প্রাথমিক টেট পরীক্ষা পিছিয়ে যাওয়ার কারণ বললেন পর্ষদ সভাপতি গৌতম পাল, জানুন আসল তথ্য
কি কারনে পিছিয়ে দেওয়া হলো প্রাইমারি টেট পরীক্ষা, জানালেন আসল কারন পর্ষদ সভাপতি গৌতম পাল
Primary TET Exam 2023 : প্রাথমিক টেট ২০২৩ পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE) । ১০ই ডিসেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দিন বদল করে ২৪ ডিসেম্বর করা হয়েছে। তবে কী কারনে পরীক্ষার দিন পিছিয়ে দেওয়া হলো তা নিয়ে ধোঁয়াশা ছিল। এবার পর্ষদ সভাপতি গৌতম পাল জানালেন প্রাইমারি টেট পরীক্ষা (Primary TET 2023) কী কারণে পিছিয়ে দেওয়া হলো।
১০ ডিসেম্বরের পরিবর্তে ২৪ ডিসেম্বর হবে প্রাথমিক টেট। দিন বদলের কারণ সম্পর্কে বলতে গিয়ে পর্ষদ সভাপতি গৌতম পাল বলেছেন “আরও সাজিয়ে গুছিয়ে টেট নেওয়ার প্রয়োজন বলেই দিন পিছনো হচ্ছে। প্রস্তুতির জন্য আরও সময় প্রয়োজন।”
যদিও এর সঙ্গে অন্য কোন কারণ নেই বলে দাবি করেছেন পর্ষদ সভাপতি গৌতম পাল। তবে ২৪ ডিসেম্বর প্রাথমিক টেটের দিন ঘোষণা করার পর থেকেই জোরালো চর্চা শুরু হয়ে গেছে। ঐদিন কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত থাকবেন। রাজ্যে গীতা পাঠের অনুষ্ঠান রয়েছে ওই দিন। বিভিন্ন জেলা থেকে মানুষের সমাগম হবে। ওই দিন প্রাথমিক টেট পরীক্ষা অনুষ্ঠিত হলে যাতায়াত ব্যবস্থার উপর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন অনেকেই।