রাজ্যে গ্রুপ- D ও C এর প্রচুর শূন্যপদে নিয়োগ শুরু হবে, দেখুন কবে থেকে আবেদন করতে হবে - Group-C and Group-D Recruitment 2023
রাজ্যে গ্রুপ- D ও গ্রুপ C এর প্রচুর শূন্যপদে নিয়োগ শুরু হবে, দেখুন কবে থেকে আবেদন করতে হবে - WB Group-C and Group-D Recruitment news 2023
পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীর জন্য দারুন সুখবর। আবারও পশ্চিমবঙ্গের কয়েক হাজার গ্রুপ C এবং গ্রুপ D কর্মী নিয়োগ করতে চলেছে। সবার জন্য বিরাট বড় সু-খবর। মাননীয় মুখ্যমন্ত্রী পঞ্চায়েত ভোটের আগে ঘোষণা করেছিল রাজ্যে ১ লক্ষ ২৫ হাজার নতুন কর্মী নিয়োগ করা হবে। সেই মোতাবেক ১ লক্ষ ২৫ হাজার কর্মীর মধ্যে সর্ব প্রথমে গ্রুপ ডি পদে ১২০০০ কর্মী ও গ্রুপ সি পদে ৩০০০ কর্মী নিয়োগ করা হবে। তাই আপনারা যদি এই পদে আবেদন করতে চান তাহলে আমাদের প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন।
পদের নাম:- Group "D" & Group "C"
যোগ্যতা:- গ্রুপ D পদে আবেদন করতে হলে কোনো স্বীকৃতি বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করা থাকে ।
গ্রুপ C পদে আবেদন করতে হলে চাকরি প্রার্থীকে কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো শাখায় উচ্চমাধ্যমিক পাশ করে থাকলেই হবে।
মোট শূন্য পদের সংখ্যা:- গ্রুপ ডি পদে ১২০০০ এবং গ্রুপ সি পদে ৩০০০ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
আবেদন পদ্ধতি :- সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য আপনাদের সর্বপ্রথমে WBSSC অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর, আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এবং তারপর রেজিস্ট্রেশন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে পুনরায় Login করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র:-
মাধ্যমিকের এডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট।
আধার কার্ড এবং ভোটার কার্ড।
আবেদনকারীর সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট সার্টিফিকেট।
জাতিগত সংসাপত্র, বাধ্যতামূলক নয় যদি থেকে থাকে।
আবেদন কারির সাম্প্রতী তোলা রঙিন ফটো ও সিগনেচার।
Download: Official Notification
Apply Link- Apply Now