ফেরেলের সূত্র। (Ferrel's Law)
WhatsAp Group
Join Now
Telegram Group
Join Now
ফেরেলের সূত্র। (Ferrel's Law)
উত্তর :
সূত্র : পৃথিবীর আবর্তন গতির ফলে উদ্ভূত কোরিওলিস বলের প্রভাবে বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে সােজাপথে প্রবাহিত না হয়ে উত্তর গােলার্ধে ডানদিকে এবং দক্ষিণ গােলার্ধে বামদিকে বেঁকে প্রবাহিত হয়। এটিই ফেরেলের সূত্র।
> নামকরণ : 1859 খ্রিস্টাব্দে আমেরিকা যুক্তরাষ্ট্রের আবহবিদ উইলিয়ম ফেরেল এই সূত্রটি আবিষ্কার করেন বলে তার নামানুসারে এই সূত্রের নামকরণ হয়েছে।
উদাহরণ : আয়ন বায়ু উত্তর গােলার্ধে ডানদিকে বেঁকে উত্তর-পূর্ব আয়ন বায়ু ও দক্ষিণ গােলার্ধে বামদিকে বেঁকে দক্ষিণ-পূর্ব আয়ন বায়ু রূপে প্রবাহিত হয়।