পরীক্ষা ছাড়াই বন্ধন ব্যাংকে সরাসরি Data entry operator পদে চাকরির সুবর্ণ সুযোগ | আজকেই যোগাযোগ করুন @bandhanbank.com

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

বন্ধন ব্যাংকে সরাসরি ইন্টারভিউ দিয়ে কর্মী নিয়োগ | Bandhan Bank Data entry job Recruitment 2023 

বন্ধন ব্যাংকে সরাসরি ইন্টারভিউ দিয়ে কর্মী নিয়োগ | Bandhan Bank Data entry job Recruitment 2023
Bandhan Bank new data entry job 2023 apply online 


আপনি কি একটি বেসকারি চাকরি খুঁজছেন? তাহলে কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে উচ্চ মাধ্যমিক (Higher Secondary) পাশ চাকরি-প্রার্থীদের জন্য বন্ধন ব্যাংকের বিভিন্ন পদে চাকরির এক সুবর্ণ সুযোগ। গতকাল একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বন্ধন ব্যাংকের তরফ থেকে যেখানে বন্ধন পার্মানেন্টলি ভাবে ব্যাংকের স্টাফ পদে প্রচুর কর্মী নিয়োগ করা হবে। এখানে মূলত ব্যাংকিং স্টাফ তথার ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করা হবে। যদি আপনি আগ্রহী হন তাহলে পশ্চিমবঙ্গে বন্ধন ব্যাংকে সরাসরি ইন্টারভিউ দিয়ে কর্মী নিয়োগ সংক্রান্ত নিচে দেওয়া বিস্তারিত তথ্যটি যত্ন সহকারে পড়ুন।


পদ হল :

Back Office Assistance Officer. 


নিয়োগ কেন্দ্র :- পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ভিত্তিক বন্ধন ব্যাংকে নিয়োগ করা হবে।আজকেই যোগাযোগ করুন  


প্রার্থীর বয়স :- যে সকল প্রার্থী বন্ধন ব্যাংকে আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে।



বন্ধন ব্যাংকে Data entry operator job এর আবেদনের পদ্ধতি ও গুরুত্বপূর্ণ তথ্য : 

পশ্চিমবঙ্গে বন্ধন ব্যাংকে সরাসরি ইন্টারভিউ দিয়ে কর্মী নিয়োগ-এ আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আথবা প্রার্থীকে একটি সুন্দর বায়োডাটা প্রস্তুত করতে হবে এবং সেই বায়োডাটা নিচে দেওয়া HR এর Email বা WhatsApp এ পাঠাতে হবে। এ সমস্ত চাকরিপ্রার্থী এখানে আবেদন করতে ইচ্ছুক তাদের সুবিধার্থে নিচে আবেদন পদ্ধতি স্পষ্টভাবে উল্লেখ করা হলো-


1. প্রথমেই চাকরিপ্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে অথবা Email বা WhatsApp করতে হবে।

 

   Mail I'd - corporate.associate.ltd@gmail.com

   

WhatsApp Or Call - 9903559738 / 9903608205



2. এরপর চাকরিপ্রার্থীদের apply online অপশনে ক্লিক করতে হবে।

3. এরপর প্রয়োজনীয় সমস্ত ব্যক্তিগত তথ্য যেমন- নাম, বাবার নাম, বাড়ির ঠিকানা, ইত্যাদি অন্যান্য তথ্য দিয়ে আবেদন পত্রটি পূরণ করতে হবে।


4. আবেদনপত্রটি সাবমিট করলে আপনাকে ইন্টারভিউ দিতে ডাকা হবে।


5. এরপর চাকরিপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার তথ্য দিতে হবে।



বন্ধন ব্যাংকে আবেদন করতে যে সমস্ত ডকুমেন্টস এর প্রয়োজন :-

 1. মাধ্যমিকের এডমিট কার্ড।

 2. শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র।

 3. কাস্ট সার্টিফিকেট যদি থাকে।

 4.পাসপোর্ট সাইজের ফটোকপি।

 5. চাকরি প্রার্থী নিজস্ব সিগনেচার।

 6. আধার কার্ড অথবা ভোটার কার্ড।

 7.অন্যান্য।

বন্ধন ব্যাংকের ইন্টারভিউয়ের সময়:-

সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। তাই যারা ইন্টারভিউ দিতে চান তারা নির্দিষ্ট সময়ের কিছুটা আগে উপরিউক্ত ডকুমেন্টস সহ ফরম্যাল পোশাকে পৌঁছে যাবেন। তবে কেউ জিন্স প্যান্ট পরে গেলে তাকে Allow করা হবে না। কবে কোথায় ইন্টারভিউ অনুষ্ঠিত হবে তা জানতে হলে নিচে দেওয়া ফোন নাম্বারে ফোন করে জেনে নিন  – (হোয়াটসঅ্যাপ / কল – 9903559738 / 9903608205 )


আরও দেখুন: 

আপনি কি ঘরে ব সে কাজ করে প্রতি মাসে 20,000 বা তার বেশি আয় করতে চান। দেখুন ১০টি সেরা Work from home job



বন্ধন ব্যাংকে ডাটা এন্ট্রি অপারেটর কাজ সম্পর্কিত জিজ্ঞাসিত প্রশ্ন উত্তর । Bandhan Bank Data entry operator job FAQ -


1. বন্ধন ব্যাংকে ডাটা এন্ট্রির কাজে কি করতে হবে?

উত্তর:-  ডাটা এন্ট্রির কাজটি খুবই সহজ, এতে আপনাকে ক্লায়েন্টের প্রদত্ত ডাটা সংরক্ষণ করতে হবে এবং আপনাকে কম্পিউটারের ডাটাবেজে ডিজিটাল পদ্ধতিতে কোম্পানির সমস্ত ডেটা সংরক্ষণ করতে হবে, আপনি এমএস ওয়ার্ড, এমএস এক্সেল ইত্যাদি ব্যবহার করতে পারেন। সফ্টওয়্যার। কোম্পানী ডাটা এন্ট্রি অপারেটর থেকে নিম্নলিখিত ধরণের ডেটা কাজ সংরক্ষণ করতে পারে 


2. বন্ধন ব্যাংকে ডাটা এন্ট্রি অপারেটরের বেতন কত?

উত্তর:- সাধারণত, একজন ডেটা এন্ট্রি অপারেটরের বেতন বার্ষিক $20,000 থেকে $40,000 পর্যন্ত হয়, যা মোটামুটিভাবে ₹1,50,000 থেকে ₹3,00,000 বার্ষিক। একজন ডাটা এন্ট্রি অপারেটরের মাসিক বেতন প্রায় ₹12,500 থেকে ₹25,000 হতে পারে


3. বন্ধন ব্যাংকে ডেটা এন্ট্রির কাজের জন্য কোন কোন কোর্সের প্রয়োজন?

উত্তর:- টাইপিং শেখার পরে, আপনি একটি প্রাইভেট প্রতিষ্ঠানে একটি ডেটা এন্ট্রি কাজের জন্য আবেদন করতে পারেন। আপনি যদি কোনও সরকারী বিভাগে ডেটা এন্ট্রি অপারেটর (DEO) হতে চান তবে আপনাকে 12 তম শ্রেণি পাস করার পরে ডেটা এন্ট্রি অপারেটর কোর্স বা স্টেনোগ্রাফার কোর্স করতে হবে।


5. বন্ধন ব্যাংকে ডেটা এন্ট্রির কাজের জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে?

উত্তর:-  নূন্যতম উচ্চমাধ্যমিক পাশ এবং তার সাথে কম্পিউটার কোর্স করা থাকতে হবে।


6. বন্ধন ব্যাংকে ডেটা এন্ট্রি কাজ করার জন্য কি ভাবে আবেদন করব?

উত্তর:- বন্ধন ব্যাংকে কাজের জন্য আবেদন করার পদ্ধতি জানতে হলে নিচে দেওয়া ফোন নাম্বারে ফোন করে জেনে নিন – (হোয়াটসঅ্যাপ / কল – 9903559738 / 9903608205 )


7. বন্ধন ব্যাংকে আবেদন করার জন্য কোন কোন নথিপত্র প্রয়োজন?

উত্তর:- মাধ্যমিকের এডমিট কার্ড,শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র।,কাস্ট সার্টিফিকেট যদি থাকে,পাসপোর্ট সাইজের ফটোকপি,চাকরি প্রার্থী নিজস্ব সিগনেচার,আধার কার্ড অথবা ভোটার কার্ড।



8. বন্ধন ব্যাংকে আবেদন করতে প্রার্থীদের বয়স কত লাগবে?

উত্তর:- ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে।

 

Related Job News 2023






Next Post Previous Post
No Comment
Add Comment
comment url