“সুখী জীবন কাকে বলে কোনােদিন বুঝিনি।”
WhatsAp Group
Join Now
Telegram Group
Join Now
Q. “সুখী জীবন কাকে বলে কোনােদিন বুঝিনি।”—প্রসঙ্গ উল্লেখ করে\ উদ্ধৃতাংশটির তাৎপর্য লেখাে।
উত্তর: লিও তলস্তয় রচিত ‘ইলিয়াস' গল্পে মহম্মদ শার বাড়িতে আগত
একজন অতিথির প্রশ্নের উত্তরে শাম-শেমাগি তার এবং ইলিয়াসের দাম্পত্যজীবন সম্পর্কে এ কথা বলেছে |জীবন সম্পর্কে উপলব্ধির কথা বলতে গিয়ে সে জানায়, একসময় ধনী জীবনে তারা কখনও সুখের সন্ধান পায়নি। তাদের জীবনে মনের কথা ভাববার কিংবা বলবার, ভগবানের কাছে প্রার্থনা করার সুযােগ ছিল না। শুধু এক দুশ্চিন্তা থেকে আর-এক দুশ্চিন্তায় তাদের জীবন কেটে গেছে। সুখকে খুঁজে ফিরলেও সুখ তাদের কাছে ধরা দেয়নি কখনও।