ভাবসম্প্রসারণ - অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণসম দহে।
ভাবসম্প্রসারণ - অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণসম দহে।
ভাবসম্প্রসারণ: সুশৃঙ্খল সভ্য জীবনযাপনের জন্য মানুষ সমাজবদ্ধ হয়েছে, গড়ে তুলেছে ন্যায়-অন্যায়ের বিধি। যে ব্যক্তি প্রত্যক্ষভাবে অন্যায় করে সে। যেমন ঘৃণ্য, তেমনি অন্যায়কে যে সহ্য করে সে-ও সমান অপরাধে অপরাধী।অন্যায়ের প্রতিবাদ না করা দুর্বলতারই নামান্ত্র। চোখের সামনে অপরাধ ঘটতে দেখেও যে নীরব থাকে সে আসলে ভীরু, পলায়নবাদী। তার পরােক্ষ সহায়তা ও প্রশ্রয়ের ফলেই অন্যায়কারী তার অন্যায় কাজ করে যেতে পারে। সমাজে বেড়ে যায় অপরাধের মাত্রা। অন্যায় সহ্য করাটাও তাই অন্যায়। প্রত্যক্ষভাবে অন্যায়কারী এবং অন্যায় সহ্যকারী উভয়েই সমাজের জঞ্জালস্বরূপ | উভয়েই সমাজ ও সভ্যতার শত্রু। তাই মানুষকে শুধু অন্যায়কর্ম থেকে বিরত থাকলেই চলবে না, তাকে অন্যায়ের প্রতিবাদও করতে হবে। সমাজকে অপরাধমুক্ত করতে হলে নিজের ব্যক্তিগত সততাই যথেষ্ট নয়, চাই প্রতিবাদ ও প্রতিরােধের সৎ সাহসও | নতুবা অপরাধীর সঙ্গে তাকেও বসতে হবে এক আসনে।