‘যোগ্যতমের উদ্বর্তন’ বলতে কী বোঝ ? survival of the fittest in bengali
WhatsAp Group
Join Now
Telegram Group
Join Now
‘যোগ্যতমের উদ্বর্তন’ বলতে কী বোঝ ?
‘যোগ্যতম’ হল ‘বহুর মধ্যে যে যোগ্য', আর ‘উদ্বর্তন’ হল ‘জীবনসংগ্রামে বা প্রাকৃতিক নির্বাচনে টিকে থাকা’ | প্রকৃতির প্রতিকূল পরিবেশে অবিরাম সংগ্রামের মাধ্যমে অভিযোজিত হয়ে অনুকূল প্রকরণ সৃষ্টির মাধ্যমে কিছু জীব নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে। আবার কিছু জীব প্রতিকূল প্রকরণের জন্য পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে যায় | অর্থাৎ, জীবনসংগ্রামে জয়ী যোগ্যতম জীবই বেঁচে থাকে। ডারউইন একেই বলেছেন, ‘যোগ্যতমের উদ্বর্তন' (survival of the fittest)। (যদিও এই কথাটি প্রথম ব্যবহার করেন হারবার্ট স্পেনসার)।
যোগ্যতমের উদ্বর্তনের উদাহরণ: উদাহরণ হিসেবে বলা যায়, অনুকূল প্রকরণ সৃষ্টির জন্য লম্বা গলাযুক্ত জিরাফ আজও টিকে রয়েছে। অন্যদিকে প্রতিকূল প্রকরণের জন্য খর্ব গলাযুক্ত জিরাফ পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে।