নিশীথসূর্য বা মধ্য রাত্রির সূর্য (Midnight Sun)

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

প্রশ্ন: নিশীথসূর্য বা মধ্য রাত্রির সূর্য (Midnight Sun)

উত্তর: সংজ্ঞা : পৃথিবীর কোনাে অঞলের স্থানীয় সময়ের পরিপ্রেক্ষিতে গভীর রাত্রিতেও যখন আকাশে সূর্য দেখা যায়, তাকে নিশীথসূর্য (Midnight Sun) বলে।


কারণ : পৃথিবীর পরিক্রমণ গতি ও মেরুরেখার সঙ্গে66.1/2° কোণে হেলে অবস্থানের জন্য 21 মার্চ থেকে 23 সেপ্টেম্বরপর্যন্ত একটানা 6 মাস উত্তর মেরু আলােকিত থাকে। এই সময় নিশীথসূর্য দেখা যায়।


উদাহৰণ : নরওয়ের উঞ্জ সীমান্তের হ্যামারস্টে বন্দর সংলগ্ন অঞলে এই নিশীথসূর্য দেখা যায় বলে এই অঞল নিশীথসূর্যের দেশ (Land of Midnight Sun) নামে পরিচিত।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url