জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জো সাজেশন প্রশ্ন ও উত্তর | নবম শ্রেণি ইতিহাস সপ্তম অধ্যায় সাজেশন
নবম শ্রেণি ইতিহাস জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জো সাজেশন প্রশ্ন ও উত্তর | জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জো গুরুত্বপূর্ণ সাজেশন
নবম শ্রেণি ইতিহাস 2023 পরীক্ষার সম্ভাব্য জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জো গুরুত্বপূর্ণ সাজেশন প্রশ্ন উত্তর ও শেষ মুহূর্তের সাজেশন ডাউনলোড। পশ্চিমবঙ্গ নবম শ্রেণী Class 9 পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর, জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জো সপ্তম অধ্যায় সাজেশন , নবম শ্রেণি ইতিহাস সপ্তম অধ্যায় সাজেশন, Class 9 History chapter 7 Suggestion 2023 নিচে দেওয়া হয়েছে।
নবম শ্রেণি ইতিহাস সপ্তম অধ্যায় সাজেশন 2023 |জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জো সাজেশন প্রশ্ন
নবম শ্রেণী ইতিহাস সপ্তম অধ্যায় সাজেশন 2023 প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো।
• সঠিক উত্তরটি নির্বাচন করাে •
1. জাতিসঙ্রে জনক হিসেবে চিহ্নিত হয়ে আছেন।
A.চার্চিল
B.রুজভেল্ট
C.উড্রো উইলসন
D কোফি আন্নান
2. ‘চোদ্দদফা শর্ত’ রচনা করেন—
A.উড্রো উইলসন
B.কোফি আন্নান
C.রুজভেল্ট
D.ট্রিগভী লী
3. জাতিসঙ্ঘের’ প্রথম অধিবেশন বসে—
A.১৯১৯ সালের ৫ই মার্চ।
B.১৯২০ সালের ১০ই জানুয়ারি
C.১৯২০ সালের ৪ঠা নভেম্বর
D.১৯১৮ সালের ৮ই জানুয়ারি
4. জাতিসঙ্ঘের প্রথম অধিবেশনে—সদস্য যােগদান করেন।
A.৪০ জন।
B.৬০ জন
C.৯২ জন।
D ১৫ জন।
5. জাতি সঙ্ঘের প্রথম মহাসচিব ছিলেন—
A.ট্রিগভিলি
B.উড্রো উইলসন
C.চার্চিল।
D.এরিখ ডুমণ্ড
জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জো 1 নম্বরের সাজেশন প্রশ্ন ও উত্তর
(A) অতি সংক্ষিপ্ত প্রশ্ন: মান-1
1. জাতিসঙ্ঘ -এর জনক কাকে বলা হয়?
2. আনুষ্ঠানিকভাবে জাতিসঙ্-র প্রতিষ্ঠা দিবস কবে?
3. জাতিসঙ্ঘ-র চুক্তিপত্রের মূল উদ্দেশ্য কী ছিল ?
4. জাতিসঙ্গের প্রথম মহাসচিব কে ছিলেন?
5. সম্মিলিত জাতিপুঞ্জ’ মূলত কোন্ কোন্ দেশের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়?
6. সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন?
7.সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব কে?
জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জো 2 নম্বরের সাজেশন প্রশ্ন ও উত্তর
(B) সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন :মান-2
1. চোদ্দ দফা শর্ত কী?
2. জাতিসঙ্ঘের ‘চুক্তিপত্র’ বলতে কী বােঝাে?
3. ‘লিগ অব নেশনস’-এর উদ্দেশ্য ও লক্ষ কী ছিল?
4. জাতিপুঞ্জের উদ্দেশ্য ও আদর্শ কী ছিল ?
5. ‘আটলান্টিক সনদ’কী?
6. জাতিসঙ্ঘের পরিষদ কী? এর গঠন সম্পর্কে কী জান?
7, জাতিপুঞ্জের নীতি কী ছিল?
৪. সম্মিলিত জাতিপুঞ’ কেন প্রতিষ্ঠিত হল ?