কোনি প্রশ্ন উত্তর | মাধ্যমিক বাংলা পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ কোনি প্রশ্ন উত্তর
কোনি প্রশ্ন উত্তর Pdf। দশম শ্রেণির বাংলা পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ কোনি প্রশ্ন উত্তর | কোনি মতি নন্দী প্রশ্ন ও উত্তর | Class 10 Bengali purṇanga sahayaka grantha koni question answer
আসসালামু আলাইকুম,
তোমাকে আমাদের এই SKGUIDEBANGLA শিক্ষামূলক ওয়েবসাইটে স্বাগতম।
আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দশম শ্রেণির বাংলা কোনি পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ প্রশ্ন উত্তর pdf। মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর কোনি । দশম শ্রেণির বাংলা পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ প্রশ্ন উত্তর কোনি। কোনি প্রশ্ন ও উত্তর |Madhyamik Bengali koni question answer যা দশম শ্রেণির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ যা আগত দশম শ্রেণির টেস্ট ও ফাইনাল পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে ।
কোনি পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ প্রশ্ন উত্তর / মাধ্যমিক বাংলা কোনি প্রশ্ন উত্তর / দশম শ্রেণির বাংলা কোনি প্রশ্ন উত্তর
দশম শ্রেণির বাংলা কোনি বড়ো প্রশ্ন ও উত্তর pdf / মাধ্যমিক বাংলা পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ কোনি বড়ো প্রশ্ন ও উত্তর / কোনি পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ ৫ নম্বরের প্রশ্ন উত্তর / মাধ্যমিক বাংলা কোনি 5 নম্বরের প্রশ্ন উত্তর / দশম শ্রেণির বাংলা কোনি 5 নম্বরের প্রশ্ন উত্তর
1. বারুণী কী? বারুণীর দিনে গঙ্গার ঘাটে যে দৃশ্যটি ফুটে উঠেছে তা লেখো।
অথবা, “আজ বারুগী | গঙ্গায় আজ কাঁচা আমের ছড়াছড়ি।”—বারুণী কী? গঙ্গাতীরের বর্ণনা পাঠ্যাংশে যেভাবে পড়েছ, গুছিয়ে লেখো।
উত্তর: শতভিষা নক্ষত্রযুক্ত কৃয়াচতুর্দশী তিথিতে পুণ্যস্নানাদি দ্বারা পালনীয় বিশেষ পর্ব হল বারুণী। এই দিন মনস্কামনা পূরণের ইচ্ছায় গঙ্গাদেবীর উদ্দেশে কাঁচা ফল দান করা হয়।
● বারুণী পর্বকে কেন্দ্র করে গঙ্গার ঘাটে প্রচুর কাঁচা আম ভেসে যাচ্ছিল। মহা উৎসাহের সঙ্গে ছেলেমেয়ের দল সেই আম কুড়োচ্ছিল। ভাটায় জল কিছুটা দূরে সরে যাওয়ায় কাদা মাখা পায়ে ফেরা লোকেদের মুখে ছিল বিরক্তির ছাপ। সাড়ে তিন মন ওজনের বিষ্টুচরণ ধর একটা ছেঁড়া মাদুরের উপর শুয়ে মালিশ করাচ্ছিলেন এবং বিরক্তি-সহ গঙ্গার দিকে তাকিয়ে ছিলেন | সাদা লুঙ্গি, গেরুয়া পাঞ্জাবি এবং চোখে মোটা লেন্সের চশমা পরিহিত পঞ্চাশ-পঞ্চান্ন বছরের ক্ষিতীশ সিংহ বিচরণকে দেখে হাসছিলেন।‘তানপুরা', ‘তবলা’, ‘সারেগামা' ইত্যাদি বিচিত্র ভঙ্গিতে মালিশ করার নির্দেশ দিচ্ছিলেন বিষ্টুচরণ ধর। এই দৃশ্যে আনন্দিত হয়ে ক্ষিতীশ সিংহ বিচরণ ধরের শরীর নিয়ে ব্যঙ্গ করে বলেন যে, তিনি নিয়মিত শরীরচর্চা করেন। নানান অঙ্গভঙ্গি করে যখন ক্ষিতীশ সিংহ মজা করতে শুরু করেন তখন বিষ্টুচরপ ধরের রাগের বদলে কৌতূহল হয়। ক্রমশ তাদের দুজনের মধ্যে আলাপ জমে ওঠে। চোখ দিয়ে কামান দাগতে
2. “শরীরের নাম মহাশয় যা সহাবে তাই সয়।”——ক্ষিতীশ সিংহের এই উত্তিতে তার কীরূপ মানসিকতা ফুটে উঠেছে?
উত্তর: মতি নন্দী রচিত কোনি উপন্যাসের দ্বিতীয় পরিচ্ছেদে ক্ষিতীশ সিংহ এই প্রবাদবাক্যটি ব্যবহার করেছেন। এই বাক্যের মধ্য দিয়ে পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছর বয়সি মানুষটির শরীর ও মন সম্পর্কে অপূর্ব সংযম ও নিয়ন্ত্রণের ছবি স্পষ্ট হয়ে ওঠে। মানুষটি প্রতিদিন শরীরচর্চা করতেন। নিজেই স্পষ্ট বলেছেন “খিদের মুখে যা পাই তাই অমৃতের মতো লাগে” | শরীর সম্পর্কে সম্পূর্ণরূপে সচেতন মানুষটি বাড়িতেও তার এই আদর্শ মেনে চলতেন। তাঁর সংসারে খাওয়ার আয়োজন ছিল সামান্যই। ক্ষিতীশ মনে করতেন বাঙালিয়ানা রান্নায় স্বাস্থ্য ভালো থাকবে না, তাই প্রায় সব কিছু কুকারে সিদ্ধ করেই তিনিখেতেন। তাঁর মতে খাদ্যপ্রাণ যথাসম্ভব অটুট থাকে সিদ্ধ খাবার খেলে। ক্ষিতীশ সিংহের স্ত্রী সংসারে প্রথমদিকে বিদ্রোহ প্রকাশ করেছিলেন এবং রান্নায় মশলা ব্যবহারের চেষ্টা করেছিলেন। শরীরচর্চা এবং মনকে যথাসম্ভব
সংযমী রাখতে পারলে সে নিয়ন্ত্রণে থাকবে ক্ষিতীশ সিংহের এটাই বিশ্বাস ছিল। এককথায় ক্ষিতীশ সিংহের সাঁতার ও সাঁতারুদের প্রতি দায়িত্ববোধ, কর্তব্যবোধ এবং কঠোর পরিশ্রমের প্রতি তাঁর পক্ষপাত আলোচ্য প্রসঙ্গে ফুটে উঠেছে।
৩. “তোর আসল লজ্জা জলে, আসল গর্বও জলে।”—কোন্ প্রসঙ্গে এই উক্তি? উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো।
উত্তর: কোনি চল্লিশ টাকার বিনিময়ে লীলাবতীর দর্জির দোকানে ঝাঁট দেয় ও ফাইফরমাশ খাটে | একদিন অমিয়া ওই দোকানে ব্লাউজ করাতে এসেছিল। কোনিকে সেখানে দেখে অমিয়া বলেছিল, “তুই এখানে ঝিয়ের কাজ করিস?” এই কথায় কোনি খুব লজ্জা পেয়েছিল। তখন ক্ষিতীশ তাকে সান্ত্বনা
দিতে আলোচ্য উক্তিটি করেছেন। কোনি সম্ভাবনাময় সাঁতারু। তার সম্পর্ক জলের সঙ্গে। যার যেখানে অবস্থান, তার লজ্জা এবং সম্মান সেখানেই। একজন ক্রিকেটার বা ফুটবলারের সম্মান, লজ্জা, গর্ব খেলার মাঠেই | দোকানে ঝিয়ের কাজ করে বলে কোনিকে ছোটো চোখে দেখেছিল অমিয়া | কিন্তু ক্ষিতীশ তাকে বুঝিয়ে দেন যে সেটা তার প্রকৃত কর্মক্ষেত্র নয়। সেখানে তার সাফল্য, ব্যর্থতা বা গর্বের কোনো স্থান নেই। কেননা, কোনি প্রতিভাবান সাঁতারু। যেহেতু সাঁতারের সঙ্গে জলের সম্পর্ক নির্দিষ্ট, তাই কোনির সাফল্য বা ব্যর্থতা জলেই সীমাবদ্ধ। সাঁতারে ব্যর্থ হলে তার লজ্জিত হওয়া উচিত, আবার সাফল্য লাভ করলে গর্ব বোধ করা উচিত। এই কারণেই ক্ষিতীশ কোনিকে বলতে চেয়েছেন অমিয়ার কথায় লজ্জিত না হয়ে সে যেন সাঁতারটা ভালো করে শেখে। জলের বাইরে কোনির লজ্জা বা গর্বের কোনো কিছু নেই।
4. “হঠাৎ তার চোখে ভেসে উঠল '৭০' সংখ্যাটা”—কোন্ ঘটনায় এমন হয়েছিল? কোনির কাছে এই সংখ্যাটার তাৎপর্য কী ছিল?
উত্তর: কোনি একা চিপকের সুইমিং পুলে নিজের ইচ্ছেমতো অনুশীলন করে উঠে আসার সময় একটি মেয়ের মুখোমুখি হয়। পরিচয়ে জানতে পারে তার নাম রমা যোশি। সেই সময়েই কোনির চোখে '৭০' সংখ্যাটা ভেসে ওঠে।
→ কোনির চোখে ‘৭০’ সংখ্যাটা এক গভীর তাৎপর্য নিয়েই ভেসে উঠেছিল। এই সংখ্যাটা হল ‘৭০’ সেকেন্ড | মহারাষ্ট্রের সাঁতারু রমা যোশি ৭০ সেকেন্ড সাঁতার শেষ করে রেকর্ড তৈরি করেছিল। এই রমা যোশিই ছিল কোনির প্রতিদ্বন্দ্বী। তাই ক্ষিতীশ সিংহ কোনির অনুশীলনের বিষয়ে অত্যন্ত সতর্ক, হিসেবি এবং কঠোর হয়ে ওঠেন। তিনি কোনির প্রতিদিনের অনুশীলনের পাশাপাশি তার খাওয়া, বিশ্রাম, রক্তে হিমোগ্লোবিনের মাত্রা সব কিছুতে নজর রাখতে শুরু করেন। এই সময় তিনি লাল কালিতে বড়ো অক্ষরে '৭০' সংখ্যাটা লিখে ক্লাবের বারান্দার দেয়ালে রেখে কোনিকে উৎসাহিত করতে চেয়েছিলেন। প্রতিদিন চোখের সামনে ওই সময়টি কোনিকে দেখিয়ে তিনি বোঝাতে চেয়েছিলেন, “এক মিনিট ১০ সেকেন্ডে কোনিকে এই বছরই সাঁতরাতে হবে।” অসম্ভবকে সম্ভব করতে হবে। সময়ই যে কোনির একমাত্র শত্রু তা প্রতিমুহূর্তে ওই সংখ্যাটি সামনে রেখে তিনি বোঝাতে চেয়েছিলেন।
5. “আপনারা ক্ষিতীশ সিঙ্গিকে জব্দ করার জন্য ওকে ভিক্টিমাইজ করলেন।” -বক্তা কে? ক্ষিতীশ সিংহকে জব্দ করার জন্য কাকে কীভাবে ভিক্টিমাইজড করা হয়েছিল?
উত্তর: কোনি উপন্যাসের উল্লিখিত অংশটির বক্তা প্রণবেন্দু বিশ্বাস।
● ক্ষিতীশ সিংহকে জব্দ করার জন্য কোনিকে ভিক্টিমাইজড করার কথা বলা হয়েছে। জুপিটারের ধীরেন ঘোষদের সঙ্গে অনেক লড়াই করে প্রণবেন্দু বিশ্বাস কোনিকে বাংলা দলে ঢুকিয়েছিলেন। হরিচরণ-ধীরেন ঘোষরা চক্রান্ত করে কোনিকে প্রতিযোগিতায় নামার সুযোগ থেকে বঞ্চিত করে। প্রকাশ্যে অবশ্য হরিচরণরা সংগঠকদের ওপরেই দায় চাপায় | কিন্তু হিয়া মিত্র ২০০ ও ৪০০ মিটারে না নামার সিদ্ধান্ত নেওয়ায় যখন হরিচরণ প্রণবেন্দুর বিরুদ্ধে বাংলার কথা না ভাবার অভিযোগ আনে তখন প্রণবেন্দু গ্যালারিতে বসা কোনির দিকে আঙুল তুলে বলে হরিচরণরা যদি বাংলার কথা ভাবত তাহলে কোনি গ্যালারিতে বসে থাকত না। ক্ষিতীশের বিরুদ্ধে প্রতিশোধ নিতে গিয়ে ঘৃণ্য চক্রান্ত করে কোনিকে দল থেকে বাদ দিতে সচেষ্ট হয়েছিল ধীরেন ঘোষরা, তা সফল না হওয়ায় প্রতিযোগিতায় নামার সুযোগ থেকেই কোনিকে বঞ্চিত করা হয়।
6. “ওইটেই তো আমি রে, যন্ত্রপাটাই তো আমি।”—কোন্ প্রসঙ্গে এই উক্তি? উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো।
উত্তর: মাদ্রাজে অনুষ্ঠিত জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপে শেষ দিনের ৪×১০০ মিটারে রমা যোশির মতো প্রখ্যাত সাঁতারুকে হারিয়ে কোনি জেতে। কোনিকে অভিনন্দন জানাতে আসা বহু মানুষের ভিড়ে সে ক্ষিতীশকে দেখতে পায়নি | শেষে ক্ষিতীশকে পেয়ে সে রেগে গিয়ে তার বুকে দুমদুম ঘুসি মারতে
থাকে আর বলে যে, সে যন্ত্রণায় মরে যাচ্ছিল। এই কথার প্রসঙ্গে ক্ষিতীশ আলোচ্য উক্তিটি করেছেন।
● দীর্ঘদিনের কঠিন পরিশ্রমের ফল পেয়েছে কোনি। এই কোনির জন্যই ক্ষিতীশ সংসার ভুলেছেন, নিজের ব্যক্তিসুখ বিসর্জন দিয়েছেন। শুধু কোনি নামক একটি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে গিয়ে ক্ষিতীশ বহু লাঞ্ছনা-অপমান সহ্য করেছেন। তবু তিনি কখনও ভেঙে পড়েননি | সবসময় বুকের মধ্যে অনুভব করেছেন জুপিটারের সতীর্থদের কাছ থেকে পাওয়া অপমানের তীব্র যন্ত্রণা। হয়তো এই যন্ত্রণাটা না থাকলে ক্ষিতীশ প্রতিজ্ঞাবদ্ধ হতে পারতেন না, তৈরি করতে পারতেন না কোনিকে। সত্যিই ক্ষিতীশ নিজেই একটা প্রতিজ্ঞার নাম। লক্ষ্যে পৌঁছানোর জন্য তাঁর প্রচেষ্টা আর ধৈর্য ভাষায় প্রকাশ করা যায় না। ক্ষিতীশও যন্ত্রণার আগুনে পুড়ে হয়ে উঠেছেন ইস্পাতকঠিন। আলোচ্য উত্তিটি প্রকৃতপক্ষে ক্ষিতীশের সংগ্রামী চেতনারই উদ্ভাসিত রূপ।
7. কোনি উপন্যাসের কোনি চরিত্রটি বিশ্লেষণ করো।
উত্তর: মতি নন্দীর কোনি উপন্যাসটি কোনি নামের মেয়েটির জীবনযুদ্ধেরই কাহিনি। এক্ষেত্রে নামকরণের চরিত্রটিই যে উপন্যাসের প্রধান চরিত্র তা বলাই বাহুল্য। শ্যামপুকুর বস্তিতে বসবাসকারী মা ও সাত ভাই-বোনের পরিবারের সন্তান কোনি। সে স্বভাবে ডানপিটে, চেহারায় পুরুষালি ভাব। তার চুল ঘাড়
পর্যন্ত ছাঁটা। কালো হিলহিলে শরীরটি যেন কেউটের মতো।
লড়াকু: কাহিনির শুরু থেকে শেষ পর্যন্ত কোনি চরিত্রের লড়াকু ও সংগ্রামী মানসিকতা প্রমাণিত ও প্রশংসনীয়। গঙ্গার বুকে ছেলে বন্ধুদের সঙ্গে সমানভাবে পাল্লা দিয়ে সে সাঁতার কেটেছে।
খেলোয়াড়সুলভ: গঙ্গাবক্ষে আম সংগ্রহ, ২০ ঘণ্টা হাঁটা প্রতিযোগিতা, বাংলা চ্যাম্পিয়ন অমিয়াকে হারানো এবং সবশেষে মাদ্রাজ জাতীয় সাঁতার প্রতিযোগিতা—সর্বত্র কোনির 'Sporting mentality'প্রমাপিত। মাদ্রাজে যখন হিয়া তাকে বলে “কোনি তুমি আনস্পোরটিং” তখন এর উত্তর সে জলেই
দৃঢ়প্রতিজ্ঞ: রবীন্দ্র সরোবরের প্রতিযোগিতায় কোনি যখন হিয়া মিত্রেরকাছে হেরে যায় তখন তার প্রতিক্রিয়া দেখে ক্ষিতীশ সিংহ কোনির জেদ ও দৃঢ়প্রতিজ্ঞ মনোভাবের প্রমাণ পেয়ে যান। পরিশ্রমী
কষ্টসহিঞ্চু: কোনি ছিল অসম্ভব পরিশ্রমী। পারিবারিক দারিদ্র্য, নিজের ক্ষুধাকে হারিয়েও সে নিজেকে অনুশীলনে যুক্ত রাখে। লীলাবতীর সঙ্গে ‘প্রজাপতি’ দোকানের যাবতীয় করমাশ খাটে।
আত্মাভিমানী: কোনির সমস্ত অভিমান ছিল ক্ষিতীশ সিংহকে ঘিরে। মাদ্রাজ যাওয়ার সময় এবং সেখানে গিয়ে ক্ষিতীশ ছাড়া অসহায় কোনির অভিমান প্রবলভাবে জেগে ওঠে। বাংলাকে না ভালোবাসার অপবাদ যখন তাকে দেওয়া হয় তখন তার শত অপমান, বঞ্চনা অভিমানে পরিণত হয়। তাই হিয়া বা অনিয়াকে হারিয়ে সে তার জবাব দিতে চেয়েছিল।
প্রতিবাদী: কোনির প্রতিবাদী চারিত্রিক বৈশিষ্ট্যই তাকে জীবন্ত এক রক্তমাংসের চরিত্রে পরিণত করেছে। অপমান, চক্রান্ত, অবহেলা সমস্ত কিছুর প্রতিবাদ সে করেছে তার সাঁতারের মাধ্যমে। কোনির নিষ্ঠা, একাগ্রতা, লড়াকু পরিশ্রমী মানসিকতা এই চরিত্রটিকে আমার চোখে ‘বিজয়িনী নায়িকা'-তে পরিণত করেছে।
৮. ক্ষিতীশ সিংহ চরিত্রটি বিশ্লেষণ করো।
উত্তর: মতি নন্দীর কোনি উপন্যাসটির কাহিনি যে মানুষটিকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে তিনি হলেন নিঃসন্তান, পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছরের, পুরু লেন্সের চশমা পরিহিত সাঁতার প্রশিক্ষক ক্ষিতীশ সিংহ।
অভিজ্ঞ, বিচক্ষণ ও রসিক: ক্ষিতীশ গঙ্গার ঘাটে সাড়ে তিন মন দেহের অধিকারী বিষ্টুচরণ ধর সম্পর্কে যা যা বলেছেন তা তাঁর বিচক্ষণতার আর রসিকতারই প্রমাণ দেয়। গঙ্গার ঘাটে কোনিকে এক ঝলক দেখে বিচক্ষণ ও অভিজ্ঞ প্রশিক্ষক ক্ষিতীশ সিংহ বুঝতে পেরেছিলেন কোনির মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আছে।
প্রতিবাদী, লড়াকু ও আপসহীন: দীর্ঘ পঁয়ত্রিশ বছর জুপিটার ক্লাবের সঙ্গে থেকেও দলাদলি এবং স্বার্থান্ধ কিছু মানুষের চক্রান্তে তাঁকে ক্লাবের ট্রেনারের পদ ছাড়তে হয়। কিন্তু তাঁর লড়াই থেমে থাকে না। তিনি কোনিকে সাঁতার শেখাতে শুরু করেন এবং পারিবারিক, সামাজিক, আর্থিক সকল প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়াই করে কোনিকে চ্যাম্পিয়নে পরিণত করেন। শরীরসচেতন ও সংযমী: ক্ষিতীশ সিংহ নিয়মিত শরীরচর্চা করতেন। খাওয়াদাওয়া বিষয়ে সম্পূর্ণ সচেতন ও সংযমী ছিলেন।
খেলা অন্তপ্রাণ: সংসার এবং ব্যাবসা সম্পর্কে উদাসীন মানুষটির ধ্যান ও জ্ঞান হল খেলা। তার চোখে খেলোয়াড় জীবনের ও প্রাণের প্রতীক।
নিষ্ঠাবান ও পরিশ্রমী: ক্ষিতীশ নিজের নিষ্ঠা, পরিশ্রম দিয়ে কোনিকে চ্যাম্পিয়ন করেন। সকাল-বিকাল কোনির অনুশীলন, শরীরচর্চা যেভাবে দেখভাল করেছেন তাতে তাঁর একাগ্র নিষ্ঠার পরিচয় পাওয়া গেছে।
বুদ্ধিমান: ক্ষিতীশ যেভাবে বিষ্টুচরণ ধরের কাছে প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাব দিয়েছেন, লীলাবতীর দেওয়া টাকা ফিরিয়ে দিয়েছেন এবং অ্যাপোলো ক্লাবে কোনির পুরো সুযোগসুবিধার বন্দোবস্ত করেছেন, তাতে ক্ষিতীশের অসম্ভব বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়।
দরদি ও পরোপকারী: সাঁতারু তৈরিই ছিল ক্ষিতীশের জীবনের স্বপ্ন। তাই পরের উপকার করে নিজেরই দরদি মনের পরিচয় দিয়েছেন। কোনির পরিবারের আর্থিক দুরবস্থা জেনেও তার সমস্ত দায়িত্ব তিনি নেন।
দৃঢ়চেতা ও আদর্শবান: ক্ষিতীশ সিংহের এই চারিত্রিক দৃঢ়তাই তাঁকে সমগ্র উপন্যাসজুড়ে উজ্জ্বল করে রেখেছে। “গুরুকে শ্রদ্ধেয় হতে হবে শিষ্যের কাছে” এবং “মনস্তাত্ত্বিকের মতো শিষ্যের সঙ্গে মিশে কথা, কাজ, উদাহরণ দিয়ে মনের মধ্যে আকাঙ্ক্ষা বাসনা জাগিয়ে তুলতে হবে” এটাই ছিল তাঁর মূলমন্ত্র। যেভাবে তিনি কোনির সঙ্গে নিজেকে নিযুক্ত রেখেছেন এবং পাগলের মতো কোনির ভিতরের শক্তিকে টেনে বের করেছেন তাতে বলা যায় তিনি হলেন যথার্থ 'Friend Philosopher and Guide:
তাই দেড়ি না করে এই পোস্টের দশম শ্রেণির বাংলা কোনি পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে প্রশ্ন উত্তর গুলো ভালো করে পড়ে নাও বা নীচে দেওয়া Download লিংকে ক্লিক করে ক্লাস 10 বাংলা কোনি পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ প্রশ্ন উত্তর pdf download, class 10 Bengali koni questions answers pdf download করে নিতে পারো। এবং প্রতিদিন বাড়িতে বসে YouTube Live Class এর মাধ্যমে ক্লাস করতে চাইলে আমাদের YouTube Channel এ ভিজিট করো ও Subscribe করে নাও।
YouTube Link - . OUR ONLINE SCHOOL SUBSCRIBE
যযhttps://youtube.com/@Ouronlineschool247
আরও পোস্ট দেখো B
এছাড়াও তোমার মাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাজেশন ডাউনলোড করে নিতে পারো নীচে দেওয়া লিংকে ক্লিক করে। Madhyamik Bengali Suggestion 2024 | মাধ্যমিক বাংলা সাজেশন 2024
বিনামূল্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন
File Details:-
File Name:- Madhyamik Bengali purṇanga sahayaka grantha koni questions answers pdf download
File Format:- PDF
File Size:- Mb
File Location:- Google Drive
Download: Click Here to Download
আরও পোস্ট দেখো B
A. মাধ্যমিক বাংলা সমস্ত অধ্যায়ের প্রশ্ন উত্তর Click Here
B. Madhyamik Suggestion / মাধ্যমিক সাজেশন
C. Madhyamik bengali Suggestion Click here
D. মাধ্যমিক বাংলা সাজেশন PDF Download
বাংলা পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ – কোনি প্রশ্ন ও উত্তর | class 10 Bengali unhappy one Question and Answer
MP বাংলা – কোনি (পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ) প্রশ্ন ও উত্তর | Class 10 Bengali koni 3 Question and Answer নিচে দেওয়া হলো। এই দশম শ্রেণির বাংলা প্রশ্ন ও উত্তর – WBBSE Class 10 Bengali Question and Answer, Suggestion, Notes – কোনি থেকে সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর গুলি আগতি West Bengal Madhyamik Bengali Examination – পশ্চিমবঙ্গ মাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।
তোমরা যারা মাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য - কোনি থেকে প্রশ্ন উত্তর খুঁজে চলেছো তাদের জন্য আজ আমরা– মাধ্যমিক বাংলা এর পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে প্রশ্ন ও উত্তর | Madhyamik bangla 3 koni Question and Answer নিয়ে এসেছি, তোমরা নিচে দেওয়া বাংলা প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়বে ও যদি Pdf প্রয়োজন হয় তাহলে নীচে দেওয়া Class 10 বাংলা পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ কোনি প্রশ্ন ও উত্তর PDf download- link এ ক্লিক করে ডাউনলোড করে নিতে পারো।
‘‘মাধ্যমিক বাংলা পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ কোনি’’ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতির জন্য। কোনি পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে প্রশ্ন অনেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন মাধ্যমিক পরীক্ষায় আসে ।
দশম শ্রেণি বাংলা কোনি প্রশ্ন উত্তর pdf download / দশম শ্রেণি অসুখী এক জন পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর pdf /Madhyamik Bengali koni purṇanga sahayaka grantha question answer pdf / ক্লাস 10 কোনি প্রশ্ন উত্তর কোনি pdf / ক্লাস 10 বাংলা প্রশ্ন উত্তর কোনি pdf download / কোনি প্রশ্ন উত্তর / Madhyamik Bengali koni question answer pdf / Class ten Bengali purṇanga sahayaka grantha koni question answer,
কোনি মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর – মাধ্যমিক বাংলা পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ প্রশ্ন ও উত্তর pdf download – কোনি পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ pdf download| পশ্চিমবঙ্গ মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর pdf–| Madhyamik Bengali Question and Answer pdf download, Class 10 Bengali Question and Answer pdf | Madhyamik Bengali note pdf download | West Bengal Madhyamik Bengali Question and Answer pdf download. মাধ্যমিক বাংলা questions answers – কোনি questions answers ,মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর পিডিএফ – Class 10 কোনি প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর | Madhyamik কোনি pdf download.
MP Bengali Question answer 2024 pdf | মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর 2024 pdf – কোনি পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ long Question answer pdf,
WBBSE Madhyamik Bengali Question pdf, মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর কোনি (পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ) । কোনি (পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ) | Madhyamik Bengali Suggestion/ মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর pdf –
তোমাকে অসংখ্য ধন্যবাদ , তোমার যদি আমাদের এই ” মাধ্যমিক বাংলা পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ কোনি প্রশ্ন ও উত্তর । Madhyamik Bengali koni Question and Answer ” পােস্টটি ভালো লাগে এবং গুরুত্বপূর্ণ বলে মনে হয়, তাহলে তুমি আমাদের এই পোস্টটা তোমার বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে।
এছাড়াও তুমি আমাদের ওয়েবসাইট থেকে যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বই পিডিএফ, নোট, Practice Set, mock test ইত্যাদি পাবে।
_________ধন্যবাদ ❤️🤗 ________