জাপানকে উদীয়মান সূর্যের দেশ বলা হয় কেন?

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

  প্রশ্ন: জাপানকে উদীয়মান সূর্যের দেশ বলা হয় কেন?

অথবা, পৃথিবীতে পশ্চিমের তুলনায় পূর্বের দেশগুলিতে আগে সকাল, দুপুর ও সন্ধ্যা হয় কেন? *

উত্তর। পৃথিবী সমতল হলে তার সব জায়গায় একই সময় ধরে সমানভাবে সূর্যালােক পড়ত। কিন্তু পৃথিবী প্রায় গােলকাকার বলে যে-কোনাে সময়ে এর এক অর্ধাংশ আলােকিত থাকে এবং অপর অর্ধাংশ অন্ধকারাচ্ছন্ন থাকে। পৃথিবী পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে বলে পশ্চিমের তুলনায় পূর্বের দেশগুলিতে আগে সূর্যালােক পড়ে অর্থাৎ, এই দেশগুলিতে আগে সকাল, দুপুর ও সন্ধ্যা হয়। মূলত এশিয়ার দেশগুলিতে এই ঘটনা ঘটে। এশিয়ার পূর্বতম প্রান্তে জাপান অবস্থিত বলে এখানে পৃথিবীর মধ্যে সবচেয়ে আগে সূর্যোদয় হয়। তাই জাপানিরা তাদের দেশকে ‘নিপ্পন’ বা ‘উদীয়মান সূর্যের দেশ’ বলে। একই কারণে ভারত, চিন ইত্যাদি প্রাচ্যের দেশগুলিতে কানাডা, আমেরিকা, ইংল্যান্ড ইত্যাদি পাশ্চাত্যের দেশগুলির আগে সূর্যোদয় হয়।


জেন রাখা : ) আমাদের দেশের মতাে মেরুদেশে সূর্যকে পূর্ব থেকে পশ্চিমে মাথার উপর দিয়ে আকাশপথ অক্রিম করতে দেখা যায় না।এখানে দিন চলাকালে সূর্য দিগন্তের চারদিকে ঘােরে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url