাষা রচনা একজনের কাজ নয়...।” ‘বাংলা ভাষায় বিজ্ঞান' নামক,রচনায় পরিভাষা বিষয়ে প্রাবন্ধিকের যে মতামত উল্লিখিত হয়েছে তা নিজের ভাষায় লেখো।

অথবা, বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে ‘পরিভাষা সমস্যা বিষয়ে লেখক যে আলোচনা করেছেন তা সংক্ষেপে লেখো।

উত্তর: রাজশেখর বসু ‘বাংলা ভাষায় বিজ্ঞান’ নামক প্রবন্ধে বাংলা ভাষায় বিজ্ঞানচর্চার ক্ষেত্রে যেসব বাধার কথা বলেছেন তার অন্যতম হল পারিভাষিক শব্দের অভাব। একবার বঙ্গীয় সাহিত্য পরিষদের সঙ্গে যুক্ত কয়েকজন বিদ্যোৎসাহী লেখক নানা বিষয়ে পরিভাষা রচনা করেছিলেন। কিন্তু যেহেতু তাঁরা কাজটি একত্রে করেননি, ফলে নতুন রচিত পরিভাষাগুলির মধ্যে সমতা ছিল না। একই বিষয়ের অনেকগুলি করে পরিভাষা তৈরি হয়েছিল। বরং ১৯৩৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিযুক্ত পরিভাষা সমিতি অনেক একত্রিতভাবে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখার  মানুষদের নিয়ে পরিভাষা সংকলন তৈরি করতে পেরেছিল। তবে সংকলনটি আরও পূর্ণাঙ্গ হওয়া প্রয়োজন বলে প্রাবন্ধিক মনে করেছেন। পারিভাষিক শব্দ বাদ দিয়ে বিজ্ঞান বিষয়ক রচনা সম্ভব নয়, আবার পরিভাষা তৈরির


4. “পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য।'—লেখকের এই মন্তব্যের যথার্থতা আলোচনা করো।

উত্তর: বাংলা ভাষায় বিজ্ঞান যারা পড়েন, তাদের স্বরূপ নির্ণয় করতে গিয়ে লেখক বৈজ্ঞানিক প্রবন্ধের পাঠকদের দুটি শ্রেণিতে ভাগ করেছেন। প্রথম শ্রেণি, যাঁরা ইংরেজি জানেন না বা খুব অল্প জানেন, দ্বিতীয় শ্রেণি যাঁরা ইংরেজি জানেন এবং ইংরেজি ভাষায় কিছু বিজ্ঞান বই পড়েছেন। পাশ্চাত্যের সঙ্গে তুলনা করতে গিয়ে এ দেশের মানুষের বৈজ্ঞানিক জ্ঞানের সীমাবদ্ধতার কথা তিনি বলেছেন। বিজ্ঞানের প্রাথমিক বিষয়গুলির সঙ্গে পরিচয় না থাকলে কোনো বৈজ্ঞানিক প্রবন্ধ বোঝা সম্ভব নয়| ইউরোপ আমেরিকায় পপুলার সায়েন্স লেখা খুব সহজ, কারণ সাধারণ মানুষ অনায়াসে তা বোঝে। কিন্তু আমাদের দেশের সামাজিক পরিস্থিতি এতটা সহজ নয়। এখানে বয়স্কদের জন্য যা লেখা হয়, তা-ও প্রাথমিক বিজ্ঞানেরমতো গোড়া থেকে না লিখলে তাঁদের বোঝাবার মতো সহজ হয় না। বাংলা ভাষায় যাঁরা বিজ্ঞান বিষয়ক লেখালেখি করেন, তাঁদের জনপ্রিয়তা পেতে গেলে এই বিষয়গুলো মনে রাখতে হবে। বিজ্ঞানশিক্ষার বিস্তার ঘটানোর প্রয়োজনীয়তা বোঝাতে গিয়ে প্রাবন্ধিক এই কথাগুলো বলেছেন । মনে রাখা দরকার যে, বিজ্ঞানশিক্ষার প্রসার যথাযথ না হলে বিজ্ঞান বিষয়ক সাহিত্যের বিকাশ ঘটাও সম্ভব নয়।


5. ‘এই রকম ভুল লেখা সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর।”—কী ধরনের ভুল লেখার কথা বলা হয়েছে? তা সাধারণ পাঠকের কাছে অনিষ্টকর কেন?

উত্তর: ‘বাংলা ভাষায় বিজ্ঞান' শীর্ষক প্রবন্ধে উল্লিখিত হয়েছে যে, প্রাবন্ধিক রাজশেখর বসু একবার এক পত্রিকায় দেখেছিলেন—“অক্সিজেন বা হাইড্রোজেন স্বাস্থ্যকর বলে বৈজ্ঞানিক যুক্তি নেই | তারা জীবের বেঁচে থাকার পক্ষে অপরিহার্য অঙ্গ মাত্র | তবে “ওজোন গ্যাস স্বাস্থ্যকর।” এই ধরনের ভুল লেখার কথাই এখানে বলা হয়েছে।


● বিজ্ঞান পুরোপুরিভাবে সত্যের ওপর প্রতিষ্ঠিত | বিজ্ঞান বিষয়ক রচনায় বৈজ্ঞানিক সত্যকে হুবহু রক্ষা করতে হয়। তা না হলে সাধারণ পাঠকের কাছে ভুল বার্তা চলে যাবে। তা নিছক জ্ঞান বা শিক্ষার ভ্রান্তি হবে তাই নয়, ব্যক্তির জীবনযাপন বা সুস্থতার ক্ষেত্রেও তা ক্ষতিকর হয়ে দেখা দিতে পারে। তাতে সমূহ বিপদ। তাই প্রাবন্ধিক বলতে চেয়েছেন, বৈজ্ঞানিক রচনা পত্রিকায় প্রকাশের আগে কোনো অভিজ্ঞ লোককে দিয়ে যাচাই করে নেওয়া উচিত। এক্ষেত্রে সম্পাদককে অনেক সচেতন থাকতে হবে। তাহলে পাঠকের অনিষ্টের সম্ভাবনা থাকবে না।

 


তাই দেড়ি না করে এই পোস্টের দশম শ্রেণির বাংলা বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধ থেকে প্রশ্ন উত্তর  গুলো ভালো করে পড়ে নাও বা নীচে দেওয়া Download লিংকে ক্লিক করে ক্লাস 10 বাংলা বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধ প্রশ্ন উত্তর pdf download, class 10 Bengali Bangla bhasaya bijjan questions answers pdf download করে নিতে পারো। এবং প্রতিদিন বাড়িতে বসে YouTube Live Class এর মাধ্যমে  ক্লাস করতে চাইলে আমাদের YouTube Channel এ ভিজিট করো ও Subscribe করে নাও।


YouTube Link - .  OUR ONLINE SCHOOL   SUBSCRIBE      

যযhttps://youtube.com/@Ouronlineschool247

      আরও পোস্ট দেখো     B  

এছাড়াও তোমার মাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাজেশন ডাউনলোড করে নিতে পারো নীচে দেওয়া লিংকে ক্লিক করে।  Madhyamik Bengali Suggestion 2024  | মাধ্যমিক বাংলা সাজেশন 2024



বিনামূল্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন

File Details:-

File Name:- Madhyamik Bengali Prabandha Bangla bhasaya bijjan questions answers pdf download 

File Format:- PDF

File Size:-  Mb

File Location:- Google Drive

  Download  Click Here to Download 

      আরও পোস্ট দেখো     B           

A. মাধ্যমিক বাংলা সমস্ত অধ্যায়ের প্রশ্ন উত্তর Click Here

B.  Madhyamik Suggestion / মাধ্যমিক সাজেশন

C. Madhyamik bengali Suggestion Click here

D. মাধ্যমিক বাংলা সাজেশন PDF Download 


বাংলা প্রবন্ধ – বাংলা ভাষায় বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | class 10  Bengali unhappy one Question and Answer 


MP বাংলা – বাংলা ভাষায় বিজ্ঞান (প্রবন্ধ) প্রশ্ন ও উত্তর | Class 10 Bengali Bangla bhasaya bijjan 3  Question and Answer নিচে দেওয়া হলো। এই দশম শ্রেণির বাংলা প্রশ্ন ও উত্তর – WBBSE Class 10 Bengali Question and Answer, Suggestion, Notes – বাংলা ভাষায় বিজ্ঞান থেকে সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর গুলি আগতি West Bengal Madhyamik Bengali Examination – পশ্চিমবঙ্গ মাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।



তোমরা যারা মাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য -  বাংলা ভাষায় বিজ্ঞান থেকে প্রশ্ন উত্তর খুঁজে চলেছো তাদের জন্য আজ আমরা– মাধ্যমিক বাংলা এর প্রবন্ধ থেকে প্রশ্ন ও উত্তর | Madhyamik bangla 3 Bangla bhasaya bijjan Question and Answer নিয়ে এসেছি, তোমরা নিচে দেওয়া বাংলা প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়বে ও যদি Pdf প্রয়োজন হয় তাহলে নীচে দেওয়া Class 10 বাংলা প্রবন্ধ বাংলা ভাষায় বিজ্ঞান প্রশ্ন ও উত্তর PDf download- link এ ক্লিক করে ডাউনলোড করে নিতে পারো। 


‘‘মাধ্যমিক বাংলা প্রবন্ধ বাংলা ভাষায় বিজ্ঞান’’ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতির জন্য।  বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধ থেকে প্রশ্ন অনেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন মাধ্যমিক পরীক্ষায় আসে । 


দশম শ্রেণি বাংলা বাংলা ভাষায় বিজ্ঞান প্রশ্ন উত্তর pdf download / দশম শ্রেণি অসুখী এক জন প্রবন্ধর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর pdf /

Madhyamik Bengali Bangla bhasaya bijjan Prabandha question answer pdf / ক্লাস 10 বাংলা ভাষায় বিজ্ঞান প্রশ্ন উত্তর বাংলা ভাষায় বিজ্ঞান pdf  / ক্লাস 10 বাংলা প্রশ্ন উত্তর বাংলা ভাষায় বিজ্ঞান pdf download / বাংলা ভাষায় বিজ্ঞান প্রশ্ন উত্তর / Madhyamik Bengali Prabandha question answer pdf / Class ten Bengali Prabandha Bangla bhasaya bijjan question answer,


বাংলা ভাষায় বিজ্ঞান মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর – মাধ্যমিক বাংলা প্রবন্ধ প্রশ্ন ও উত্তর pdf download – বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধ  pdf download| পশ্চিমবঙ্গ মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর pdf–| Madhyamik Bengali Question and Answer pdf download, Class 10 Bengali Question and Answer pdf  | Madhyamik Bengali note pdf download  | West Bengal Madhyamik Bengali Question and Answer pdf download. মাধ্যমিক বাংলা questions answers   – বাংলা ভাষায় বিজ্ঞান questions answers ,মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর পিডিএফ  – Class 10 বাংলা ভাষায় বিজ্ঞান প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর  | Madhyamik বাংলা ভাষায় বিজ্ঞান pdf download.



MP Bengali Question answer 2024 pdf  | মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর  2024 pdf  – বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধ long Question answer pdf, Madhyamik Bengali Question pdf, মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর বাংলা ভাষায় বিজ্ঞান (প্রবন্ধ) । বাংলা ভাষায় বিজ্ঞান (প্রবন্ধ) | Madhyamik Bengali Suggestion/ মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর pdf – 

 

      তোমাকে অসংখ্য ধন্যবাদ ,  তোমার যদি  আমাদের এই ” মাধ্যমিক বাংলা প্রবন্ধ  বাংলা ভাষায় বিজ্ঞান প্রশ্ন ও উত্তর । Madhyamik Bengali Bangla bhasaya bijjan Question and Answer  ” পােস্টটি ভালো লাগে এবং গুরুত্বপূর্ণ বলে মনে হয়, তাহলে তুমি আমাদের এই পোস্টটা তোমার বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে।


এছাড়াও তুমি আমাদের ওয়েবসাইট থেকে যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বই পিডিএফ, নোট, Practice Set, mock test ইত্যাদি পাবে।

 

_________ধন্যবাদ ❤️🤗 ________



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url