বনদপ্তরে LDC পদে কর্মী নিয়োগ, দেখে নিন কিভাবে এবং কোথায় আবেদন করতে হবে - Forest Department job Recruitment news

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

রাজ্যে বনদপ্তরে LDC পদে নিয়োগ, কিভাবে এবং কোথায় আবেদন করতে হবে দেখুন -Forest Department job Recruitment news 2023

বনদপ্তরে LDC পদে কর্মী নিয়োগ, দেখে নিন কিভাবে এবং কোথায় আবেদন করতে হবে - Forest Department job Recruitment news



পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত জেলা থেকে চাকরি প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে।ICFRE এর তরফ থেকে বনদপ্তরে কর্মী নিয়োগ করা হবে তার জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। বিস্তারিত তথ্য জানার জন্য সম্পূর্ণ আর্টিকেল টি পড়ুন এবং তারপরে নিজের দায়িত্বে আবেদন করুন।


 

নিয়োগকরী সংস্থা:- ICFRE

পদের নাম: Lower Division Clerk (LDC)

মোট শূন্যপদ : ০৭ টি

আবেদন মাধ্যম :- অফলাইনে

আবেদনের শেষ তারিখ:- 29-09-2023



বনদপ্তরে নিয়োগ এর পদের নাম ও মোট শূন্যপদ কত: 

পদের নাম হল- Lower Division Clerk পদে নিয়োগ করা হবে 


মোট শূন্য :- মোট শূন্যপদ জানতে অফিসিয়াল PDF টি ডাউনলোড করে নিন।


বনদপ্তরে নিয়োগের বয়স সীমা কত? 

নোটিফিকেশনে অনুযায়ী বনদপ্তরে LDC পদে  আবেদন করতে হলে আবেদনকরী প্রার্থীদের বয়সসীমা সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে হতে হবে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী এখানে বয়সের ছাড়ও পাওয়া যাবে।  বিস্তারিত তথ্য জানতে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন।


বনদপ্তরে চাকরির মাসিক বেতন কত?;

LDC পদের জন্য প্রতিমাসে Level-2 Of 7th CPC Pay Matrix অনুযায়ী ১৯,৯০০/- টাকা থেকে ৬৩,২০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হতে পারে। 


বনদপ্তরে নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে ??

যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অবশ্যই উচ্চমাধ্যমিক পাশ করা থাকতে হবে সঙ্গে টাইপিং স্পিড লাগবে 30 WPM ইংলিশে ও 25 WPM লাগবে হিন্দিতে যা ম্যানুয়াল টাইপ রাইটার অথবা কম্পিউটারে যদি 35 WPM ইংলিশে ও 30 WPM হিন্দিতে টাইপিং স্পিড থাকতে হবে।



বনদপ্তরের নিয়োগ প্রক্রিয়া কি আছে? কিভাবে বনদপ্তরে নিয়োগের জন্য আবেদন করবেন?


উচ্চমাধ্যমিকের সিলেবাস এর উপর ভিত্তি করে লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। 

লিখিত পরীক্ষা ব্যপারে বিস্তারিত তথ্য জানতে ও সিলেবাস কেমন হবে তা জানতে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করুন।



বনদপ্তরে নিয়োগের আবেদন মূল্য কি কত?

আবেদন করার জন কত আবেদন মূল্য লাগবে বা কোথায় কিভাবে আবেদন করতে হবে তা অবশ্যই নিজের দায়িত্ব নিয়ে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে আবেদন করুন।



বনদপ্তরে আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে?

১) প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড/ আধার কার্ড

২) রেজিস্ট্রেশন সার্টিফিকেট/ পাস সার্টিফিকেট

৩) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,

৪) অভিজ্ঞতার সার্টিফিকেট,

৫) সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো, ইত্যাদি।



বনদপ্তরে নিয়োগের জন্য কি ভাবে আবেদন করতে হবে

যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তিতে Application Form টি আছে সেটিকে A4 Page এ প্রিন্ট আউট করে তা নির্ভূল ভাবে Fill Up করতে হবে।

Fffffff

তার সঙ্গে অবশ্যই যে যে উপরে লিখিত ডকুমেন্ট গুলো Xerox করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। আরো ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন ও নিজের দায়িত্বে আবেদন করুন। (আমরা কোনোভাবেই দয়ী নয়।)


বনদপ্তরে নিয়োগের গুরুত্বপূর্ন তারিখ :- আবেদন শুরু তারিখ - 29-08-2023

আবেদন শেষ তারিখ - 29-09-2023


বনদপ্তরে নিয়োগের জন্য প্রয়োজনীয় লিঙ্ক: 


অফিশিয়াল ওয়েবসাইট rfri.icfre.gov.in


অফিশিয়াল বিজ্ঞপ্তিDownload PDF Now






Next Post Previous Post
No Comment
Add Comment
comment url