SCHOOL শব্দের ফুলফর্ম কী? ৯৯% মানুষই উত্তর দিতে ব্যর্থ

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

SCHOOL শব্দের ফুলফর্ম কী? SCHOOL Full form in bengali 

SCHOOL শব্দের ফুলফর্ম কী? SCHOOL Full form in bengali

GK Questions:- সাধারণ জ্ঞান প্রতিটি ছাত্রছাত্রীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি জেনারেল নলেজ এর জ্ঞান  বাড়াতে চান তাহলে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। আজকের এই পোস্ট এ আমরা কিছু অজানা প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি তাড়াতাড়ি সম্পূর্ণ পোষ্ট দেখে নিন।


প্রশ্ন : ভারতের বিপ্লবীবাদের জননী নামে কাকে ডাকা হয় ?   

উত্তর : ভিকাজি রুস্তম কামা।

প্রশ্ন : ভারতের মুক্তি সংগ্রামের প্রথম মহিলা শহীদ কে ?  

উত্তর :  প্রীতিলতা ওয়াদ্দেদার।

প্রশ্ন : ভারতের রাজধানী কবে কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়

উত্তর : ১৯১১ খ্রিস্টাব্দে।


প্রশ্ন : মহারাষ্ট্রের কোন বিপ্লবী দ্বিতীয় শিবাজি নামে খ্যাত ?   

উত্তর :  বাসুদেব বলবন্ত ফাদকে ।


প্রশ্ন : মাদ্রাজ মহাজন সভা কবে প্রতিষ্ঠিত হয় ?   

উত্তর : ১৮৮৪ খ্রিস্টাব্দ।


প্রশ্ন : রঞ্জিত সিংহকে কে রাজা উপাধি দিয়েছিলেন ?  

উত্তর : কাবুল অধিপতি জামানশাহ।

প্রশ্ন : রণজিৎ সিংহের রাজধানী কোথায় ছিল ?    

উত্তর : লাহাের।


প্রশ্ন : রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কত সালে স্থাপিত হয় ?    

উত্তর : ১৯২৫ খ্রিস্টাব্দে।


প্রশ্ন : রেডিক্যাল ডেমােক্রেটিক পার্টির প্রতিষ্ঠাতা কে ?   

উত্তর : মানবেন্দ্রনাথ রায়।


প্রশ্ন : লখনৌ চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ?   

উত্তর : ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লিগের মধ্যে।


প্রশ্ন : লন্ডনে কার্জন উইলিকে কে হত্যা করেন ?  

উত্তর : মদনলাল ধিংড়া।


প্রশ্ন : লাঙ্গল পত্রিকার সম্পাদক কে ছিলেন ?   

উত্তর : কাজী নজরুল ইসলাম।


প্রশ্ন : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাস রাজদ্রোহের অপরাধে নিষিদ্ধ হয় ? 

উত্তর : পথের দাবী।


প্রশ্ন : শের-ই-বাংলা কাকে বলা হয় ?  

উত্তর : আবুল কাশেম ফজলুল হক।

প্রশ্ন : শ্রীরামপুর মিশন কে তৈরি করেন ?  

উত্তর : উইলিয়াম কেরি।

প্রশ্নঃ ‘স্কুল’ শব্দের ফুলফর্ম কী?
উত্তরঃ SCHOOL শব্দের পূর্ণরূপ হল —

S – SINCERITY
C – CAPACITY
H – HONESTY
O – ORDERLINESS
O – OBEDIENCE
L – LEARNING


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url