বিজ্ঞানের অপপ্রয়ােগ প্রবন্ধ রচনা Pdf download | বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ প্রবন্ধ রচনা Pdf | বিজ্ঞানের অপব্যবহার প্রবন্ধ রচনা Pdf

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

বিজ্ঞানের অপপ্রয়ােগ প্রবন্ধ রচনা পিডিএফ| বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ প্রবন্ধ রচনা পিডিএফ | বিজ্ঞানের অপব্যবহার প্রবন্ধ রচনা পিডিএফ | Bijnna asirbada n abhisapa prabandha racana Pdf



প্রবন্ধ রচনা : বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ

ভূমিকা: বিজ্ঞান হল আলাদিনের সেই আশ্চর্য প্রদীপ, যা মানুষের হাতে তুলে দিয়েছে অফুরন্ত শক্তির সম্ভাবনা। মানুষের ইতিহাসকে অন্ধকার থেকে ক্রমশ আলাের দিকে নিয়ে এসেছে বিজ্ঞান। তবু এই বিজ্ঞানকে মানুষ সবসময় কল্যাণকর্মে আটকে রাখতে পারে না, বিজ্ঞান হয়ে ওঠে ধ্বংস খেলার অন্যতম পুতুল।বিজ্ঞানের প্রয়ােগ বিজ্ঞানের কাজ অনুসন্ধান, আবিষ্কার | সে খুঁজে বের করে প্রাকৃতিক রহস্যের নানান সূত্র। সে দেখিয়ে দেয় বিভিন্ন কার্যের কারণ |সে জানিয়ে দেয় জড় ও জীবনের অজানা বহু তথ্য পরীক্ষানিরীক্ষার মাধ্যমে।সে উন্মােচন করে দেয় সুপ্ত সম্ভাবনার নতুন দিগন্ত। এভাবেই নিয়ত অনুসন্ধানের মধ্য দিয়ে পদার্থবিদ্যা, জীববিদ্যা, রসায়নবিদ্যা প্রভৃতি ক্ষেত্রে অভাবনীয় সমৃদ্ধি ঘটেছে। বিজ্ঞানের আবিষ্কারকে মানবকল্যাণে যেমন প্রয়ােগ করা যায়, তেমনি প্রয়ােগ করা যায় মানুষের ক্ষতিসাধনের ক্ষেত্রেও।বিজ্ঞান আশীর্বাদ হয়ে উঠবে না অভিশাপ হয়ে উঠবে তা নির্ভর করছে বিজ্ঞান প্রয়ােগের নীতির ওপরেই |



বিধ্বংসী ভূমিকায় বিজ্ঞানের ব্যবহার : বিজ্ঞানের দৌলতে দূর এসেছে | নিকটে, দুর্লভ এসেছে হাতের মুঠোয়,দুরারােগ্য ব্যাধির নিরাময় হয়েছে সম্ভব,আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপ ধন্য হয়েছে বিজ্ঞানের আশীর্বাদে। তৰ। এই বিজ্ঞানকেই ব্যবহার করে মানুষ আবার উন্মত্ত হয়ে উঠেছে ধ্বংসলীলায়।


মানুষ মারার জন্য মানুষই তৈরি করছে উন্নত যুদ্ধ, মুনাফার লােভেনকলকে চালাচ্ছে আসল বলে, তৈরি করছে প্রতারণার নিত্যনতুন কৌশল। বিজ্ঞাপনের অপপ্রয়োগের দৃষ্টান্ত। পরমাণু শক্তি আবিষ্কার বিজ্ঞানের একটি| যােগ্য অবদান। ৩৭ ই এvিাটিনেই দ্বিতীয় মহাথে ধংসের। ফাকে ব্যবহার করা হয়েছিল। জাপানের হিরোসিমা আর নাগাসাকিতে পরমাণু বোমার নিখোরপ [টানাে হয়েছি| সেই বিস্কোরণে প্রাণ হারিয়েছিল।সের হাড়ি মানুষ, হoিার হাজার মানুষ পঙ্গু হয়ে গিয়েছিল চিরদিনের জন্য বিল অ| পরিণত হয়েছিল এবংসভূগে|


হিরােসিমা আর।নাগাসাকির এই ঘটনায় ধূতি খনও সারা বিশ্বের কাছে আতরে।।রাষ্ট্র-রাজনীতি ও বিজ্ঞানের অপপ্রয়োগ বিজ্ঞানের অপপ্রয়ােগের পিছনে |এবং রাজনীতির একটি বড়াে ভূমিকা থাকে।রাদুরক্ষার নামে, অন্যরাই গ্রাস করার জন্য এবং আরও নানাবিধ রাজনৈতিক স্বার্থ মেটানাের জন্য সারা পৃথিবী জুড়েই তৈরি হচ্ছে রাশি রাশি মারপায়, তৈরি হচ্ছে মানুষ মারার সূক্ষ্ম কৌশল।অসৎ প্রবৃত্তি ও বিজ্ঞানের অপপ্রয়োগ। মানুষ অনেক উন্নত হলেও এখনও। তার ভিতরে আদিম রিপুর অস্তিত্ব রয়ে গেছে। অসৎ প্রবৃত্তির হাত থেকে মানবজাতি এখনও রক্ষা পায়নি। তােত ও হিংসা মেটাতে গিয়ে মানুষ এখন সাহায্য নিয়ে উন্নত বিজ্ঞানের। আধুনিক বিজ্ঞানকে কাজে লাগিয়ে আজকের অপরাধ জগৎও হয়ে উঠেছে আধুনিক। চুরি, ডাকাতি, খুন,অপহরপ, প্রতারণা প্রভৃতিতে বিজ্ঞানের অপব্যবহার যেভাবে বেড়ে চলেছে তা সত্যিই অত্যন্ত চিন্তার বিষয়।



উপসংaহার। বিজ্ঞানের aঅপপ্রয়ােগ যেমন মানুষের হাতে ঘটছে, তেমনি এই অপপ্রয়ােগ প্রতিরােধের উপায়ও মানুষের হাতেই আছে। মানুষই পারে বিজ্ঞানকে আপন মর্যাদায় প্রতিষ্ঠিত করতে।এর জন্য চাই সম্মিলিতসংকল্প, চাই শুভবােধের জাগরণ | পৃথিবীর সমস্ত দেশকে একযােগে বন্ধ করতে হবে ‘যুখ যুদ্ধ খেলা' | সর্বোপরি, মানুষের মধ্যে জাগিয়ে তুলতে হবে সেই চেতনা যা মানুষকে লােভার হিংসা থেকে দূরে সরিয়েরাখবে আমাদের সকলের প্রার্থনা হওয়া উচিত: অভিশাপ নয়, বিজ্ঞান আমাদের ওপর আশীর্বাদ হয়ে ঝরে পড়ুক |



অনুসরণে শেখা যায়

 বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ প্রবন্ধ রচনা = বিজ্ঞানের অপব্যবহার প্রবন্ধ রচনা


 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url