Food SI পদের জন্য কিভাবে অনলাইনে আবেদন করবেন, Apply Link, দেখুন সম্পূর্ণ পদ্ধতি @wbpsc.gov.in
WBPSC Food SI এর জন্য কিভাবে অনলাইনে আবেদন করবেন, How to Apply Online for Food SI,Apply Link @wbpsc.gov.in
Food SI online apply link 2023, wbpsc food si apply Now 2023 |
WBPSC ফুড SI পদের আবেদন লিঙ্ক: 23 শে আগস্ট 2023 তারিখে ফুড এস আই পদের জন্য আবেদন শুরু হয়েগেছে এবং 20 শে সেপ্টেম্বর পর্যন্ত Food SI আবেদন লিঙ্ক সক্রিয় থাকবে । ফুড SI এর জন্য আবেদন করার সরাসরি লিঙ্ক এই পোষ্টে দেওয়া আছে দেখে নিন।
ফুড SI পদের জন্য কি ভাবে অনলাইনে আবেদন করবেন: How To Apply for Food SI । WBPSC ফুড SI 2023 অনলাইনে আবেদন লিঙ্ক।
নিয়োগ সংস্থা:- (WBPSC)
পদের নাম :- Food Sub Inspector
মোট শূন্যপদ:- 480
আবেদন শুরুর তারিখ:- 23শে আগস্ট 2023
আবেদনের শেষ তারিখ:- 20শে সেপ্টেম্বর 2023(3:00PM)
আবেদন মোড :- ONLINE
Official Website:- www.wbpsc.gov.in
Food SI এর অনলাইনে আবেদন করার গুরুত্বপূর্ণ তারিখ:-
অনলাইন আবেদন শুরুর তারিখ: 23শে আগস্ট 2023
আবেদনের শেষ তারিখ: 20শে সেপ্টেম্বর 2023(3:00 PM পর্যন্ত )
অফলাইন ফি প্রদানের শেষ তারিখ: 21শে সেপ্টেম্বর 2023
Food SI আবেদন করার জন্য কতো টাকা আবেদন ফি হিসেবে দিতে হবে?
আবেদন ফী ক্যাটাগরি অনুযায়ী দেখুন।
Catagory Application Fees
UR Rs. 110/-
SC/ST/PwD/অন্যান্য কোনো টাকা লাগবে না
WBPSC ফুড SI পদের জন্য অনলাইনে কি ভাবে আবেদন করতে হবে? ফুড SI আবেদন করার লিংক?
যাদের পূর্বে “ONE TIME REGISTRATION” করা নেই তাদের প্রথমে ONE TIME REGISTRATION করতে হবে এবং তারপর আবেদন ফর্ম পূরণ করতে হবে। যে সকল প্রার্থীদের ওয়ান টাইম রেজিস্ট্রেশন আগেই করা ছিল তারা Enrollment ID এবং পাসওয়ার্ড দিয়ে Sing IN করে আবেদন ফর্মে প্রবেশ করতে পারবেন।
ONE TIME REGISTRATION LINK - Click Here
FOOD SI APPLY LINK - Click Here
ফুড SI নিয়োগ 2023 এর অনলাইনে আবেদন করার জন্য নিম্নলিখিত Step গুলো ফলো করুন।
STEP 1: Apply Now এ ক্লিক করুন।
STEP 2: এরপর “One. Time Registration” এ ক্লিক করে রেজিস্ট্রেশন করুন। (যাদের আগে রেজিস্ট্রেশন করা আছে তাদের আর রেজিস্ট্রেশন করতে হবে না, ভালো করে খেয়াল করবেন Registrationকরা আছে কি না!)
STEP 3: Enrollment ID এবং Password দিয়ে সাইন ইন করুন।
STEP 4: Subordinate Food & Supplies Service তে সাব-ইন্সপেক্টর (SI) নির্বাচন করুন এবং আবেদনের বিবরণে ক্লিক করুন।
STEP 5: পরবর্তী Step এ, আবেদনকারীকে তাদের Document আপলোড করতে হবে এবং সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করতে হবে।
STEP 6: একবার সমস্ত তথ্য পূরণ করা হলে প্রার্থীকে পূরণ করা বিবরণ গুলি ভালো করে চেক করে নেবেন।( মনে রাখবেন একবার আবেদনপত্র Submit করে দিলে আর কোন Edit করা যাবে না।)
STEP 7: শেষ স্টেপে, প্রার্থীদের পরীক্ষার জন্য প্রয়োজনীয় Application Fees জমা দিতে হবে। SC/ST/PwD/অন্যান দের জন্য কোনো টাকা লাগবে না
STEP 8: আবেদন সফলভাবে সম্পন্ন হলে আবেদনপত্র pdf টি ডাউনলোড করুন এবং ভবিষ্যতের জন্য এর একটি Print OUT করে নেবেন।