“সে একেবারে সর্বহারা হয়ে পড়ল।'—এখানে যার কথা বলা হয়েছে, সে কীভাবে সর্বহারা হয়ে পড়ল?
WhatsAp Group
Join Now
Telegram Group
Join Now
Q. “সে একেবারে সর্বহারা হয়ে পড়ল।'—এখানে যার কথা বলা হয়েছে, সে কীভাবে সর্বহারা হয়ে পড়ল?
উত্তর: লিও তলস্তয় রচিত ইলিয়াস' গল্পে 'সে' বলতে ইলিয়াসকে বােঝানাে হয়েছে।
একদা বিপুল সম্পত্তির মালিক ইলিয়াস তার অবাধ্য এবং বিতাড়িত ছােটো ছেলেকে একটা বাড়ি এবং কিছু সংখ্যক গােরু-ঘােড়া দিয়ে দেওয়ার ফলে তার সম্পত্তিতে টান পড়ে। এরপরে মড়ক এবং দুর্ভিক্ষের কারণে তার অনেকগুলি ভেড়া এবং গােরু-মােম মারা গেলে আর কিরবিজরা তার ভালাে ঘােড়াগুলি চুরি করে নিলে তার দুর্দশা চরমে ওঠে। সত্তর বছর বয়সে ইলিয়াস তার পশমের কোট, কম্বল, ঘােড়ার জিন, তঁাবু এবং সবশেষে গৃহপালিত পশুগুলি বিক্রি করে সর্বহারা হয়ে পড়ে।