মাধ্যমিক পাশে আশা কর্মী নিয়োগ করা হচ্ছে, আজকেই আবেদনপত্র জমা করুন-WB ASHA Recruitment

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

পশ্চিমবঙ্গে সমস্ত জেলায় মাধ্যমিক পাশে আশা কর্মী নিয়োগ  -WB ASHA Workers Recruitment 2023

পশ্চিমবঙ্গে সমস্ত জেলায় মাধ্যমিক পাশে আশা কর্মী নিয়োগ  -WB ASHA Workers Recruitment 2023
পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে আশা কর্মী নিয়োগ ২০২৩


পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে আশা কর্মী নিয়োগ । Accredited social health activits recruitment (ASHA) ফের আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। বিজ্ঞপ্তি অনুযায়ী, শুধু মাধ্যমিক পাশে আশা কর্মী নিয়োগ করা হবে তাও আবার কোনো লিখিত পরীক্ষা ছাড়াই আশা কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, এক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার মহকুমা অঞ্চলে বসবাসকারী যোগ্য প্রার্থীরাই আবেদন করতে পারবেন এবং তাদের নিজের এলাকার স্বাস্থ্য কেন্দ্রে চাকরির পোস্টিং দেওয়া হবে। যে সকল চাকরি প্রার্থী স্বাস্থ্য দপ্তরের আশা কর্মী নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তারা বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশনে টা ভালো করে পড়বেন। WB Health ASHA Workers Recruitment 2023


পদের নাম | (Post Name) :স্বাস্থ্য বিভাগে আশা কর্মী পদে নিয়োগ করা হবে। 



পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে আশা কর্মী নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা  (Educational Qualification for WB Health ASHA Recruitment)


আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা অবশ্যই মাধ্যমিক পাশ (10th Passed) থাকতে হবে। যদি কোনো প্রার্থীর উচ্চ যোগ্যতা থাকে তবুও আবেদন করতে পারবে। 


পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে কীভাবে আশা কর্মী নিয়োগের জন্য  আবেদন করতে হবে(How to Apply in West Bengal Health Department)

যে সকল চাকরি প্রার্থী আশা কর্মী পদে নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সংশ্লিষ্ট আবেদন পত্র ডাউনলোড করতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে অথবা সংশ্লিষ্ট ব্লক অফিসে গিয়ে আবেদন পত্র নিতে পারবেন। আবেদন পত্রটি সঠিক ভাবে পূরণ করতে হবে। এরপর তার সঙ্গে জরুরি ডকুমেন্টস গুলি লাগিয়ে খামে ভরে জমা করতে হবে। 


আশা কর্মী নিয়োগের জন্য আবেদন পত্রের সঙ্গে কী কী ডকুমেন্টস জমা করতে হবে?


১) মাধ্যমিক অ্যাডমিট বা বয়সের প্রমাণ পত্র 


২) শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস 


৩) পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি 


৪) আধার বা ভোটার কার্ড 


৫) জাতিগত সংশয় পত্র ( যদি থাকে) 


৬) 5 টাকার ডাক টিকিট 


৭) বিবাহ প্রমাণ পত্র 


৮) সম্প্রতি ভোটার তালিকায় আপনার অংশ নম্বর, ক্রমিক নম্বর সমেত জেরক্স কপি। 


৯) স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হলে তার প্রমাণ। 


১০) অন্যান্য 


পশ্চিমবঙ্গে আশা কর্মী নিয়োগের জন্য শেষ তারিখ । Last date of submission for ASHA workers recruitment)

 আশা কর্মী নিয়োগের জন্য অফলাইনে মাধ্যমে আবেদন জমা করতে পারবেন 01-08-2023 থেকে 31-08-2023 তারিখ পর্যন্ত আবেদন পত্র সরাসরি BDO অফিসে জমা করতে হবে। আবেদন পত্র সকাল 11 টা থেকে বিকেল 5 টা পর্যন্ত আবেদন পত্র জমা করতে পারবেন। 


পশ্চিমবঙ্গের আশা কর্মী নিয়োগের প্রক্রিয়া( Recruitment Process for Asha workers recruitment)


এক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে 90 নম্বর ও ইন্টারভিউ এর জন্য 10 নম্বর, মোট 100 নম্বরের ভিত্তিতে নিয়োগ করা হবে। 


আশা কর্মী নিয়োগের জন্য  অন্যান্য যোগ্যতা:- 


১) এক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা হলে আবেদন করতে পারবেন। 


২) একজন প্রার্থী কেবল একটা আবেদন কেবল একটি আবেদন করতে পারবেন। 


৩) প্রার্থীকে অবশ্যই মহিলা প্রার্থী হতে হবে। 


৪) বয়স হতে হবে 30-40 বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিতদের জন্য 8 বছরের নূন্যতম বয়সের ছাড় দেওয়া হবে। এক্ষেত্রে 22 বছর বয়স হলে আবেদন করতে পারবেন। 


আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করতে হবে - 


 স্বাস্থ্য দপ্তরে আশা কর্মী নিয়োগের জন্য গুরুত্বপূর্ণ লিংক(Important link )


আশা কর্মী নিয়োগ ওয়েবসাইট:-Apply Now 

আশা কর্মী নিয়োগের জন্য বিজ্ঞাপন পিডিএফ:-এখানে টাচ করুন 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url