WBCS 2024 নতুন সিলেবাস ও পরীক্ষার প্যাটান | WBCS New Syllabus and Exam Pattern Pdf download

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

WBCS পরীক্ষার সিলেবাস ও প্যাটান পরিবর্তন / WBCS পরীক্ষার প্যাটার্ন পরিবর্তন / WBCS New Syllabus and Exam Pattern Pdf download 

WBCS পরীক্ষার সিলেবাস ও প্যাটান পরিবর্তন / WBCS পরীক্ষার প্যাটার্ন পরিবর্তন / WBCS New Syllabus and Exam Pattern Pdf download



WBCS সিলেবাসের পরিবর্তন হবে কী?


বর্তমানে পশ্চিবঙ্গের সবথেকে বড় সরকারি চাকরির পরীক্ষা হল WBCS। (West Bengal civil services examination) WBCS এর সিলেবাস আর পরীক্ষার প্প্যাটার্ন হতে চলেছে  বড় সড় পরিবর্তন।WBCS 2024 সিলেবাসে ও WBCS পরীক্ষার প্যাটার্নে কী কী পরিবর্তন হতে চলেছে  তা সম্পূর্ণ জানতে এই লেখাটি শেষ পর্যন্ত দেখুন।




WBCS পরীক্ষার নতুন মেমোরেন্ডাম অনুযায়ী সিলেবাস ও পরীক্ষার প্যাটার্নে কোন কোন পরিবর্তন ঘটতে পারে সেগুলি নিচে বিস্তারিত ভাবে আলোচনা করা হলো-


WBCS NEW SYLLABUS PDF Download 


PROPOSED SYLLABUS FOR WBCS 2024


PRELIMINARY (MCQType):

[PAPER-I] GS-1 SAME AS BEFORE 200 Marks

[PAPER-1] GS-2 SAME AS C SAT (LIKE UPSC) 200 Marks (ONLY TO QUALIFY BY 33% MARKS)


MAINS (DESCRIPTIVE Type) [ COMPULSORY OUALIEYING ]

(ONLY TO QUALIFY BY 33% MARKS)

Languages Paper A:  BENGALI / NEPALI  300Marks

Languages Paper B:  ENGLISH 300 Marks

Topic- comprehension: précis writing: usage and vocabulary: short essay; letter writing drafting a report; translation)



MAINS  [ COMPULSORY (TO COUNTFOR MERIT LIST) ]


PAPER-1 : English Essay and Composition  250 Marks

PAPER-2 : Heritage and Culture of Bengal (Ancient to Modem   250 Marks

a- Cultural aspects of Bengal

b- At forms including Folk Art and Music Of Bengal

c- Literature of Bengal

d- Architectural Heritage of Bengal

PAPER-3 : GS 1 - History and Geography   250 Marks

PAPER-4 : GS 2 - CA, GK, Gen Sci and Sci & Tech, Computer 250 Marks

PAPER-5 : GS Ill - Indian Economy and Politics   250 Marks

PAPER-6 : GS IV- Arithmetic and Reasoning   250 Marks



( OPTIONAL PAPER FOR GR A & B ONLY)

PAPER-7 : OPTIONAL - PAPER 1    250 Marks

PAPER-8 : OPTIONAL -PAPER 2     250 Marks

(Two papers of same optional to be opted)



PERSONALITY TEST

FOR GROUP A & B :  ( With ONE optional paper )  200 Marks

FOR GROUP C : ( With NO optional paper)     150 Marks

FOR GROUP D : ( With NO optional paper)     100 Marks 



WBCS 2024 পরীক্ষার সিলেবাস ও প্যাটান

Part- 1: প্রিলিমিনারী পরীক্ষা:

2 টি পেপার হবে, টাইম বরাদ্দ থাকবে 2 ঘন্টা করে প্রতি পেপার এর জন্য। (সময় কমেছে)। MCQ টাইপ প্রশ্ন থাকবে।

A):  GS পেপার I – 200 নম্বর ( এই পেপার এর মার্কস দিয়ে মেইনস জন্য cut off তৈরি হবে)।

এই পেপার আগের মতই থাকবে, আগে যেমন ছিলো।)


B):  জেনারেল স্টাডিজ পেপার II- 200 নম্বর (এই পেপার টাই শুধু 33% মার্কস পেতে হবে মানে 66 মার্কস) (কোয়ালিফাইং ইন নেচার)।

এই পেপার এ থাকবে

i. কম্প্রিহেনশন

ii. ইন্টারপার্সোনাল স্কিল ইনক্লুডিং কমিউনিকেশন স্কিলস

iii. লজিক্যাল রেজিনিং এন্ড এনালিটিক্যাল এবিলিটি

iv. ডিসিশন মেকিং এন্ড প্রবলেম সলভিং

v. জেনারেল মেন্টাল এবিলিটি

vi. বেসিক নিউমেরাসি,ডেটা ইন্টারপ্রিটেশন


Part 2: মেইনস পেপার: (এতে মোট 10 টা পেপার থাকবে )

1. 2 টি ভাষার পেপার থাকবে।

আর এই পেপার 2 টি কোয়ালিফাইং ইন নেচার হবে মানে ইন্টারভিউর মেরিট লিস্ট তৈরি করার সময়ে এই পেপার 2 টির মার্কস অ্যাড হবে না। এখানে প্রতিটি পেপারে সর্বনিম্ন 30% করে মার্কস পেতে হবে।


2. ভাষা পেপার A – Bengali/Nepali – 300 নম্বর 

3. ভাষা পেপার B – English – 300 নম্বর 

4. এছাড়াও 8 টি কম্পালসারি পেপার থাকবে।

5. প্রতিটি তে নম্বর থাকবে 250 করে। মোট 2000 নম্বরের পরীক্ষা। 

6. প্রতিটি পেপার ডেস্ক্রিপটিভ টাইপ থাকবে।

7. যারা গ্রুপ C, আর D এর জন্য বসবে তারা পেপার VII ও পেপার VIII না দিলেও চলবে। এই 2 টি অপশনাল পেপার হিসাবে থাকবে।

8. প্রতিটি পেপার এর জন্য সময় বরাদ্দ থাকবে 3 ঘন্টা করে।

9. WBCS পরীক্ষায় বাংলা বা English এ উত্তর লেখা যাবে।



WBCS কম্পালসারি 8 টি পেপার এর সিলেবাস :

1.পেপার I – English Easy and Composition – 250 নম্বর ।


2. পেপার II – বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি (প্রাচীন থেকে আধুনিক সময়) – 250 নম্বর ।


3. পেপার III – (জেনারেল স্টাডিজ পেপার I) – (ইতিহাস ও ভূগোল) – 250 নম্বর ।


4. পেপার IV-(GS II) – (কারেন্ট অ্যাফেয়ার্স, GK, সাধারণ বিজ্ঞান, কম্পিউটার জ্ঞান, পরিবেশগত অধ্যয়ন) – 250 নম্বর ।

(এখানে পরিবেশের কিছু নতুন চ্যাপ্টার অ্যাড করা হয়েছে – জৈব বৈচিত্র্য এবং উপকূলীয় নিয়ন্ত্রণ অঞ্চল, বৈশ্বিক উষ্ণতা, শিল্প ও পরিবেশ দূষণ, ওজোন স্তর এবং সম্পর্কিত সমস্যা।)


5. পেপার V- (GS III) – (ভারতীয় অর্থনীতি ও রাজনীতি) – 250 নম্বর ।


6. পেপার VI-(GS-IV) পাটিগণিত এবং যুক্তি – 250 নম্বর ।


7. পেপার VII এবং পেপার VII – অপশনাল পেপার – 250+250 = 500 নম্বর



3. WBCS ইন্টারভিউ :

নাম্বার বিভাজনের কোনো পরিবর্তন হচ্ছে না।

Group A, B 200 নম্বর

Group C 150 নম্বর

Group D 100 নম্বর



File Details:-

File Name:- WBCS 2024 New Syllabus Pdf Download link

File Format:- Pdf

Quality:- High

File Size:-  2 Mb

File Location:- Google Drive 

Click here to download



WBCS 2024 পরীক্ষার সিলেবাস ও প্যাটান পরিবর্তন FAQ- 


1. WBCS সিলেবাস কি পরিবর্তন হবে??

পশ্চিমবঙ্গ সরকার বিধান সভায় একটি Memorandum আকারে প্রস্তাব রেখেছিলো যে WBCS পরীক্ষার সিলেবাস আর পরীক্ষার প্যাটার্ন পরিবর্তন করা হোক এই ব্যপারে।  বিধান সভায় এটি আলোচনা ও ভোট করা হবে এই প্রস্তাবের ওপর। বিধান সভায় ভোটে পাশ হয়েগেলে কেবিনেট স্ট্যাম্প দিয়ে দিলে WBPSC বোর্ড অফিসিয়াল সাইটে নতুন সিলেবাস ও প্যাটান প্রকাশিত করবে।। তবে এই WBCS সিলেবাস ও Exam Pattern পরিবর্তনের সম্ভবনা রয়েছে প্রবল।



2. কোন বছর থেকে WBCS সিলেবাস ও পরীক্ষার প্যাটান পরিবর্তনের সম্ভাবনা রয়েছে?


WBCS 2023 সালের পরীক্ষায় কোনো পরিবর্তন হবে না। যদি পরিবর্তন হয় তাহলে 2024 সালে পরিবর্তন হওয়ার সম্ভবনা রয়েছে কিন্তু সেটি স্থির ভাবে কিছু বলা যাচ্ছে না। আপনারা সব সময় অফিসিয়াল ওয়েবসাইট দেখে নেবেন কখন কোন Notice দিচ্ছে।


3. WBCS 2023 এ কি নেতিবাচক মার্কিং আছে?
হ্যাঁ, WBCS প্রিলিম এবং মেইন পরীক্ষায় (অবজেক্টিভ টাইপ পরীক্ষা) প্রতিটি ভুল উত্তরের জন্য ⅓ নম্বর কাটা হয়। 4. ডব্লিউবিসিএস নির্বাচন প্রক্রিয়ায় কি একটি ইন্টারভিউ রাউন্ড আছে? হ্যাঁ, WBCS 2023 নির্বাচন প্রক্রিয়ায় সমস্ত পদের জন্য একটি ইন্টারভিউ রাউন্ড আছে।

4.WBCS খুব কঠিন?
ডাব্লুবিসিএস হল রাজ্যে পরিচালিত সবচেয়ে কঠিন পরীক্ষাগুলির মধ্যে একটি। পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস পরীক্ষার WBCS এর তিনটি পর্যায় রয়েছে এবং প্রার্থীদের উপস্থিত হতে হবে এবং পরীক্ষার সমস্ত ধাপ ক্লিয়ার করতে হবে। WBCS প্রধান পরীক্ষা লিখিত এবং সাক্ষাত্কারে সুরক্ষিত নম্বরের উপর ভিত্তি করে চূড়ান্ত WBCS মেধা তালিকা তৈরি করা হয়।

5. WBCS-এ কোন বিষয়  স্কোরিং optional paper?
ইতিহাস সাধারণত WBCS-এর জন্য সেরা ঐচ্ছিক বিষয়গুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত হয়। কারণ বিশ্ব ইতিহাসের অংশ বাদে ঐচ্ছিক সিলেবাসের বাকি অংশ প্রিলিম এবং মেইনসের সিলেবাস কভার করে।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url