পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তরে নতুন নিয়োগ,মাসিক বেতন ১৬,০০০ টাকা -WB Food Department Data Entry Operator Job

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

রাজ্যে খাদ্য দফতরে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, জানুন আবেদন পদ্ধতি / Data Entry Operator  Recruitment in WB Food Department , know how to apply 

পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তরে নতুন নিয়োগ,মাসিক বেতন ১৬,০০০ টাকা -WB Food Department Data Entry Operator Job
পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তরে DEO নিয়োগ -WB Food Department Data Entry Operator Job Recruitment 



পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুযোগ। রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তরে Group C লেভেলের ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে বলে জানিয়েছে WB Food Department। Group C Data Entry Operator পদের জন্য কিভাবে আবেদন করবেন? আবেদন করার জন্য প্রয়োজনীয় যোগ্যতা কী? কবে থেকে শুরু হবে আবেদন এবং আবেদনের শেষ তারিখ কত? এই সমস্ত তথ্য জানতে সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।।

রাজ্যের সমস্ত অর্থাৎ 23টি জেলায় কর্মী নিয়োগ করা হবে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ খাদ্য সরবরাহ দপ্তর অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। রাজ্যের খাদ্য দপ্তরে নিয়োগ করা হবে। আপনি যে জেলার বাসিন্দা অর্থাৎ যেখানে আপনি বসবাস করেন সেই জেলাতেই চাকরির পোস্টিং দেওয়া হবে বলে জানিয়েছে WBFD। আপনাকে বাড়ি থেকে চাকরি করার সুবর্ণ সুযোগ দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। 


পদের নাম (Post Name ): ডাটা এন্ট্রি অপারেটর ( Data Entry Operator) পদে নিয়োগ করা হবে। 


পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তরে কর্মী নিয়োগের শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification for Recruitment in West Bengal Food Department) : 

এক্ষেত্রে চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও যে কোনো শাখায় গ্রেজুয়েট পাশ করতে হবে। প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে নিয়োগ করা হবে। এছাড়াও কম্পিউটার নলেজ থাকতে হবে। 


পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তরে নিয়োগের বয়স সীমা (Age limit for recruitment in West Bengal Food Department): 

খাদ্য দপ্তরে নিয়োগের ক্ষেত্রে বয়স হতে হবে নূন্যতম 21 বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে 35 বছরের মধ্যে। 



পশ্চিমবঙ্গ খাদ্য সরবরাহ দপ্তরে ডেটা এন্ট্রি অপারেটর পদেরমাসিক বেতন (Data Entry Operator Post Monthly Salary in West Bengal Food Supply Department) : 

খাদ্য দপ্তরে নিয়োগের ক্ষেত্রে প্রতি মাসে সাম্মানিক হিসেবে 16,000 টাকা দেওয়া হবে। আরও বিস্তারিত তথ্য অফিসিয়াল Notification ডাউনলোড করে দেখে নিবেন|



পশ্চিমবঙ্গ খাদ্য সরবরাহ দপ্তরে ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য কীভাবে আবেদন করতে হবে?

যে সমস্ত আগ্রহী প্রার্থীরা খাদ্য দপ্তরের 23 জেলায় কর্মী নিয়োগের জন্য আবেদন করতে ইচ্ছুক বা নিজের জেলার খাদ্য দপ্তরের সরকারি অফিসে চাকরি করতে ইচ্ছুক তাদের অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে।


ধাপ:- ১ । APPLY Now:-  https://food.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে এ আপনাকে যেতে হবে।

ধাপ- ২। এরপর Recruitment এর লিঙ্কে ক্লিক করতে হবে। 

ধাপ-৩। এরপর One time Registration অপশন ক্লিক করতে হবে। 

ধাপ:- ৪। তারপর Apply অপশন ক্লিক করে আবেদন করতে পারবেন। 


ভারতীয় রেলে আবারও 1300টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, দেখুন সম্পূর্ণ তথ্য - Railway Recruitment 2023




পশ্চিমবঙ্গ খাদ্য সরবরাহ দপ্তরে ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য নিয়োগ প্রক্রিয়া ?

আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতার নম্বরের উপর ভিত্তি করে প্রথমে মেরিট লিস্ট তৈরি করা হবে এবং এরপর Computer Test ও Interview এর মাধ্যমে নিয়োগ করা হবে। 



পশ্চিমবঙ্গ খাদ্য সরবরাহ দপ্তরে ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য কোথায় নিয়োগ করা হবে? 

আবেদনকারী প্রার্থীদের পশ্চিমবঙ্গের 23 টি জেলার খাদ্য দপ্তরের সরকারি অফিসে নিয়োগ করা হবে বলে জানিয়েছে WB Food Department।  এবং প্রতি জেলায় নিয়োগ কর্মী করা হবে। 



পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরে ডেটা এন্ট্রি অপারেটর পদের নিয়োগের মেয়াদ : 

বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে চুক্তি ভিত্তিক হিসেবে নিয়োগ করা হবে। 



আবেদন সম্পর্কে আরও বিস্তারিত তথ্য অফিসিয়াল Notification ডাউনলোড করে দেখে নিবেন এবং অনলাইন আবেদন লিঙ্ক নিচে দেওয়া হবে - 


খাদ্য দপ্তরে অনলাইনে আবেদনের জন্য:-এখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তরে বিজ্ঞপ্তি PDF :- Download


Related Job News 2023


1. লিখিত পরীক্ষা ছাড়াই মাধ্যমিক পাশে কেন্দ্র সরকারের চাকরি আবেদন শুরু হয়েগেছে, দেখুন বিস্তারিত তথ্য - মাসিক বেতন 17500 টাকা




3. WBP New Recruitment 2023 । আবারও WB পুলিশ নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে @wbpolice.gov.in , দেখে নিন সম্পূর্ণ তথ্য



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url