“প্রতি বছরই তার অবস্থার উন্নতি হতে লাগল।'—কার অবস্থার, কীভাবে উন্নতি হতে লাগল?
WhatsAp Group
Join Now
Telegram Group
Join Now
প্রশ্ন: “প্রতি বছরই তার অবস্থার উন্নতি হতে লাগল।'—কার অবস্থার, কীভাবে উন্নতি হতে লাগল?
উত্তর: লিও তলস্তয় রচিত ইলিয়াস' গল্পে ব্যবহূত উদ্ধৃতাংশে ইলিয়াসের অবস্থার উন্নতির কথা বােঝানাে হয়েছে।
» ইলিয়াসের বাবা যখন মারা যান, তখন তিনি সম্পত্তি বলতে সাতটা ঘােটকী, দুটি গােরু এবং কুড়িটা ভেড়া রেখে গেছিলেন। কিন্তু ইলিয়াসেরবুদ্ধি ও পরিশ্রমে সেই সম্পত্তি ক্রমশ বাড়তে থাকে। ইলিয়াস এবং তার স্ত্রীসকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করত। এর ফলেই প্রতি বছর তীদের অবস্যার ক্রমশ উন্নতি হতে থাকে।