“প্রতি বছরই তার অবস্থার উন্নতি হতে লাগল।'—কার অবস্থার, কীভাবে উন্নতি হতে লাগল?

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

প্রশ্ন:  “প্রতি বছরই তার অবস্থার উন্নতি হতে লাগল।'—কার অবস্থার, কীভাবে উন্নতি হতে লাগল?

উত্তর: লিও তলস্তয় রচিত ইলিয়াস' গল্পে ব্যবহূত উদ্ধৃতাংশে ইলিয়াসের অবস্থার উন্নতির কথা বােঝানাে হয়েছে।


» ইলিয়াসের বাবা যখন মারা যান, তখন তিনি সম্পত্তি বলতে সাতটা ঘােটকী, দুটি গােরু এবং কুড়িটা ভেড়া রেখে গেছিলেন। কিন্তু ইলিয়াসেরবুদ্ধি ও পরিশ্রমে সেই সম্পত্তি ক্রমশ বাড়তে থাকে। ইলিয়াস এবং তার স্ত্রীসকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করত। এর ফলেই প্রতি বছর তীদের অবস্যার ক্রমশ উন্নতি হতে থাকে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url