উনবিংশ শতকের ইউরোপ সাজেশন প্রশ্ন ও উত্তর | নবম শ্রেণি ইতিহাস তৃতীয় অধ্যায় সাজেশন
নবম শ্রেণি ইতিহাস উনবিংশ শতকের ইউরোপ সাজেশন প্রশ্ন ও উত্তর | উনবিংশ শতকের ইউরোপ গুরুত্বপূর্ণ সাজেশন
নবম শ্রেণি ইতিহাস 2023 পরীক্ষার সম্ভাব্য উনবিংশ শতকের ইউরোপ গুরুত্বপূর্ণ সাজেশন প্রশ্ন উত্তর ও শেষ মুহূর্তের সাজেশন ডাউনলোড। পশ্চিমবঙ্গ নবম শ্রেণী Class 9 পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর, উনবিংশ শতকের ইউরোপ তৃতীয় অধ্যায় সাজেশন , নবম শ্রেণি ইতিহাস তৃতীয় অধ্যায় সাজেশন, Class 9 History chapter 3 Suggestion 2023 নিচে দেওয়া হয়েছে।
নবম শ্রেণি ইতিহাস তৃতীয় অধ্যায় সাজেশন 2023 |উনবিংশ শতকের ইউরোপ সাজেশন প্রশ্ন
নবম শ্রেণী ইতিহাস তৃতীয় অধ্যায় সাজেশন 2023 প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো।
উনবিংশ শতকের ইউরোপ 1 নম্বরের সাজেশন প্রশ্ন ও উত্তর
(A) অতি সংক্ষিপ্ত প্রশ্ন: মান-1
1. কোন্ সালকে ‘বিপ্লবের বছর’বলা হয়?
2. ফ্রান্সে কবে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়?
3. ফরাসি-রাজ লুই ফিলিপ কোন্ বংশের রাজা ছিলেন ?
4. লা-মার্টিন কে?
5. কাকে কূটনীতির যাদুঘর’ বলা হয়?
6.নব্য ইতালি'কবে প্রতিষ্ঠিত হয়
7.কাকে ‘মুক্তিদাতা জার’বলা হয় ?
৪. ভিয়েনা সম্মেলনের (১৮১৫ খ্রিঃ) সভাপতি কে ছিলেন?
9. সেডানের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়?
উনবিংশ শতকের ইউরোপ 2 নম্বরের সাজেশন প্রশ্ন ও উত্তর
(B) সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন :মান-2
1. রক্ত ও লৌহ নীতি কী?
2.‘মেটারনিখের যুগ’ কোন সময়কে বলা হয় ?
3. কার্লস বাড’ ডিক্রি কী?
4. ভিয়েনা সম্মেলনের তিনটি নীতি কী কী?
5. ‘রিসর্জিমেন্টো’ কী?
6. ইয়ং ইতালি দলের আদর্শ কী ছিল?
7. ‘চার প্রধান’ বলতে কী বােঝ ?
8. স্যাডােয়ার যুদ্ধ কবে কাদের মধ্যে হয় ?
উনবিংশ শতকের ইউরোপ 4 নম্বরের সাজেশন প্রশ্ন ও উত্তর
(C) বিশ্লেষণধর্মী প্রশ্নঃ মান-4
1. ভিয়েনা সম্মেলন সম্পর্কে একটি প্রবন্ধ রচনা করাে।
2. মেটারনিখ ব্যবস্থা কী? এ সম্পর্কে যা জান লেখ।
3. জুলাই বিপ্লব সম্পর্কে একটি প্রবন্ধ রচনা করাে।
4. ১৮৪৮-এর ফেব্রুয়ারি বিপ্লব সম্পর্কে একটি প্রবন্ধ রচনা করাে।
5. জার্মানির ঐক্য আন্দালনে বিসমার্কের ভূমিকা বিবৃত করাে।
6. ইতালির ঐক্য আন্দোলনে ম্যাসিনি ও ক্যাভুরের ভূমিকা আলােচনা করাে।
7. ক্রিমিয়ার যুদ্ধের কারণ ও ফলাফল আলােচনা করাে।