Axis Bank Recruitment: উচ্চমাধ্যমিক পাসে Axis ব্যাংকে চাকরির সুবর্ণ সুযোগ। মাসিক বেতন ২০,৬০০ টাকা পর্যন্ত , দেখুন কিভাবে আবেদন আবেদন করবেন

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

Axis Bank সরাসরি ইন্টারভিউ দিয়ে কর্মী নিয়োগ 2023| Axis Bank Data entry job Recruitment news 2023 


Axis ব্যাঙ্কে সরাসরি ইন্টারভিউ দিয়ে কর্মী নিয়োগ | Axis Bank Data entry job Recruitment news 2023
এক্সিস ব্যাঙ্কে  ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ | Axis Bank Data entry operator job Recruitment news 2023 


আপনি কি একটি বেসকারি চাকরি খুঁজছেন? তাহলে কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে উচ্চ মাধ্যমিক পাস চাকরি-প্রার্থীদের জন্য এক্সিস ব্যাংকের বিভিন্ন পদে চাকরির এক সুবর্ণ সুযোগ। গতকাল একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এক্সিস ব্যাংকের তরফ থেকে যেখানে পার্মানেন্টলি ভাবে এক্সিস ব্যাংকের ডাটা এন্ট্রি অপারেটর পদে প্রচুর কর্মী নিয়োগ করা হবে। এখানে মূলত ব্যাংকিং স্টাফ তথার ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করা হবে। যদি আপনি আগ্রহী হন তাহলে পশ্চিমবঙ্গে এক্সিস ব্যাংকে সরাসরি ইন্টারভিউ দিয়ে কর্মী নিয়োগ সংক্রান্ত নিচে দেওয়া বিস্তারিত তথ্যটি যত্ন সহকারে পড়ুন।


পদ হল : Axis Bank Back Office Assistant / এক্সিস ব্যাঙ্ক ডাটা এন্ট্রি অপারেটর 



নিয়োগ কেন্দ্র :- পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ভিত্তিক এক্সিস  ব্যাংকে নিয়োগ করা হবে।আজকেই যোগাযোগ করুন  


প্রার্থীর বয়স :- যে সকল প্রার্থী এক্সিস ব্যাংকে আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে।


মাসিক বেতন : যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে চাকরি করবেন তাদের প্রতি মাসে 16200/- টাকা থেকে 20600/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।


শিক্ষাগত যোগ্যতা: এখানে চাকরি করতে গেলে চাকরিপ্রার্থী ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস। অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক পাস করে চাকরির খোঁজ করছেন তারা অবশ্যই এখানে আবেদন করতে পারেন। এছাড়াও চাকরিপ্রার্থীর কম্পিউটারের নলেজ থাকতে হবে।



এক্সিস ব্যাংকে Data entry operator job এর আবেদনের পদ্ধতি ও গুরুত্বপূর্ণ তথ্য : 

পশ্চিমবঙ্গে এক্সিস ব্যাংকে সরাসরি ইন্টারভিউ দিয়ে কর্মী নিয়োগ-এ আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আথবা প্রার্থীকে একটি সুন্দর বায়োডাটা প্রস্তুত করতে হবে এবং সেই বায়োডাটা নিচে দেওয়া HR এর Email বা WhatsApp এ পাঠাতে হবে। এ সমস্ত চাকরিপ্রার্থী এখানে আবেদন করতে ইচ্ছুক তাদের সুবিধার্থে নিচে আবেদন পদ্ধতি স্পষ্টভাবে উল্লেখ করা হলো- Contact To HR:  8276817890 / 7439819824


v

নিয়োগ পদ্ধতি: এখানে চাকরি পাওয়ার সবথেকে বড় সুখবর হলো চাকরিপ্রার্থীদের এখানে আগে থেকে কোনো রকম পরীক্ষা দিতে হবে না, সরাসরি ইন্টারভিউ দিতে হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে। ইন্টারভিউয়ে সিলেকশন হলেই চাকরি-প্রার্থীদের সরাসরি  কাজে নিযুক্ত করা হবে।



এক্সিস ব্যাংকে আবেদন করতে যে সমস্ত ডকুমেন্টস এর প্রয়োজন :-

 1. মাধ্যমিকের এডমিট কার্ড।

 2. শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র।

 3. কাস্ট সার্টিফিকেট যদি থাকে।

 4.পাসপোর্ট সাইজের ফটোকপি।

 5. চাকরি প্রার্থী নিজস্ব সিগনেচার।

 6. আধার কার্ড অথবা ভোটার কার্ড।



এক্সিস ব্যাংকের ইন্টারভিউয়ের সময়:-

সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। তাই যারা ইন্টারভিউ দিতে চান তারা নির্দিষ্ট সময়ের কিছুটা আগে উপরিউক্ত ডকুমেন্টস সহ ফরম্যাল পোশাকে পৌঁছে যাবেন। তবে কেউ জিন্স প্যান্ট পরে গেলে তাকে Allow করা হবে না। কবে কোথায় ইন্টারভিউ অনুষ্ঠিত হবে তা জানতে হলে নিচে দেওয়া ফোন নাম্বারে ফোন করে জেনে নিন  –  


Contact To HR:  8276817890 / 7439819824

Email : hrcorporate293@gmail.com


চাকরির ধরন : স্থায়ী / রেগুলার। এছাড়াও কাজের ভিত্তিতে ৬-৯ মাসের মধ্যে প্রোমোশনের দেওয়া হয়ে থাকে।


কাজের ভূমিকা ও দায়িত্ব : ব্যাক অফিসের দায়িত্ব, শাখার কাজ, কোর ব্যাংকিং সেগমেন্ট (Back Office Corporate Department)।


সুবিধা :

সেল ফোনের প্রতিদান

স্বাস্থ্য বীমা

জীবনবীমা

তহবিল

সময়সূচী – দিনের শিফট

সম্পূরক বেতন – কাজের নিপুনতার পুরস্কার, বার্ষিক বোনাস


Contact to HR 8276817890 / 7439819824

Email : hrcorporate293@gmail.com


এক্সিস ব্যাংকে ডাটা এন্ট্রি অপারেটর কাজ সম্পর্কিত জিজ্ঞাসিত প্রশ্ন উত্তর । Axis Bank Data entry operator job FAQ -


1.এক্সিস ব্যাংকে ডাটা এন্ট্রির কাজে কি করতে হবে?

উত্তর:-  ডাটা এন্ট্রির কাজটি খুবই সহজ, এতে আপনাকে ক্লায়েন্টের প্রদত্ত ডাটা সংরক্ষণ করতে হবে এবং আপনাকে কম্পিউটারের ডাটাবেজে ডিজিটাল পদ্ধতিতে কোম্পানির সমস্ত ডেটা সংরক্ষণ করতে হবে, আপনি এমএস ওয়ার্ড, এমএস এক্সেল ইত্যাদি ব্যবহার করতে পারেন। সফ্টওয়্যার। কোম্পানী ডাটা এন্ট্রি অপারেটর থেকে নিম্নলিখিত ধরণের ডেটা কাজ সংরক্ষণ করতে পারে 


2. এক্সিস ব্যাংকে ডাটা এন্ট্রি অপারেটরের বেতন কত?

উত্তর:- সাধারণত, একজন ডেটা এন্ট্রি অপারেটরের বেতন বার্ষিক $20,000 থেকে $40,000 পর্যন্ত হয়, যা মোটামুটিভাবে ₹1,50,000 থেকে ₹3,00,000 বার্ষিক। একজন ডাটা এন্ট্রি অপারেটরের মাসিক বেতন প্রায় ₹12,500 থেকে ₹25,000 হতে পারে


3.এক্সিস ব্যাংকে ডেটা এন্ট্রির কাজের জন্য কোন কোন কোর্সের প্রয়োজন?

উত্তর:- টাইপিং শেখার পরে, আপনি একটি প্রাইভেট প্রতিষ্ঠানে একটি ডেটা এন্ট্রি কাজের জন্য আবেদন করতে পারেন। আপনি যদি কোনও সরকারী বিভাগে ডেটা এন্ট্রি অপারেটর (DEO) হতে চান তবে আপনাকে Graduation পাস করার পরে ডেটা এন্ট্রি অপারেটর কোর্স বা স্টেনোগ্রাফার কোর্স করতে হবে।


5. এক্সিস ব্যাংকে ডেটা এন্ট্রির কাজের জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে?

উত্তর:-  নূন্যতম উচ্চমাধ্যমিক পাশ এবং তার সাথে কম্পিউটার কোর্স করা থাকতে হবে।


6. এক্সিস ব্যাংকে ডেটা এন্ট্রি কাজ করার জন্য কি ভাবে আবেদন করব?

উত্তর:- এক্সিস ব্যাংকে কাজের জন্য আবেদন করার পদ্ধতি জানতে হলে নিচে দেওয়া ফোন নাম্বারে ফোন করে জেনে নিন – Contact to HR 8276817890 / 7439819824

Email : hrcorporate293@gmail.com


7. এক্সিস ব্যাংকে আবেদন করার জন্য কোন কোন নথিপত্র প্রয়োজন?

উত্তর:- মাধ্যমিকের এডমিট কার্ড,শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র।,কাস্ট সার্টিফিকেট যদি থাকে,পাসপোর্ট সাইজের ফটোকপি,চাকরি প্রার্থী নিজস্ব সিগনেচার,আধার কার্ড অথবা ভোটার কার্ড।



8. এক্সিস ব্যাংকে আবেদন করতে প্রার্থীদের বয়স কত লাগবে?

উত্তর:- 21 বছর থেকে সর্বোচ্চ 32 বছরের মধ্যে।

 

Apply Now - CLICK HERE

Notification PDF download 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url