বিখ্যাত কবি ও লেখকদের ছদ্মনাম PDF | Pen name of the Poet and Writer in bengali
বিখ্যাত লেখকদের ছদ্মনাম তালিকা PDF | বাঙালি কবি ও লেখকদের ছদ্মনাম এর তালিকা PDF
![]() |
কবি ও লেখকদের ছদ্মনাম |
আসসালামু আলাইকুম,
আমাদের এই SKGUIDEBANGLA শিক্ষামূলক ওয়েবসাইটে স্বাগতম।
আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কবি সাহিত্যিকদের ছদ্মনাম তালিকা PDF, বাংলা সাহিত্যের কিছু বিখ্যাত কবি ও সাহিত্যিকদের ছদ্মনাম ,আগত WBCS,WBP, KP Si Main , SSC CHSL, SSC MTS, SSc GD, GROUP C & D , Clarckship, Lady Constable পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে আপনাকে সাহায্য করবে।
তাই দেড়ি না করে এই পোস্টের নীচে দেওয়া Download লিংকে ক্লিক করে
কবি সাহিত্যিকদের ছদ্মনাম তালিকা পিডিএফ ডাউনলোড করে নিন। এবং প্রতিদিন বাড়িতে বসে প্রাক্টিস করে থাকতে থাকুন।ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ Note ,Pdf , Current Affairs,ও প্রতিদিন মকটেস্ট দিতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
প্রতিদিন বাড়িতে বসে YouTube Live Class এর মাধ্যমে ক্লাস করতে চাইলে আমাদের YouTube Channel এ ভিজিট করো ও Subscribe করে নাও।
কবি ও লেখকদের ছদ্মনাম
প্রশ্ন: রবীন্দ্রনাথ ঠাকুর
এর ছদ্মনাম কি ?
উত্তরঃ- ভানুসিংহ / অকপট চন্দ্র ভাস্কর / পাকড়াশী / অন্নকলি /
প্রশ্ন: কালীপ্রসন্ন সিংহ এর ছদ্মনাম কি ?
উত্তরঃ- হুতুম পেঁচা
প্রশ্ন: কাজী নজরুল ইসলাম এর ছদ্মনাম কি ?
উত্তরঃ- ব্যাঙ্গাচি
প্রশ্ন: প্রেমেন্দ্র মিত্র এর ছদ্মনাম কি ?
উত্তরঃ- কৃত্তিবাস ভদ্র
প্রশ্ন: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর ছদ্মনাম কি ?
উত্তরঃ- কস্যচিৎ উপযুক্ত ভাইপোস্য
প্রশ্ন: মহাশ্বেতা দেবী এর ছদ্মনাম কি ?
উত্তরঃ- সুমিত্রা দেবী
প্রশ্ন: স্বামী বিবেকানন্দ এর ছদ্মনাম কি ?
উত্তরঃ- বিবি দিষানন্দ
প্রশ্ন: বিমল ঘোষ এর ছদ্মনাম কি ?
উত্তরঃ- মৌমাছি
প্রশ্ন: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর ছদ্মনাম কি ?
উত্তরঃ- কশ্চিৎ প্রৌঢ়
প্রশ্ন: তারাপদ মুখোপাধ্যায় এর ছদ্মনাম কি ?
উত্তরঃ- ফাল্গুনী মুখোপাধ্যায়
প্রশ্ন: দীনবন্ধু মিত্র এর ছদ্মনাম কি ?
উত্তরঃ- কেন চিৎ পথিকেনাভি প্রণীতম
প্রশ্ন: দক্ষিণারঞ্জন বসু এর ছদ্মনাম কি ?
উত্তরঃ- শ্রীবাসব
প্রশ্ন: প্যারীচাঁদ মিত্র এর ছদ্মনাম কি ?
উত্তরঃ- টেকচাঁদ ঠাকুর
প্রশ্ন: বলাইচাঁদ মুখোপাধ্যায় এর ছদ্মনাম কি ?
উত্তরঃ- বনফুল / লীলাবান
প্রশ্ন: বিনয় ঘোষ এর ছদ্মনাম কি ?
উত্তরঃ- কাল পেঁচা / শ্রীবৎস
প্রশ্ন: নীহাররঞ্জন গুপ্ত এর ছদ্মনাম কি ?
উত্তরঃ- বানভট্ট
প্রশ্ন: মধুসূদন দত্ত এর ছদ্মনাম কি ?
উত্তরঃ- টিমোথি পেনপয়েম
প্রশ্ন: মোজাফ্ফর আহমেদ এর ছদ্মনাম কি ?
উত্তরঃ- দ্বৈপায়ন
প্রশ্ন: মোহিতলাল মজুমদার এর ছদ্মনাম কি ?
উত্তরঃ- কৃত্তিবাস ওঝা
প্রশ্ন: নারায়ণ গঙ্গোপাধ্যায় এর ছদ্মনাম কি ?
উত্তরঃ- সুনন্দ
প্রশ্ন: পরিমল গোস্বামী এর ছদ্মনাম কি ?
উত্তরঃ- এককলমী
প্রশ্ন: প্রবোধকুমার সান্যাল এর ছদ্মনাম কি ?
উত্তরঃ- মাধুরী দেবী / কীর্তনীয়া
প্রশ্ন: শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর ছদ্মনাম কি ?
উত্তরঃ- অনিলা দেবী / অনুপমা
প্রশ্ন: শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এর ছদ্মনাম কি ?
উত্তরঃ- গৌড়মল্লার / চন্দ্রহাস
প্রশ্ন: শঙ্খ ঘোষ এর ছদ্মনাম কি ?
উত্তরঃ- কুন্তক
প্রশ্ন: শক্তি চট্টোপাধ্যায় এর ছদ্মনাম কি ?
উত্তরঃ- অভিনব গুপ্ত / রূপচাঁদ পক্ষী
প্রশ্ন: সমরেশ বসু এর ছদ্মনাম কি ?
উত্তরঃ- কালকূট / ভ্রমর
প্রশ্ন: সত্যেন্দ্রনাথ দত্ত এর ছদ্মনাম কি ?
উত্তরঃ- কলম গির / নবকুমার কবি
প্রশ্ন: সৈয়দ মুজতবা আলী এর ছদ্মনাম কি ?
উত্তরঃ- প্রিয়দর্শী /
সত্যপীর
প্রশ্ন: সুকুমার রায় এর ছদ্মনাম কি ?
উত্তরঃ- তাতা
প্রশ্ন: সজনীকান্ত দাস এর ছদ্মনাম কি ?
উত্তরঃ- আবোল তাবোল সেন
প্রশ্ন: বিনয় মুখোপাধ্যায় এর ছদ্মনাম কি ?
উত্তরঃ- যাযাবর
প্রশ্ন: প্রমথ চৌধুরী এর ছদ্মনাম কি ?
উত্তরঃ- বীরবল
প্রশ্ন: প্রভাত কিরণ বসু এর ছদ্মনাম কি ?
উত্তরঃ- কাকাবাবু
প্রশ্ন: প্রবোধ চন্দ্র বসু এর ছদ্মনাম কি ?
উত্তরঃ- প্রবুদ্ধ / মানিক বন্দ্যোপাধ্যায়
প্রশ্ন: কুমুদ রঞ্জন মল্লিক এর ছদ্মনাম কি ?
উত্তরঃ- কপিঞ্জল
প্রশ্ন: অচিন্ত্যকুমার সেনগুপ্ত এর ছদ্মনাম কি ?
উত্তরঃ- নীহারিকা দেবী
প্রশ্ন: অন্নদাশঙ্কর রায় এর ছদ্মনাম কি ?
উত্তরঃ- লীলাময় রায় / সুরচিতা
প্রশ্ন: উৎপল দত্ত এর ছদ্মনাম কি ?
উত্তরঃ- রফিকুল ইসলাম
প্রশ্ন: নরেন্দ্রনাথ ভট্টাচার্য এর ছদ্মনাম কি ?
উত্তরঃ- মানবেন্দ্রনাথ রায়
প্রশ্ন: দীপ্তেন্দ্রনাথ সান্যাল এর ছদ্মনাম কি ?
উত্তরঃ- নীলকন্ঠ
বিনামূল্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন
File Details:-
File Name:- বিখ্যাত কবি ও লেখকদের ছদ্মনাম pdf download
File Format:- PDF
File Location:- Google Drive
Download: Click Here to Download
আরও পোস্ট দেখো B
A.
B.
C.
THANK YOU & WELCOME
বিনামূল্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন
File Details:-
File Name:- বিখ্যাত কবি ও লেখকদের ছদ্মনাম pdf download
File Format:- PDF
File Location:- Google Drive
Download: Click Here to Download
আরও পোস্ট দেখো B
A.
B.
C.
THANK YOU & WELCOME