নিশীথসূর্য বা মধ্য রাত্রির সূর্য (Midnight Sun)
WhatsAp Group
Join Now
Telegram Group
Join Now
প্রশ্ন: নিশীথসূর্য বা মধ্য রাত্রির সূর্য (Midnight Sun)
উত্তর: সংজ্ঞা : পৃথিবীর কোনাে অঞলের স্থানীয় সময়ের পরিপ্রেক্ষিতে গভীর রাত্রিতেও যখন আকাশে সূর্য দেখা যায়, তাকে নিশীথসূর্য (Midnight Sun) বলে।
কারণ : পৃথিবীর পরিক্রমণ গতি ও মেরুরেখার সঙ্গে66.1/2° কোণে হেলে অবস্থানের জন্য 21 মার্চ থেকে 23 সেপ্টেম্বরপর্যন্ত একটানা 6 মাস উত্তর মেরু আলােকিত থাকে। এই সময় নিশীথসূর্য দেখা যায়।
উদাহৰণ : নরওয়ের উঞ্জ সীমান্তের হ্যামারস্টে বন্দর সংলগ্ন অঞলে এই নিশীথসূর্য দেখা যায় বলে এই অঞল নিশীথসূর্যের দেশ (Land of Midnight Sun) নামে পরিচিত।