ফুড এস আই প্র্যাকটিস সেট 3 PDF ডাউনলোড করে নিন – Food SI Practice set No 3 in Bengali PDF

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট 3 | WBPSC Food SI Practice Set No 3| Food SI প্র্যাকটিস সেট 3

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট 3 | WBPSC Food SI Practice Set No 3| Food SI প্র্যাকটিস সেট 3


আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ফুড SI প্রাকটিস সেট Pdf । WBPSC Food SI exam practice set pdf download | Food sub inspector practice pdf in bengali | FOOD SI EXAM 2023 পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে আপনাকে সাহায্য করবে।


wbpsc-food-si-exam-practice-set-no-3-in-bengali-pdf


তাই দেড়ি না করে এই পোস্টের নীচে দেওয়া Download লিংকে ক্লিক করে । ফুড এস আই প্রাকটিস সেট পিডিএফ ডাউনলোড  । wbpsc food si exam practice set pdf ,ফুড এস আই practice set pdf |  Food sub inspector পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রাকটিস সেট ডাউনলোড করে নিন। এবং প্রতিদিন বাড়িতে বসে প্রাক্টিস করে থাকতে থাকুন।ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ Note ,Pdf , Current Affairs,ও প্রতিদিন মকটেস্ট দিতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।প্রতিদিন বাড়িতে বসে YouTube Live Class এর  মাধ্যমে  ক্লাস করতে চাইলে আমাদের YouTube Channel এ ভিজিট করো ও Subscribe করে নাও।


YouTube Link - .  OUR ONLINE SCHOOL   SUBSCRIBE      


      আরও পোস্ট দেখো    B  


ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট -03 | WB Food SI Practice Set in Bengali No 03


আমরা Food SI পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতিদিন আপনাদের গুরুত্বপূর্ণ 20 টি প্রশ্ন ও উত্তর দেবো যাতে এই সমস্ত প্রশ্ন ও উত্তর প্রাকটিস সেট করে ভালো করে প্রস্তুতি নিতে পারেন।



FOOD SI Important questions answers in bengali 2023 - Food SI Suggestions questions answers in bengali 2023 । ফুড এস আই সাজেশন প্রশ্ন উত্তর 2023 | FOOD SI সাজেশন প্রশ্ন উত্তর 2023


ভারতের ইতিহাস সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

1. ভারতীয় ইতিহাসের প্রাচীনতম সংস্কৃতি কোনটি?

উত্তর: সিন্ধু-সরস্বতী সভ্যতা।

2. গুপ্ত সাম্রাজ্যের সময় ভারতীয় আন্দোলনগুলি কি ছিল?

উত্তর: ভদ্রলোক আন্দোলন এবং কান্তিলী সংঘর্ষ।

3. আশোক সাম্রাজ্যের প্রসিদ্ধ শিলালিপির নাম কি?

উত্তর: এশোকান শিলালিপি।

4. মৌর্য সাম্রাজ্যের প্রথম সাম্রাজ্যপতি কে?

উত্তর: চাঁদ্রগুপ্ত মৌর্য।

5. খিলজী সাম্রাজ্যের সময় কোন মুগল সাম্রাজ্যপতি ভারত আক্রমণ করে?

উত্তর: মুহম্মদ গজনি।

6. বাবর কোন যুদ্ধে দিল্লি দখল করেন?

উত্তর: পানিপত যুদ্ধে।

7. তাজমহল কে নির্মাণ করেন?

উত্তর: শাহজাহান।

8. ইংরেজি প্রাচীন দক্ষিণ ভারতের প্রথম কোন বিশ্ববিদ্যালয় কি?

উত্তর: মাদ্রাস প্রথম বিশ্ববিদ্যালয় (প্রস্তুত করা হয় 1857 সালে)।

9. ইন্দিরা গান্ধী কে ভারতের কোন প্রধানমন্ত্রী ছিলেন?

উত্তর: 1966 থেকে 1977 পর্যন্ত এবং 1980 থেকে 1984 পর্যন্ত।

10. ইন্দিরা গান্ধীকে কখন নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়?

উত্তর: 1971 সালে।

11. ভারতীয় স্বাধীনতা আন্দোলনের জনক কে?

উত্তর: মহাত্মা গান্ধী।

12. ভারতীয় স্বাধীনতা আন্দোলনে কোন পর্যায়ে স্বাধীনতা দিবস পালন করা হয়?

উত্তর: 15 অগস্ট বা স্বাধীনতা দিবস। 

13. ১৯৪৭ সালে ভারতের উত্তর ভাগ এবং পশ্চিম ভাগ পৃথক রাষ্ট্র হিসেবে কোন নামে পরিচিত ছিল?

উত্তর: ভারত এবং পাকিস্তান।

14. ভারতীয় সংবিধান কততম নবাবর্ষে অ্যাপ্রোভ করা হয়?

উত্তর: 26 নম্বর নবাবর্ষে অনুমোদিত হয়।

15. ভারতের প্রথম রাষ্ট্রপতি কে?

উত্তর: ডঃ রাজেন্দ্র প্রসাদ

16. ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে?

উত্তর: জওহর লাল নেহরু।

17. ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সময় বাংলাদেশের প্রথম কণ্ঠশিল্পী কে?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।

18. ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সময় কত বছর বাংলাদেশের ভাষা আন্দোলন ঘটে?

উত্তর: 1952 সালে।

19. ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সময় কে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী?

উত্তর: শেখ মুজিবুর রহমান।

20. ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামের কেন্দ্রীয় কমিটি কোন ছিল?

উত্তর: ইংগ্লিশ বাজার কমিটি।

21. ভারতের প্রথম রাষ্ট্রীয় গান কি ছিল?

উত্তর: বন্দে মাতরম্‌।

22. ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সময় কোন সন্ধি দ্বারা বাংলাদেশের মুক্তি ঘটে?

উত্তর: ১৯৭১ সালের শিমলা সন্ধি।

23. ভারতের স্বাধীনতা সংগ্রামে কাকী প্রথা প্রথিত ছিল কার দ্বারা?

উত্তর: বিপিন চন্দ্র পাল।

24. ভারতের স্বাধীনতা আন্দোলনে আনার্সিনের প্রকাশিত কোন পত্রিকা ছিল?

উত্তর: স্বরাজ পত্রিকা।

25. ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সময় বাংলাদেশের প্রথম সংসদ কোথায় গঠিত হয়?

উত্তর: তেজগাঁও, ধাকা।


জিকে - GK 

প্রশ্নঃ খানুয়ার যুদ্ধ কত সালে সংগঠিত হয় ?
উত্তরঃ ১৫২৭ সালে।  

প্রশ্নঃ মনসবদারি প্রথা কে প্রচলন করেন ?
উত্তরঃ আকবর। 

প্রশ্নঃ শব্দ তরঙ্গ কি জাতীয় তরঙ্গের উদাহরণ ?
উত্তরঃ অনুদৈর্ঘ্য তরঙ্গের। 

প্রশ্নঃ প্রতিক্রিয়া ইঞ্জিনের একটি উদাহরণ দাও।
উত্তরঃ জেট ইঞ্জিন।

প্রশ্নঃ প্রথম কবে লিফট চালু হয় ?
উত্তরঃ ১৭৪৩ সালে।

প্রশ্নঃ তারিখ-ই-ফিরোজশাহী কার লেখা ?
উত্তরঃ জিয়াউদ্দিন বারনির। 

প্রশ্নঃ প্যাপাইন কোথায় পাওয়া যায় ?
উত্তরঃ পেঁপে গাছের তরুক্ষীরে। 

প্রশ্নঃ কোন ফলের ত্বকে প্রস্তর কোষ দেখা যায় ?
উত্তরঃ পেয়ারা। 

প্রশ্নঃ একক পর্দা কথাটির প্রবর্তক কে?
উত্তরঃ রবার্টসন। 

প্রশ্নঃ ভরবেগ কোন জাতীয় রাশির উদাহরণ ?
উত্তরঃ ভেক্টর রাশি।

প্রশ্নঃ ভারতের স্বল্পমেয়াদী রাষ্ট্রপতি কে ছিলেন ?
উত্তরঃ ড. জাকির হোসেন।


ভারতের সংবিধানের প্রশ্ন উত্তর

1. ভারতের সংবিধান কে রচনা করেন?
উ: ডঃ বি আর আম্বেদকর
 
2. গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন ?
উ: ড. সচ্চিদানন্দ সিনহা
 
3. গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন ?
উ: ডঃ রাজেন্দ্র প্রসাদ
 
4. ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে?
উ: ডঃ বি আর আম্বেদকর
 
5. সংবিধানের প্রস্তাবনা কোন দেশ থেকে নেওয়া হয়েছে ?
উ: আমেরিকা
 
6. ভারতের সংবিধান কবে গৃহীত হয় ?
উ: 1949 সালের 26 নভেম্বর
 
7. ভারতের সংবিধান কবে কার্যকর হয় ?
উ: 1950 সালের 26 জানুয়ারী । 
 
8. ভারতের সংবিধান কতবার সংশোধন হয়েছে ?
উ: 104 বার
 
9 ভারতীয় সংবিধানের জনক কে ?
উ: ডঃ বি আর আম্বেদকর
 
10. ভারতীয় সংবিধানের ধারনা কে দেন ?
উ: এম .এন.রায়
 
11. প্রথম সংবিধান সংশোধন হয় কত সালে ?
উ: 1951 সালে – ভূমি ও রাজস্ব
 
12. রাজ্যসভার সদস্য হতে গেলে কমপক্ষে কত বছর বয়স হতে হবে ?
উ: 30 বছর
 
13. লোকসভার সদস্য হতে হলে কমপক্ষে কত বছর বয়স হতে হয় ?
উ: 25 বছর । 
 
14. রাষ্ট্রপতি হতে গেলে কত বছর বয়স হতে হয়?
উ: কমপক্ষে 35 বছর
 
15. উপরাষ্ট্রপতি হতে গেলে কত বছর বয়স হতে হবে?
উ: কমপক্ষে 35 বছর
 
16. অস্পৃশ্যতা দূরীকরণ কত নম্বর ধারায় উল্লেখিত আছে ?
উ: 17 নম্বর ধারায়
 
17. কত বছর বয়সে সুপ্রিম কোর্টের বিচারপতিরা অবসর নেয় ?
উ: 65 বছর বয়সে
 
18 পঞ্চায়েতীরাজ ব্যবস্থা প্রথম প্রবর্তিত হয় কোন
রাজ্যে ?
উ: রাজস্থান
 
19. সংবিধানের হৃদয় ও আত্মা বলা হয় কত নম্বর ধারাকে ?
উ: 32 নম্বর ধারা কে
 
20. সংবিধানের মৌলিক অধিকার কোন দেশ থেকে নেওয়া হয়েছে ?
উ: আমেরিকা

21. সংবিধানের মৌলিক কর্তব্য কোন দেশ থেকে নেওয়া হয়েছে ?
উ: সোভিয়েত রাশিয়া । 

22. সংবিধান সংশোধন পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে ?
উ: দক্ষিণ আফ্রিকা

23. সংবিধানের নির্দেশমূলক নীতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে ?
উ: আয়ারল্যান্ড

24. সংবিধানের রাষ্টপতির ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে ?
উ: ব্রিটেন

25. অর্থবিল কখনো উত্থাপিত হয় না কোথায় ?
উ: রাজ্যসভায়


বিনামূল্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন

File Details:-

File Name:-  Food si Practice in Bengali pdf download 

File Format:- Pdf

SET NO :- 03

File Size:-  10Mb

File Location:- Google  Drive 

Download:-   Click here to download  

Related Posts:-

A.  WBPSC ফুড এসআই সিলেবাস 2023

B. WBPSC Food SI পরীক্ষার জন্য সেরা বই 

C. FOOD SI all book pdf download



TAG:  ফুড SI প্রাকটিস সেট Pdf,ফুড এস আই practice set pdf,ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ০১,Food SI প্র্যাকটিস সেট 3,food si exam practice set in bengali

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url