‘যোগ্যতমের উদ্বর্তন’ বলতে কী বোঝ ? survival of the fittest in bengali

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

 ‘যোগ্যতমের উদ্বর্তন’ বলতে কী বোঝ ?

‘যোগ্যতম’ হল ‘বহুর মধ্যে যে যোগ্য', আর ‘উদ্বর্তন’ হল ‘জীবনসংগ্রামে বা প্রাকৃতিক নির্বাচনে টিকে থাকা’ | প্রকৃতির প্রতিকূল পরিবেশে অবিরাম সংগ্রামের মাধ্যমে অভিযোজিত হয়ে অনুকূল প্রকরণ সৃষ্টির মাধ্যমে কিছু জীব নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে। আবার কিছু জীব প্রতিকূল প্রকরণের জন্য পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে যায় | অর্থাৎ, জীবনসংগ্রামে জয়ী যোগ্যতম জীবই বেঁচে থাকে। ডারউইন একেই বলেছেন, ‘যোগ্যতমের উদ্বর্তন' (survival of the fittest)। (যদিও এই কথাটি প্রথম ব্যবহার করেন হারবার্ট স্পেনসার)।


যোগ্যতমের উদ্বর্তনের উদাহরণ: উদাহরণ হিসেবে বলা যায়, অনুকূল প্রকরণ সৃষ্টির জন্য লম্বা গলাযুক্ত জিরাফ আজও টিকে রয়েছে। অন্যদিকে প্রতিকূল প্রকরণের জন্য খর্ব গলাযুক্ত জিরাফ পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url