ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা । ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন । ISRO
WhatsAp Group
Join Now
Telegram Group
Join Now
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন । ISRO
মহাকাশ গবেষণা সংস্থা (ISRO)
প্রতিষ্ঠিত: 15 আগস্ট 1969
সদর দপ্তর: বেঙ্গালুর, কর্ণাটক
প্রতিষ্ঠাতা / ১ম চেয়ারম্যান: বিক্রম সারাভাই
10 তম চেয়ারম্যান: M S সোমানাথ
আর্যভট্ট ভারতের প্রথম উপগ্রহ 19 এপ্রিল 1975 সালে উৎক্ষেপণ করা হয়।
GSAT-1 ভারতের প্রথম বাণিজ্যিক উপগ্রহ
ভারতের প্রথম পরীক্ষামূলক স্যাটেলাইট উৎক্ষেপণ বাহন- SLV-3 ।
ভারতে প্রথম যোগাযোগ Satellite - আরিয়ান প্যাসেঞ্জার পেলোড এক্সপেরিমেন্ট, (APPLE) 19 জুন 1981
Indian Satellite Man - উডুপি রামচন্দ্র রাও: