HDFC Bank jobs in West Bengal : HDFC ব্যাংকে কাজের সুবর্ণ সুযোগ। পশ্চিমবঙ্গের সমস্ত জেলায়, দেখুন কিভাবে আবেদন করতে হবে
HDFC Bank jobs in West Bengal : HDFC ব্যাংকে প্রচুর শূন্যপদে নিয়োগ চলছে। দেখুন কিভাবে আবেদন করতে হবে।
পশ্চিমবঙ্গে জেলায় জেলায় HDFC ব্যাংকে কর্মী নিয়োগ চলছে, দেখুন সম্পূর্ণ তথ্য ও কিভাবে আবেদন করতে হবে |
পদের নাম:- বিভিন্ন পদে নিয়োগ করা হবে। যেমন ডাটা এন্ট্রি অপারেটর, ম্যানেজ
চাকরির অবস্থান (Job location): পশ্চিমবঙ্গের ২৩ জেলায় নিয়োগ করা হবে। অর্থাৎ নিজ নিজ এলাকায় বা জেলায় কাজ করতে পারবেন।
HDFC Bank এ কাজ করার জন্য কোনো অভিজ্ঞতা (Experience)এর প্রয়োজন???
উত্তর :- HDFC ব্যাংকে কাজের জন্য কোনো অভিজ্ঞতা প্রয়োজন নেই।
HDFC ব্যাংকে কাজের জন্য কিভাবে আবেদন করতে হবে?
আবেদনের মাধ্যম (Application Process): আপনাকে আপনার সিভি বা Biodata WhatsApp অথবা Email এর মাধ্যমে পাঠাতে হবে।
Bbbbbbbb
HDFC ব্যাংকে কাজের পূর্ণাঙ্গ বিবরণ (HDFC Bank job full description in bengali):
যোগ্য-প্রার্থী:- Data Entry, Back Office Excutive -এর কাজগুলো করার মত দক্ষতাসম্পন্ন মহিলা এবং পুরুষ উভয়েই আবেদন যোগ্য।
HDFC ব্যাংকে কাজের জন্য কি কি প্রয়োজন (Requirements for HDFC Bank job ):
⚫ আপনাকে অবশ্যই স্থানীয় ভাষায় কথা বলার দক্ষতা থাকতে হবে। যেমন - বাংলা,
⚫ সপ্তাহে ৬ দিন কাজ করার সময় থাকতে হবে।
⚫ চাপের মধ্যে কাজ করার দক্ষতা বা শারীরিক ক্ষমতা থাকতে হবে।
HDFC ব্যাংকে কাজের প্রোফাইল (HDFC Bank Job Desired Profile ):
HDFC ব্যাংকে কাজের জন্য শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন??
উত্তর:- আপনাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে।(Minimum Educational Qualification H.S Pass)
⚫ আপনার বয়স 18-33 বছর বয়স এর মধ্যে হতে হবে।( Minimum and Maximun age for apply is 18-33 years )
⚫ দিনের শিফটে কাজ করতে হবে। (Day shift work )
HDFC ব্যাংকে কাজের মাসিক বেতন কত ?
উত্তর:- HDFC ব্যাংকে কাজ করার জন্য প্রতি মাসে বেতন দেওয়া হবে 16200 -23500 টাকা।
(HDFC Bank Monthly Salary )
এছাড়াও রয়েছে P.F + E.S.I + Mediclaim -এর সুবিধা থাকবে।
Job Catagory : Banking Job
HDFC ব্যাংকে কাজের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট :-
সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
আধার কার্ড/ভোটার কার্ড/ প্যান কার্ড।
রঙিন পাসপোর্ট সাইজের ফটো।(২-৩ মাসের মধ্যে তোলা ছবি)
HDFC ব্যাংকে ইন্টারভিউয়ের সময়:-
সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ইন্টারভিউ অনুষ্ঠিত হবে।
বিঃ দ্রঃ:- জিন্স প্যান্ট পরে গেলে তাকে Allow করা হবে না।
HDFC ব্যাংকে কাজের নিয়োগ পদ্ধতি (Selection Process): শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
HDFC ব্যাংকে কাজের জন্য কিভাবে আবেদন করতে হবে?
উত্তর:- আবেদনের মাধ্যম (Application Process): আপনার CV বা Biodata জমা দিন হোয়াটসঅ্যাপ অথবা Email এর মাধ্যমে।
আরও চাকরির খবর দেখুন:-
Tag:- #hdfcbankjob #bankjob hdfcbank #jobnews #bankjobnews2023