পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় মাল্টি টাস্কিং স্টাফ পদ নিয়োগ চলছে, দেখুন সম্পূর্ণ তথ্য - WB MTS Recruitment News

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

WB MTS Recruitment 2023: পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন

WB MTS Recruitment 2023
WB MTS Recruitment 2023
WB MTS Recruitment 2023: পশ্চিমবঙ্গের সকল সরকারি চাকরি প্রার্থীদের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে West Bengal National University of Juridical Sciences এর তরফে। বিজ্ঞপ্তিটিতে মোট আটটি শূন্যপদে নিয়োগের কথা জানানো হয়েছে। আগামী ১৫.০৯.২০২৩ তারিখ পর্যন্ত রাজ্যের যেকোনো জেলার প্রার্থীরা বিজ্ঞপ্তিতে উল্লেখিত শূন্যপদগুলিতে আবেদন করতে পারবেন। আজকের এই প্রতিবেদনে আমরা সেই শূন্যপদগুলিতে কোন যোগ্যতায় কিভাবে আবেদন করা যাবে তা নিয়ে আলোচনা করব। প্রার্থীদের কাছে অনুরোধ, আমাদের এই প্রতিবেদনটি সম্পূর্ণ খুঁটিয়ে পড়ার পরই আবেদন করবেন।

WB MTS নিয়োগ 2023- ওভারভিউ

নিয়োগকারী সংস্থাWest Bengal National University of Juridical Sciences
Advertisement no.2023/01/Admin
অফিসিয়াল ওয়েবসাইটhttps://www.nujs.edu/
মোট শূন্যপদ ৮ টি।
আবেদন শুরু২৩.০৮.২০২৩
আবেদন শেষ১৫.০৯.২০২৩

WB MTS নিয়োগ 2023 পদের নাম


▪️Multi Tasking Staff (MTS)


WB MTS নিয়োগ 2023 মোট শূন্যপদ


▪️৫ টি শূন্যপদ

WB MTS নিয়োগ 2023 শিক্ষাগত যোগ্যতা


▪️এই পদে আবেদন করতে হলে, চাকরিপ্রার্থীদের সরকার স্বীকৃত যেকোনো বিদ্যালয় থেকে মাধ্যমিক উত্তীর্ন হতে হবে। সেইসাথে গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকলে বিশেষ অধিকার পাবেন।


WB MTS নিয়োগ 2023 বয়স সীমা


▪️এই বিভাগের শূন্যপদগুলিতে আবেদন করতে, আবেদনকারী প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর ও সর্বোচ্চ ৪৫ বছর।

WB MTS নিয়োগ মাসিক বেতন 


▪️নিয়োগের পর এই বিভাগের চাকুরীরত প্রার্থীদের সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী, লেভেল-১ হিসেবে ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা বেতন দেওয়া হবে, এছাড়াও কেন্দ্রীয় হারে বিভিন্ন প্রকারের ভাতা ইত্যাদি পাবেন।

WB MTS নিয়োগ নিয়োগ পদ্ধতি


▪️এই শূন্যপদগুলিতে প্রার্থীদের শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই নিয়োগ করা হবে। যেসমস্ত প্রার্থীরা আবেদন করবেন, তাদের অফিসিয়াল ওয়েবসাইট এ প্রায়ই অনুসন্ধান চালিয়ে যেতে হবে, সেখানেই এই চাকরি সম্পর্কিত পরবর্তী আপডেটগুলি পাবেন।


WB MTS নিয়োগ কিভাবে আবেদন করবেন


▪️এই শূন্যপদগুলিতে আবেদন করতে প্রার্থীদের অফলাইন পদ্ধতি অবলম্বন করতে হবে। প্রার্থীদের প্রথমে বিজ্ঞপ্তির সাথে থাকা ফর্মটিকে নির্ভুলভাবে ফিলাপ করতে হবে। তারপর, নিজের যাবতীয় এডুকেশনাল সার্টিফিকেট ও অন্যান্য ডকুমেন্টস সহ সাম্প্রতিক কালের ছবি ও আবেদন ফি নিচের দেওয়া ঠিকানায় একটি মুখবন্ধ খামে করে পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হবে।

WB MTS নিয়োগ আবেদনপত্র পাঠানোর ঠিকানা যে ঠিকানায় আবেদনপত্রটি পাঠাবেন সেটি হল-


▪️The West Bengal National University Juridical Sciences, Dr Ambedkar Bhavan, 12 LB Block, Sector III, Salt Lake, Kolkata- 700106


WB MTS নিয়োগ আবেদন ফী


▪️উল্লেখ্য পদগুলিতে আবেদন করতে ২ হাজার টাকা আবেদন ফি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে, তবে যারা SC/ST/PWD শ্রেণীভুক্ত, তাদের ১৫০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে।

WB MTS নিয়োগ আবেদন এর গুরুত্বপূর্ণ লিংক


অফিসিয়াল বিজ্ঞপ্তির লিঙ্ক:- এখানে ক্লিক করুন

আরও জানতে জয়েন করুন:- এখানে ক্লিক করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url