“ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল।'—কোন্ প্রতিবেশীর কথা বলা হয়েছে? তাকে ধন্যবাদ দেওয়ার কারণ কী?
WhatsAp Group
Join Now
Telegram Group
Join Now
“ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল।'—কোন্ প্রতিবেশীর কথা বলা
হয়েছে? তাকে ধন্যবাদ দেওয়ার কারণ কী? ১+২
উত্তর: লিও তলস্তয় রচিত ইলিয়াস' গল্পে ব্যবহৃত উদ্ধৃতাংশে প্রতিবেশী বলতে মহম্মদ শার কথা বলা হয়েছে।
> সমস্ত সম্পত্তি হারিয়ে ইলিয়াস নিঃস্ব হয়ে পড়েছিল তার তাড়িয়ে দেওয়া। পুত্রও অনেক দূরদেশে থাকত, মেয়েও মারা গিয়েছিল। চূড়ান্ত দুদশীর অসহায় ইলিয়াসকে দয়ালু প্রতিবেশী মহম্মদ শা সাধ্য অনুযায়ী কাজের বিনিময়ে নিজের বাড়িতে থাকা ও খাওয়ার প্রস্তাব দিয়েছিল। তাদের এই রিম
বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় প্রতিবেশী মুহম্মদ শা-কে ইলিয়াস ধন্যবাদ দিয়েছিল।