Food SI Questions and Answers 2023 pdf | ফুড সাব ইনস্পেক্টর প্রশ্ন ও উত্তর 2023

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

ফুড সাব ইনস্পেক্টর প্রশ্ন ও উত্তর 2023 | Food Sub Inspector Questions and Answers 2023 pdf

Food SI Questions and Answers 2023 pdf | ফুড সাব ইনস্পেক্টর প্রশ্ন ও উত্তর 2023

আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি Food Sub Inspector Questions and Answers 2023WBPSC Food Sub Inspector question answer pdf free download ,সাব ইনস্পেক্টর প্রশ্ন ও উত্তর পিডিএফ ডাউনলোড|  FOOD SI EXAM 2023 পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে আপনাকে সাহায্য করবে।

Food sub inspector exam 2023 পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ডাউনলোড করে নিন। এবং প্রতিদিন বাড়িতে বসে প্রাক্টিস করে থাকতে থাকুন।ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ Note ,Pdf , Current Affairs,ও প্রতিদিন মকটেস্ট দিতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।


◾সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর◾
প্রশ্ন 1. ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর- সি. রাজাগোপালাচারী। প্রশ্ন 2. ভারত ও পাকিস্তানকে বিভক্ত করার জন্য কোন পরিকল্পনা ব্যবহার করা হয়েছিল? উত্তর-মাউন্টব্যাটেন পরিকল্পনা। প্রশ্ন 3. ভারতের সমুদ্রপথ কে আবিষ্কার করেন? উত্তর- ভাস্কো-দা-গামা প্রশ্ন 4. ভারতের শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয়? উত্তর-ভার্গিস কুরিয়ান প্রশ্ন 5. ভারতের কোন রাজ্যের নাম বল যেখানে চা সবচেয়ে বেশি উৎপাদিত হয়? উত্তর- আসাম। প্রশ্ন 6. ভারতের কোন জায়গায় সবচেয়ে বেশি ঠান্ডা লাগে? উত্তর-লেহ। প্রশ্ন 7যন্তর মন্তর ভারতের কোন শহরে অবস্থিত? উত্তর-দিল্লি। প্রশ্ন 8. ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয়? উত্তর-পশ্চিমবঙ্গ। প্রশ্ন 9. ভারতের সবচেয়ে ব্যয়বহুল শহরের নাম কোনটি? উত্তর- মুম্বাই। প্রশ্ন 10.ভারতে সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়?তার নাম বলুন? উত্তর- এমএস স্বামীনাথন। প্রশ্ন 11. পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? উত্তর- এশিয়া। প্রশ্ন 12. বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি? উত্তর- তক্ষশীলা বিশ্ববিদ্যালয়। প্রশ্ন 13পৃথিবীর সবচেয়ে প্রাচীন ধর্ম কোনটি? উত্তর- সনাতন ধর্ম। প্রশ্ন 14. কোন দেশ বিশ্বে প্রথম মুদ্রিত মুদ্রা জারি করেছিল? উত্তর-চীন। প্রশ্ন 15. বিশ্বের প্রথম কোন শহরের নাম বল যেখানে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল? উত্তর- হিরোশিমা। প্রশ্ন 16বিশ্বের কোন দেশ প্রথম বইটিকে স্বীকৃতি দেয়? উত্তর- চীন। প্রশ্ন 17. বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম বলুন? উত্তর- এস. বন্দরনায়েকে লঙ্কা। প্রশ্ন 18. বিশ্বের কোন দেশটি মহাকাশে প্রথম কৃত্রিম উপগ্রহ স্থাপন করেছে তার নাম বল? উত্তর- রাশিয়া। প্রশ্ন 19পৃথিবীর কোন ব্যক্তির নাম বলুন যিনি প্রথমবার মহাকাশে গিয়েছিলেন? উত্তর- মেজর ইউরি গ্যাগারিন। প্রশ্ন : 20. বিশ্বের কোন ব্যক্তির নাম বলুন যিনি প্রথম বিমানে উড্ডয়ন করেছিলেন? উত্তর- রাইট ভাইয়েরা।

প্রশ্ন : জালিয়ানওয়ালাবাগ এর হত্যাকান্ড কত সালে ঘটেছিল?

উ: 1919 সালে।

প্রশ্ন : কোন শিলায় কয়লা সঞ্চিত থাকে?

উ: পাললিক। 

প্রশ্ন : পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?

উ: - মহম্মদ আলি জিন্নাহ।

প্রশ্ন : ভিলাই কোথায় অবস্থিত?

উ: -ক্ষুদ্রান্ত্রে। 

প্রশ্ন : আমাদের দেহে যে কলাটি অধিক পরিমানে থাকে?

উ: - পেশি কলা। 

প্রশ্ন : আবুল ফজল কোন সম্রাটের সভাসদ ছিলেন?

উ: -আকবর।  

প্রশ্ন : ভারতের কোন রাজ্যে প্রথম ফরাসিদের আগমন ঘটে?

উ: - পন্ডিচেরি। 

প্রশ্ন : পঞ্চতন্ত্র কে লিখেছেন?

উ: -বিষ্ণু শৰ্মা।

প্রশ্ন : কোন মোগল সম্রাট জিজিয়া কর পুনঃ প্রচলন করেন?

উ: - ওরঙ্গজেব।

প্রশ্ন : ভারতের সর্বোচ্চ সেনা সম্মান কোনটি?

উ: -পরমবীর চক্র।

প্রশ্ন : ফুসফুসের আবরণীর নাম কী?

উ: -প্লুরা।

প্রশ্ন : কলেরা ঘটায় কোন ব্যাকটেরিয়াটি?

উ: -ভিব্রিও কলেরি।

প্রশ্ন : কোন দেশের সংবিধান থেকে ভারতের মৌলিক অধিকার গুলি সংগৃহীত হয়েছে?

উ: - যুক্তরাষ্ট্র।

প্রশ্ন : গ্রাফাইট ও হীরা কোন পদার্থের রূপভেদ?

উ: -কার্বন।

প্রশ্ন : ছত্রাক বিদ্যার আরেক নাম কী?

উ: -মাইকোলজি।

প্রশ্ন : পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটি?

উ: -ভ্যাটিকান সিটি।

প্রশ্ন : ট্রাইটন কোন গ্রহের উপগ্রহ?

উ: -নেপচুন।

প্রশ্ন : কোন গ্রন্থি থেকে পিত্ত নিঃসৃত হয়?

উ: -যকৃত।

প্রশ্ন : কোন দেশে সবচেয়ে বেশি ডাকঘর আছে?

উ: -ভারত।

প্রশ্ন : কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় কবে?-১৮০০ সালে।


1) সেন বংশের প্রতিষ্ঠাতা কে?

উ: সামন্ত সেন।

2) দেওপাড়া লিপি কে খোদাই করেন?

উ: উপাপতিধর।

3) বিজয় সেনের রাজধানীর কোথায় ছিল?

উ: বিক্রমপুর(পূর্ব বঙ্গের) ও বিজয়পুর(পশ্চিমবঙ্গের)।

4) "দানসাগর" ও অদ্ভূতসাগর" কে রচনা করেন?

উ: বল্লাল সেন।

5) "বল্লালচরিত" গ্রন্থটি কে রচনা করেন?

উ: আনন্দভট্ট।

6) কোন সেন রাজার উপাধি ছিল "অরিরাজ- মর্দন-শঙ্কর"?

উ: লক্ষ্মণ সেন।

7) "পবনদূত" গ্রন্থের  রচয়িতা ধোয়ী কোন সেন রাজার সভাকবি ছিলেন?

উ: লক্ষ্মণ সেন।

8) বখতিয়ার খলজির বাংলা আক্রমণের সময় বাংলার রাজা কে ছিলেন?

উ: লক্ষ্মণ সেন।

9) লক্ষ্মণ সেনের রাজধানীর নাম কী ছিল?

উ: লক্ষ্মণাবতী।

10) সেন রাজারা কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন?

উ: ব্রাহ্মণ্য ধর্মের।

11) বাংলার প্রথম নির্বাচিত নরপতির নাম কী?

উ: গোপাল।

12) কোন কোন রাজশক্তির মধ্যে 'ত্রিশক্তি সংঘর্ষ' হয়েছিল?

উ: পাল-প্রতিহার-রাষ্ট্রকূট।

13) "পরমেশ্বর পরমভট্টারক মহারাজাধিরাজ" উপাধি কে গ্রহণ করেছিলেন?

উ: ধর্মপাল।

14) পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা কাকে বলা হয়?

উঃ প্রথম মহীপাল।

15) কৈবর্ত বিদ্রোহ কোন পালরাজার রাজত্বকালে সংঘটিত হয়?

উ: দ্বিতীয় মহীপাল।

16) কৈবর্ত বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন?

উ: দিব্য বা দিব্বোক।

17) পাল যুগের দুজন ভাস্কর্য শিল্পীর নাম লেখ।

উ: ধীমান পাল ও বীতপাল।

18) চর্যাপদ কোন যুগে রচিত হয়েছিল?

উ: পাল যুগে।

19) "আয়ুর্বেদ দীপিকা" গ্রন্থের লেখক কে?

উ: চক্রপানি দত্ত।

20) বিক্রমশীলা মহাবিহার কে প্রতিষ্ঠা করেন?

উ: ধর্মপাল।

21) হরপ্পা সভ্যতার বন্দর শহর কোন নদীর তীরে অবস্থিত?

উ: ভোগাবর নদী।

22) 'ভারতের নেপোলিয়ন' কাকে বলা হয়?

উ: সমুদ্রগুপ্ত।

23) হরপ্পা সভ্যতার অধিবাসীরা কোন ধাতুর ব্যবহার জানত না?

উ: লোহা।

24) বাংলাদেশ কে কৌলিন্য প্রথার প্রচলন করেছিলেন?

উ: বল্লাল সেন।

25) সম্রাট অশোকের প্রধানমন্ত্রী কে ছিলেন?

উ: রাধাগুপ্ত।

26) কোন বৈদেশিক শক্তির আক্রমণে গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটেছিল?

উঃ হুণ আক্রমণে।

27) কোন গুপ্ত সম্রাটের রাজত্বকালে ভারতে হুণ আক্রমণের সূচনা হয়েছিল?

উঃ প্রথম কুমার গুপ্ত।

28) সমুদ্র গুপ্তের পরবর্তী গুপ্ত সম্রাট কে ছিলেন?

উঃ রাম গুপ্ত।

29) কোন গুপ্ত সম্রাট সর্বপ্রথম রৌপ্য মুদ্রা প্রচলন করেছিলেন?

উঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত।

30) গুপ্ত যুগে প্রচলিত রৌপ্য মুদ্রার নাম কি ছিল?

উঃ রুপায়াকা।

31)গুপ্ত যুগে প্রচলিত স্বর্ণমুদ্রার নাম কি ছিল?

উঃ দিনার।

32) গুপ্ত যুগে প্রচলিত তাম্রমুদ্রার নাম কি ছিল?

উঃ চান্দ্রা।

33) কোন গুপ্ত সম্রাট "মহেন্দ্রাদিত্য" উপাধি গ্রহণ করেছিলেন?

উঃ প্রথম কুমার গুপ্ত।

34) নালন্দা বিশ্ববিদ্যালয় কে নির্মাণ করেছিলেন?

উঃ গুপ্ত সম্রাট প্রথম কুমার গুপ্ত।

35) নালন্দা বিশ্ববিদ্যালয় কে ধ্বংস করেছিলেন?

উঃ ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খলজী।

36)"সকলোত্তরপথনাথ" কাকে বলা হয়?

উঃ হর্ষবর্ধন।

37) হর্ষবর্ধনকে কে "সকলোত্তরপথনাথ" উপাধিতে ভূষিত করেছিলেন?

উঃ চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশী।

38) মণিমঙ্গলের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল?

উঃ 620 খ্রিস্টাব্দে, হর্ষবর্ধন ও দ্বিতীয় পুলকেশী। এই যুদ্ধে হর্ষবর্ধন পরাজিত হয়েছিলেন।

38) কোন চালুক্য সম্রাটের কাছে হর্ষবর্ধন পরাজিত হয়েছিলেন?

উঃ দ্বিতীয় পুলকেশী।

39) হর্ষবর্ধনের সমসাময়িক গৌড় বঙ্গের রাজা কে ছিলেন?

উঃ শশাঙ্ক।

40) ইলোরার কৈলাসনাথ মন্দির কে নির্মাণ করেছিলেন?

উঃ রাষ্ট্রকূট রাজা প্রথম কৃষ্ণ।

41) কন্নড় ভাষায় লেখা প্রথম কবিতা গ্রন্থের নাম কি?

উঃ কবিরাজমার্গ।

42) "কবিরাজমার্গ" গ্রন্থটি কে রচনা করেন?

উঃ রাষ্ট্রকূট অমোঘবর্ষ।

43) মহাবলীপুরমের রথ মন্দিরগুলি কোন রাজবংশের কীর্তি?

উঃ পল্লব রাজবংশ।

44) মহাবলীপুরমের রথমন্দিরগুলি কে নির্মাণ করেছিলেন?

উঃ পল্লব রাজ প্রথম নরসিংহবর্মন।

45) কোন পল্লব রাজা মহামল্ল নামে পরিচিত?

উঃ পল্লব রাজ প্রথম নরসিংহবর্মন।

46) কোন বৌদ্ধ গ্রন্থ থেকে ষোড়শ মহাজনপদ সম্পর্কে জানা যায়?

উঃ অঙ্গুত্তরনিকায়।

47) কোন মহাজনপদ সর্বপ্রথম যুদ্ধক্ষেত্রে হাতি ব্যবহার করেছিল?

উঃ মগধ।

48) সিন্ধু সভ্যতার অর্থনীতির প্রধান ভিত্তি কি ছিল?

উঃ কৃষিকাজ।

49) হরপ্পা সভ্যতার ঘরবাড়ি নির্মাণের প্রধান উপকরণ কি ছিল?

উঃ পোড়া ইট।

50) হিদাস্পিসের যুদ্ধ কবে কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?

উঃ 326 খ্রিস্টপূর্বাব্দে, আলেকজান্ডার ও পুরুর মধ্যে।


25 সাধারণ বিজ্ঞান প্রশ্ন

1. ক্যান্সার রোগের গবেষণাকে কী বলা হয়?

উঃ অর্গানোলজি

2. * শরীরের দীর্ঘতম কোষ?

উঃ স্নায়ু কোষ*

3. দাঁত প্রধানত কোন উপাদান দিয়ে তৈরি হয়?

উঃ ডেন্টিনের

4. কোন প্রাণীর আকৃতি স্লিপারের মতো?

উঃ প্যারামেসিয়াম

5*কেঁচোর কি চোখ আছে?*

উঃ একটাও না

6. *গাজর কোন ভিটামিনের উৎস?*

উঃ ভিটামিন এ

7. *কোন পদার্থে প্রোটিন পাওয়া যায় না?*

উঃ ভাত

8. মানুষের মস্তিষ্কের *আনুমানিক ওজন* কত?

উঃ 1350 গ্রাম

9. রক্তে ধাতু পাওয়া যায়

উঃ লোহা

10. কোনটি শরীরে নতুন টিস্যু বৃদ্ধির জন্য পুষ্টি সরবরাহ করে?

উঃ পনির

11. উদ্ভিদবিদ্যা শব্দের উৎপত্তি কোন ভাষায়?

উঃ গ্রীক

12. দেহের বৃহত্তম গ্রন্থি কোনটি?

উঃ লিভার

13. মানুষের নারী প্রজনন অঙ্গ থেকে কোন হরমোন নিঃসৃত হয়?

উঃ রিলাক্সিন

14 মানুষের স্বেচ্ছামূলক আন্দোলন কে নিয়ন্ত্রণ করে?

উঃ সেরিব্রাম

15. শরীরের তাপমাত্রা কোথায় নিয়ন্ত্রিত হয়?

উঃ হাইপোথ্যালামাস

16. কিসের মাধ্যমে অ্যামিবাতে খাদ্য গ্রহণ করা হয়?

উঃ সিউডোপড

17. লালায় কোন এনজাইম পাওয়া যায়?

উঃ টাইলিন

18কোন প্রক্রিয়ায় মানুষ শ্বাস নেয় ও শ্বাস ছাড়ে?

উঃ শ্বাসরোধী শ্বাস

19. কোষ সাধারণত শক্তি উৎপাদনে কী ব্যবহার করে?

উঃ গ্লুকোজ

20. কোন বিক্রিয়ায় বাহ্যিক পরিবেশ থেকে অক্সিজেন উদ্ভিদের কোষে পৌঁছায়?

উঃ প্রসারণ

21*শ্বসন বিক্রিয়ায় খাদ্যদ্রব্যের ফল কী?*

উঃ বিচ্ছেদ

22. উদ্ভিদে খাদ্য পদার্থ স্থানান্তরের প্রধান রূপ কোনটি?

উঃ সুক্রোজ

23. একজন সুস্থ মানুষের রক্তচাপ কত?

উঃ 120/80

24. মানুষের মস্তিষ্কের সবচেয়ে বাইরের ঝিল্লি কি?

উঃ ডুরোমিটার

25 মানুষের ঘ্রাণ ক্ষমতা নিয়ন্ত্রণ করে*?

উঃ শ্রবণ লোব

বিনামূল্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন






Next Post Previous Post
No Comment
Add Comment
comment url