উচ্চমাধ্যমিক পাশে জেলায় জেলায় স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগের জন্য আবেদন চলছে, দেখুন কিভাবে আবেদন করতে হবে - WB Health Department New Job 2023
পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ ২০২৩ -WB Health Department New Job Vacancy News 2023
পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে প্রচুর শূন্যপদে নিয়োগ চলেছে-WB Health New Job Recruitment News in bengali |
পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে নিয়োগ 2023 : পশ্চিমবঙ্গের সকল প্রার্থীদের জন্য একটা দারুণ সুযোগ। পশ্চিমবঙ্গ রাজ্যের স্বাস্থ্য দপ্তরের আবারও ফের বিপুল সংখ্যক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবেন।। কিন্তু অবশ্যই আপনাকে এই রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। স্বাস্থ্য দপ্তরে নিয়োগের জন্য যোগ্যতা কি প্রয়োজন ? কোন পদে নিয়োগ করা হবে? কিভাবে আবেদন করতে হবে? আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে? কোথায় আবেদন পত্র জমা দিতে হবে? ইত্যাদি আরও বিস্তারিত জানতে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন বা পড়ুন।
পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে কীভাবে আবেদন করতে হবে? How to apply to West Bengal Health Department job 2023?
যে সমস্ত চাকরি প্রার্থী রাজ্য স্বাস্থ্য দপ্তরে নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তাদের আবেদন করতে হবে অনলাইন মাধ্যম। অনলাইন আবেদন করতে রাজ্য স্বাস্থ্য দপ্তরের (@wbhealth.gov.in,) এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে এরপর APPLY লিঙ্কে ক্লিক করে আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে। আবেদন করার সময় জরুরি ডকুমেন্টস সহ পাসপোর্ট সাইজের ছবি ও সাদা কাগজে সিগনেচার সাথে রাখতে হবে। আবেদনের সময় ফটো ও সিগনেচার আপলোড করতে হবে। এর সবকিছু যাচাই করে ফাইনাল সাবমিট করতে হবে। সবশেষে আবেদন পত্রটি প্রিন্ট আউট বের করে নিজের কাছে রাখতে হবে।
পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে নিয়োগ প্রক্রিয়া ? Recruitment process in West Bengal Health Department?
যারা রাজ্য স্বাস্থ্য দপ্তরের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাবে তাদের নিয়োগ করা হবে প্রথমত লিখিত পরীক্ষা দিয়ে এবং পরে ইন্টারভিউ এর মাধ্যমে ফাইনাল নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে আবেদন ফি কতো টাকা দিতে হবে?
আবেদন করতে আবেদন মূল্য হিসেবে 100 টাকা জমা করতে হবে এবং যারা বিভিন্ন সংরক্ষিত জাতির মধ্যে পরে তাদের জন্য 50 টাকার আবেদন ফী জমা করতে হবে।
পশ্চিমবঙ্গে স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ আবেদনের তারিখ কি? Date of application for West Bengal Health Department job ?
- অনলাইন আবেদন শুরু হয়েছে 28 অগাস্ট থেকে
- অনলাইন আবেদন চলবে 11 সেপ্টেম্বর পর্যন্ত।
- 15 সেপ্টেম্বর পর্যন্ত অনলাইন আবেদন ফী জমা করতে পারবেন
পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে কী কী পদে নিয়োগ করা হবে? What posts will be appointed in the health department of West Bengal?
- ব্লক পাবলিক হেল্থ ম্যানেজার ( Block Public Health Manager)
- ব্লক এপিডেমিওলজিস্ট ( Block Epidemiologist )
- ব্লক ডাটা ম্যানেজার (Block data manager)
- ল্যাবরেটোরি টেকনিশিয়ান ( Laboratory technician)
- মেডিকেল অফিসার (Medical Officer)
- স্টাফ নার্স ( Staff nurse)
- কাউন্সিলর ( Councillor)
- স্পেশিয়ালিস্ট মেডিকেল অফিসার ( Specialist Medical Office)
এইসব পদ গুলিতে নিয়োগ করা হবে
স্বাস্থ্য দপ্তরে নিয়োগের জন্য যোগ্যতা কি প্রয়োজন ? What qualifications are required for appointment in the health department?
স্বাস্থ্য দপ্তরে বিভিন্ন পদের জন্য যোগ্যতা বিভিন্ন। সাধারণত উচ্চ মাধ্যমিক /গ্রেজুয়েট /বিএসসি /নার্সিং কোর্স / এমবিবিএস/ পোস্ট গ্রেজুয়েট বা পদের সঙ্গে সামঞ্জস্য পূর্ণ যোগ্যতা থাকতে হবে।
পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে সর্বোচ্চ বয়স সীমা কত থাকা দরকার?
নূন্যতম 21 বছর এবং সর্বোচ্চ 40 বছর বয়স হলে আবেদন করতে পারবেন। তবে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন।
পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে অফিসিয়াল নোটিশ এবং আবেদন লিংক | West Bengal Health Department official Notification notice and Apply link
আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করবেন – এখানে ক্লিক করে একটু নিচের দিকে যাবেন
অফিসিয়াল নোটিশ:- ডাউনলোড করুন
অফিসিয়াল ওয়েবসাইট:- Apply Now