5696টি শূন্যপদে রেলে নিয়োগ বিজ্ঞপ্তি, জানুন সম্পূর্ণ তথ্য ও আবেদন পদ্ধতি |RRB Railway New Recruitment Notification 2024

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

ভারতীয় রেলে নিয়োগ ২০২৪ RRB Railway Recruitment Notification 2024 : সুবর্ণ সুযোগ রেলের তরফ থেকে প্রচুর শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চলুন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে ভারতীয় রেলের তরফ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য যেমন শিক্ষাগত যোগ্যতা কি আছে? মাসিক বেতন কত ?মোট কতগুলি শূন্য পদে নিয়োগ করা হবে? কিভাবে আবেদন করতে হবে ? সেই সম্পর্কে বিস্তারিত তথ্য শেয়ার করব। অবশ্যই আজকের এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বেন । 

5696টি শূন্যপদে রেলে নিয়োগ বিজ্ঞপ্তি, জানুন সম্পূর্ণ তথ্য ও আবেদন পদ্ধতি |RRB Railway New Recruitment Notification 2024



ভারতীয় রেলে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ | RRB Railway New Recruitment 2024 

নিয়োগকারী সংস্থা:
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (RRB)। 
পদের নাম: 
 Assistant Loco Pilot (ALP)।
মোট শূন্যপদ :
5696 টি শূন্যপদ। এটা 16K+ হবে, খুব শিগগিরিই আপডেট করা হবে অফিসিয়াল নোটিফিকেশন।
শিক্ষাগত যোগ্যতা :
মাধ্যমিক পাশ ।
প্রার্থীর বয়সসীমা : 
18 থেকে 30 বছর
আবেদন পদ্ধতি :
অনলাইন। 

ভারতীয় রেলে কোন পদে নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে  ? 

ভারতীয় রেলে এসিস্ট্যান্ট লোকো পাইলট ( Assistant Loco Pilot (ALP)) পদে নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। দেখুন কিভাবে আবেদন করতে হবে এবং সম্পূর্ণ তথ্য জানার জন্য অবশ্যই অফিশিয়াল নোটিফিকেশন পিডিএফ ডাউনলোড করবেন।


ভারতীয় রেলে মোট শূন্যপদ কতগুলি পণ্য পদে নিয়োগ করা হবে?

মোট 5696 টি শূন্যপদ নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কিন্তু এটা 16K+ হবে, খুব শিগগিরিই আপডেট করা হবে অফিসিয়াল নোটিফিকেশন। এর জন্য Twitter করা হয়েছে।


ভারতীয় রেলের নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন?

যে কোন প্রতিষ্ঠান থেকে ন্যূনতম মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবে পারবেন।

ভারতীয় রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে মাসিক বেতন কত দেওয়া হবে?

19900 টাকা মাসিক বেতন দেয়া হবে।


ভারতীয় রেলে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা কত?

আবেদনকারী প্রার্থীদের বয়স 18 থেকে 30 বছর বয়সের মধ্যে হলেই আবেদন করতে পারবেন।


ভারতীয় রেলে নিয়োগের জন্য কিভাবে আবেদন করতে হবে?

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। 


ভারতীয় রেলে নিয়োগের অনলাইনে আবেদন করার শেষ তারিখ কত? : 20/02/2024 পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে


গুরুত্বপূর্ণ তারিখ:  

আবেদন শুরুর তারিখ: 20.01.2024

আবেদন করার শেষ তারিখ: 20.02.2024 


গুরুত্বপূর্ণ লিংক : 

অফিশিয়াল নোটিফিকেশন PDF- Click Here 

অফিশিয়াল ওয়েবসাইট - Click Here 



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url