শিল্প বিপ্লব উপনিবেশবাদ ও সম্রাজ্যবাদ সাজেশন প্রশ্ন ও উত্তর | নবম শ্রেণি ইতিহাস চতুর্থ অধ্যায় সাজেশন

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

নবম শ্রেণি ইতিহাস শিল্প বিপ্লব উপনিবেশবাদ ও  সম্রাজ্যবাদ সাজেশন প্রশ্ন ও উত্তর | শিল্প বিপ্লব উপনিবেশবাদ ও  সম্রাজ্যবাদ গুরুত্বপূর্ণ সাজেশন 


নবম শ্রেণি ইতিহাস 2023 পরীক্ষার সম্ভাব্য শিল্প বিপ্লব উপনিবেশবাদ ও  সম্রাজ্যবাদ গুরুত্বপূর্ণ সাজেশন প্রশ্ন উত্তর ও শেষ মুহূর্তের সাজেশন ডাউনলোড। পশ্চিমবঙ্গ নবম শ্রেণী Class 9 পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর, শিল্প বিপ্লব উপনিবেশবাদ ও  সম্রাজ্যবাদ চতুর্থ অধ্যায় সাজেশন , নবম শ্রেণি ইতিহাস চতুর্থ অধ্যায় সাজেশন, Class 9 History chapter 1 Suggestion 2023 নিচে দেওয়া হয়েছে।



নবম শ্রেণি ইতিহাস চতুর্থ অধ্যায় সাজেশন 2023 |শিল্প বিপ্লব উপনিবেশবাদ ও  সম্রাজ্যবাদ সাজেশন প্রশ্ন 

নবম শ্রেণী ইতিহাস চতুর্থ অধ্যায় সাজেশন 2023 প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো।

শিল্প বিপ্লব উপনিবেশবাদ ও  সম্রাজ্যবাদ 1 নম্বরের সাজেশন প্রশ্ন ও উত্তর  

(A) অতি সংক্ষিপ্ত প্রশ্ন: মান-1

1. শিল্পবিপ্লব কথাটি কে প্রথম ব্যবহার করেন? 

2. শিল্পবিপ্লব প্রথম কোথায় শুরু হয়? 

3. ‘উড়ন্ত মাকু’ কে আবিষ্কার করেন ? 

4. বাষ্পীয় ইঞ্জিনকে আবিষ্কার করেন?

5. ১৭৫০ সালে ইংল্যান্ডে ৫০ হাজার মানুষের বসবাসকারী দুটি শহরের নাম কর।

 6. দুজন ইউটোপিয়ান সমাজতন্ত্রীর নাম কর।

7. কাকে ব্রিটিশ সমাজতন্ত্রের জনক’ বলা হয় ?

৪. ইউরােপীয় সমাজতন্ত্রের আদিগুরু’ কাকে বলা হয় ?

9. ‘আর্কডিউক ফ্রান্সিস ফার্দিনান্দ’ কে?  

10.কমিউনিস্ট ম্যানিফেস্টো’ নামক পুস্তিকার লেখক কে?

11. কমিউনিস্ট ম্যানিফেস্টো’ কবে প্রকাশিত হয়?

12. সাম্রাজ্যবাদ—একটি সমীক্ষা’ গ্রন্থের লেখক কে? 

13. প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়?

14.‘প্রথম অহিফেন যুদ্ধ’ কবে কাদের মধ্যে হয়?

15.‘ ত্রিশক্তি মৈত্রী’ কবে কাদের মধ্যে হয়? 



শিল্প বিপ্লব উপনিবেশবাদ ও  সম্রাজ্যবাদ 2 নম্বরের সাজেশন প্রশ্ন ও উত্তর  

(B) সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন :মান-2

1.‘বাণিজ্যিক মূলধন’ কী ?

2.“শিল্প মূলধন’ কী ?

3.কোন সময় কালকে ‘সাম্রাজ্যবাদের যুগ' বলা হয় ?

4.‘অন্ধকারাচ্ছন্ন মহাদেশ’ কাকে কেন বলা হয় ?

5.‘শিল্পাশ্রয়ী সভ্যতা’ কী?

6. ‘ফ্যাক্টরি প্রথা’ কী ?

7. “ত্রিশক্তি মৈত্রী' কী?


শিল্প বিপ্লব উপনিবেশবাদ ও  সম্রাজ্যবাদ 4 নম্বরের সাজেশন প্রশ্ন ও উত্তর  

(C) বিশ্লেষণধর্মী প্রশ্নঃ মান-4


1. শিল্পবিপ্লব বলতে কী বােঝ?

2. ‘ঘেটো কী?

3. ইংল্যান্ড ও মহাদেশের শিল্পবিপ্লবের মধ্যে পার্থক্য কোথায় ?

4. বাণিজ্যিক মূলধন কী ?

5. হার্ড টাইমস্ কী?

6. রবার্ট আওয়েন সম্পর্কে কী জান?

7. ‘প্যারিস কমিউন’ সম্পর্কে কী জান?

8. সেরাজেভাে হত্যাকাণ্ড কী?

9. সশস্ত্র শান্তির যুগ’ কী ?

10.ইতিহাসের বস্তুবাদী ব্যাখ্যা কী ?

11. প্যারিস কমিউন কী ?



শিল্প বিপ্লব উপনিবেশবাদ ও  সম্রাজ্যবাদ 8 নম্বরের সাজেশন প্রশ্ন ও উত্তর  

(D) নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও।মান-৪

1. সমাজ রাজনীতি ও অর্থনৈতিতে শিল্পবিপ্লবের প্রভাব সম্পর্কে কী জান?

2. কার্ল মার্কস ও ফ্রেডারিখ এঙ্গেলস্-এর সমাজতান্ত্রিক চিন্তাধারা সম্পর্কে কী জান?

3. সাম্রাজ্যবাদী শক্তির সংঘাত কীভাবে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা করল, তা বিবৃত কর।


বিনামূল্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন

File Details:-

File Name:- শিল্প বিপ্লব উপনিবেশবাদ ও  সম্রাজ্যবাদ সাজেশন pdf

File Format:- PDF

File Location:- Google Drive

  Download  Click Here to Download 


      আরও পোস্ট দেখো     B           

A.

THANK YOU & WELCOME




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url