দৈনন্দিন জীবনে বিজ্ঞান প্রবন্ধ রচনা PDF | Dainandina jibane bijnana prabandha racana pdf
দৈনন্দিন জীবনে বিজ্ঞান প্রবন্ধ রচনা পিডিএফ | প্রতিদিনের জীবনে বিজ্ঞান পিডিএফ | Dainandina jibane bijnana prabandha racana pdf
ভূমিকা: মানুষের কল্যাণের জন্য বিজ্ঞানের আবির্ভাব। মানুষ নিজের প্রয়ােজনে বিজ্ঞানের নিত্যনতুন আবিষ্কার ঘটিয়ে চলেছে। প্রতিদিনের জীবনে আজ বিজ্ঞানই মানুষের একমাত্র ভরসা | মহাকাশ থেকে পাতাল—সর্বত্র বিজ্ঞানের অভিযান চলেছে।
প্রবন্ধ রচনা : দৈনন্দিন জীবনে বিজ্ঞান
দৈনন্দিন জীবনে বিজ্ঞানের ব্যবহার: একশাে বছর আগেও মানুষের দৈনন্দিন জীবন এত সুখকর ছিল না। এখন সকালে আমাদের ঘুম ভাঙায় অ্যালার্ম ঘড়ি। তারপর দাঁত মেজে পাম্পে তােলা বা টিউবওয়েলের জলে মুখ ধুয়ে হাতে তুলে নিই এক কাপ গরম চা, যা অনেক বাড়িতেই গ্যাস-ওভেনের সাহায্যে প্রস্তুত হয়। এরপর খবরের কাগজ পড়ে অথবা দূরদর্শন বা বেতারের মাধ্যমে দেশ ও পৃথিবীর নানা সংবাদ পাই। মাথার ওপর চলে বৈদ্যুতিক পাখা। কোনাে ঘরে থাকে বাতানুকূল ব্যবস্থা| টেলিফোন কিংবা প্রয়ােজনে মােবাইল ফোনের মাধ্যমে কথা হয় বদূরে থাকা মানুষের সঙ্গে। কম্পিউটারে খবর ও ছবি আসে ইনটারনেটের মাধ্যমে।অসুখ করলে ডাক্তার দেখিয়ে সঙ্গে সঙ্গে ওষুধের ব্যবস্থাও করা যায়।স্নানের জন্য যেমন ওয়াটার হিটার গরম জল সরবরাহ করে তেমনি ফ্রিজ থেকে ঠান্ডা জল বা বরফ নিয়ে কোল্ড কফিও খেতে মজা লাগে| ফ্রিজে তাে কতদিনের তৈরি রান্না রেখে খাওয়া যায়। স্কুল, কলেজ, অফিসের জন্য বাস, ট্রাম, ট্যাক্সি, গাড়ি, অটো, ট্রেন তাে রয়েইছে, জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য লরিও রয়েছে।| ছাত্রছাত্রীদের জন্য বই, খাতা, পেন, কম্পাস,ল্যাবরেটরির সরঞ্জাম,ব্ল্যাকবেড়ি এস্কেলের রয়েছে। অসুস্থ হলে যেমন অ্যাম্বুলেন্স আছে, তেমনি মৃত্যুর পর। শববাহী গাড়িও ভ্ৰাছেপ্রেক্ষাগৃহে বসে চলচ্চিত্র দেখে আমরা মুধ হতে পারি।চিকিৎসার জন্য যেমন হাসপাতালে যেতে পারি, তেমনি আধুন নেভাতে।দমকলও চলে আসে দ্রুত। শল্যচিকিৎসা মানুষকে নতুন জীবন দান করে।চলেছে। এইভাবে বিজ্ঞানের নিত্যনতুন আবিষ্কার ভরিয়ে তুলেছে আমাদের।দৈনন্দিন জীবন। দৈনন্দিন জীবনে বিজ্ঞান হয়ে উঠেছে আমাদের পরম আত্মীয়।
উপসংহার: বিজ্ঞান মানুষকে সর্বস্ব দিতে চায়, কিন্তু বিজ্ঞানের অপব্যবহারে মানুষ বিপর্যস্ত | নানান মারণাস্ত্র, সাধারণ বােমা, পারমাণবিক বােমা, ডিনামাইট ব্যবহার, খাদ্যে ভেজাল মেশানাে ইত্যাদির মাধ্যমে মানুষের ক্ষতি করার নিত্য প্রচেষ্টা চলছে| দোষ বিজ্ঞানের নয়, তাকে কে কীভাবে প্রয়ােগ করছে সেটাই বিবেচনার বিষয়। কুসংস্কার দূর করে, বিভেদকামী মনােভাব ও সংকীর্ণ স্বার্থপরতা ত্যাগ করে মানুষের মনে শুভবুদ্ধির উদয় হলে দৈনন্দিন জীবনে বিজ্ঞানের ব্যবহার ও ভাবনা সার্থকতা লাভ করবে | বিজ্ঞানাচার্য সত্যেন্দ্রনাথ বসু লিখেছেন—“যে-কোনাে জাতির পক্ষে আজ বিজ্ঞানকে তুচ্ছ করা কিংবা, তার সম্ভাব্যতাকে অবহেলা করা একান্ত বিপজ্জনক | সাময়িক ইতিহাসের সঙ্গে যার পরিচয় আছে তিনি এ কথা স্বীকার করবেন ?
অনুসরণে লেখা যায়
মানবজীবনে বিজ্ঞানের প্রভাব pdf download , দৈনন্দিন জীবনে বিজ্ঞান প্রবন্ধ রচনা pdf download | প্রতিদিনের জীবনে বিজ্ঞান pdf download