লিখিত পরীক্ষা ছাড়াই বন্ধন ব্যাংকে প্রচুর শূন্যপদে নিয়োগ চলছে। দেখুন কিভাবে আবেদন করতে হবে।
Bandhan Bank jobs in West Bengal : বন্ধন ব্যাংকে নিয়োগ চলছে। দেখুন কিভাবে আবেদন করতে হবে।
![]() |
বন্ধন ব্যাংকে কাজের সুবর্ণ সুযোগ, এখুনি আবেদন করুন। |
পদের নাম:- বিভিন্ন পদে নিয়োগ করা হবে। যেমন ডাটা এন্ট্রি অপারেটর, ম্যানেজ
চাকরির অবস্থান (Job location): পশ্চিমবঙ্গের ২৩ জেলায় নিয়োগ করা হবে। অর্থাৎ নিজ নিজ এলাকায় বা জেলায় কাজ করতে পারবেন।
Bandhan Bank এ কাজ করার জন্য কোনো অভিজ্ঞতা (Experience)এর প্রয়োজন???
উত্তর :- Bandhan ব্যাংকে কাজের জন্য কোনো অভিজ্ঞতা প্রয়োজন নেই।
বন্ধন ব্যাংকে কাজের জন্য কিভাবে আবেদন করতে হবে?
আবেদনের মাধ্যম (Application Process): আপনাকে আপনার সিভি বা Biodata WhatsApp অথবা Email এর মাধ্যমে পাঠাতে হবে। নীচে দেওয়া ফোন নাম্বারে বা মেল আইভি তে আপনি আপনার CV বা Biodata পাঠাতে পারেন।
Whatsapp: 9088538738 / 9903559738
Email:- hrd.hiyasips@gmail.com
Bandhan ব্যাংকে কাজের পূর্ণাঙ্গ বিবরণ (Bandhan Bank job full description in bengali):
যোগ্য-প্রার্থী:- Data Entry, Back Office Excutive -এর কাজগুলো করার মত দক্ষতাসম্পন্ন মহিলা এবং পুরুষ উভয়েই আবেদন যোগ্য।
বন্ধন ব্যাংকে কোন কোন কাজ করতে হবে?
⚫ গ্ৰাহকের যে কোনো সমস্যা সমাধানের ব্যাবস্থা।
⚫ প্রতারণা মূলক লেনদেন বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ এর তথ্য প্রদান।
⚫ তদন্তকারী সংস্থা/সরকারী সংস্থার সঙ্গে সমন্বয় প্রয়োজন।
বন্ধন ব্যাংকে কাজের জন্য কি কি প্রয়োজন (Requirements for Bandhan Bank job ):
⚫ আপনাকে অবশ্যই স্থানীয় ভাষায় কথা বলার দক্ষতা থাকতে হবে। যেমন - বাংলা,
⚫ সপ্তাহে ৬ দিন কাজ করার সময় থাকতে হবে।
⚫ চাপের মধ্যে কাজ করার দক্ষতা বা শারীরিক ক্ষমতা থাকতে হবে।
বন্ধন ব্যাংকে কাজের প্রোফাইল (Bandhan Bank Job Desired Profile ):
বন্ধন ব্যাংকে কাজের জন্য শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন??
উত্তর:- আপনাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে।(Minimum Educational Qualification H.S Pass)
⚫ আপনার বয়স 18-33 বছর বয়স এর মধ্যে হতে হবে।( Minimum and Maximun age for apply is 18-33 years )
⚫ দিনের শিফটে কাজ করতে হবে। (Day shift work )
বন্ধন ব্যাংকে কাজের মাসিক বেতন কত ?
উত্তর:- Bandhan ব্যাংকে কাজ করার জন্য প্রতি মাসে বেতন দেওয়া হবে 16200 -23500 টাকা।
(Bandhan Bank Monthly Salary )
এছাড়াও রয়েছে P.F + E.S.I + Mediclaim -এর সুবিধা থাকবে।
Job Catagory : Banking Job
বন্ধন ব্যাংকে কাজের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট :-
সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
আধার কার্ড/ভোটার কার্ড/ প্যান কার্ড।
রঙিন পাসপোর্ট সাইজের ফটো।(২-৩ মাসের মধ্যে তোলা ছবি)
বন্ধন ব্যাংকে ইন্টারভিউয়ের সময়:-
সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। আপনি যদি ইন্টারভিউ দিতে চান তাহলে নির্দিষ্ট সময়ের কিছুটা আগে উপরিউক্ত ডকুমেন্টস সহ ফরম্যাল পোশাকে পৌঁছে যাবেন।
বিঃ দ্রঃ:- জিন্স প্যান্ট পরে গেলে তাকে Allow করা হবে না।
বন্ধন ব্যাংকে কাজের নিয়োগ পদ্ধতি (Selection Process): শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
বন্ধন ব্যাংকে কাজের জন্য কিভাবে আবেদন করতে হবে?
উত্তর:- আবেদনের মাধ্যম (Application Process): আপনার CV বা Biodata জমা দিন হোয়াটসঅ্যাপ অথবা Email এর মাধ্যমে।
Whatsapp: 9088538738 / 9903559738
Email:- hrd.hiyasips@gmail.com
আরও চাকরির খবর দেখুন:-
Disclaimer : বিজ্ঞাপন ভিত্তিক এই পোষ্টের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক বা যোগাযোগ বা দায়বদ্ধতা নেই। আপনার যদি কিছু জানার থাকে তাহলে পোষ্ট এর মধ্যে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে। আপনি আপনার নিজের ইচ্ছায় আবেদন করতে পারেন বা যোগাযোগ করতে পারেন। আমরা আপনাকে কোনোরকম জোর করছি না।"..... ধন্যবাদান্তে ™ SKGUIDEBANGLA.IN
Tag:- #Bandhanbankjob #bankjob Bandhanbank #jobnews #bankjobnews2023