মুক্তিবেগ কাকে বলে?
WhatsAp Group
Join Now
Telegram Group
Join Now
প্রশ্ন: মুক্তিবেগ কাকে বলে?
উত্তর: যে গতিতে কোনাে পার্থিব বস্তু বা উপাদানকে উপরের দিকে ছুড়লে সেটি পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি কাটিয়ে মহাশূন্যে চলে যায়, তাকে মুক্তিবেগ বলা হয়।
মুক্তিবেগের মান : পৃথিবীতে কোনাে বস্তুকে সেকেন্ডে 11.2 কিমি গতিবেগে ছুড়লে বস্তুটি মুক্তিবেগ লাভ করে।
ব্যবহার : কৃত্রিম উপগ্রহ, মহাকাশযান, রকেট এই বেগ কাটিয়ে মহাকাশে পৌঁছায়।