ভাবসম্প্রসারণ : উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে | তিনিই মধ্যম যিনি চলেন তফাতে

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

 ভাবসম্প্রসারণ- উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে | তিনিই মধ্যম যিনি চলেন তফাতে।

ভাবসম্প্রসারণ: মানসিকতার গুণগত বিচারে মানবসমাজে আমরা তিন শ্রেণির মানুষ দেখতে পাই, যথা—উত্তম, মধ্যম এবং অধম। উত্তমের স্থান সবার ওপরে, অধমের স্থান সবার নীচে। আর এই দুইয়ের মাঝখানে থাকে মধ্যম৷ সে অধমের মতাে নিকৃষ্ট নয়, আবার উত্তমের মহানুভবতাও তার নেই| উত্তম ব্যক্তি আত্মবিশ্বাসী এবং উদার, গুণহীন অধমের সংস্পর্শে অধম প্রতিপন্ন হওয়ার ভয় তার মধ্যে নেই। সেজন্য নিশ্চিন্তে অধমের সঙ্গে মিশতে পারে সে। অধমের সঙ্গে মিশে তার গৌরবহানি হয় না, বরং এর মধ্য দিয়েই প্রকাশ পায় তার শ্রেষ্ঠত্ব। কিন্তু মধ্যম শ্রেণির মানুষ উত্তমের মতাে উদার হতে পারে না। আত্মবিশ্বাসের অভাবে অধম হিসেবে প্রতিপন্ন হওয়ার আশঙ্কায় যে প্রতিমুহূর্তে অধমের সঙ্গে তফাত রেখে চলে, তাকে তাচ্ছিল্যভরে দূরে সরিয়ে রাখতেই স্বস্তিবােধ করে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url