TET পরীক্ষার্থীদের জন্য সু খবর।TET Exam new big Update news 2023

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

TET Exam Update news today 2023: টেট পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। 

TET পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট।TET Exam new Update news today 2023


এ বার থেকে একবার টেট উত্তীর্ণ হলেই আর দিতে হবে না টেট। TET pass সার্টিফিকেটের Validity থাকবে সারাজীবন। টেট উত্তীর্ণদের সার্টিফিকেটের মেয়াদ থাকবে “আজীবন” একবার পাশ করলে সারাজীবন Interview দিতে পারবেন। এই নতুন নির্দেশিকা জারি করল স্কুল সার্ভিস কমিশন।

TET পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট।TET Exam new Update news today 2023
Tet exam new official Notification pdf download 

SSC MTS পরীক্ষার সম্পূর্ণ তথ্য। যোগ্যতা সিলেবাস বুক লিস্ট।

NCT-এর তরফ থেকে TET Pass সার্টিফিকেটের মেয়াদ আজীবন করার জন্য আইনে সংশোধন করা হয়। তারপর থেকে এ রাজ্যকে একাধিক বার বললেও সেই নির্দেশিকা কার্যকর করেনি রাজ্য। অবশেষে স্কুল শিক্ষা দফতরেরর তরফে চিঠি পাঠিয়ে কেন্দ্রের আইন মানার কথা বলা হয় এসএসসিকে। তারপর এসএসসির তরফ থেকে এই নির্দেশিকা জারি করা হয়। এর দরুণ কয়েক হাজার টেট উত্তীর্ণদের সুবিধা হবে বলেও জানানো হয়। এর আগে টেট উত্তীর্ণ দের সার্টিফিকেটের মেয়াদ ছিল সাত বছর। অর্থাৎ একবার টেট পাস হলে আবার ৭ বছর পর টেট দিতে হতো।এবার থেকে তা আর হবে না এ রাজ্যে।

1. মাধ্যমিক পাশে ঘরে বসে SBI ব্যাঙ্কের কাজ করে প্রতি মাসে 20,000 টাকা আয় করতে পারেন



3. প্যান-আধার লিঙ্কের সময়সীমার এখন মাত্র চার দিন বাকি, লিঙ্ক না করলে ১০০০০ টাকা জরিমানা দিতে হতে পারে।


4. উচ্চমাধ্যমিক পাশে Jio কোম্পানিতে আবেদন করলেই মাসে 25 হাজার টাকা বেতনের চাকরি



6. HDFC ব্যাংক ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ। মাসিক বেতন 15 হাজার টাকা
 


এর কয়েকদিন আগেই টেটের পাশ মার্কস নিয়ে তোলপাড় হয় আদালত৷ আদালতের তরফ থেকে বলা হয়, ঠিক কত নম্বর পেলে টেট পরীক্ষায় পাশ করা যাবে, ৮২ নাকি ৮২.৫, তা নিয়ে মতবিরোধ তৈরি হয় আদালতের দুই বিচারপতির মধ্যে৷ শেষ পর্যন্ত সেই সমস্যার সমাধানে মামলা তৃতীয় বিচারপতির বেঞ্চে গড়ায়৷


কিভাবে Meesho তে চাকরি পাবেন? যোগ্যতা,বেতন এবং আবেদন প্রক্রিয়া ও কাজের সুবিধা। 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url