শুক্রগ্রহের একদিন এক বছরের থেকে বড়াে কেন?

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

 প্রশ্ন:  শুক্রগ্রহের একদিন এক বছরের থেকে বড়াে কেন?

উত্তর: পৃথিবী নিজের চারদিকে আবর্তন করে 24 ঘণ্টা বা 1 দিনে এবং সূর্যকে পরিক্রমণ করে 365 দিনে। এই হিসেবে প্রতিটি গ্রহের নিজের চারপাশে একবার আবর্তনের সময় হল তার একদিন আর সূর্যের চারদিকে একবার ঘুরতে গ্রহদের যে সময় লাগে তা হল ওই গ্রহদের এক বছর। এখন দেখা যাচ্ছে, শুক্র গ্রহ নিজের চারদিকে একবার আবর্তন করে 243 দিনে অর্থাৎ, পৃথিবীর 243 দিন শুক্র গ্রহের একদিন। আর সূর্যের চারদিকে একবার পরিক্রমণ করে 225 দিনে অর্থাৎ, পৃথিবীর 225 দিন শুক্র গ্রহের একবছর। তাই বলা যায় শুক্র গ্রহের একদিন একবছরের থেকে বড়াে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url