দারুন সুযোগ! রাজ্যে 6000 হাজার শূন্যপদে ক্লার্ক নিয়োগ, দেখুন সম্পূর্ণ তথ্য, সিলেবাস , মাসিক বেতন ও আবেদন পদ্ধতি
পশ্চিমবঙ্গে 6000 হাজার শূন্য পদে ক্লার্ক নিয়োগ করা হবে, আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বেতন ও কি ভাবে প্রস্তুতি নেবেন।।WB New Clerk Job Recruitment news 2023 in Bengali
6 হাজার ক্লার্ক পদে নিয়োগের সম্পূর্ণ তথ্য |
WB Clerk Job Recruitment News 2023 : পশ্চিমবঙ্গে সমস্ত চাকরি প্রার্থীদের জন্য খুশির দারুন সুযোগ। নতুন করে ক্লার্ক পদে কর্মী নিয়োগ করা হবে। প্রায় 6 হাজার শূন্যপদ থাকবে।পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে এই পদে নূন্যতম মাধ্যমিক পাস যোগ্যতায় ছেলে ও মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন।
6000 Clerk Job Recruitment 2023 in West Bengal । পশ্চিমবঙ্গে 6000 হাজার ক্লার্ক নিয়োগ 2023
পদের নাম – ক্লার্ক (Clerk)।
শিক্ষাগত যোগ্যতা – যেকোনো স্বীকৃত স্কুল থেকে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকলে ক্লার্ক পদে আবেদন করতে পারবেন। এখানে কোন পূর্ববতী অভিজ্ঞতার প্রয়োজন নেই।
মোট শূন্যপদ – বিভিন্ন পদে ৬ হাজার+ শূন্যপদে ক্লার্ক নিয়োগ করা হবে।
বয়স সীমা – এই পদে আবেদন করার জন্য ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় ও দেওয়া হবে।
নিয়োগ প্রক্রিয়া – ক্লার্ক পদে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে তিনটি ধাপের মাধ্যমে। যেমন –
1. অবজেটিভ MCQ লিখিত পরীক্ষা
2. কম্পিউটার টাইপিং টেস্ট
3. লিখিত পরীক্ষা
দেখুন ক্লার্ক পরীক্ষার সিলেবাস ও পরীক্ষার প্যাটার্ন - Download
আবেদন পদ্ধতি – ক্লার্ক পদে চাকরিপ্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। wbpsc.gov.in অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তারপরে বাকি সমস্ত ফর্ম ফিলাপ করতে হবে।
কর্মসংস্থান পেপারে উল্লিখিত, আগামী ডিসেম্বর মাসের প্রথম দিক থেকে অনলাইনে আবেদন শুরু হবে ক্লার্ক পদের জন্য। আপনারা এখন থেকেই ক্লার্ক পদের নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করে দিন।
Clark Exam Special Note নিতে
7001703046 WhatsApp এ মেসেজ করুন Hi/ Clark Note
বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ নোট পেতে ও সরকারি এবং বেসরকারি চাকরি আপডেট পেতে আমাদের টেলিগ্রাম ও WhatsApp গ্রুপে যুক্ত হয়ে যান।
Telegram Join – Click Here
Whatsapp Link – Click Here